নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোড়ায় বান্ধা ঘোড়ার ডিম

সুন্দরী বালিকাদের যত্ন করে কামড়াই

হিমু

পেশায় তড়িৎপ্রকৌশলী, নেশা বই পড়া, গান গাওয়া আর শোনা;একটুআধটু ফোটোগ্রাফির চর্চা করি, অবসরে বন্ধুদের সাথে ট্রেকিঙে বেরোই। নারীলিপ্সু মানুষ, সামান্য পানাভ্যাস আছে, তবে ধূমপান করিনা।একটু নিরিবিলিতে নিজের মতো করে বাঁচতে চাই ... ব্যস। আমার স্বাক্ষরকৃত অনুমোদন ছাড়া সামহোয়্যারইন ব্লগে প্রকাশিত আমার কোন লেখা কোন মুদ্রণমাধ্যমে প্রকাশ করা যাবে না। আমার অনুমোদন না নিয়ে দয়া করে কেউ কোন লেখা ওয়েবে পুনপর্্রকাশ করবেন না। ধন্যবাদ।

হিমু › বিস্তারিত পোস্টঃ

ছোটগল্প

১৮ ই জুলাই, ২০০৬ সকাল ১১:৩৯



ছোটগল্প নিয়ে একটা আলাপ গ্যাজানোর দুরভিসন্ধি নিয়ে এই পোস্ট ছাড়ছি। ছোটগল্প নিয়ে বড় বড় কথা বলা ও বলানোই আমার মৎলব।



মন্তব্যের একটা চারকোণা টেক্সটবক্স আছে নিচে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। হ্যাঁ, ওখানেই লিখে ফেলুন ছোটগল্প নিয়ে আপনার বড় বড় কথা। ছোটগল্প আরো ছোট হয়ে ছোট্টগল্প হলেই ভালো, নাকি কলেবরে খানিকটা বেড়ে সেজগল্প মেজগল্পে পরিণত হলেই জমে, এই গোছের ফাও কথাবার্তা দিয়ে আমরা শুরু করতে পারি। ছোটগল্প নিয়ে স্মৃতিচারণ চলতে পারে, প্রিয় ছোটগল্পকে রিভিউয়ের নামে ভুঁড়ি ফাঁসিয়ে সেটাকে শুঁটকি দিতে পারেন, অনেক অচেনা অপড়া গল্পের নাম চলে আসবে আমাদের সামনে সন্দেহ নেই। ছোটগল্পের বর্তমান দশা, ছোটগল্পকারদের প্রত্যাশা, এগুলো নিয়েও কয়েকদফা ফ্যাদানো হবে।



লিখুন বেশ মাখো মাখো করে। ধন্যবাদ।

মন্তব্য ২৫ টি রেটিং +০/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০০৬ বিকাল ৫:০৭

হযবরল বলেছেন: শেখভের ছয় নম্বর কেবিন , মোঁপাসার অলংকার হারানোর সেই গল্প , হাসান আজিজুল হকের কিষাণ এবং বেশ কয়েকটা।

২| ১৮ ই জুলাই, ২০০৬ সন্ধ্যা ৬:০৭

অঃরঃপিঃ বলেছেন: গিফট অব দ্য ম্যাজাই- ও হেনরি,
আদরিনী, বলাই, হৈমন্তী- নেহাতই টেক্সটবুক ভার্সান। পরীক্ষা পাশের জন্য পড়তে গিয়া মুগ্ধ হইছি

৩| ১৮ ই জুলাই, ২০০৬ সন্ধ্যা ৬:০৭

অতিথি বলেছেন: বলাই. ব্লগে অবশ্য একালের এক বলাই দেখেছি। কিন্তু আলোচনা সভা বাদ দিয়ে দু'একটা ছোট গল্প ছাড়েন। ধন্যবাদ।

৪| ১৮ ই জুলাই, ২০০৬ সন্ধ্যা ৭:০৭

হযবরল বলেছেন: কোনটা থুইয়া কোনটা ও হেনরীর গিফট অফ দ্যা মেজাই ছাড়াও আরো কিছু অসাধারণ গল্প আছে।


