![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিসোড- ২
১
'এ হৃদয় তোমাকে দিলাম।' বলেছিল মিলি। কিন্তু হাতের এই থপথপে জিনিসটা দিয়ে করবটা কি?
২
মর্গে রাত কাটালাম। ভয় পাবার কথা, কিন্তু ভয় পেলাম না। বরং অবাক হলাম। কি আশ্চর্য! ওরা এখনো আসছে না কেন? বেওয়ারিশ লাশ, পুঁতে ফেললেই তো ল্যাঠা চুকে যায়!
৩
'আমার কাছে একটা টাইম মেশিন আছে।' ঘরের ভেতর বোমা ফাটালেন যেন তিনি। সবাইকে চমকে উঠতে দেখে হেসে বললেন, 'আমি আসলে আমার নতুন কেনা ঘড়িটার কথা বলছিলাম।'
৪
অতঃপর বিখ্যাত সাইকো থ্রিলার রাইটারকে গ্রেফতার করা হল। পুলিশের বক্তব্য, 'এতোসব নৃশংস চরিত্রের জন্মদাতার চরিত্রটিও নিশ্চয়ই কম নৃশংস নয়!'
৫
লেখক সাহেব পথে পথে ঘুরছেন। প্লট তৈরীর অভিনব এক টেকনিক কাজে লাগাচ্ছেন আজকাল। ঐতো, এদিকেই আসছে লোকটা। এক্ষুনি প্লট তৈরীর কাজ শুরু করে দেবে লেখকের হাতে থাকা ক্ষুরটা... আমার নতুন লেখা থ্রিলারটির কাহিনীর শুরুটা ছিল এভাবেই।
৬
প্যারালাল ইউনিভার্স ভ্রমণের টিকিটটা রাখলাম কোথায়? ঘুম থেকে উঠে কিছুতেই মনে করতে পারছি না!
৭
নীলুর হাতটা শক্ত করে ধরলাম। এখন আর কেউ আমাদেরকে আলাদা করতে পারবে না। আত্মিক ভালবাসার পথে বাধা হবার শক্তি নেই এদের। বিশেষত সেই ভালবাসা যদি আক্ষরিক অর্থেই আত্মিক অর্থাৎ দুটি অশরীরী আত্মার মধ্যে হয়ে থাকে।
৮
খবর পাঠের মতো সাংবাদিক মহোদয়কে নিজ জীবনের গল্প শুনিয়ে চলল সৌদামনি বেশ্যা। গল্প শেষ হতেই যা দেরি। সাংবাদিক মহোদয়ের ঝাপিয়ে পড়াতে কোন দেরি নেই। দারুন একখান নিউজ পেয়েছেন। সেলিব্রেট করতে হবে না!
৯
জ্যাকের সাথে ট্রিক অর ট্রিটে বের হয়েছি। হ্যা, জ্যাকের সাথে। কিন্তু আমি কে তাহলে?
১০
ডিটেকটিভ মহাশয় খুনী ধরিয়ে দিয়েছেন। পত্রিকায় খবর উঠবে না তা কি হয়? বালাই ষাট! নিজের চোখেই দেখুন কেমন আকর্ষণীয় শিরোনামঃ 'সিরিয়াল কিলিংয়ের দায় মাথায় নিয়ে আত্মসমর্পন করলেন বিখ্যাত গোয়েন্দা ''অমুক''।'
১১
'মা, আজও কি না খেয়ে ঘুমোতে হবে?' 'কে বলেছে? আজ আমার সোনারা খাবে, পেটপুড়ে খাবে।' অতঃপর ভুড়িভোজ সেরে বাচ্চা দুটি ঘুমোতে যায়। এককোণে পড়ে থাকে মা মাকড়সার ছিন্ন-ভিন্ন দেহাবশেষ।
১২
ইঞ্চি ইঞ্চি করে এগোচ্ছে লোকটা। মদ্যপ চোখে কামাসক্ত চাহনী। জানে না, ছোয়ামাত্রই ব্লাস্ট করবে আমার গায়ে লাগানো শক্তিশালী বোমাটা।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩১
জনৈক অচম ভুত বলেছেন: ভয়ের কিছু নেই। সবগুলাই কাল্পনিক।
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২১
আরণ্যক রাখাল বলেছেন: বেশ ভাল।
সাংবাদিকের গল্পটা ভাল হয়েছে সবচেয়ে বেশি।
বাকিগুলো খারাপ নয়।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৪
জনৈক অচম ভুত বলেছেন: আসলটিই পিক করেছেন।
ধন্যবাদ ও শুভকামনা জানবেন।
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৭
সুমন কর বলেছেন: নম্বর দিলে বলতে ভালো হতো।
এবারের পর্বগুলো মোটামুটি...
