নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইফুল ইসলাম

বরাবর আমি

সাইফুল ইসলাম

বরাবর আমি › বিস্তারিত পোস্টঃ

স্মার্ট, কিউট এবং ভয়ংকর ছিলাম কিন্তু এখন না কেন ??

১০ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৮

নিজের সর্ম্পকে তেমন কিছু বলার নেই--
.........তবে যা একটু আছে তাই অল্প করে বলি.........!!

..................................................................
..................................................................

&......একসময় আমি খুব স্মার্ট ছিলাম , আমার বয়স তখন ৬ মাস,
প্রতিদিন ৪-৫ বার পোশাক চেন্জ করতাম ।
এখন একই ড্রেস পড়ে ১ দিন কাটিয়েদেই ।

&.....একসময় আমি খুব কিউট ছিলাম আমার বয়স তখন ৪ বছর"
আমার কিউট চেহারায় কুদৃষ্টি লাগার ভয়ে মা আমার
কপালের বাঁ পাশে কালো টিপ দিয়ে দিতেন ।
এখন আর আমি কিউট নই তাই কালো টিপ দিতে হয় না ।

&.......একদা আমি অনেক ভয়ংকর ছিলাম. ২ বছর বয়সে
আমাদের পাশের বাড়ির আন্টির কোলে উঠে
তার গালে থাপ্পর মেরেছিলাম । তিনি ভয়ে আমাকে কিছুই করার
সাহস পান নি ।
এখন আর আমি ভয়ংকর নই। কাউকে থাপ্পর দিলেই
পাল্টা থাপ্পর খেতে হয় ।

&.......একদা আমার হাতের লেখা খুব সুন্দর ছিল ।
আমি প্রথম যেদিন'অ'(স্বরে অ) লিখেছিলাম,
সবাইহাততালি দিয়েছিল । সবাই বলেছিল, কত্ত সুন্দর লেখা!!
এরপর সারা জীবনে কত বার 'অ '(স্বরে অ) লেখলাম !!
কেউ একটা হাততালি দিল না ।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫২

বেগুনী ক্রেয়ন বলেছেন: সাধারন কিন্তু সুন্দর লেখা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.