নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবভীতিতে থরহরি কম্পমান

জনৈক অচম ভুত

লৌকিকতার গ্যাড়াকলে বন্দী অভাগার অতৃপ্ত আত্মা

জনৈক অচম ভুত › বিস্তারিত পোস্টঃ

বাক্কু মিয়ার পূণ্যকাহন

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৯

বিশিষ্ট সমাজসেবক ও এমপি বাক্কু মিয়ার এবার কুরবানী দেবার খায়েশ হয়েছে। আগে কখনো তিনি এমন খায়েশ করেননি। এমপি ছিলেন না বলেই হয়তো! এখন তিনি এমপি হয়েছেন। এমপিদের কি আর কুরবানী না দিলে চলে? চলে না। এই কুরবানী বিষয়ক আলোচনার জন্য বাক্কু মিয়া আমাকে জরুরী তলব করেছেন। [এখানে বলে রাখা ভাল যে, বাক্কু মিয়ার পিএ এই অধম।] আমি এখন তাঁর সামনে দাঁড়িয়ে আছি। দেখেও না দেখার ভান করে তিনি একমনে পান চিবিয়ে যাচ্ছেন। গুনী লোকদের বোধহয় মাঝে-মধ্যে ভান করতে হয়। স্যারকে সময় করে একদিন জিজ্ঞেস করতে হবে বিষয়টা।
'আমায় ডেকেছেন, স্যার?'
'এই তোমার এক বদ খাসলত। কত বার বলেছি সালাম দিয়ে ঘরে ঢুকবা! সালাম হল গিয়ে নবীর সুন্নত। বেশি বেশি সুন্নত পালন করবা, নবী খুশি হবেন, আল্লাহ খুশি হবেন। হুজুরে পাক (সা) বলেছেন, "যে ব্যাক্তি আমার সুন্নতকে আকড়ে ধরল, সে যেন আমাকে আকড়ে ধরল।" আর হুজুরকে আকড়ে ধরা মানে নিশ্চিত জান্নাত। একেবারে বিনা হিসাবে। বুঝতে পারছো ফজিলতটা?'
'জ্বী, স্যার।'
'এখন তাড়াতাড়ি দোকানে যাও দেখি। বেনসন আনবা এক প্যাকেট। এবার সালাম দিতে ভুল হয় না যেন। ভুল হলে তোমার চাকরী নট। একেবারে খেল খতম।'
'জ্বী, স্যার।'
'বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ছাড়া করতে যাওয়া কাজ অন্ধের লাঠি ছাড়া চলাফেরার মতো ঝুঁকিপূর্ণ।'
'ইনশাআল্লাহ, স্যার।'
স্যার টাকা দিলেন গুনে গুনে। এক পয়সাও বেশি না। মহাকঞ্জুস আর কাকে বলে! যাই হোক, সিগারেটের প্যাকেট হাতে অফিসে ঢুকলাম আবার।
'স্লামালাইকুম, স্যার।'
'এইটা আবার কেমন সালাম? সালাম দিতে হয় স্পষ্ট ভাষায়। আর তুমি কিনা সেই সালামের শব্দ বিকৃত করেছো! আরবী ভাষা বিকৃত করাই একটা ভয়াবহ গুনাহের কাজ। তুমি আরো এককাঠি বেড়ে সালামের শব্দ বিকৃত করেছো! তোমার তো হাবিয়াতেও জায়গা হবে না!'
'এখন উপায় স্যার?'
'উপায় আর কি! যা করেছো, করেছো। ভবিষ্যতে আর যেন না হয়। হলে তোমার চাকরী নট। একেবারে খেল খতম। এখন বলো, আসসালামু আলাইকুম।'
'আসসালামু আলাইকুম, স্যার।'
'ওয়ালাইকুমুস সালাম।'
'আমায় ডেকেছেন, স্যার?'
'ডেকেছি তো বটেই। না ডাকলে শুধু শুধু তুমি আসতে যাবা কোন দুঃখে?'
আমি চুপ মেরে গেলাম। চুপ করে থাকাটাই শ্রেয়। স্যার একবার বলেছিলেন, হাদীসে আছে, যে চুপ থাকে সে নাজাত পায়। স্যারের বাক্যবান থেকে নাজাত পেতেও এই তরিকাটাই বেশি ফলপ্রসু।
'বীরু!'
'জ্বী, স্যার?'
'আমার একটা খায়েশ হয়েছে।'
সিগারেট ধরাতে ধরাতে বললেন তিনি।
'কি খায়েশ, স্যার? আপনি শুধু হুকুম করুন। আমি এক্ষুনি আপনার খায়েশ পুরণের ব্যাবস্থা করছি, স্যার।'