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৯
জনৈক অচম ভুত বলেছেন: দেখা যাক, আরো ভাল করা যায় কিনা!
ধন্যবাদ ও শুভকামনা জানবেন।
৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৭
তার আর পর নেই… বলেছেন: এইগুলা কি ধরনের ফিকশন? কিছুই তো বুঝলাম না
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৪
জনৈক অচম ভুত বলেছেন: আকারে একেবারেই ছোট এসব গল্পগুলিকে ফ্লাশ ফিকশন বলা হয়। এসব গল্পের মুল উদ্দেশ্যই হচ্ছে চমক সৃষ্টি। বিশ্বের সবচেয়ে ছোট গল্পের লেখক আর্নেস্ট হোমিংওয়ে।
হোমিংওয়ের গল্পটি ছিল এমনঃ
For sale. Baby shoes. Never worn.
বাংলা করলে দাঁড়ায়ঃ
বিক্রি হবে। বাচ্চাদের জুতো। কখনোই ব্যবহৃত হয়নি।
প্রথমবার গল্পটি পড়লে হয়তো কিছুই বোঝা যায় না। তবে একটু ভাল করে ভাবলেই বুঝতে পারবেন যে, অনাগত বাচ্চার জন্য জুতো কেনা হয়েছিল, কিন্তু সেই বাচ্চাটা পৃথিবীর আলোই দেখেনি। ৬ শব্দে গর্ভে মারা যাওয়া শিশুর জন্য মায়ের অনুভূতি।
এই ফ্লাশ ফিকশন আবার কয়েক ধরণের হয়ে থাকে।
# সাডেন ফিকশনঃ
এগুলো সাধারণত একেবারে ছোট হয়ে থাকে। মাত্র এক অথবা দুই থেকে তিন লাইনের হয়। আমি যেগুলো লিখেছি সেগুলো এই ক্যাটাগরিতে পড়ে।
# মাইক্রো ফিকশনঃ
এগুলিও সাডেন ফিকশনের মতই ক্ষুদ্র হয়ে থাকে। সচরাচর ১০০ শব্দের কম হয়ে থাকে।
# মাইক্রো স্টোরিঃ
এগুলি ১০০ থেকে ২০০ শব্দের হয়ে থাকে।
# শর্ট স্টোরিঃ
এগুলি - ২০০ থেকে ১০০০ শব্দের ভেতর লেখা হয়ে থাকে সাধারণত।
ধন্যবাদ ও শুভকামনা জানবেন।
৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৯
অপর্ণা মম্ময় বলেছেন: কিছু কিছু ফিকশন তো সেইরকম হইছে।
স্পেশালি এটা -- অতঃপর বিখ্যাত সাইকো থ্রিলার রাইটারকে গ্রেফতার করা হল। পুলিশের বক্তব্য, 'এতোসব নৃশংস চরিত্রের জন্মদাতার চরিত্রটিও নিশ্চয়ই কম নৃশংস নয়!'
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫১
জনৈক অচম ভুত বলেছেন: আমার নিজের কাছেও এটা একটু আলাদা মনে হয়েছে।
ধন্যবাদ ও শুভকামনা জানবেন।
৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৪
জ্যোস্নার ফুল বলেছেন: স্তব্ধ হয়ে গেলাম। বেশিই ভালো লাগছে।
অন্যগুলাও পড়তে হবে। আপনি আনুসারিত
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৬
জনৈক অচম ভুত বলেছেন: ভাল লেগেছে জেনে আমারো ভাল লাগছে।
আন্তরিকভাবে ধন্যবাদ।
৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫১
পুলহ বলেছেন: বেশিরভাগই ভালো লেগেছে। আর সব থেকে ভালো লেগেছে মাকড়শারটা...