৫| ১৮ ই জুলাই, ২০০৬ সন্ধ্যা ৭:০৭

সারিয়া তাসনিম বলেছেন: উউমমম , মনে কইরা লই । যেগুলি মনে আইছিল পাবলিকে কইয়া দিছে

৬| ১৮ ই জুলাই, ২০০৬ সন্ধ্যা ৭:০৭

মাশীদ বলেছেন: সত্যজিৎ রায়ের সবগুলো ছোটগল্প।
নাম মনে নেই...হুমায়ুন আহমেদের কিছু ছোট গল্প...বিশেষ করে মুক্তিযুদ্ধ নিয়ে যেগুলো।

৭| ১৮ ই জুলাই, ২০০৬ সন্ধ্যা ৭:০৭

হযবরল বলেছেন: বাংলায় হাসান আজিজুল মনে হইছে বেস্ট। আমেরিকান এক বেটা আছে ওর নাম ভুইলা গেলাম ক্যা। ডাস্টবিন থেকে ইন্দুরের ওষুধ খাইয়া মইরা যাওয়ার গল্পটা।

৮| ১৮ ই জুলাই, ২০০৬ সন্ধ্যা ৭:০৭

মাশীদ বলেছেন: কয়েকদিন আগে আমার বোন একটা বই পাঠিয়েছিল কিছু ছোট গল্পের। নাম Personal Velocity. লিখেছেন Rebecca Miller নামের একজন। ভিন্ন রকম একেকজন নারী চরিত্র নিয়ে একেকটা গল্প। প্রায় এক নিঃশ্বাসে পড়েছি। ভাল লেগেছে খুব।

৯| ১৮ ই জুলাই, ২০০৬ সন্ধ্যা ৭:০৭

অতিথি বলেছেন: ছোটগল্পে রবী ঠাকুর বস। গল্পসমগ্র পড়ি আর অবাক হই।

অল্প কথায় অনেক কিছু বলে ফেলা--এই ব্যপারটাই খুব ভালো লাগে। এইচ.এস.সি.এর ছোটগল্পগুলো আসলেই জোস ছিলো। আর হুমায়ুন আহমেদের উপন্যাসগুলোকেও আমার কাছে ছোটগল্পই মনে হয়,যেখানে শেষ হইয়াও হইলো না শেষ কথাটা পুরোপুরি খাটে।

আর পরীক্ষার সময় পড়া বাদ দিয়ে ছোটগল্প পড়তে মনে হয় সবচেয়ে দারুন লাগে!