'সে খায়েশ এখন পুরণ করা যাবে না। তার জন্য নির্দিষ্ট দিন-ক্ষণ আছে। সেই নির্দিষ্ট সময়ের আগে সে খায়েশ পুরণের সুযোগ নাই। আমরা কেবল উপকরণ কিনে রাখতে পারি মাত্র।'
'স্যার, বেয়াদবি মাফ করলে খায়েশটা কি জানতে পারি?'
জানা সত্বেও না জানার ভান করলাম। জানা কথা নতুন করে জানার মাঝে অন্যরকম একটা ব্যাপার আছে। তাছাড়া স্যারের মতো গুনীজনের পিএ হিসেবে ভান করাটা আমার দায়িত্বের মধ্যে পড়ে।
'আল্লাহর নাম নিয়ে কুরবানী দিতে চাই এবার।'
'খুবই ভাল কথা, স্যার। অতি উত্তম ইচ্ছা।'
'চলো তাহলে!'
'কোথায়, স্যার?'
'হাটে।'
'এখনই?'
'শুভ কাজে দেরী করতে নাই। কুরবানীর গরু যত আগে কেনা যায়, তত বেশি সওয়াব। সওয়াব যখন করছিই, তখন বেশি করে করাই ভাল না?'
'সঠিক বলেছেন, স্যার। শুভ কাজে দেরী করতে নেই।'
'তাহলে যাওয়া যাক।'
'ইয়ে... স্যার, আমরা এত লোক থাকতে আপনি আবার কষ্ট করতে যাবেন কেন? আমরা গিয়ে ভাল দেখে গরু কিনে আনি, আপনি বরং আয়েশ করুন।'
'কুরবানী দেব আমি, আর গরু পছন্দ করবা তোমরা, তা আবার হয় নাকি? কুরবানীর জন্য একটু কষ্ট নাহয় করলাম! এসবই তো সওয়াবের অংশ। সওয়াব যখন করছিই তখন আর কম করব কেন?'
কিছু টাকা মেরে দেবার আশাটা ধুলায় ধুসরিত হল। মনটা একটু খারাপই হয়ে গেল আমার।
'না, মানে...'
'কোন মানে-টানে নাই। আমি যাচ্ছি, ব্যাস।'
অগত্যা গরুর হাটে রওয়ানা হলাম আমরা। গোটা হাট চষে বেড়ানো হল। কোন গরুই পছন্দ হল না স্যারের। বাক্কু স্যারের এক কথা,
'আমার পাঁচ লাখের গরু চাই। সওয়াব যখন করছিই তখন কম করে করব কেন? কোরবানী যখন দিচ্ছিই তখন আর কম টাকায় দেয়া কেন?'
কিন্তু গোটা হাটে একটাও পাঁচ লাখের গরু পাওয়া গেল না। গরু ছাড়াই ফিরতে হল আমাদের।
'পাঁচ লাখের গরুই চাই আমার।' ফেরার পথে গর্জে উঠলেন স্যার।
'চিন্তা করবেন না, স্যার। পাঁচ লাখের গরু পাওয়া যাবে। একটু সময় লাগবে এই আরকি!'
'বলছো।'
'জ্বী, স্যার। আল্লাহ মিলায় দিবেন।'
অনেক চেষ্টা-চরিতের পর ঈদের আগের দিন আল্লাহ পাঁচ লাখের গরু মিলিয়ে দিলেন। গরু পেয়ে বাক্কু স্যার মহানন্দে ঘাস-পাতা খাওয়ালেন। নিজ হাতে গোসল করালেন। বাক্কু স্যারের খুশি দেখে আমরাও খুশিতে ঝলমল করতে লাগলাম।
ঈদের দিন। গরুকে ঘিরে ধরা হয়েছে। ছুরির পোঁচ মারতে যাওয়া হবে, ঠিক এমন সময় বাংলা সিনেমার হিরোদের মতো পাক খেল গরু। গুতোর চোটে আমরা দশ হাত দুরে গিয়ে পড়লাম। পায়ের বাঁধন কিভাবে যেন আলগা হয়ে গিয়েছিল। মুক্তির আনন্দে উসাইন বোল্টের মতো ছুট দিল সে। আমরা ছুটলাম পিছুপিছু। কিন্তু অনেক খুঁজেও তার আর হদিশ পাওয়া গেল না। বাক্কু স্যারকে দেখলাম, মাথায় হাত দিয়ে বসে আছেন। আমি গিয়ে পাশে বসতে বসতে ফিসফিস করে বললাম,
'স্যার, আল্লাহর মাল আল্লাহ নিয়েছেন। গরু না হোক, পাঁচ লাখ টাকা কিন্তু ঠিকই কুরবানী হল। শুকরিয়া।'
এই শুনে তিনি আমার দিকে ফ্যালফ্যাল করে চেয়ে রইলেন।