শুভকামনা রইলো লেখক
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৮
জনৈক অচম ভুত বলেছেন: আন্তরিকভাবে ধন্যবাদ। আপনার প্রতিও শুভকামনা।
৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০২
গেম চেঞ্জার বলেছেন: কয়েককটি বেশ ভাল লাগলো। তবে কম দেয়াই মনে হয় ভাল। হাহাঃ
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৪
জনৈক অচম ভুত বলেছেন: কথা মন্দ বলেননি। তবে কম দিলে ফাউ কয়েকটা চালিয়ে দেবার অবকাশ থাকে না তাই আরকি!
ধন্যবাদ জানবেন। শুভকামনা রইল।
৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৫
আবু শাকিল বলেছেন: ভাল লাগছে।চালিয়ে যান।
ধন্যবাদ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৭
জনৈক অচম ভুত বলেছেন: চালাবার চেষ্টা থাকবে। দেখা যাক!
আপনাকেও আন্তরিকভাবে ধন্যবাদ।
১০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪০
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: ভুতেরাও তাইলে আজকাল লেখালেখি করে? তাও আবার 'অচাম ভুত'?
ফিকশন মোটামুটি ভাল পাইলাম। আরো লিখুন, প্যারালাল ফিকশন!
শুভেচ্ছা!
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১১
জনৈক অচম ভুত বলেছেন: না মানে, টাইগারদের দেখে উৎসাহিত হয়েই আরকি...
আপনার প্রতিও শুভেচ্ছা। সাথে ফ্রিতে ধন্যবাদ।
১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫১
রক্তিম দিগন্ত বলেছেন: দুঃখিত প্রথমটি ছাড়া কোনটাই অতটা ফ্ল্যাশ ফিকশন টাইপ লাগেনি আমার কাছে। একমাত্র ওটাতেই ভাবনার খোরাক ছিল।
ফ্ল্যাশ ফিকশনে ভাববার মত খোরাক না থাকলে সেটার মূল্যমান কমে যায়। পরের গুলোতে সেটাই হয়েছে - আপনি পরিপুর্ণ অর্থটা প্রকাশ করে দিয়েছেন।
তাই কিছু কিছুকে কৌতুকের মত লাগলো। (কৌতুক কিন্তু বাজে কিছু নয় - কৌতুক বলতে পারাটা অনেক কঠিন এক কাজ। সবাই এটা পারেনা।)
আর কিছু কিছুকে সমসাময়িকের বিবেচনায় অদ্ভুত কিছু মনে হল না।
থ্রিলার লেখি আমিও - তাই থ্রিলার লেখকের লাইফ কেমন হতে তা নিয়ে ভেবেছি আমিও। বলতে গেলে - আপনি যে কয়েকটায় লেখক এনেছেন - সেগুলো নিয়ে আমিও প্রথম প্রথম ভাবতাম। তাই ওগুলো আমার কাছে অতটা আকর্ষণীয় মনে হয়নি।
তবে প্রথমটা অসাধারণ।
ব্যাখ্যা দিই একটু।
প্রথমত মিলি কে আমি জানিনা!
যেহেতু হৃদয় দিতে পারবে তাহলে হয়তো ভালবাসে এমন কেউ ই।
থপথপে বস্তুটা দিয়ে কী করব?
এখানেই রহস্য অনেক লুকিয়ে।
এইটা আসলো কিভাবে?
সে সুইসাইড করেছে? নাকি আমি খুন করেছি?
বাস্তব না স্বপ্ন?
সে কি সত্যিই ভালবাসে দেখে বলেছিল? না আমিই তাকে বাধ্য করেছি এটা বলতে?
এরকম আরো কয়েকটা প্রশ্ন!
