নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবভীতিতে থরহরি কম্পমান

জনৈক অচম ভুত

লৌকিকতার গ্যাড়াকলে বন্দী অভাগার অতৃপ্ত আত্মা

জনৈক অচম ভুত › বিস্তারিত পোস্টঃ

ক্ষুদ্রাখ্যান

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১৪


হড়হড় করে বমি করে দিলাম। বিন্তু হেসে বলল, 'রান্নায় সায়ানায়েড বেশি হয়ে গেছে বোধহয়!'


ঠক ঠক ঠক... কড়া নাড়ার আওয়াজ। আজকাল বড্ড বেশিই আবোল-তাবোল শুনছি। কবরে আবার দরজা থাকে নাকি?


আমাদের দেখামাত্রই মুর্ছা গেল এলিয়েনটা। এতো ভীতু আর বোকা কেন পৃথিবীর এই এলিয়েনগুলো?


প্যারালাল ইউনিভার্সের অন্য আমিটার সাথে বেশ ভাব হয়েছে আমার। বন্ধুত্বের নিদর্শনস্বরুপ আমরা নিজেদের দুনিয়া অদল-বদল করেছি। হাহ হা... যাও বন্ধু, সিরিয়াল কিলিঙের দায়ে ফাঁসিতে ঝোলো গিয়ে!


রিকশার চেইনটা যখন পড়ে, ট্রাকটা ঠিক পেছনেই ছিল।


'ভালবাসো?' 'বাসি।' 'তাহলে চলো, পালিয়ে যাই।' নীলু আমাকে থাপ্পড় মেরে বলল, 'হারামজাদা! আমি আমার বয়ফ্রেন্ডকে ভালবাসার কথা বলেছি।'

মন্তব্য ৫৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৪

সাহসী সন্তান বলেছেন: ৩ আর ৪ নাম্বারটা জোস হইছে! ৫ নাম্বারটা মাথার উপ্রে দিয়া গেছে। আর বাকি গুলো পোস্টে ঢুকছি তাই পড়লাম! ক্ষুদ্রাখ্যান বেশ ভালই হইছে ভুত ভাই! ;)

শুভ কামনা!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৬

জনৈক অচম ভুত বলেছেন: সবমিলিয়ে ক্ষুদ্রাখ্যান আমার নিজের কাছে খুব একটা সুবিধার লাগেনি। দিয়ে ফেললাম আরকি! :#)
আন্তরিকভাবে ধন্যবাদ। আপনার প্রতিও শুভকামনা। :)

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৯

মেহেদী রবিন বলেছেন: ২,৩,৪,৫ অভূতপূর্ব

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৪

জনৈক অচম ভুত বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা জানবেন। :)

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৩

আলোরিকা বলেছেন: ভূতের আখ্যানই মনে হচ্ছে !! :P

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৯

জনৈক অচম ভুত বলেছেন: ভূতের আখ্যানকে তো ভূতের আখ্যানই মনে হবে! B-))

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৮

তাজবীর আহােমদ খান বলেছেন: ৫ নং টা ভাবনার খোরাক জোগায়

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৭

জনৈক অচম ভুত বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। নিরন্তর শুভকামনা রইল। :)

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১১

সাহসী সন্তান বলেছেন: তাই তো বলি, ৫ নাম্বারটা বুঝি নাই কেন? এটা আপনারই দোষ! মন্তব্যেও উল্লেখ করে দেন নাই? এডিট কইরা নেওয়াতে এবার বেশ পরিষ্কার হয়ে গেছে! এখন তো ঐটাকেই সব থেকে ভাল মনে হচ্ছে!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৮

জনৈক অচম ভুত বলেছেন: বুঝলাম, বাসের চেয়ে ট্রাকে বেশি ভয় আমাদের। ;)
ধন্যবাদ ও শুভকামনা আবারো। :)

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১২

গেম চেঞ্জার বলেছেন: ৫ নম্বরটা বেশি হরর!! এমনকি ২ এর চেয়েও!!! B:-)

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

জনৈক অচম ভুত বলেছেন: ২ এর চেয়েও! :-/
ধন্যবাদ ও শুভকামনা জানবেন। :)

৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৫

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

জনৈক অচম ভুত বলেছেন: আন্তরিকভাবে ধন্যবাদ। :)

৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৯

ভ্রমরের ডানা বলেছেন: ক্ষুদ্রাখ্যান পড়িয়া, মাটিতে উষ্ঠা খাইয়া পড়িয়া যাইবার লাগছিলাম গা!!


গা শিউরে উঠছে ভূত ভায়া!!

অসাম!!! অসাম!!!