১০| ১৮ ই জুলাই, ২০০৬ রাত ৯:০৭

উৎস বলেছেন: মুখফোড়, হিমু, রাসেলের ছোট গল্প ভালো লাগে।

১১| ১৮ ই জুলাই, ২০০৬ রাত ১০:০৭

হিমু বলেছেন:
রবিচোরা ছোটগল্পের গুরু, সন্দেহ নাই।

আমি শরদিন্দুর ছোটগল্পগুলির বেশ ভক্ত। একেবারেই অন্যরকম কিছু গল্প আছে ওঁর, [গাঢ়] বাঘিনী [/গাঢ়] যেমন একটা, এক পাহাড়ি গ্রামের যুবকের সাথে এক বাঘিনীর বন্ধুত্বের গল্প। সত্যজিৎ রায়ের ছোটগল্পগুলোর মধ্যে আছে [গাঢ়] ক্লাসফ্রেন্ড, ফ্রিৎস, বৃহচ্চঞ্চু [/গাঢ়] ... কত বলবো, সত্যজিতের বেশির ভাগ গল্পই তো অসাধারণ। প্রেমেন্দ্র মিত্রের [গাঢ়] কালরাক্ষস কোথায় থাকে [/গাঢ়], আমার মনে হয় সব শিশুদের এটা পড়ানো উচিত, এসব গল্প অনেক অনেক বড় করে তুলতে পারে মানুষকে। খুব পছন্দের ছোটগল্প তারাপদ রায়ের [গাঢ়] ছোটসাহেব [/গাঢ়], জানি না এর চলচ্চিত্রায়ন হয়েছে কি না, সাধ্যে কুলালে একদিন আমি তৈরি করবো, স্বপ্নের ঘোরে বেঁচে থাকা মানুষ, যারা সবাইকে সেই স্বপ্নের ভেতরে এনে ফেলতে চায়, তাদের নিয়ে লেখা এমন গল্প আমি আর পড়িনি। খুব কেঁদেছি মুহম্মদ জাফর ইকবালের একটা গল্প পড়ে, নামটা ভুলে গেছি, [গাঢ়] আজব ছেলে [/গাঢ়] সম্ভবত, আর মুগ্ধ হয়েছি আরেকটা গল্প পড়ে, লুডুর ছক্কা আর প্রোবাবিলিটি নিয়ে লেখা। শীর্ষেন্দুর [গাঢ়] বন্দুকবাজ, সাদা ঘুড়ি [/গাঢ়] দুটোই খুব প্রিয় আমার, শীর্ষেন্দুর একদম একদম অন্যরকম সৃষ্টি। বনফুলের [গাঢ়] বিধাতা, সুলেখার কান্না[/গাঢ়]সহ আরো অনেকগুলো গল্প ভালো লেগেছে। পরশুরামের অবস্থাও সত্যজিতের মতো, কোনটা ছেড়ে কোনটার কথা বলি, [গাঢ়] ভরতের ঝুমঝুমি, বিরিঞ্চি বাবা, চিকিৎসা সঙ্কট, প্রেমচক্র [/গাঢ়] ... উঁহু, অসংখ্য! নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কিছু ছোটগল্পও চমৎকার, তবে সেভাবে নাম মনে রাখিনি। সুকুমার রায়ের হযবরল আর পাগলা দাশুর গল্পগুলো তো ভেতরে গেঁথে আছে। সৈয়দ মুজতবা আলীর প্রায় প্রতিটি ছত্র রসালো, সৈয়দ শামসুল হকের [গাঢ়] মনোহরকে পাওয়া যাচ্ছে না [/গাঢ়], হুমায়ূন আহমেদের [গাঢ়] 1971 [/গাঢ়] আর [গাঢ়] ভয় [/গাঢ়], শহীদুল জহিরের [গাঢ়] কোথায় পাবো তারে [/গাঢ়], আখতারুজ্জামান ইলিয়াসের [গাঢ়] জাল স্বপ্ন, স্বপ্নের জাল [/গাঢ়], সোমেন চন্দের [গাঢ়] ইঁদুর [/গাঢ়] .... কাকে ফেলে কার কথা বলি?

আরো মনে পড়বে পরে, আরো ভ্যাজর ভ্যাজর করবো। উৎস ভাই আমাকে লজ্জা না দিলেও পারতেন।

ভাইসব, কথা কই?

