নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঐ নতুনের কেতন ওড়ে ..

বিদ্রোহী রণ ক্লান্ত .. আমি সেই দিন হব শান্ত ....

কালবৈশাখীর ঝড়

আমার আগের নিক 'হাসান কালবৈশাখী' বিকল হয়ে যাওয়াতে এই ২য় নিক।

কালবৈশাখীর ঝড় › বিস্তারিত পোস্টঃ

BDR হত্যাকান্ডের ৫ বছরে বিচার সমাপ্ত করা সম্ভব হয়েছে

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৮

যারা গুলি করেছিল তারা প্রায় সবাই ধরা পরেছে, হত্যাকান্ডের রায় আজ হয়েছে। ২০৭ জনকে দোষি সাব্যস্ত করে শাস্তি দেয়া সম্ভব হয়েছে। কিছু প্রশ্নগুলোর উত্তর আমার এই

কিছু প্রশ্নগুলোর উত্তর এখানে পাবেন

- কি ঘটেছিল সেদিন দরবার হলে? তিন পর্বে।

Part 1

Click This Link

part2

Click This Link

Part 3

Click This Link



যারা গুলি করেছিল তারা প্রায় সবাই ধরা পরেছে, হত্যাকান্ডের রায়ও হয়েছে। ২০৭ জনকে দোষি সাব্যস্ত করে শাস্তি দেয়া সম্ভব হয়েছে। কিছু বিভ্রান্তির উত্তর আমার এই লেখাগুলোতে পাবেন -

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪০

কালবৈশাখীর ঝড় বলেছেন:
পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যার দায়ে ডিএডি তৌহিদসহ ১৫২ জনের ফাঁসির আদেশ হয়েছে।
বিএনপির নেতা নাসির উদ্দিন পিন্টু ও স্থানীয় আওয়ামী লীগ নেতা তোরাব আলীসহ ১৬১ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।
সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজার আদেশ হয়েছে ২৬২ জনের।
বেকোসুর খালাস পেয়েছেন ২৭১ জন।

১৫২ জনের ফাঁসির আদেশ হলেও প্রকৃত খুনি ২০-২৫ জনের বেশী হওয়ার কথা নয়। ঘটনার আবর্তে কিছু নিরিহ লোকের শাস্তি হয়ে গেল।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫০

নতুন বলেছেন: কিন্তু কারা এই হত্যা কান্ডের পরিকল্পনা করেছিলো? জাতি কি তা কোনদিন জানতে পারবে?

এতগুলি সেনা সদস্য হত্যা কখনোই কোন পরিকল্পনা ছাড়া হতে পারেনা....

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

কালবৈশাখীর ঝড় বলেছেন:
এই বিদ্রোহ- হত্যাকান্ড মোটেই পরিকল্পিত ছিলনা।

বিডিআর সৈনিকদের চাপা ক্ষোভ অনেক বছর আগে থেকেই ছিল. প্রাক্তন মহাপরিচালক জ়ে: ফজলুর রহমান তার বক্তব্যে স্বীকার করেছিলেন BBCর কাছে।
হত্যাকান্ড না ঘটলে বিদ্রোহীরা হিরো হিসেবেই থাকতো।
হত্যাকান্ডের ঘটনা জানার আগে পর্যন্ত দেশের সাধারন মানুষ, সকল ইলেকট্রনিক ও প্রিন্টেড মিডিয়া বিদ্রোহীদের পক্ষেই কথা বলেছে। কিন্তু হত্যাকারীরা সব ভেস্তে দিয়েছে। হত্যাকাণ্ড আন্দোলনটাকে ধ্বংস করেছে, হত্যাকাণ্ডের ফলে আন্দোলনকারীরা সাধারণ মানুষের সিমপ্যথি হারিয়েছে। হত্যাকারীরা বঞ্চিতদের আরও অধিক বঞ্চনার মধ্যে ঠেলে দিয়েছ।

এজাবৎ প্রাপ্ত তথ্যে উত্তপ্ত পরিস্থিতিতে শহিদ সহ গুটিকয় সৈনিকই দরবার হলের জানালার ফাঁক দিয়ে এলোপাথাড়ি গুলি বর্ষন করছিল, একপর্যায়ে কিছু হটকারি সৈনিক স্টেজে দাড়িয়ে থাকা সেনা কর্মকর্তাদের উপর কয়েক পশলা গুলি করে। ১৫০ জন অফিসারের ভেতর ৫০ জনের গায়ে গুলি লাগে, ময়নাতদন্তকারি ডাক্তারের রিপোর্ট অনুযায়ী বেশীরভাগই স্বল্প আহত হয়ে রক্তক্ষরনে বিনা চিকিৎসায় মারা যায়।
বাকি বেঁচে যাওয়া শতাধিক অফিসারদের উপর আর কোন আক্রমন হয়নি। ২য় দিন খাদ্য সংকট দেখা দিলেও আটক অফিসারদের পর্যাপ্ত খাদ্য দেয়া হয়েছিল। এতেই বোঝা যায় ব্যাপক হত্যার ইচ্ছা বা পরিকল্পনা ছিলনা।
হত্যাকান্ড ঘটে যাওয়ার পর তাদেরকে অস্থির ও সিদ্ধান্তহীনতা দেখা গেছে। পরবর্তিতে তারা আর কোন হত্যাকান্ড ঘটায়নি।

সুপরিকল্পিত হত্যাকান্ড হলে বাকি বন্দি ১০০ জন কর্মকর্তাকে বাঁচিয়ে রাখার কোন কারন ছিলনা।

