![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আগের নিক 'হাসান কালবৈশাখী' বিকল হয়ে যাওয়াতে এই ২য় নিক।
সন্ত্রাসি বোমাবাজদের এভাবেই কুকুরের মত গুলি করে মারা দরকার।
বোস্টন ম্যারাথন রাস্তায় হামলাকারী জোখার সারনায়েভ ও তাঁর বড় ভাই তামেরলান সারনায়েভকে ঘিরে এখন বিশ্বজুড়ে চলছে নানা গুঞ্জন। তাঁরা কারা? তাঁরা কেন এই হামলা চালাতে গেলেন? তাঁদের সঙ্গে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর আঁতাত আছে?—এমন সব প্রশ্নের জবাব খুঁজছেন সবাই।
তাঁর বড় ভাই তামেরলানকে চিহ্নিত করার পর ধাওয়া করে গুলিকরে হত্যা করে পুলিশ, ছোট ভাই জোখারকে তার পরদিন গুলিবিদ্ধ করে গ্রেফতার করা হয়। এই দুদিন এই দুই খুনিকে খোঁজার জন্য শহরে সান্ধ্য আইন জারি করেছিল।
এফবিআই বলেছে, একটি বিদেশি (রাশীয়া) সরকারের অনুরোধে ২০১১ সালে তাদের এজেন্ট তামেরলানকে জিজ্ঞাসাবাদ করেছিল। তবে ওই সময় তাঁর বিরুদ্ধে তেমন কোনো নেতিবাচক তথ্য পাওয়া যায়নি। এ কারণে তখন তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল।
রাশিয়ার ককেশাস অঞ্চল ছেড়ে জোখার ও ভাই যুক্তরাষ্ট্রে এসেছিলেন শিশুকালেই । এক আত্মীয় জানান, সারনায়েভ পরিবার যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে কিরগিজস্তানে কিছুদিন অবস্থান করেছিল। সহপাঠী সূত্র জানায়, জোখার কেমব্রিজ ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষা নিয়েছেন। কুস্তিতে (রেসলিং) পারদর্শিতার জন্য তিনি ২০১১ সালে আড়াই হাজার মার্কিন ডলারের কেমব্রিজ বৃত্তি অর্জন করেন।
জোখারকে গ্রেপ্তারের পর এক প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ‘এ হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের ধরতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের যা যা করার দরকার, তা-ই করা হবে।’
বিরোধী দল কিন্তু বলেনি "পাখির মত গুলিকরে মারছে, আমরা ক্ষমতায় এলে ট্রাইবুনাল বানিয়ে এসবের বিচার করব"!সন্ত্রাসি বোমাবাজদের এভাবেই কুকুরের মত গুলি করে মারা দরকার।
বোস্টন ম্যারাথন রাস্তায় হামলাকারী জোখার সারনায়েভ ও তাঁর বড় ভাই তামেরলান সারনায়েভকে ঘিরে এখন বিশ্বজুড়ে চলছে নানা গুঞ্জন। তাঁরা কারা? তাঁরা কেন এই হামলা চালাতে গেলেন? তাঁদের সঙ্গে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর আঁতাত আছে?—এমন সব প্রশ্নের জবাব খুঁজছেন সবাই।
তাঁর বড় ভাই তামেরলানকে চিহ্নিত করার পর ধাওয়া করে গুলিকরে হত্যা করে পুলিশ, ছোট ভাই জোখারকে তার পরদিন গুলিবিদ্ধ করে গ্রেফতার করা হয়। এই দুদিন এই দুই খুনিকে খোঁজার জন্য শহরে সান্ধ্য আইন জারি করেছিল।
এফবিআই বলেছে, একটি বিদেশি (রাশীয়া) সরকারের অনুরোধে ২০১১ সালে তাদের এজেন্ট তামেরলানকে জিজ্ঞাসাবাদ করেছিল। তবে ওই সময় তাঁর বিরুদ্ধে তেমন কোনো নেতিবাচক তথ্য পাওয়া যায়নি। এ কারণে তখন তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল।
রাশিয়ার ককেশাস অঞ্চল ছেড়ে জোখার ও ভাই যুক্তরাষ্ট্রে এসেছিলেন শিশুকালেই । এক আত্মীয় জানান, সারনায়েভ পরিবার যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে কিরগিজস্তানে কিছুদিন অবস্থান করেছিল। সহপাঠী সূত্র জানায়, জোখার কেমব্রিজ ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষা নিয়েছেন। কুস্তিতে (রেসলিং) পারদর্শিতার জন্য তিনি ২০১১ সালে আড়াই হাজার মার্কিন ডলারের কেমব্রিজ বৃত্তি অর্জন করেন।
জোখারকে গ্রেপ্তারের পর এক প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ‘এ হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের ধরতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের যা যা করার দরকার, তা-ই করা হবে।’
বিরোধী দল কিন্তু বলেনি "পাখির মত গুলিকরে মারছে, আমরা ক্ষমতায় এলে ট্রাইবুনাল বানিয়ে এসবের বিচার করব"!
