নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবভীতিতে থরহরি কম্পমান

জনৈক অচম ভুত

লৌকিকতার গ্যাড়াকলে বন্দী অভাগার অতৃপ্ত আত্মা

জনৈক অচম ভুত › বিস্তারিত পোস্টঃ

নিশিহন্টন

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৬


‘তুমি কেমন আছো, নিশাদ?’
মিষ্টি, মিহি মেয়েলি কন্ঠস্বর, কেমন যেন নেশা ধরে যায়। নেশাখোর যুবকেরা ফেন্সিডিল, গাঁজা কিংবা হালের ইয়াবায় বুদ না হয়ে বরং নিয়ম করে দু’বেলা এই কন্ঠস্বর গিলত সন্ধান পেলে। বিত্তবান ভদ্রমহোদয়রা রেড ওয়াইনের বদলে এই কন্ঠস্বরের মালকিনের সাথে কথা বলতে পারতেন। রেড ওয়াইন দুই-চার-পাঁচ পেগের পর আর খাওয়া যায় না। কন্ঠস্বরের ক্ষেত্রে সেরকম কোনো প্রতিবন্ধকতা নেই।
‘কোথায় ছিলে এতদিন?’
আমার আপাতত নেশা চড়াবার ইচ্ছে নেই। তাই শুনেও না শোনার ভান করছি। একটা হেডফোন থাকলে ভাল হত। কানে সুরের সমুদ্র ঢেলে সবকিছু উপেক্ষা করা যেত খুব সহজে। আমার কাছে হেডফোন নেই। অগত্যা নিজের সাথে ছল করতে হল। কাজটা আমার মতো পাকা অভিনেতার জন্য কঠিন হবার কথা নয়। কিন্তু আমাকে বেশ বেগ পেতে হল। অন্যের সাথে অভিনয় করাটা যত সহজ, নিজের সাথে ততটা না বোধহয়।
‘কত সহস্র রাতের শিশিরকণারা ক্ষুদ্রাতিক্ষুদ্র এই দু’চোখের সুনামীতে হার মেনেছে তা কি তুমি জানো?’
আমি আমার নিয়ন্ত্রণ হারালাম। ডায়াবেটিস রোগীর পক্ষে মিষ্টির লোভ জয় করা কঠিন। আর সেই মিষ্টি নিজে থেকে এসে কানে গুতোগুতি করলে কারোরই কিছু করার থাকে না। আমারো কিছুই করার নেই, উৎকর্ণ হয়ে কন্ঠের শরবত গেলা ছাড়া।
‘তোমার মনে পড়ে আমাদের প্রথম দেখা হবার কথা? সেই যে কদমতলী গ্রামে! কি লাজুকটাই না ছিলে তুমি…’
আমি তখন মহাশূন্যে ডুবন্ত এক নভোচারী। আমার সামনে অগণিত উজ্জ্বল নক্ষত্রের ঝলমলানি। এই মেয়ের নাম হওয়া উচিত ছিল সুভাষিনী। কানে বেজে চলা অপরূপ মুর্ছনার এই অধিকারিনীটির নাম যদি সুভাষিনী না হয়, তাহলে সুভাষিনী বলে কোনো শব্দ থাকাটাই বাতুলতা। সমস্যা হল, অধিকাংশ বাঙালিরই বাংলা নাম ব্যবহারের অধিকার নেই। হয় বাঙালির নাম রাখা হবে সহীহ অমুক ভাষায়, নয়তো পিওর তমুক ভাষায়। এই মেয়েটিও তার ব্যতিক্রম না। এর নাম সম্ভবত, লিসা। আমার অবশ্য লিসার নাম জানার কথা না। কিন্তু আমি জানি।