১২| ১৮ ই জুলাই, ২০০৬ রাত ১০:০৭

হিমু বলেছেন:
রবিচোরা ছোটগল্পের গুরু, সন্দেহ নাই।

আমি শরদিন্দুর ছোটগল্পগুলির বেশ ভক্ত। একেবারেই অন্যরকম কিছু গল্প আছে ওঁর, [গাঢ়] বাঘিনী [/গাঢ়] যেমন একটা, এক পাহাড়ি গ্রামের যুবকের সাথে এক বাঘিনীর বন্ধুত্বের গল্প। সত্যজিৎ রায়ের ছোটগল্পগুলোর মধ্যে আছে [গাঢ়] ক্লাসফ্রেন্ড, ফ্রিৎস, বৃহচ্চঞ্চু [/গাঢ়] ... কত বলবো, সত্যজিতের বেশির ভাগ গল্পই তো অসাধারণ। প্রেমেন্দ্র মিত্রের [গাঢ়] কালরাক্ষস কোথায় থাকে [/গাঢ়], আমার মনে হয় সব শিশুদের এটা পড়ানো উচিত, এসব গল্প অনেক অনেক বড় করে তুলতে পারে মানুষকে। খুব পছন্দের ছোটগল্প তারাপদ রায়ের [গাঢ়] ছোটসাহেব [/গাঢ়], জানি না এর চলচ্চিত্রায়ন হয়েছে কি না, সাধ্যে কুলালে একদিন আমি তৈরি করবো, স্বপ্নের ঘোরে বেঁচে থাকা মানুষ, যারা সবাইকে সেই স্বপ্নের ভেতরে এনে ফেলতে চায়, তাদের নিয়ে লেখা এমন গল্প আমি আর পড়িনি। খুব কেঁদেছি মুহম্মদ জাফর ইকবালের একটা গল্প পড়ে, নামটা ভুলে গেছি, [গাঢ়] আজব ছেলে [/গাঢ়] সম্ভবত, আর মুগ্ধ হয়েছি আরেকটা গল্প পড়ে, লুডুর ছক্কা আর প্রোবাবিলিটি নিয়ে লেখা। শীর্ষেন্দুর [গাঢ়] বন্দুকবাজ, সাদা ঘুড়ি [/গাঢ়] দুটোই খুব প্রিয় আমার, শীর্ষেন্দুর একদম একদম অন্যরকম সৃষ্টি। বনফুলের [গাঢ়] বিধাতা, সুলেখার কান্না[/গাঢ়]সহ আরো অনেকগুলো গল্প ভালো লেগেছে। পরশুরামের অবস্থাও সত্যজিতের মতো, কোনটা ছেড়ে কোনটার কথা বলি, [গাঢ়] ভরতের ঝুমঝুমি, বিরিঞ্চি বাবা, চিকিৎসা সঙ্কট, প্রেমচক্র [/গাঢ়] ... উঁহু, অসংখ্য! নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কিছু ছোটগল্পও চমৎকার, তবে সেভাবে নাম মনে রাখিনি। সুকুমার রায়ের হযবরল আর পাগলা দাশুর গল্পগুলো তো ভেতরে গেঁথে আছে। সৈয়দ মুজতবা আলীর প্রায় প্রতিটি ছত্র রসালো, সৈয়দ শামসুল হকের [গাঢ়] মনোহরকে পাওয়া যাচ্ছে না [/গাঢ়], হুমায়ূন আহমেদের [গাঢ়] 1971 [/গাঢ়] আর [গাঢ়] ভয় [/গাঢ়], শহীদুল জহিরের [গাঢ়] কোথায় পাবো তারে [/গাঢ়], আখতারুজ্জামান ইলিয়াসের [গাঢ়] জাল স্বপ্ন, স্বপ্নের জাল [/গাঢ়], সোমেন চন্দের [গাঢ়] ইঁদুর [/গাঢ়] .... কাকে ফেলে কার কথা বলি?

১৩| ১৮ ই জুলাই, ২০০৬ রাত ১০:০৭

হযবরল বলেছেন: এর মধ্যি যে আমারও অনেক প্রিয় গল্প ঢুকি গেল।
আচ্ছা শরদিন্দু ঝিন্দের বন্দি পড়েছিস। হিস্টোরোক্যাল ফিকশন। পাগলা দাশু আমার ফেবারিট বাট ওকি ছোট গল্প বলা যায়।

১৪| ১৮ ই জুলাই, ২০০৬ রাত ১০:০৭

অতিথি বলেছেন: আপনেরা কেউ প্রখ্যাত খেলক ধুসর গোধূলি-র ইনফ্যান্ট গল্প পড়েন নাই?
অ নো, সাধে কি কথা উঠে "যুব সমাজ গেলো রসাতলে"!