মন্তব্য ৫০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৯

মার্কো পোলো বলেছেন: এত্ত বড় গরু গেল কই! খুব ভাল লাগলো। অনেক ভাল লিখেছেন।

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩১

জনৈক অচম ভুত বলেছেন: আমারো তো একই প্রশ্ন। এ বিষয়ে বাক্কু স্যারকে একটা তদন্ত কমিটি গঠন করার পরামর্শ দেব ভাবছি। B:-/
ধন্যবাদ ও শুভকামনা। :)

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫১

হামিদ আহসান বলেছেন: ভালই

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২২

জনৈক অচম ভুত বলেছেন: ধন্যবাদ। :)

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৮

ইফতি সৌরভ বলেছেন: 'স্যার, আল্লাহর মাল আল্লাহ নিয়েছেন। গরু না হোক, পাঁচ লাখ টাকা কিন্তু ঠিকই কুরবানী হল। শুকরিয়া।

এই না হলে অচম পি এ

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪১

জনৈক অচম ভুত বলেছেন: আপনে বুঝছেন বিষয়টা। কিন্তু বাক্কু স্যার বুঝল না। তাঁর বাক্যবানের ভয়ে সবসময় তটস্থ থাকতে হয় আমায়। :|

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৮

দ্যা ফয়েজ ভাই বলেছেন: পাঁচ লাখ টাকা!!!বাক্কু সাহেবের বাড়িটা কই ভাই???চুরি করতে হইবো।আপনে সাহায্য করলে ১%কমিশন দিমু। ;)
যাই হোক,ভালো লেগেছে। :)

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪০

জনৈক অচম ভুত বলেছেন: কমিশন লাগব না ভাই। আপনে খালি কামটা সারেন। আমি শুধু চাই এই লোকের একটা উচিত শিক্ষা হোক। ব্যাটার জ্বালায় আমার প্রাণ ওষ্ঠাগত। X((
ধন্যবাদ অশেষ। :)

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩৮

রক্তিম দিগন্ত বলেছেন: মজা পাইলাম।

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৭

জনৈক অচম ভুত বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা নিরন্তর। :)

৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪৯

আহা রুবন বলেছেন: বেশ লাগল পড়তে।

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৯

জনৈক অচম ভুত বলেছেন: আন্তরিকভাবে ধন্যবাদ। :)

৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৩

ভ্রমরের ডানা বলেছেন: আহারে স্যারের পাচ লাখ টাকার গরু!!!

