![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আগের নিক 'হাসান কালবৈশাখী' বিকল হয়ে যাওয়াতে এই ২য় নিক।
AFC এশিয়ান ফুটবল কনফেডারেশনের খামখেয়ালিপনায় বাংলাদেশ বাদ পরে গেল। নিশ্চিত চুড়ান্ত পর্বে যাওয়ার সপ্ন পরিনত হল হতাশায়।
বাছাইপর্বে পাঁচ গ্রুপের লড়াইয়ে নিজেদের ‘ডি’ গ্রুপে রানার্স আপ হয়েছিল বাংলাদেশ। গোল গড়ে সবমিলিয়ে দ্বিতীয় সেরা রানার্স আপ-এর যোগ্যতা নিয়ে বাংলাদেশ দল চূড়ান্ত পর্বে খেলার অপেক্ষায় ছিল।
D গ্রুপে বাংলাদেশের ফলাফল
ফিলিস্তিনের বিপক্ষে ০-১ গোলে হার
নেপালের বিরুদ্ধে ২-০ গোলের জয়
ম্যারিয়ানা আইল্যান্ডস বিরুদ্ধে ৪-০ গোলে বিশাল জয় নিয়ে বাংলাদেশ দ্বিতীয় সেরা রানার্সআপ হয়েছিল।
কিন্তু ২২শে মার্চ E গ্রুপে ব্রুনাই নাম প্রত্যাহার করলে একটি জটিলতার শৃষ্টি হয়।
ফিফার রুল অনুযায়ী অনুপস্থিত দলের সাথে ওয়াকওভার হিসেবে ৩-০ গোলে জয় দেখানোর কথা। সেভাবেই হয়েছিল।
২১শে মার্চ থেকে সেটা ২৭শে মার্চ পর্যন্ত এএফসির ওয়েবসাইটে সেভাবেই দেয়া ছিল। এমনকি ২৬শে মার্চ ‘ই’ গ্রুপের শেষ খেলা ফিলিপাইন ও তুর্কমেনিস্তানের ম্যাচ রিপোর্টেও বাংলাদেশের চূড়ান্ত পর্বে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে এএফসি। রিপোর্টে তারা উল্লেখও করেছে ২০০৮ সালের চ্যাম্পিয়ন ভারতকে টপকে চূড়ান্ত পর্বে উঠেছিল বাংলাদেশ। বাংলাদেশ চূড়ান্ত পর্বে উন্নীত হওয়া বিষয়টি নিয়ে ভারতের টাইমস অব ইন্ডিয়া, ফিলিপাইনের জিএমএ নামক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছিল।
কিন্তু দুইসপ্তাহ পর এশিয়ান ফুটবল কনফেডারেশন বিভিন্ন লবিষ্টদের চাপে নতুন আইন তৈরি করে। নতুন আইনে অনুপস্থিত দলের সাথে ওয়াকওভার, জয় বা গোল কিছুই দেয়া হয়না, বরং অন্য গ্রুপের খেলাগুলো ৪র্থ স্থান দখলকারির সাথে খেলার হিসাব বাতিল করা হয়। এই আইনে অন্যান্ন গ্রুপের দেশগুলোও আক্রান্ত হয়।
D গ্রুপে ম্যারিয়ানা আইল্যান্ডস চতুর্থ দল। যাদের বিপক্ষে বাংলাদেশের ৪-০ গোলের বড় জয় ছিল। নতুন বাইলজে এমন ক্ষেত্রে সব গ্রুপের পয়েন্ট তালিকার চতুর্থ দলের বিপক্ষে ম্যাচটি বাতিল গণ্য হয়। বাংলাদেশের এই বড় জয় ও গোল এভারেজ হিসাব বাতিল হয়ে যায়।
বাংলাদেশ দ্বিতীয় সেরা রানার্সআপ হওয়ার লড়াইয়ে চলে যায় তৃতীয় স্থানে। পেছন থেকে সবার ওপরে চলে আসে ‘সি’ গ্রুপের লাওস।
আর বাংলাদেশ দুর্ভাজ্ঞজনক ভাবে বাদ পরে গেল আগামী বছর মার্চে আট দলের চ্যালেঞ্জ কাপে মূলপর্ব খেলার আশা।
৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৭
কালবৈশাখীর ঝড় বলেছেন:
exactly
২| ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
রিফাত হোসেন বলেছেন: ফফুটবল সপ্ন
৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৭
কালবৈশাখীর ঝড় বলেছেন:
মোটেও ফুসপ্ন নয়।
বাংলাদেশের ফিফা র্যাঙ্ক গত বছর ১৭ ধাপ এবছর ১২ ধাপ উপরে উঠেছে।
বাংলাদেশের ফুটবল এখন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মালদিপ, নেপাল, পাকিসতান, ভারত, হংকং, তাইওয়ান, কে টপকে এশিয়ার মাঝারি মানে পৌছেছে।
AFC র সিদ্ধান্ত খুবই দুর্ভাগ্যজনক!