পরী দেনা ইয়া না দেনা মাগার ইয়ে ক্ষুদ্রাখ্যান রোজ রোজ জুরুর দেনা !!!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

জনৈক অচম ভুত বলেছেন: থাঙ্কু, থাঙ্কু। B-))
কিন্তু রোজ রোজ মাটিতে উষ্টা খাওয়াটা কি স্বাস্থ্যকর হবে? ;)

৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

রক্তিম দিগন্ত বলেছেন: ২ নাম্বারটা জোস।

বাকিগুলোও অস্থির। টুইস্টগুলো ভাল লাগছে।

৫ নং ভাল লাগে নাই অতটা।

৬ নং তো জোকস। :P

আর, ৪ নং তো আমার পছন্দের জনরার। এই প্লট বড় করে সেই মাপের একটা থ্রিলার সাইফাই বানানো যাবে।


পিলাস।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৯

জনৈক অচম ভুত বলেছেন: ৬ নম্বরটা রম্য হিসেবে দিছিলাম।
লিখে ফেলেন একটা সাই ফাই। পড়ার অপেক্ষায় থাকলাম।
পিলাসের জন্য ধইন্যাপাতা। B-))
শুভকামনা রইল। :)

১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৩

প্রামানিক বলেছেন: ৬ নং ভালোই লাগল। ধন্যবাদ

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৫

জনৈক অচম ভুত বলেছেন: আপনাকেও ধন্যবাদ। শুভকামনা জানবেন। :)

১১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪১

জেন রসি বলেছেন: সবগুলোই ভালো হয়েছে। তবে দুই আর তিন বেশী ভালো লেগেছে।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:২১

জনৈক অচম ভুত বলেছেন: ধন্যবাদ, শুভেচ্ছা ও শুভকামনা রইল। :)

১২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০০

অরুনি মায়া অনু বলেছেন: ২ আর ৫ বেশি ভাল লেগেছে।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৪৫

জনৈক অচম ভুত বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা নিরন্তর। :)

১৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৩

বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা :D

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩২

জনৈক অচম ভুত বলেছেন: কি হইল? ;)

১৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১১

শামচুল হক বলেছেন: মজার ক্ষুদ্রাখ্যান।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৮

জনৈক অচম ভুত বলেছেন: ক্ষুদ্রাখ্যান মজার হয়েছে জেনে ভাল লাগল।
শুভকামনা। :)

১৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২২

আরণ্যক রাখাল বলেছেন: মজার ইচছে।
৫ নঙটা ভাল না। বাকিগুলো সব জোশ

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৬

জনৈক অচম ভুত বলেছেন: আন্তরিকভাবে ধন্যবাদ। শুভকামনা অনিঃশেষ। :)

১৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৯

মোটা ফ্রেমের চশমা বলেছেন: ভাল্লাগসে! সবডি জুস হইসসে! :D

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৭

জনৈক অচম ভুত বলেছেন: কিন্তু আমি তো আইসক্রীম বানাতে চাইছিলাম। :P

১৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১২

শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর হয়েছে !

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২৫

জনৈক অচম ভুত বলেছেন: আন্তরিকভাবে ধন্যবাদ। :)

১৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩৩

মাহবুবুল আজাদ বলেছেন: দারুণ :P

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১১

জনৈক অচম ভুত বলেছেন: থাঙ্কু, থাঙ্কু। B-))

১৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৭

নীলপরি বলেছেন: দারুন লাগলো ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১৫

জনৈক অচম ভুত বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা জানবেন। :)

২০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: সবই তো দেখতাছি ভুত আইটেম, তবে আমার সব চেয়ে ভালো লাগছে কবরে শুয়ে দরজার ঠক ঠক আওয়াজ শুনা, শেয়াল টেয়াল আসেনি তো?

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৭

জনৈক অচম ভুত বলেছেন: আপনে বুঝছেন বিষয়টা। শেয়ালে হাড় চাবাইছে, সেইটা শুইনা আমি ভাবছি কড়া নাড়ার আওয়াজ। কি কান্ড বলেন দেখি! |-)
মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা রইল। :)

২১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৫

সাদা মনের মানুষ বলেছেন:

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০১

জনৈক অচম ভুত বলেছেন: চা ভাল হইছে। আরেক কাপ পাওয়া যাবে? :#)

২২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:০১

সাদা মনের মানুষ বলেছেন: এক বারে একটার বেশী চা খাওয়া শরীরের জন্য ক্ষতিকর =p~

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৪৯

জনৈক অচম ভুত বলেছেন: এখন তো দিন অতিক্রান্ত হইছে। এখন তো একটা চা আমি পাইতেই পারি! :``>>

২৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২২

সাদা মনের মানুষ বলেছেন:

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৫২

জনৈক অচম ভুত বলেছেন: এইবার ভাল হইছে জিনিসটা। যখন ইচ্ছা খাওয়া যাবে। সাথে আবার টাও আছে দেখি! :D
থাঙ্কু। B-))

২৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৩

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ জনৈক অচমভূত ভাই। আপনার নামের মতোই গল্পগুলোর থীম! দারুণ! এভাবেও এত সংক্ষেপেও রচনা চলে! ওয়াও!

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৫

জনৈক অচম ভুত বলেছেন: আমার নামরেও দারুণ বললেন নাকি? :`>
আপনাকেও আন্তরিকভাবে ধন্যবাদ। শুভকামনা জানবেন। :)

২৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৩৬

এম এ কাশেম বলেছেন: ভাল লেগেছে ভূত ভাই।
শুভ কামনা।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩২

জনৈক অচম ভুত বলেছেন: আন্তরিকভাবে ধন্যবাদ। আপনার প্রতিও শুভকামনা। :)

২৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

তামান্না তাবাসসুম বলেছেন: বাহ্ ! :)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৭

জনৈক অচম ভুত বলেছেন: ধন্যবাদ। :)

২৭| ০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪১

খায়রুল আহসান বলেছেন: ২ নম্বরটা দারুণ হয়েছে।

২৫ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৬:৪৯

জনৈক অচম ভুত বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.