দ্যাট'স হোয়াই ইট'স দ্য বেস্ট। +
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৫
জনৈক অচম ভুত বলেছেন: আসলেই, প্রায় সবগুলোতেই পরিপূ্র্ণ অর্থটা প্রকাশ হয়ে গেছে। ভবিষ্যতে ফ্লাশ ফিকশন লিখতে গেলে বিষয়টা মাথায় রাখব।
ধন্যবাদ আপনার ব্যাখ্যামুলক মন্তব্যের জন্য।
১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৭
মাদিহা মৌ বলেছেন: ভালই লেগেছে। প্রথমটা বেশি ভাল লাগল। তবে প্রতিটায় নাম্বারিং করে দিলে বেশি ভাল হত।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪২
জনৈক অচম ভুত বলেছেন: হুম, নাম্বারিং করে দিলে বলতে সুবিধা হত।
ধন্যবাদ ও শুভকামনা জানবেন।
১৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: বেশ কয়েকটা ভালো লেগেছে। যদিও প্রথমটাই বেস্ট।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫২
জনৈক অচম ভুত বলেছেন: বেশ কয়েকটা ভাল লেগেছে জেনে ভাল লাগছে।
ধন্যবাদ জানবেন। শুভেচ্ছা নিরন্তর।
১৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৮
রিকি বলেছেন: 'মা, আজও কি না খেয়ে ঘুমোতে হবে?' 'কে বলেছে? আজ আমার সোনারা খাবে, পেটপুড়ে খাবে।' অতঃপর ভুড়িভোজ সেরে বাচ্চা দুটি ঘুমোতে যায়। এককোণে পড়ে থাকে মা মাকড়সার ছিন্ন-ভিন্ন দেহাবশেষ।
+++++ ছোট কথায় অনবদ্য
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৯
জনৈক অচম ভুত বলেছেন: ধন্যবাদ, শুভেচ্ছা ও শুভকামনা সবগুলাই জানবেন।
১৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৪
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অসাধারণ। প্লাস এত কম কেন?
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০১
জনৈক অচম ভুত বলেছেন: কি জানি?
ধন্যবাদ ও শুভকামনা জানবেন।
১৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৬
সায়ান তানভি বলেছেন: ভাই ,ফ্লাশ ফিকশন সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম ।একটু বলবেন কি ?
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৫
জনৈক অচম ভুত বলেছেন: ফ্লাশ ফিকশন মুলত আকারে একেবারেই ছোট হয়ে থাকে। এসব গল্পের মুল উদ্দেশ্যই হচ্ছে চমক সৃষ্টি। হঠাৎ শুরু হয়ে কিছু বুঝে ওঠার আগেই শেষ হয়ে যায়। কিন্তু পাঠকের মনে ভাবনার খোরাক রেখে যায়। বিশ্বের সবচেয়ে ছোট গল্পের লেখক আর্নেস্ট হোমিংওয়ে।
হোমিংওয়ের গল্পটি ছিল এমনঃ
For sale. Baby shoes. Never worn.
বাংলা করলে দাঁড়ায়ঃ
বিক্রি হবে। বাচ্চাদের জুতো। কখনোই ব্যবহৃত হয়নি।
প্রথমবার গল্পটি পড়লে হয়তো কিছুই বোঝা যায় না। তবে একটু ভাল করে ভাবলেই বুঝতে পারবেন যে, অনাগত বাচ্চার জন্য জুতো কেনা হয়েছিল, কিন্তু সেই বাচ্চাটা পৃথিবীর আলোই দেখেনি। ৬ শব্দে গর্ভে মারা যাওয়া শিশুর জন্য মায়ের অনুভূতি।
এই ফ্লাশ ফিকশন আবার কয়েক ধরণের হয়ে থাকে।
# সাডেন ফিকশনঃ
এগুলো সাধারণত একেবারে ছোট হয়ে থাকে। মাত্র এক অথবা দুই থেকে তিন লাইনের হয়।
# মাইক্রো ফিকশনঃ
এগুলিও সাডেন ফিকশনের মতই ক্ষুদ্র হয়ে থাকে। সচরাচর ১০০ শব্দের কম হয়ে থাকে।
# মাইক্রো স্টোরিঃ
এগুলি ১০০ থেকে ২০০ শব্দের হয়ে থাকে।
# শর্ট স্টোরিঃ
এগুলি - ২০০ থেকে ১০০০ শব্দের ভেতর লেখা হয়ে থাকে সাধারণত।
এই আরকি! এছাড়াও ১১ নম্বরে ''রক্তিম দিগন্ত'' ভাইয়ের মন্তব্যটি দেখতে পারেন।
ধন্যবাদ ও শুভকামনা জানবেন।
১৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৪