৩| ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
বোকামন বলেছেন:
৪| ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
বোকামন বলেছেন:
৫| ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২০
িট.িমম বলেছেন: বাংলাদেশকি আদালতের সরনাপন্ন হতে পারে না?
৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
কালবৈশাখীর ঝড় বলেছেন:
না, পারেনা।
কোন অনিয়ম হলে আপিল করতে পারে। আদালতে পারবেনা মনে হয়।
ফিফার সদস্য পদ পেতে Fifa ও Afc র সকল নিয়ম-কানুন সিদ্ধান্ত মেনে চলবে বলে দেশগুলো স্বাক্ষর করেছিল।
৬| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:১৮
নাজিম-উদ-দৌলা বলেছেন: দুঃখ জনক!
৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৭
কালবৈশাখীর ঝড় বলেছেন:
খুবই দুর্ভাগ্যজনক!
৭| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫২
ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
পাঁচ গ্রুপের লড়াইয়ে নিজেদের ‘ডি’ গ্রুপে রানার্স আপ হয়েছিল বাংলাদেশ।
দ্বিতীয় সেরা রানার্স আপ-এর যোগ্যতা নিয়ে বাংলাদেশ দল চূড়ান্ত পর্বে খেলার অপেক্ষায় ছিল।
কিন্তু খেলাশেষে নিয়ম চেইঞ্জ করা দুর্ভাজ্ঞজনক!
৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
কালবৈশাখীর ঝড় বলেছেন:
খেলাশেষে নিয়ম চেইঞ্জ করা সত্যই দুর্ভাগ্যজনক!
৮| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৫
ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন: দুঃখের ইমো হবে
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:২৩
কালবৈশাখীর ঝড় বলেছেন: বুঝেছি এইটা হবে -
৯| ৩১ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৫৪
রিফাত হোসেন বলেছেন: ok
১০| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৭:০৪
কাজী মামুনহোসেন বলেছেন: আশা ভঙ্গ হল
সাথে ফেডারেশনের নিরবতা দেইখা খারাপ লাগতেছে,
ফেডারেশন লবিস্ট দিয়া চাপ দিতে পারেনা?
৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৪৮
কালবৈশাখীর ঝড় বলেছেন:
ভাই আমাদের মিডিয়াগুলোরে থাব্রাইতে ইচ্ছা করে।
বেসিরভাগ টিভি চ্যানেল এই অতি গুরুত্বপুর্ন খবরটি হাইলাইট করেনি। খেলার খবরের শেষের দিকে দায়সারা অস্পষ্ট ভাবে দেয়। কোন খবরকাগজই এসবকে গুরুত্ব দেয় নি। ক্রিকেট নিয়ে মেতে চ্ছিল।
১১| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৮:০৩
দি সুফি বলেছেন: উল্টা কথা লিখছেন! বাইল্জে আগেই লিখা ছিল, কোনো দল না খেললে অন্য গ্রুপগুলোর চতুর্থ দলের সাথে ফলাফল বাতিল হবে।
এএফসি ভুল করেছে, আগেই বাংলাদেশের নাম ঘোষনা করে। কারন বাইল্জ অনূযায়ী বাংলাদেশ বাদ পরে যায়।
৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৮:২৬
কালবৈশাখীর ঝড় বলেছেন:
বাইল্জে হয়ত আগেই লিখা ছিল। তবে এর কার্যকর করা নিয়ে অস্পষ্টতা ছিল।
তাই AFC ম্যাচ রিপোর্টে বাংলাদেশের চূড়ান্ত পর্বে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশকে প্রসংসাসুচক বক্তব্য দিয়েছিল। তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছিল।
২১শে মার্চ থেকে সেটা ২৭শে মার্চ পর্যন্ত ৮ দিন এএফসির ওয়েবসাইটে সেভাবেই দেয়া ছিল
FIFA ফুটবল ইতিহাসে ওয়াকওভার দেয়ার ঘটনা নেই বললেই চলে, তাই এই অদ্ভুত আইনের কথা অনেকেরই অজানা ছিল।
১২| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৫১
রিফাত হোসেন বলেছেন: আপ্নি রেনক নিয়ে বাড়িয়ে বলেছেন, এশিয়া দূরের কথা দ:এশিয়ার মাথার উপরে উঠে নাই, তবে এই আপ ডাউন গত বিশ ২০ বছর ধরেই দেখছি!
