নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোড়ায় বান্ধা ঘোড়ার ডিম

সুন্দরী বালিকাদের যত্ন করে কামড়াই

হিমু

পেশায় তড়িৎপ্রকৌশলী, নেশা বই পড়া, গান গাওয়া আর শোনা;একটুআধটু ফোটোগ্রাফির চর্চা করি, অবসরে বন্ধুদের সাথে ট্রেকিঙে বেরোই। নারীলিপ্সু মানুষ, সামান্য পানাভ্যাস আছে, তবে ধূমপান করিনা।একটু নিরিবিলিতে নিজের মতো করে বাঁচতে চাই ... ব্যস। আমার স্বাক্ষরকৃত অনুমোদন ছাড়া সামহোয়্যারইন ব্লগে প্রকাশিত আমার কোন লেখা কোন মুদ্রণমাধ্যমে প্রকাশ করা যাবে না। আমার অনুমোদন না নিয়ে দয়া করে কেউ কোন লেখা ওয়েবে পুনপর্্রকাশ করবেন না। ধন্যবাদ।

হিমু › বিস্তারিত পোস্টঃ

গানের কষ্ট, কষ্টের গান

২৮ শে আগস্ট, ২০০৬ সন্ধ্যা ৬:৩০



1.

আজকে মনটা ভালো ছিলো না। না, বালিকাবিষয়ক কুচিন্তা করছিলাম না, বিশুদ্ধ ব্যবহারিক অর্থে মন খারাপ ছিলো। স্মৃতিতাড়িত হয়ে বসে ছিলাম সন্ধ্যাবেলা।



অঃরঃপিঃর একটা পোস্ট পড়লাম রাতে, আরো মন খারাপ হলো। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। যুদ্ধ তো করে যাই, ফুলেরা চুপচাপ মরে যায়। চোখ ভিজে আসে, যখন মনে হয় আমি নিযুত ফুলের শবদেহের পাশে দাঁড়ানো ব্যর্থ যোদ্ধা। আলেকজান্ডারের সৈন্যরা শতদ্রুর তীরে দাঁড়িয়ে হু হু করে কেঁদে উঠেছিলো, সম্রাটের কান্নামাখা ভর্ৎসনা শুনে, আমাদের কোন সম্রাট নেই, কোন আলেকজান্ডার নেই, আমরা বিব্রত, বিক্ষত, লজ্জিত ব্যর্থ যোদ্ধা, আমাদের ফুলেরা শুধু মরে যায়।



নিজেদের নিয়ে এতটুকু শিখতে, এতটুকু গৌরব করতেও আমাদের কেন এত লজ্জা? আমি আশা করি না, বিশ্বাসঘাতকের সন্তানেরা এই দেশের গৌরবের ভাগীদার হবে। এই যে গান, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, দেখেছি আমার বাবাকে কাঁদাতে। ছোট ছিলাম, আমার বাবা আমার কাছে বিরাট মানুষ, কখনো দেখিনি কাঁদতে, ভয় পেয়ে গিয়েছিলাম। এই কান্না সঞ্চারিত হয়েছে আমার মধ্যেও, ছোট ছোট টুকরো টুকরো ঘটনার বর্ণনা শুনে, কী ভয়ঙ্কর কষ্ট, স্বপ্ন আর ভালোবাসা জড়ানো এক একটা দিনের বর্ণনা, ভাই, খুব বেশি কিছু তো লাগে না নিজেদের ভালোবাসতে। ফুলকে বাঁচানোর যোদ্ধা তৈরি হয় পরম্পরায়।



2.

মনটা আরও খারাপ ছিলো ব্যক্তিগত কিছু কারণে। নজরুল সঙ্গীত গাইছিলাম। তোমার সুরের নেশায় যখন, ঝিমাবে আকাশ, কাঁদিবে পবন, রোদন হইয়া আসিবো তখন, তোমার বক্ষে দুলিতে। বাতাস হইয়া জড়াইবো কেশ, বেণী যাবে যবে খুলিতে। কী নিষ্করুণ, অসন্তপ্ত প্রতিশ্রুতি, রেখে যাবার, ফিরে আসার, বেঁচে থাকার। এই একটি গানই তো যথেষ্ঠ নজরুলকে ভেতরে স্থান করে দেয়ার জন্য।



জানি না কেন, সব কষ্ট দ্রব হয়ে গেলো গানটা গাইতে গাইতে। কত কাল পর শব্দ করে কাঁদলাম। মাঝে মাঝে মনে হয় স্থবির হয়ে যাই নজরুলের মতো। এই অশান্ত সময়ে সুস্থ হয়ে বেঁচে থাকা বড় কষ্টের।



3.