সুপরিকল্পিত হত্যাকান্ড হলে আনাড়িদের মত লাশ লুকানোর চেষ্টা করে সময় নষ্ট করত না। নিগোসিয়েশন করে আরো একদিন সময় নষ্ট করে আনাড়ির মত ধরা পরত না।

খুনিদের নেতা সহিদ সহ সকল খুনিই ধরা পরেছে। বিচার শেষ হয়ে রায় হয়েছে। সত্য একদিন বেরিয়ে আসবেই।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫১

নতুন বলেছেন: ১৫২ জনের ফাঁসির আদেশ হলেও প্রকৃত খুনি ২০-২৫ জনের বেশী হওয়ার কথা নয়। ঘটনার আবর্তে কিছু নিরিহ লোকের শাস্তি হয়ে গেল।

তাহলে এটাতো লোক দেখানো বিচার হলো....

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০১

কালবৈশাখীর ঝড় বলেছেন:
১৫২ জনের ফাঁসির আদেশ হলেও আপিলের পর ৪০-৫০ জনের শাস্তি বহাল থাকতে পারে। বাকি ১০০ জনের লঘুদন্ড বা খালাশ দেয়া উচিত।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০১

নিশাত তাসনিম বলেছেন: এ হত্যার মূল পরিকল্পনাকারী কে ? সন্দেহ করা হয় ভারত। কথা কি সত্য? উইকিলস এর তথ্যের ব্যাপারে আপনার বক্তব্য কি ?

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৫

কালবৈশাখীর ঝড় বলেছেন:
বাশের কেল্লার উইকিলিক্স নামে ভুয়া কথা উঠিয়েছিল। সেখানে উইকির কোন সাপোর্টিং লিঙ্ক দিতে পারে নাই।

মার্কিন নিয়মিত গোপন গোয়েন্দা প্রতিবেদন ২০০৯।
ঢাকার মার্কিন দুতাবাস স্টেট ডিপার্টমেন্টে পাঠানো গোপন গোয়েন্দা প্রতিবেদন যা উইকিলিক্সে ফাস হয়েছিল, তা দুই পর্বে প্রথম আলো ছেপেছিল
(২৫ ও ২৬-২-১৩)।

সেখানেও প্রধানমন্ত্রীর সেই সময়ের সাহসি সিদ্ধান্তগুলো সর্বক্ষেত্রেই মার্কিন সরকার সন্তোষ প্রকাশ করেছিল। গোপন দলিলে ২৯ ঘন্টায় বিদ্রোহ মোকাবেলায় শেখ হাসিনার দক্ষতা ও বিচক্ষনতা প্রসংশিত হয়েছিল।

সেখানে কোন চক্রান্ত বা ভারতীয় চক্রান্ত পেলে বৈরি মার্কিন সরকার কখনোই ছেড়ে কথা বলতো না।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৮

নতুন বলেছেন: লেখক বলেছেন:
এই বিদ্রোহ- হত্যাকান্ড মোটেই পরিকল্পিত ছিলনা।

বিডিআর সৈনিকদের চাপা ক্ষোভ অনেক বছর আগে থেকেই ছিল.



ক্ষোভ একাউন্টে জমা করা টাকার মতন না যে অনেক বছরেরটা জমা হয়ে ৭৪জন সেনাকে হত্যার মতন হবে...

Sorry to say>> আপনার লেখাগুলো মাঝে মাঝে এই হত্যার পরিকল্পনাকারীদের লুকানোর চেস্টা দেখা যায়....

সাধারন ভাবে সন্দেহের জাল সবার দিকেই রাখতে হবে যতদিন পযন্তনা আসল সত্য না প্রকাশ পায়... কিন্তু আপনার লেখায় প্রথম থেকেই এটাকে পরিকল্পনা বিহীন হত্যা বলে উপসংহারে এসেছেন দেখা যায়...

আমার বিশ্বাস করতে কস্ট হয় যে নিরস্র অফিসারদের মারধর না করে প্রথমেই গুলিকরে হত্য পরিকল্পনা ছাড়া হয়েছিলো?

রাগ থাকলে তাদের জিম্মিকরে/মারধর করে কিছু দাবি আদায়ের চেস্টা থাকতো.... ৭৪জন মানুষ মরতো না...

আশা করি হয়তো কথনো এই রহস্যের সমাধান হবে...

৬| ০৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৪

ইসপাত কঠিন বলেছেন: হাসান ভাই, আপনি বিডিআর বিদ্রোহ নিয়ে আর লিখেন না। দোহাই লাগে। আর আপনার লেখাকে কিভাবে কাউন্টার করা হয়েছে তা আবার মনে করিয়ে দিচ্ছি।

বিডিআর বিদ্রোহ নিয়ে হাসান কালবৈশাখীর সাম্প্রতিক পোষ্ট ও কিছু ভুল

বিডিআর বিদ্রোহ নিয়ে হাসান কালবৈশাখীর সাম্প্রতিক পোষ্ট ও কিছু ভুল। ২য় পর্ব

দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি যে আপনার লেখা কোন বিশ্লেষন ছিলো না। এর শতকরা ৮০-৯০ ভাগই ছিলো নির্জলা রূপকথা।

৭| ০৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৯

মুদ্‌দাকির বলেছেন: এই খানে জান, গেলা দেখবেন বিচার টিচার কিছুই হয় নাই সবই আই ওয়াস

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.