![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বড় হলে মা কিনে দেবো তোমায় শাড়ী।
বাবার চেয়েও অনেক বড় বানাবো তোমার
জন্যে বাড়ি।।
নকশীকাঁথা ফোড় তুলে তুমি করবে
রাঙাবে কাথার মাঠ।
তোমার জন্যে মজা কিনে
আনতে যাবো দুর গঞ্জের হাট।
শীতের সকালে ভাপা পিঠার
তুলবে ভালাবাসার মিষ্টি ধোঁয়া।
মনের সুখে পিঠা খাবো আর
করবো তোমার জন্যে দোয়া।
২| ০৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩১
পে পোঁ কইরেন না, যান। বলেছেন: মাকে খালি বললেই হবে না,তা বাস্তবায়িত করতে হবে কিন্তু।
©somewhere in net ltd.
১|
০৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:১৬
গাধা গরু বলেছেন: আপনারও দেখি ভুতে পাওয়া রোগ ধরছে, এইসব হাবিজাবি লিখে কি মজা পান রে ভাই, আমাদেরও তো পড়তে কষ্ট হয়।
ভালো উপদেশ দেই তারচেয়ে, কবিতা লেখা বাদ দিয়ে ইফতারে ছোলা বুট বেশী করে খান।