ভালো থাকুন সবাই। একটু পরেই ভোর হবে। আপনাদের সবার মঙ্গল কামনা করে ঘুমাতে যাই।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০০৬ রাত ১:০৬

অতিথি বলেছেন: মন খারাপ করা বিকেল
মানেই মেঘ জমেছে
দূরে কোথাও দুএক
পশলা বৃষ্টি হচ্ছে ।

বাইরে সরগরম কিন্তু
রাস্তা ,পানের দোকান
রেডিওতে হঠাৎ একটা
পুরোনো গান । ।

তারটা সুরাটা চেনা
চেনা বলেই ছোঁয়াচ লাগে
এই শহরে সন্ধ্যে নামার
একটু আগে.....................।

২| ২৯ শে আগস্ট, ২০০৬ রাত ১:২৮

অরূপ বলেছেন: আমি ব্লগে আসা বন্ধ করলে অনেক বড় বড় ঘটনা ঘটে যায়.. এমনিতেও সামহয়ারে আশার ইচ্ছা হয় না এখন। দিনে বার দুয়েক ঢুঁ মারি।
হিমরু পোস্টটা সংক্রামক..

দুঃসময়ের দিন..
স্বপ্ন দেখা বনধ করতে হবে
ভাবনা জানালায় খিল দিতে হবে
চোখে কালো কাপড়..

আমাদের হাত পিছমোড়া করে বাধারে
তক্তায় হেটে সাগরে ঝাঁপ দেবার সময় হয়েছে
রেডী হ...

দেশে ফোন করতে ইচ্ছা করে না এখন
কারন ফোন রাখার পরই যাবতীয় কষ্টগুলো ঘিরে ধরে।

দুঃখ কষ্টের হিসাব গুলো বন্ধ কর এক এক করে..

ভালো থাকিস..
সবাই সবার মতো ভালো থাকুক..

৩| ২৯ শে আগস্ট, ২০০৬ রাত ২:৩৭

হযবরল বলেছেন: ঝিম মেরে বসেও থাকা যায় না,
টান দেয় তন্ত্রীতে
হাঁক ছেড়ে বলা যায় না
হুককা রব ওঠে শ্মশানে
এরপরও বলতে হবে
নিশ্চুপ থাকার জন্য এই জীবন না
এ জীবন গলা ছেড়ে বলবার
. . রোদন হইয়া আসিব তখন ।

৪| ২৯ শে আগস্ট, ২০০৬ ভোর ৫:১৮

অতিথি বলেছেন: বাল...

৫| ২৯ শে আগস্ট, ২০০৬ ভোর ৫:২৬

কনফুসিয়াস বলেছেন: হুম, আপনারেও দেখি গানে পাইছে!
খুব ভালো।
[ইটালিক] ভাবছো তুমি ভাবনা নিয়ে কোথায় যাবে, ভয় পেওনা জীবন তোমায় পথ দেখাবে... [/ইটালিক]

৬| ২৯ শে আগস্ট, ২০০৬ ভোর ৫:৫৬

অতিথি বলেছেন: হিমু, আপনিও ভালো থকুন।

৭| ২৯ শে আগস্ট, ২০০৬ সকাল ১১:৫১

ঝরা পাতা বলেছেন: দেখছ যখন আকাশটাকে ভালো করেই দেখো,
ঘাসের মাঝে শিশিরকণায় স্বপ্ন ভিজিয়ে রাখো।

মনের রসায়ন বোঝে না নারায়ণ।

৮| ০২ রা সেপ্টেম্বর, ২০০৬ বিকাল ৫:৫০

অতিথি বলেছেন: আপনি মাঝে মাঝে, কীভাবে যেন, আমি হয়ে যান। ভালোবাসা, শুধু। পাশে আছি।

৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৬ রাত ২:১৬

অতিথি বলেছেন: কোন এক সময় বলেছিলেন "মন খারাপ হলে আমার ব্লগ দেখিস"
এটা দেখার জন্যই কি এসেছিলাম?

১০| ১২ ই সেপ্টেম্বর, ২০০৬ বিকাল ৫:৪২

আপন তারিক বলেছেন: এতো ভালো লিখেন কি করে? হদয় ছুয়ে গেছে..... । ভাল থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.