১৫| ১৮ ই জুলাই, ২০০৬ রাত ১০:০৭

হযবরল বলেছেন: শরদিন্দু র স্টাইলই আলাদা, কিন্তু কেন যেন ওকে নিয়ে যতটা র্চচা হওয়া উচিত , ততটা হয়না।

১৬| ১৮ ই জুলাই, ২০০৬ রাত ১০:০৭

ঝরা পাতা বলেছেন: শীষেন্দুর 'ভালোবাসা', 'বন্দুকবাজ', সঞ্জীবের সব ছোটগল্প বিশেষ করে মাপা হাসি চাপা কান্না সিরিজের গল্পগুলি, মুজতবা আলী তো অবশ্যই। রবীন্দ্রনাথের ছোটগল্পের কোনটা ভাল লাগে তা নির্দিষ্ট করে বলার দৃষ্টতা নেই। সবই প্রচন্ড ভালো লাগে। আলাদা করে মনে পড়ে শরৎচন্দ্রের "বিলাসী"।

১৭| ১৮ ই জুলাই, ২০০৬ রাত ১০:০৭

হিমু বলেছেন: ঝিন্দের বন্দী তো বোধহয় প্রিজনার অব জেন্ডার ছায়াবলম্বনে লেখা। সিনেমা করেছিলো, উত্তমকুমার ছিলো। পাগলা দাশু হচ্ছে ছোট্ট গল্পমালা।

আর ড্যাম, শিব্রাম চকরবরতির কথা কিভাবে ভুলে গেলাম? [গাঢ়] হাতির সঙ্গে হাতাহাতি, অশ্বত্থামা হত ইতি, অঙ্ক সাহিত্যের যোগফল, প্রকৃতি রসিকের রসিক প্রকৃতি, খবরদারি সহজ নয়, নাক নিয়ে নাকাল, আমার সম্পাদক শিকার, একটি বেতারঘটিত দুর্ঘটনা, কলকাতায় হর্ষবর্ধন, পঞ্চাননের ঘোড়া, একদা এক কুকুরের পা ভাঙিয়াছিলো [/গাঢ়] ... সারাদিন বকে যাওয়া যায়। কোনদিন মরেটরে যাই, ঠিকমতো জানিয়ে যাওয়া হবে না, সুন্দর দিনগুলির জন্য শিবরাম চক্রবর্তীর কাছে ঋণী রয়ে যাবো।

১৮| ১৯ শে জুলাই, ২০০৬ রাত ১২:০৭

অতিথি বলেছেন: প্রেমেন্দ্র মিত্রের "তেলেনাপোতা আবিস্কার"

১৯| ১৯ শে জুলাই, ২০০৬ সন্ধ্যা ৬:০৭

অঃরঃপিঃ বলেছেন: পাগলা দাশু! অবশ্যই ছোট গল্প। আর আমি তো কইছিই যেগুলানের কথা বলছি ওগুলা আমার টেক্সট বইয়ে ছিল- ব্যাখ্যা আর সারমর্ম বা বড় প্রশ্নে র উত্তরের জন্য পড়িনাই শুধু, একইসঙ্গে মুগ্ধও হইছি। ও হেনরির আরেকটা গল্পের নাম কনতো যেইটা আবেগের দিক থিকা গিফট অব দ্য ম্যাজাই রে ছাড়াইয়া যায়?

২০| ১৯ শে জুলাই, ২০০৬ সন্ধ্যা ৬:০৭

অঃরঃপিঃ বলেছেন: শীর্ষেন্দুর বন্দুকবাজ অসাধারণ একটা গল্প, সেই সঙ্গে জাফর ইকবালের মুক্তিযুদ্ধের ওপর ছোটগল্পের একটা বই পড়ছিলাম নুরুলের নোটবই সম্ভবত। ওইটাতে কিছু আবেগি গল্প আছে

২১| ১৯ শে জুলাই, ২০০৬ সন্ধ্যা ৬:০৭

অঃরঃপিঃ বলেছেন: সেরা ছোট গল্প- ? !