সায়ান তানভি বলেছেন: ধন্যবাদ আপনাকে ,ইদানীং সবাই লিখছে ।যদিও আমার ভালো লাগে নি এসব ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮
জনৈক অচম ভুত বলেছেন: হুম, অনেকেই লিখছে আজকাল।
আপনাকেও ধন্যবাদ।
১৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪১
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:০৪
জনৈক অচম ভুত বলেছেন: আপনাকেও ধন্যবাদ। শুভেচ্ছা নিরন্তর।
১৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০২
জ্ঞানহীন মহাপুরুষ বলেছেন: দু একটি বাদে সবগুলোই আমার পড়া।রিভিশন করলাম।(অফটপিক-ব্লগ খুইলাছেন, বলেন নাই তো। আপনার তো পাইন হইবো।)
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০২
জনৈক অচম ভুত বলেছেন: ভালমতো রিভিশন দেন। ইম্পর্টেন্টগুলা পরীক্ষার আগের রাতে দাগিয়ে দেওয়া হবে।
(অফটপিক- ব্লগ খুইলাছেন, বলেন নাই তো। আপনারও পাইন হইবো।)
২০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫০
জুন বলেছেন: প্রতিটি অনুগল্পই অনাবদ্য। মাকড়সা কি মর্মান্তিক। সাংবাদিক সব সবগুলোই অদাধারন অচাম ভুত।
+
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৬
জনৈক অচম ভুত বলেছেন: আন্তরিকভাবে ধন্যবাদ। অনেক অনেক শুভকামনা রইল।
২১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৬
শাহাদাত হোসেন বলেছেন: ১০ নাম্বারটা মজার ছিলো এছাড়া কয়েকটা বাদে বাকি গুলোও চমৎকার ছিলো ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫০
জনৈক অচম ভুত বলেছেন: কৃতজ্ঞতা জানাচ্ছি। শুভেচ্ছা নিরন্তর।
২২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৪
উড়ন্ত শিক্ষানবিস বলেছেন: খুবই ভাল লেগেছে
শুভ কামনা।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১১
জনৈক অচম ভুত বলেছেন: আন্তরিকভাবে ধন্যবাদ। আপনার প্রতিও শুভকামনা।
২৩| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৪
ফয়সাল রকি বলেছেন: ভাল লাগলো। চালিয়ে যান।
০২ রা মার্চ, ২০১৬ ভোর ৬:৩১
জনৈক অচম ভুত বলেছেন: উৎসাহের জন্য ধন্যবাদ। শুভকামনা নিরন্তর।
২৪| ০৩ রা মার্চ, ২০১৬ ভোর ৬:৪৯
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: সবগুলোই অনন্য,
কিন্তু ৯ টা মাথা থেকে ঝরতেই চাচ্ছে না।
++++++++++++++++++++++
০৩ রা মার্চ, ২০১৬ সকাল ৭:৩২
জনৈক অচম ভুত বলেছেন: পাঠ, প্লাস, মন্তব্যের জন্য ট্রিপল ধন্যবাদ।
শুভকামনা জানবেন।
২৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৯
খায়রুল আহসান বলেছেন: ১ আর ৮ নম্বর- এ দুটো ভাল হয়েছে।
১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৮
জনৈক অচম ভুত বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা নিরন্তর।
২৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৩
বিলিয়ার রহমান বলেছেন: সবগুলোই অনন্য।
তবে ৮,৯ একটু বেশি ভালো লেগেছে।
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৩
জনৈক অচম ভুত বলেছেন: কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শুভকামনা অনিঃশেষ।
২৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৪৭
ভ্রমরের ডানা বলেছেন: ওচাম ভাই,
ওচাম হৈসে!
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০২
জনৈক অচম ভুত বলেছেন: আন্তরিকভাবে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৭
বিজন রয় বলেছেন: ভয় ভয় ভাব।