![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১
হড়হড় করে বমি করে দিলাম। বিন্তু হেসে বলল, 'রান্নায় সায়ানায়েড বেশি হয়ে গেছে বোধহয়!'
২
ঠক ঠক ঠক... কড়া নাড়ার আওয়াজ। আজকাল বড্ড বেশিই আবোল-তাবোল শুনছি। কবরে আবার দরজা থাকে নাকি?
৩
আমাদের দেখামাত্রই মুর্ছা গেল এলিয়েনটা। এতো ভীতু আর বোকা কেন পৃথিবীর এই এলিয়েনগুলো?
৪
প্যারালাল ইউনিভার্সের অন্য আমিটার সাথে বেশ ভাব হয়েছে আমার। বন্ধুত্বের নিদর্শনস্বরুপ আমরা নিজেদের দুনিয়া অদল-বদল করেছি। হাহ হা... যাও বন্ধু, সিরিয়াল কিলিঙের দায়ে ফাঁসিতে ঝোলো গিয়ে!
৫
রিকশার চেইনটা যখন পড়ে, ট্রাকটা ঠিক পেছনেই ছিল।
৬
'ভালবাসো?' 'বাসি।' 'তাহলে চলো, পালিয়ে যাই।' নীলু আমাকে থাপ্পড় মেরে বলল, 'হারামজাদা! আমি আমার বয়ফ্রেন্ডকে ভালবাসার কথা বলেছি।'
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৬
জনৈক অচম ভুত বলেছেন: সবমিলিয়ে ক্ষুদ্রাখ্যান আমার নিজের কাছে খুব একটা সুবিধার লাগেনি। দিয়ে ফেললাম আরকি!
আন্তরিকভাবে ধন্যবাদ। আপনার প্রতিও শুভকামনা।
২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৯
মেহেদী রবিন বলেছেন: ২,৩,৪,৫ অভূতপূর্ব
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৪
জনৈক অচম ভুত বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা জানবেন।
৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৩
আলোরিকা বলেছেন: ভূতের আখ্যানই মনে হচ্ছে !!
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৯
জনৈক অচম ভুত বলেছেন: ভূতের আখ্যানকে তো ভূতের আখ্যানই মনে হবে!
৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৮
তাজবীর আহােমদ খান বলেছেন: ৫ নং টা ভাবনার খোরাক জোগায়
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৭
জনৈক অচম ভুত বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। নিরন্তর শুভকামনা রইল।
৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১১
সাহসী সন্তান বলেছেন: তাই তো বলি, ৫ নাম্বারটা বুঝি নাই কেন? এটা আপনারই দোষ! মন্তব্যেও উল্লেখ করে দেন নাই? এডিট কইরা নেওয়াতে এবার বেশ পরিষ্কার হয়ে গেছে! এখন তো ঐটাকেই সব থেকে ভাল মনে হচ্ছে!
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৮
জনৈক অচম ভুত বলেছেন: বুঝলাম, বাসের চেয়ে ট্রাকে বেশি ভয় আমাদের।
ধন্যবাদ ও শুভকামনা আবারো।
৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১২
গেম চেঞ্জার বলেছেন: ৫ নম্বরটা বেশি হরর!! এমনকি ২ এর চেয়েও!!!
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৩
জনৈক অচম ভুত বলেছেন: ২ এর চেয়েও!
ধন্যবাদ ও শুভকামনা জানবেন।
৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৫
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৯
জনৈক অচম ভুত বলেছেন: আন্তরিকভাবে ধন্যবাদ।
৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৯
ভ্রমরের ডানা বলেছেন: ক্ষুদ্রাখ্যান পড়িয়া, মাটিতে উষ্ঠা খাইয়া পড়িয়া যাইবার লাগছিলাম গা!!
গা শিউরে উঠছে ভূত ভায়া!!
অসাম!!! অসাম!!!
পরী দেনা ইয়া না দেনা মাগার ইয়ে ক্ষুদ্রাখ্যান রোজ রোজ জুরুর দেনা !!!
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬
জনৈক অচম ভুত বলেছেন: থাঙ্কু, থাঙ্কু।
কিন্তু রোজ রোজ মাটিতে উষ্টা খাওয়াটা কি স্বাস্থ্যকর হবে?
৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩২
রক্তিম দিগন্ত বলেছেন: ২ নাম্বারটা জোস।
বাকিগুলোও অস্থির। টুইস্টগুলো ভাল লাগছে।
৫ নং ভাল লাগে নাই অতটা।
৬ নং তো জোকস।
আর, ৪ নং তো আমার পছন্দের জনরার। এই প্লট বড় করে সেই মাপের একটা থ্রিলার সাইফাই বানানো যাবে।
পিলাস।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৯
জনৈক অচম ভুত বলেছেন: ৬ নম্বরটা রম্য হিসেবে দিছিলাম।
লিখে ফেলেন একটা সাই ফাই। পড়ার অপেক্ষায় থাকলাম।
পিলাসের জন্য ধইন্যাপাতা।
শুভকামনা রইল।
১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৩
প্রামানিক বলেছেন: ৬ নং ভালোই লাগল। ধন্যবাদ
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৫
জনৈক অচম ভুত বলেছেন: আপনাকেও ধন্যবাদ। শুভকামনা জানবেন।
১১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪১
জেন রসি বলেছেন: সবগুলোই ভালো হয়েছে। তবে দুই আর তিন বেশী ভালো লেগেছে।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:২১
জনৈক অচম ভুত বলেছেন: ধন্যবাদ, শুভেচ্ছা ও শুভকামনা রইল।
১২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০০
অরুনি মায়া অনু বলেছেন: ২ আর ৫ বেশি ভাল লেগেছে।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৪৫
জনৈক অচম ভুত বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা নিরন্তর।
১৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৩
বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩২
জনৈক অচম ভুত বলেছেন: কি হইল?
১৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১১
শামচুল হক বলেছেন: মজার ক্ষুদ্রাখ্যান।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৮
জনৈক অচম ভুত বলেছেন: ক্ষুদ্রাখ্যান মজার হয়েছে জেনে ভাল লাগল।
শুভকামনা।
১৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২২
আরণ্যক রাখাল বলেছেন: মজার ইচছে।
৫ নঙটা ভাল না। বাকিগুলো সব জোশ
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৬
জনৈক অচম ভুত বলেছেন: আন্তরিকভাবে ধন্যবাদ। শুভকামনা অনিঃশেষ।
১৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৯
মোটা ফ্রেমের চশমা বলেছেন: ভাল্লাগসে! সবডি জুস হইসসে!
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৭
জনৈক অচম ভুত বলেছেন: কিন্তু আমি তো আইসক্রীম বানাতে চাইছিলাম।
১৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১২
শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর হয়েছে !
১০ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২৫
জনৈক অচম ভুত বলেছেন: আন্তরিকভাবে ধন্যবাদ।
১৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩৩
মাহবুবুল আজাদ বলেছেন: দারুণ
১০ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১১
জনৈক অচম ভুত বলেছেন: থাঙ্কু, থাঙ্কু।
১৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৭
নীলপরি বলেছেন: দারুন লাগলো ।
১০ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১৫
জনৈক অচম ভুত বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা জানবেন।
২০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৪
সাদা মনের মানুষ বলেছেন: সবই তো দেখতাছি ভুত আইটেম, তবে আমার সব চেয়ে ভালো লাগছে কবরে শুয়ে দরজার ঠক ঠক আওয়াজ শুনা, শেয়াল টেয়াল আসেনি তো?
১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৭
জনৈক অচম ভুত বলেছেন: আপনে বুঝছেন বিষয়টা। শেয়ালে হাড় চাবাইছে, সেইটা শুইনা আমি ভাবছি কড়া নাড়ার আওয়াজ। কি কান্ড বলেন দেখি!
মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা রইল।
২১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৫
সাদা মনের মানুষ বলেছেন:
১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০১
জনৈক অচম ভুত বলেছেন: চা ভাল হইছে। আরেক কাপ পাওয়া যাবে?
২২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:০১
সাদা মনের মানুষ বলেছেন: এক বারে একটার বেশী চা খাওয়া শরীরের জন্য ক্ষতিকর
১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৪৯
জনৈক অচম ভুত বলেছেন: এখন তো দিন অতিক্রান্ত হইছে। এখন তো একটা চা আমি পাইতেই পারি!
২৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২২
সাদা মনের মানুষ বলেছেন:
১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৫২
জনৈক অচম ভুত বলেছেন: এইবার ভাল হইছে জিনিসটা। যখন ইচ্ছা খাওয়া যাবে। সাথে আবার টাও আছে দেখি!
থাঙ্কু।
২৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৩
মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ জনৈক অচমভূত ভাই। আপনার নামের মতোই গল্পগুলোর থীম! দারুণ! এভাবেও এত সংক্ষেপেও রচনা চলে! ওয়াও!
১১ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৫
জনৈক অচম ভুত বলেছেন: আমার নামরেও দারুণ বললেন নাকি?
আপনাকেও আন্তরিকভাবে ধন্যবাদ। শুভকামনা জানবেন।
২৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৩৬
এম এ কাশেম বলেছেন: ভাল লেগেছে ভূত ভাই।
শুভ কামনা।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩২
জনৈক অচম ভুত বলেছেন: আন্তরিকভাবে ধন্যবাদ। আপনার প্রতিও শুভকামনা।
২৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৭
তামান্না তাবাসসুম বলেছেন: বাহ্ !
২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৭
জনৈক অচম ভুত বলেছেন: ধন্যবাদ।
২৭| ০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪১
খায়রুল আহসান বলেছেন: ২ নম্বরটা দারুণ হয়েছে।
২৫ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৬:৪৯
জনৈক অচম ভুত বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৪
সাহসী সন্তান বলেছেন: ৩ আর ৪ নাম্বারটা জোস হইছে! ৫ নাম্বারটা মাথার উপ্রে দিয়া গেছে। আর বাকি গুলো পোস্টে ঢুকছি তাই পড়লাম! ক্ষুদ্রাখ্যান বেশ ভালই হইছে ভুত ভাই!
শুভ কামনা!