ভারত আফগানিস্তান এখন উপরে অনেক, আপ্নার মন্তব্যে খুশি হয়েই যাচাই করতে গিয়ে বুঝলাম!
অনেক দূরের পথ!
৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩৭
কালবৈশাখীর ঝড় বলেছেন:
নিজের দেশকে ছোট ভাবতে পছন্দ করেন কেন?
ভারত ২০১২তে বাংলাদেশের নিচে ছিল, এবছর কিছুটা উপরে।
২০১৩তে বাংলাদেশের অবস্থা
157 Bangladesh 143 12
157 Liechtenstein 143 -3
159 Hong Kong 141 -3
160 Bermuda 139 -3
161 Maldives 136 -2
162 Chad 133 -22
162 Singapore 133 -4
164 Malaysia 129 -5
165 Dominica 124 -4
166 Indonesia 121 -3
166 Lesotho 121 -4
168 Laos 118 5
169 Vanuatu 102 -3
170 Yemen 101 -5
171 Pakistan 97 -1
172 Mauritania 94 -4
173 Sri Lanka 92 20
174 Chinese Taipei 89 -3
175 Fiji 85 -3
175 Nepal 85 -1
207 Bhutan
১৩| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৬
রিফাত হোসেন বলেছেন: ধুর, ছোট ভাব লাম কই? বাড়িয়ে বলছেন তাই বল্লাম, এশিয়া দূরের কথা দ: এশিয়া টপকায় নাই! ভারত আফগান রা উপরে আছে!
১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৯
কালবৈশাখীর ঝড় বলেছেন: আফগানিস্তান এখন বাংলাদেশের নিচে after 3 step up
April fifa rank 2013
Rnk Team Pts +/- Pos
151 Palestine 170 -1 Down
152 St. Lucia 168 -6 Down
153 Aruba 163 -4 Down
154 Bangladesh 161 3 Up
155 Myanmar 155 0 Equal
156 Lesotho 154 10 Up
157 Malta 153 -10 Down
158 Maldives 152 3 Up
159 Nicaragua 150 -5 Down
160 São Tomé e Príncipe 144 -4 Down
161 Faroe Islands 143 -8 Down
162 Solomon Islands 142 -15 Down
163 Malaysia 141 1 Up
164 Bermuda 139 -4 Down
165 Singapore 133 -3 Down
166 Chad 131 -4 Down
167 Dominica 124 -2 Down
168 Laos 118 0 Equal
168 Pakistan 118 3 Up
170 Indonesia 117 -4 Down
171 Nepal 108 4 Up
172 Sri Lanka 103 1 Up
173 Vanuatu 102 -4 Down
174 Yemen 100 -4 Down
175 Mauritania 94 -3 Down
176 Chinese Taipei 90 -2 Down
177 Fiji 85 -2 Down
178 Samoa 74 -1 Down
179 Mongolia 67 -1 Down
180 Bahamas 66 -1 Down
180 Guinea-Bissau 66 3 Up
180 Montserrat 66 -1 Down
১৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৮
বনস্পতি বলেছেন: আইনের সাধারণ বিধানও লংঘন করা হয়েছে মনে হচ্ছে এখানে। বাংলাদেশ আদালতে গেলে অবশ্যই আশাবাদী কিছু ঘটতে পারতো।
কারণ ' কোন ঘটনার পরে তৈরী করা আইন সাধারণত সেই একই ঘটনার ক্ষেত্রে প্রযোজ্য হয়না।'
বাংলাদেশের ক্ষেত্রে আইনের এই সাধারণ রীতিও লংঘিত হয়েছে।
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
লোপা এসহক বলেছেন:
very unfortunate