নিশিহন্টন আমার কাছে এক ধরণের নেশা। আর রাতটা যদি হয় অমাবস্যা, তাহলে তো কথাই নেই। আমি বেরিয়ে পড়ি, উপভোগ করি ধরণীর কৃষ্ণসৌন্দর্য। দেখি, গোটা ধরাধাম গায়ে আবলুশ আলো মেখে নিত্যনতুন কলঙ্ক ঢাকায় ব্যস্ত। আমি হেসে উঠি, খিলখিলিয়ে। জোরালো অট্টহাসিতে ধর্ষিত হয় অমানিশার নিস্তব্ধতা। আমি হাসতে হাসতে বলি,
‘ওহে প্রকৃতি! তুমি তো দেখছি আমার মতোই পাকা অভিনেতা। আমি ছল করি অন্যের সাথে, তোমার ছল তোমার নিজের সাথে। চোখে কালো আলো বেধে তুমি স্বেচ্ছান্দ হও। তুমি এড়িয়ে যেতে চাও মহাবিষধরের গুহায় বিচরণ। আচ্ছা প্রকৃতি! কালো আলোয় তুমি নাহয় চোখ বাধলে, কিন্তু কান? শিকারি বাঘ আর বুলির গর্জন থেকে কি তুমি নিস্তার পাও? নাকি তুমি জন্মকালা?’
প্রকৃতি জবাব না দিয়ে নিশ্চিত করে তার জন্মবধিরতা। আমি শরীর দুলিয়ে হাসতে থাকি। দুলুনির চোটে মৃদু ভূ-কম্পন সৃষ্টি হয়, আস্তে করে কেঁপে ওঠে পৃথিবী। সেই মৃদু কম্পনকেই সবলচিত্তহীনেরা মহাপ্রলয় ভেবে বসে। আতঙ্কিত চিৎকারে পলকা হাওয়া স্থুল হয়ে ওঠে। হুড়োহুড়ি আর ওজনদার পদাঘাতে কম্পন বেড়ে যায় বহুগুণ। পত্রিকায় পরদিন খবর বেরোয়,
“তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল সারাদেশ; নিহত অগণিত বীর্য, আহত সংখ্যাতীত কামাতুর হৃদয়।”
আজো তেমনি নিশিহন্টনে বেরিয়েছিলাম। হেটে চলেছিলাম এলোমেলো পদক্ষেপে। বাহবা দিচ্ছিলাম প্রকৃতির নাট্যপ্রতিভাকে। আচমকাই দাঁড়িয়ে গেলাম। বর্ণে বর্ণে সঙ্গমে প্রসব হল একটি নাম, অজান্তেই।
‘…আমাকে কনের সাজে সাজিয়ে তুমি হারিয়ে গেলে। গুম হয়ে গেলে একদম। তারপর যেমন হঠাৎ করে হারিয়েছিলে, তেমন হঠাৎই ফিরে এলে আজ। এতদিন কোথায় ছিলে, নিশাদ? আমাকে কি তোমার একটুও মনে পড়েনি?’
এই মেয়ে আমাকে নিশাদ ভাবছে। নিশাদ হলে আমি আনন্দিতই হতাম। আফসোস, আমি নিশাদ নই। কিন্তু এসব আমি কি ভাবছি! আমি কি মোহাচ্ছন্ন হয়ে পড়ছি? অন্যকে মোহাচ্ছন্ন করা এই আমি মোহাচ্ছন্ন হয়ে পড়ছি? মানবীয় আবেগ-অনুভূতি কি আমাকে স্পর্শ করছে? সেটা কি সম্ভব?
‘আবার আমাকে ফেলে চলে যাবে নাতো? ওহ নিশাদ! কথা বলো প্লিজ! নিশাদ!’
আমি থমকে যাই, চিন্তারাজ্য মুখ থুবড়ে পড়ে। ফাকা মাথায় বাজতে থাকে কেবল একটাই নাম- নিশাদ, নিশাদ, নিশাদ…