২২| ১৯ শে জুলাই, ২০০৬ সন্ধ্যা ৬:০৭

অঃরঃপিঃ বলেছেন: ঝিন্দের বন্দী তো বিশাল গল্প, নাকি উপন্যাস- ম্যান ইন দ্য আয়রন মাস্ক (আলেকজান্ডার ডুমা সম্ভবত) এর ছায়াবলম্বনে সম্ভবত। এই ডুমার ব্ল্যাক টিউলিপ, আর একটা ইরানি গল্প দ্য প্যারট অব ইস্পাহানের নাম মনে আসল। ফেরদৌসির শাহনামার গল্পগুলাও দারুণ। রুস্তমের রুস্তমি। ওইটাতেও রাক্ষস-খোক্কস

২৩| ১৯ শে জুলাই, ২০০৬ সন্ধ্যা ৬:০৭

অঃরঃপিঃ বলেছেন: জসিমুদ্দিন সংকলিত বাঙালীর হাসির গল্পও আছে- বাপের পুইষ্যা কোনোদিন কুমড়া খাইছনি' মনে পড়লেই হাসি পায়। আর মাইয়াগো 16 কলা। রুশ- ছোট্ট গোল রুটি, চলছে গুটি গুটি। আমাগো ঠাকুমার ঝুলিই বা কম কি। ছোট গল্প হইলেই যে নোবেল বিজয়ী লেখকের তা লিখতে হইব এমন কোনো কথা নাই।

২৪| ১৯ শে জুলাই, ২০০৬ রাত ৮:০৭

অতিথি বলেছেন: কথা সত্য।

আয়রনিকেন্দ্রিক গল্পে তো ও'হেনরি আর গী দ্য মোপাসাঁ বস। ছোট গল্পে আমার সবচেয়ে প্রিয় সাকি, মানে হেক্টর মানরো। বেশিরভাগই দম ফাটানো হাসির, তবে মানরোর কিছু কিছু গল্প আছে ভয়াবহ নৃশংসতার, অদ্ভূত এক কথায়।

যেসব গল্পের কথা বলা হয়ে গেছে সেগুলোর কথা বাদ দিয়ে বলি। সেবা প্রকাশনীর কাছে কৃতজ্ঞতা স্বীকার করবো অবশ্যই, শেখ আবদুল হাকিম আর সেলিম হোসেন টিপু অসাধারণ কিছু ছোট গল্প অনুবাদ করেছিলেন। পঞ্চ রোমাঞ্চ, ছয় রোমাঞ্চ, ছায়া অরণ্য, তিনটি উপন্যাসিকা, স্বর্গসৌরভ ... প্রত্যেকটা গল্পসংগ্রহ অসাধারণ। মাঝে মাঝে রহস্যপত্রিকায় কাজী আনোয়ার হোসেন গল্প অনুবাদ করতেন (কাজীদা, হিমুর মতো করেই বলি, সুন্দর শৈশবের জন্য আপনাকে ধন্যবাদ), জালিয়াৎ ছিলো একটা চমৎকারররররররর গল্প। পল গগ্যাঁর ছবি নকল করে এক জালিয়াৎ, সমারসেট মমকে জড়িয়ে সেই কাহিনী এগোতে থাকে।

ত্রৈলোক্যনাথকে বাদ দেবো না। ডমরুচরিত, পেট ব্যথা হয়ে যায় হাসতে হাসতে। কাইজার চৌধুরি, আমার খুব প্রিয় লেখক, ওঁর ছোট গল্পগুলো ছোটদের জন্যে লেখা, ওরকম ঝরঝরে সুন্দর গল্প আমি কমই পড়েছি।

রুশ লেখকদের মধ্যে গোগোল এর "নাক" কেউ অনুবাদ করতে পারবেন? দারুণ একটা গল্প! খুশবন্ত সিং এর ছোটগল্পগুলো দুর্দান্ত, ভালো লেগেছে ঝুম্পা লাহিড়ির কিছু গল্প।

২৫| ১৯ শে জুলাই, ২০০৬ রাত ৮:০৭

উৎস বলেছেন: জসিমুদ্দিনের হাসির গল্পের বইটা ওয়েবে কোথাও আছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.