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৪

জনৈক অচম ভুত বলেছেন: গরুর দুঃখে স্যারের হার্টফেল করার দশা। :(
ধন্যবাদ ও শুভকামনা জানবেন। :)

৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: বাক্কু মিয়ার জন্য এক বালতি সমবেদনা!

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫২

জনৈক অচম ভুত বলেছেন: বালতি কম হয়ে গেল না! পাঁচ লাখ টাকার গরু হারাইছে। অন্তত এক ট্যাঙ্কি সমবেদনা তো সে ডিজার্ভ করে। :#)

৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৩

সুমন কর বলেছেন: আল্লাহর মাল আল্লাহ নিয়েছেন। গরু না হোক, পাঁচ লাখ টাকা কিন্তু ঠিকই কুরবানী হল। শুকরিয়া।' ----- হাহাহা
মজা পাইলাম। +।

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১১

জনৈক অচম ভুত বলেছেন: পাঠ, প্লাস ও মন্তব্যের জন্য ট্রিপল ধন্যবাদ। B-)

১০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫০

বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।
আপনার এবং পরিবারের সবাইকে ঈদের শুভেচ্ছা।

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৫

জনৈক অচম ভুত বলেছেন: আপনাকেও ঈদ মোবারক। :)

১১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৫

বিলিয়ার রহমান বলেছেন: আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে ঈদের শুভেচ্ছা।

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১৪

জনৈক অচম ভুত বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা। :)

১২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৬

বিলিয়ার রহমান বলেছেন: পোস্ট সম্পর্কে মন্তব্যপোস্ট সম্পর্কে মন্তব্য

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৭

জনৈক অচম ভুত বলেছেন: ধন্যবাদ জানবেন। :)

১৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৪

অতৃপ্তচোখ বলেছেন: অসাধারণ একটা গল্প পড়লাম, খুব ভাল লাগলো, রসে ভরপুর শিক্ষাব্যবস্থা।

যে পথে আসে সে পথেই যায়! তবুও গল্পে ইচ্ছার যথেষ্ট জুড় ছিল, কোরবানি হলেও পারতো।

দারুণ মজা করে লিখেছেন, মাঝেমধ্যে এরকম লেখার পাঠক হতে পারাও ভাগ্যের, আসায় রইলাম

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪৫

জনৈক অচম ভুত বলেছেন: কোরবানী হলেও মন্দ হত না বটে। কিন্তু ঐযে বললেন, যে পথে আসে সে পথেই যায়। ঐ জন্যই আরকি!
আপনার মতো পাঠক পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। সময় নিয়ে পাঠ ও সুচিন্তিত মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা রইল। :)

১৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ঈদ মুবারক ভাইসাব। !:#P

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫১

জনৈক অচম ভুত বলেছেন: আপনাকেও ঈদ মুবারক, ব্রাদার। !:#P

১৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

একটা ফাঁক কিন্তু রেখৈই দিলেন! ৫ লাখের গরু ম্যানেজ আর কমিশনটা গুপ্তই রয়ে গেল :P

এটলিষ্ট বাক্কুমিয়ার পিএস বলে কথা ;)

দারুন রম্যে ভাল লাগা

ঈদ মোবারক:)

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫১

জনৈক অচম ভুত বলেছেন: কিছু কথা থাক না গোপন! ;)
ভাললাগা বুঝিয়া পাইলাম। B-))
ধন্যবাদ, শুভকামনা ও অর্ধবিলম্বিত ঈদ মোবারক। :)

১৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১৭

ডঃ এম এ আলী বলেছেন:

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৩

জনৈক অচম ভুত বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা। :)

১৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আপনি তো চমৎকার লেখেন। রম্য ভালো হয়েছে। আর চরিত্র দারুণ ভাবে এঁকেছেন। +