পরিশিষ্ট

এখন আর আমার পথচলা এলোমেলো, উদ্দেশ্যহীন নয়। আমি হেটে চলি দৃপ্ত পদক্ষেপে, নির্দিষ্ট গন্তব্যে। একসময় থমকে দাড়াই। বর্ণের সাথে বর্ণের সঙ্গম ঘটে, প্রসব হয় একটি নাম- “লিসা”। লিসা বেরিয়ে আসে, শুরু হয় আমাদের নিশিহন্টন। হাটতে হাটতে লিসা গল্প বলে; ওর গল্প, আমার গল্প, আমাদের গল্প। ভুল বললাম। লিসা গল্প বলে ঠিকই; ওর গল্প বলে, নিশাদের গল্প বলে, ওদের দুজনার গল্প বলে। আমি নিশাদ নই, আমি অভিনেতা। আচ্ছা! লিসা কি আমার অভিনয় বুঝতে পারে? লিসা কি ধরতে পারে, নিশাদ আর নিশির পার্থক্য?

মন্তব্য ৭০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৬

ভ্রমরের ডানা বলেছেন:



ভৌতিক আবেশিত লেখা। খুব ভাল লাগল। অচাম হয়েছে অচাম ভূত ভাই!

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০৬

জনৈক অচম ভুত বলেছেন: ভাল লেগেছে জেনে ভাল লাগছে। :)
আন্তরিকভাবে ধন্যবাদ। শুভকামনা রইল।

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৯

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৪

জনৈক অচম ভুত বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা নিরন্তর। :)

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২১

ইমরান আল হাদী বলেছেন: অনেক ভাল লাগলো। লেখার গাঁথুনি ভাল হয়েছে।

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৯

জনৈক অচম ভুত বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা জানবেন। :)

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫০

কানিজ ফাতেমা বলেছেন: পুরোদস্তুর সাহিত্যের পর্যায়ের লিখনী । ভীষন ভালো লেগেছে । শুভ কামনা রইল ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৬

জনৈক অচম ভুত বলেছেন: আন্তরিকভাবে ধন্যবাদ। আপনার প্রতিও শুভকামনা। :)

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০২

প্রামানিক বলেছেন: খুব ভালো লাগল। ধন্যবাদ ভাই অচম ভুত।

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৫

জনৈক অচম ভুত বলেছেন: আপনাকেও ধন্যবাদ। শুভকামনা জানবেন। :)

৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৯

জেন রসি বলেছেন: স্যুরিয়েল আবহ! ডুয়েল পারসোনালিটি। ভালো হয়েছে।


২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

জনৈক অচম ভুত বলেছেন: ধন্যবাদ, কৃতজ্ঞতা ও শুভকামনা জানবেন। :)

৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০১

সামিয়া বলেছেন: ভালোলাগলো

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৯

জনৈক অচম ভুত বলেছেন: কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। :)

৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

নীলপরি বলেছেন: মায়াময় । ভালো লাগলো ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২১

জনৈক অচম ভুত বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা জানবেন। :)

৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৫

খায়রুল আহসান বলেছেন: পরিমিত কথায় একটি পূর্ণ ছোটগল্প। চমৎকার!
বর্ণের সাথে বর্ণের সঙ্গম ঘটে, প্রসব হয় একটি নাম- “লিসা” -- বেশ অভিনব অভিব্যক্তি।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৭

জনৈক অচম ভুত বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। শুভকামনা জানবেন। :)

১০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩০

হাসান মাহবুব বলেছেন: রহস্যময়। তবে মাঝে ভাষাটা বেশি খটোমটো হয়ে গেছিলো। ফিনিশিংটা চমৎকার।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১১

জনৈক অচম ভুত বলেছেন: মাঝের ভাষাটা একটু অন্যরকম করার চেষ্টা খানিকটা সচেতনভাবেই ছিল। সেই প্রক্রিয়ায় একটু বেশিই খটোমটো হয়ে গেছে বোধহয়।
আন্তরিকভাবে ধন্যবাদ। শুভকামনা রইল। :)

১১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

নেক্সাস বলেছেন: আমি ভুত ভয় পাই। বাট ভুতেরা যে এত ভাল লিখে জানা ছিলনা। দারুন লিখা।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৪

জনৈক অচম ভুত বলেছেন: সবই আপনাদের মতো ভাল ভাল লেখকদের সাথে সহাবস্থানের সুফল। :)
তবে ভূত ভয় পান জেনে আনন্দিত হলাম। B-))
আন্তরিকভাবে ধন্যবাদ। শুভকামনা।

১২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৬

রক্তিম দিগন্ত বলেছেন:
'নিশিহন্টন' প্রথমবার পড়ছিলাম 'নিশিস্টাইন' :| ভাবছিলাম, রাইতে বেলা ঘুরাফেরা কোন আইনস্টাইন হইব।


