![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিসোড- ১
১
ছেলেটি মেয়েটির একটা স্কেচ একে দেবার প্রস্তাব দিল। খুশিমনেই রাজি হল মেয়েটি। 'তা কি ধরণের ছবি আঁকেন আপনি?' মৃদু হেসে জিজ্ঞেস করল সে। 'লাশের ছবি।' ক্রুর হাসি হেসে জবাব দিল ছেলেটি।
২
ভুড়িভোজে মেতে ওঠা লোকগুলোকে দেখে ভাবছিলাম, এই পৃথিবীতে সংখ্যালঘুদের ন্যুনতম অধিকারটুকুও থাকতে নেই। নইলে যাদের জন্য এতো আয়োজন, হ্যালোউইন পার্টিতে সেই আমাদেরকেই (ভূতদের) কিনা নিমন্ত্রন করা হল না!
৩
আজ আমার বিয়ে। আমি এমন কোন বিখ্যাত ব্যক্তি নই যে আমার বিয়ের খবর পত্রিকায় ছাপা হবে। অথচ আমাকে হতভম্ব করে দিয়ে গোটা বিশ্বে সাড়া পড়ে গেছে। মানুষে-এলিয়েনে বিয়ে কি এতটাই মুখরোচক সংবাদ?
৪
আজ ১৪ই ফেব্রুয়ারী, বিশ্ব ভালবাসা দিবস। আমি হেটে চলেছি। গোলাপ দেবার মতো কাউকে পাচ্ছি না। আজকের দিনেও ফুল ব্যবসায় লস খেতে হবে?
৫
দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙ্গে গেল। আমি আনন্দিত হলাম। নতুন থ্রিলারের প্লট পাওয়া গেছে।
৬
বাজারে এসেছি। অনেক খরচ হয়ে যাচ্ছে আজকাল। বাড়িতে থাকা অন্য আমিটা একটু বেশিই পেটুক কিনা!
৭
জিনিসটা শক্ত করে ধরলাম। খানিক বাদেই এর ব্যবহারের প্রয়োজন পড়বে। ঐতো, দেখা যাচ্ছে তাকে। এগিয়ে গিয়ে জিনিসটা বাড়িয়ে ধরে বললাম, আই লাভ ইউ। ডু ইউ লাভ মি?
৮
'ভালবাসা হল আত্মার মিলন।' বলেছিল সে। মনে জোর পেয়ে নিজের দুর্বলতার কথা জানালাম। চেয়ে দেখি, কোথাও কেউ নেই।
৯
দরজায় যে দাঁড়িয়ে আছে, সে যদি আমার বউ হয়, তবে কাল সারারাত কার সাথে কাটালাম?
১০
বিখ্যাত ডিটেকটিভ ''অমুক'' আজ রহস্যের সমাধান জানাবে। জানে না, আসল ''অমুক''ও উপস্থিত থাকবে সেখানে।
১১
ক্ষুধার্ত শিয়াল শিকারের সন্ধান পেয়েছে। ঐতো পড়ে আছে জিনিসটা। দু'দিন ধরে অভুক্ত শিয়াল দাঁত বসিয়ে দেয় পড়ে থাকা শিয়ালের লাশে।
১২
হানিমুনে সিঙ্গাপুর যাচ্ছি আমরা। সাথে যাচ্ছে পেটে থাকা সোনার বারগুলো।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:০৫
জনৈক অচম ভুত বলেছেন: আসল জায়গাটিই কোট করেছেন। শুভকামনা রইল।
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৫
সুমন কর বলেছেন: চমৎকার !!! প্লাস।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:০৭
জনৈক অচম ভুত বলেছেন: আন্তরিকভাবে ধন্যবাদ।
৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪০
রিকি বলেছেন: আজ ১৪ই ফেব্রুয়ারী, বিশ্ব ভালবাসা দিবস। আমি হেটে চলেছি। গোলাপ দেবার মতো কাউকে পাচ্ছি না। আজকের দিনেও ফুল ব্যবসায় লস খেতে হবে?
ছেলেটি মেয়েটির একটা স্কেচ একে দেবার প্রস্তাব দিল। খুশিমনেই রাজি হল মেয়েটি। 'তা কি ধরণের ছবি আঁকেন আপনি?' মৃদু হেসে জিজ্ঞেস করল সে। 'লাশের ছবি।' ক্রুর হাসি হেসে জবাব দিল ছেলেটি।
বেশি ভালো।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:১৬
জনৈক অচম ভুত বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ। শুভেচ্ছা নিরন্তর।
৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪০
কথাকথিকেথিকথন বলেছেন: ব্যার্থ চেষ্টা নয় । সফলই হয়েছেন ।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:২৬
জনৈক অচম ভুত বলেছেন: ব্যর্থ হইনি জেনে ভাল লাগল। মন্তব্যের জন্য ধন্যবাদ।
৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৮
হাসান মাহবুব বলেছেন: বেশ ভালো।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩০
জনৈক অচম ভুত বলেছেন: আন্তরিকভাবে ধন্যবাদ।
৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৮
জ্যোস্নার ফুল বলেছেন: জিনিয়াস, ম্যান
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০০
জনৈক অচম ভুত বলেছেন: থ্যাংক্স আ লট।
৭| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৮
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ১ এবং ৭, ভিজুয়ালাইজ করে দেখুন। প্রায় অসম্ভব ভাল। এদুটোই সবথেকে বেশি শিহরণ কেটেছে।
আপনার নামটা সার্থক।
২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:২৬
জনৈক অচম ভুত বলেছেন: নাম সার্থক! আমি কি আসলেই ভূত তাহলে?
অশেষ ধন্যবাদ। নিরন্তর শুভকামনা রইল।
৮| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৪১
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: প্রতিটা অনুগল্প পড়ার পর সন্দেহ হচ্ছে বৈকি
২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৪
জনৈক অচম ভুত বলেছেন: সর্বনাশ!
৯| ০৪ ঠা মে, ২০১৬ রাত ১১:৫৭
খায়রুল আহসান বলেছেন: চমৎকার রম্য লেখা। ভালো লেগেছে।
ব্লগে বিলম্বিত সুস্বাগতম জানাচ্ছি। যাত্রা শুভ ও দীর্ঘস্থায়ী হোক!
০৫ ই মে, ২০১৬ সকাল ১১:১৯
জনৈক অচম ভুত বলেছেন: আন্তরিকভাবে ধন্যবাদ। অনিঃশেষ শুভকামনা জানবেন।
১০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩০
ভ্রমরের ডানা বলেছেন: দারুন মজার ছিল! ৪, ৫,৭,৯ জোস লাগছে!
পিলাছ!
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৪
জনৈক অচম ভুত বলেছেন: পিলাছের জন্য ধইন্যাপাতা।
শুভকামনা নিরন্তর।
১১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: পারেনও বটে
দারুন!
++++++++
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৮
জনৈক অচম ভুত বলেছেন: পাঠ, প্লাস এবং মন্তব্যের জন্য ট্রিপল ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৭
বিপরীত বাক বলেছেন: চেয়ে দেখি,
কোথাও কেউ নেই।