২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
কালবৈশাখীর ঝড় বলেছেন:
বোমা যখন পুলিশের দিকে ছোড়া হয়, তখন পুলিশ গুলি করলে বলা হয় গনহত্যা হচ্ছে।
এখানে দেখুন -
Click This Link
তক্বীর হত্যাকারী শামীম ওসমান।
এটা একটা অভিযোগ।
এই অভিযোগের পক্ষে তেমন কোন আলামত বা প্রমান দেখাতে পারেনি অভিযোগকারি পক্ষ।
২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১২
কালবৈশাখীর ঝড় বলেছেন:
বিশ্বজিত যেভাবে মারা গেল
পড়ুন
Click This Link
২| ২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৮
অেসন বলেছেন: যারা নারী শিশুকে ঢাল হিসাবে ব্যবহার করে পুলিশের উপর আক্রমন করার স্পর্ধা দেখানোকে সন্ত্রাসী আচরন ছাড়া আর কিছু ভাবা যায় না।
সন্ত্রাসী হত্যাকে গনহত্যা বলে যারা তারা সন্ত্রাসীদের উষ্কানীদাতা।
২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
কালবৈশাখীর ঝড় বলেছেন:
সন্ত্রাসি বোমাবাজদের কুকুরের মত গুলি করে মারা উচিত।
৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪২
মদন বলেছেন: বিশ্বজিক সংক্রান্ত আপনার লেখা পড়লাম। চাপাতি দিয়ে যারা কোপালো তাদের থেকে সাংবাদিকদের দোষ দিলেন বেশি। বিষয়টা কেমন হয়ে গেলো না? সাংবাদিকে রা মেডিকেল টার্ম অপেক্ষা চোখে যা দেখছে তার বিষয়েই বলার কথা।
২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০২
কালবৈশাখীর ঝড় বলেছেন:
সাংবাদিকদের দোষ দেইনি
কয়েকজন সাংবাদিক বিশ্বজিতকে আহত অবস্থায় ফেলেরেখে চলেযায়। অনেক্ষন পরে একজন দয়ালু রিক্সা চালক তাকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়।
বিশ্বজিতকে রক্ত দিতে পারলে বাঁচানো যেত।
৪| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫২
কালবৈশাখীর ঝড় বলেছেন:
ধর্ম মানুষের জন্য, কিন্তু ধর্মান্ধতা মানুষকে পশুতে পরিনত করে
নিহত তামের্লান সার্নায়েভ ২০১২ সালে দাগেস্তানে গিয়েছিলেন। ছয় মাসের ভ্রমণ তাঁর জীবনের গতিপথ পাল্টে দেয়। হয়তো উদ্ধত জীবনের অনুশোচনা তাঁকে তাড়িয়ে-পুড়িয়ে নতুন দিকে নিয়ে গেছে। রাশিয়ার টালমাটাল এলাকাটি থেকে যুক্তরাষ্ট্রে ফিরে গিয়ে তামের্লান হয়ে যান ইসলামের নিষ্ঠাবান অনুসারী এবং একই সঙ্গে ‘বিপথগামীদের’ প্রতি তাঁর আক্রোশও বাড়তে থাকে।
রয়টার্সের এক প্রতিবেদনে আজ মঙ্গলবার বলা হয়েছে, যা তামের্লান সার্নায়েভকে বোমা মেরে তিনজনকে হত্যা ও বহু মানুষকে জখম করায় উদ্বুদ্ধ করেছে, তা হয়তো কোনো দিনই জানা যাবে না।
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৭
মদন বলেছেন: তক্বীর হত্যাকারী শামীম ওসমানকে গুলি করে মারলে কেউই বলবে না পাখির মতো গুলি করে মারা হচ্ছে।
শীর্ষ সন্ত্রাসীদের এক সময় রেব গুলি করে মেরেসে। মারার পরে এলাকার লোকজন মিষ্টি বিতরন করেছে। কেউই কিন্তু প্রতিবাদ করেনি, আপত্তি করেনি।
হাজার হাজার নারী-পুরুষ-শিশুর দিকে বন্দুক তাক করার আগে অনেকবার ভাবা উচিত।
বিশ্বজিতকে যারা কোপায়া মারসে তাদেরকে কোপায়া কিমা বানাইলেও একজন লোক প্রতিবাদ করবে না।
ওবামা সন্ত্রাসী দমন করেছে, বিরোধীদল নয়।