গল্প পড়তে পড়তে দেখলাম - শব্দটা নিশিহন্টন।

যাই হোক - লেখাটা চমৎকার। অদ্ভুত প্লট। কিছু বাক্য আসলেই উচ্চ ধারণাকে প্রকাশ করছে। সেই সাথে অদ্ভুত আবেশ। একটা গল্প - রহস্য জাতীয় গল্প পরিপূর্ণ হতে তো এগুলোই চাই।

টাইপোগুলা চোখে লাগে। মিষ্টি বানানটা তো ঠিক করেন অন্তত।

ভৌতিক প্লাস।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১৫

জনৈক অচম ভুত বলেছেন: নিশিস্টাইন! জোশ নাম তো! এবার তো আমারই গল্পের শিরোনাম বদলাতে ইচ্ছে করছে! :-B
মিষ্টি বানানটা ঠিক করেছি। :)
ভৌতিক প্লাসের জন্য ভৌতিক ধন্যবাদ। B-))
শুভকামনা রইল।

১৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৩

শাহরিয়ার কবীর বলেছেন: দারুণ লিখেছেন,পড়ে ভালো লাগলো।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৮

জনৈক অচম ভুত বলেছেন: ভাল লেগেছে জেনে ভাল লাগল। :)
ধন্যবাদ ও শুভকামনা নিরন্তর।

১৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সাহিত্যমান সমৃদ্ধ একটি লিখা ।
চমৎকার লিখেছেন ভুত ভাই ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

জনৈক অচম ভুত বলেছেন: আন্তরিকভাবে ধন্যবাদ ভাই। অনিঃশেষ শুভকামনা জানবেন। :)

১৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৯

আহমেদ জী এস বলেছেন: জনৈক অচম ভুত ,




গল্প সাজানোর হাত চমৎকার । শক্ত লেখার গাঁথুনী । কিছু নেই তারপরেও যেন অনেক কিছু নিশির মতো পিছু ছাড়েনা ।

অন্যের সাথে অভিনয় করাটা যত সহজ, নিজের সাথে ততটা না বোধহয়। নির্ভেজাল একটি সত্য , বদমাশের মতো ।

ভালো লাগা ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২০

জনৈক অচম ভুত বলেছেন: নির্ভেজাল একটি সত্য , বদমাশের মতো ।

বদমাশের মতোই বটে! /:)
ভাললাগা বুঝিয়া পাইলাম। B-)
চমৎকার মন্তব্যের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। শুভকামনা রইল। :)

১৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:০২

ডঃ এম এ আলী বলেছেন: নিশিহন্টন নামটাই খুব ভাল লাগল , গল্পটিতো আরো চমতকার । নিশিরাতে বটবৃক্ষতলায় আমার দেখা একটি ভুতের গল্প বলতে বড় ইচ্ছা করছে । লিখব কিভাবে ভা্বছি তাই , ভুত ভাই এর কাছ হতে শিক্ষাটা নিয়ে যাই , ভবিষ্যতে কাজে লাগাতে চাই ।

১৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

জনৈক অচম ভুত বলেছেন: এতদিনে আপনার ভৌতিক অভিজ্ঞতাটি লিখে ফেলেছেন আশা করি। :)
ধন্যবাদ ও শুভকামনা জানবেন।
(অতিবিলম্বিত প্রতিমন্তব্যের জন্য আন্তরিকভাবে দুঃখিত।)

১৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২৩

বিজন রয় বলেছেন: কেমন আছেন?