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৬

জনৈক অচম ভুত বলেছেন: আন্তরিকভাবে ধন্যবাদ। শুভকামনা রইল। :)

১৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

চানাচুর বলেছেন: বাক্কু স্যারের কোরবানি কিন্তু কবুল হইছে :P

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১৬

জনৈক অচম ভুত বলেছেন: আপনার দেয়া তথ্যটা বাক্কু স্যারকে পুলকিত করবে নিঃসন্দেহে। B-))

১৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৮

রোদেলা বলেছেন: গরু না হোক, পাঁচ লাখ টাকা কিন্তু ঠিকই কুরবানী হল।এটাই আসল কথা,ভালো।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৮

জনৈক অচম ভুত বলেছেন: হুম, এটাই আসল কথা।
ধন্যবাদ ও শুভকামনা জানবেন। :)

২০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৩

সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, এতো একজন আল্লাহ ভীরু লোকের কোরবানীটা করা হলোনা দেখে আপসুচে আমার বুকটা ফাইট্টা যাইতে চাইতাছে।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৪

জনৈক অচম ভুত বলেছেন: হায় হায়! আপসুচে হাইস্যা ফালাইছেন দেহি! :-&
কেডা কইছে কোরবানী হয়নাই? পাঁচ লাখ টাকা কোরবানী দিতে পারাটা কি মুখের কথা? :-0

২১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৫

সাদা মনের মানুষ বলেছেন: গল্পের শেষাংশে আমার কেন জানি মনে হচ্ছি বাক্কু মিয়া বলবে, ঘুষের টাকায় কেনা গরু কোরবানী দেই এটা আল্লাহর ইচ্ছে ছিল না :)

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৮

জনৈক অচম ভুত বলেছেন: মাথায় হাত দিয়ে মনে মনে বাক্কু মিয়া যে এই কথাই ভাবছিল না তার গ্যারান্টি কি? :-B
ধন্যবাদ ও শুভকামনা নিরন্তর। :)

২২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৬

প্রামানিক বলেছেন: আহারে স্যারের পাচ লাখ টাকার গরু!!!
রম্য কাহিনী ভালই লাগল। ধন্যবাদ

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৬

জনৈক অচম ভুত বলেছেন: আল্লাহর মাল আল্লাহ নিয়েছেন। :#)
আপনাকেও ধন্যবাদ। শুভকামনা অনিঃশেষ। :)

২৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৪

পবন সরকার বলেছেন: পাঁচ লাখ টাকার গরু চইলা গেল কেউ ফিরাইতে পারলেন না! বেহালাল টাকার কোরবানি তো- - - -

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২২

জনৈক অচম ভুত বলেছেন: পাঁচ লাখের গরু তো, ভাবসাবই আলাদা। টাকায় নাহয় সামান্য গড়বড় আছেই, তাতে তোমার বাপু গলা কাটতে আপত্তি কিসের? /:)

২৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:০১

ভ্রমরের ডানা বলেছেন: হ্যাপি বার্থডে অচম ভূত!!

B-)) আজ শুভ জন্মদিন! এই দিনেই ব্লগে ভূমিষ্ঠ হয়েছিলেন মনে আছে!


আছে আছে!!


এখন খানাপিনা দেন!

=p~

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৪

জনৈক অচম ভুত বলেছেন: আজকের দিনেই আমি ভূত হইছিলাম। সেদিক থেকে ভাবলে আজ আমার মৃত্যুদিন। ব্লগতুতো ভাই হিসেবে আমার মৃত্যুবার্ষিকী আয়োজন করাটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। :D
এখন খানাপিনা দেন! :#)

২৫| ০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৮

খায়রুল আহসান বলেছেন: রম্য গল্প ভাল হয়েছে। কথার পেছনের কথাটাও সহজে বোঝা গেছে।

২৫ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৬:৪৮

জনৈক অচম ভুত বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.