নতুন পোস্ট দিন।

১৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

জনৈক অচম ভুত বলেছেন: ভাল আছি। আপনিও ভাল আছেন আশা করি। :)
সবে তো ফিরলাম, দেখি! :#)
(অতিবিলম্বিত প্রতিমন্তব্যের জন্য আন্তরিকভাবে দুঃখিত।)

১৮| ২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১১

শামীম সরদার নিশু বলেছেন: খুব সুন্দর লিখেছেন। আশা রাখি আরো ভালো কিছু পাবো।
চালিয়ে যান ভাই।


যাই হোক আমি ব্লগে নতুন।
আমার প্রোফাইল ঘুড়ে আসবেন।

১৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

জনৈক অচম ভুত বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা জানবেন। :)
(অতিবিলম্বিত প্রতিমন্তব্যের জন্য আন্তরিকভাবে দুঃখিত।)

১৯| ১৫ ই জুন, ২০১৭ বিকাল ৫:২৪

বিজন রয় বলেছেন: ব্লগে ফিরে আসুন, নতুন পোস্ট দিন।

১৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

জনৈক অচম ভুত বলেছেন: ফিরে এসেছি। :#)
মনে রাখার জন্য ধন্যবাদ।

২০| ২০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৭

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: খুব ভালো লাগলো।

২০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৬

জনৈক অচম ভুত বলেছেন: আন্তরিকভাবে ধন্যবাদ। শুভকামনা জানবেন। :)

২১| ২০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

আটলান্টিক বলেছেন: লেখা ছেড়ে দিয়েছেন কেন?

২০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

জনৈক অচম ভুত বলেছেন: কেন যে ছেড়ে দিয়েছিলাম! :(
মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা জানবেন।

২২| ২২ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার নতুন লেখা পড়তে চাই।

২২ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১১

জনৈক অচম ভুত বলেছেন: আমিও আমার নতুন লেখা পড়তে চাই! :(
আগ্রহ প্রকাশের জন্য ধন্যবাদ। শুভকামনা জানবেন।

২৩| ২২ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৪

জুন বলেছেন: মুগ্ধ হোলাম আপনার লেখনীতে । নিশি হন্টনে বের হয়ে পরতে বড় ইচ্ছে করে তবে শ্বাপদের ভয়ে থেমে থাকে মনের ইচ্ছেগুলো ।
+

২২ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২২

জনৈক অচম ভুত বলেছেন: ভাল বলেছেন। শ্বাপদ... চারিদিকে শ্বাপদ। ঐ শ্বাপদের ভয়েই হাজারো ইচ্ছের গলা টিপে ধরতে হয়। তবে আশার কথা হল, আমাদের প্রত্যেকের কাছে একটা করে একান্ত ব্যক্তিগত কল্পরাজ্য আছে। সেখানে শ্বাপদের ভয় নেই। সেখানে যত খুশি নিশিহন্টনে যাওয়া যায়।
ধন্যবাদ ও শুভকামনা।

২৪| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:২২

সোহানী বলেছেন: ওয়াও...........দারুন লিখেছেন। হুম এরকম স্টাইলটা চেস্টা করতে হবে... আধো ভৈাতিক স্টাইল।

অনেকদিন লিখেন না ????

২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৩২

জনৈক অচম ভুত বলেছেন: তবে আর দেরি কিসের! লিখে ফেলুন একটা আধিভৌতিক গল্প। অপেক্ষায় রইলাম। :)
হুম, লেখা হয় না অনেকদিন।
আন্তরিকভাবে ধন্যবাদ। শুভকামনা জানবেন।

২৫| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৫

প্রামানিক বলেছেন: চমৎকার ছোট গল্প। ধন্যবাদ

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৭

জনৈক অচম ভুত বলেছেন: আপনাকেও ধন্যবাদ। শুভকামনা জানবেন। :)

২৬| ২৫ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৬

শামচুল হক বলেছেন: খুব ভালো লাগল। ধন্যবাদ

২৫ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৯

জনৈক অচম ভুত বলেছেন: আপনাকেও ধন্যবাদ। শুভকামনা জানবেন। :)

২৭| ২৭ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৩

বিজন রয় বলেছেন: ব্লগেই তো আছেন, তো নতুন পোস্ট দিতে সমস্যা কি?

২৭ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০৪

জনৈক অচম ভুত বলেছেন: নতুন পোস্ট লিখতে হবে তো! নতুন পোস্টের আইডিয়া মাথায় আসতে হবে তো! :(

২৮| ২৭ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩১

বিজন রয় বলেছেন: আইডিয়া আমি দিব??

২৭ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৯

জনৈক অচম ভুত বলেছেন: আপনি যে প্রতিনিয়ত উৎসাহ জুগিয়ে যাচ্ছেন, এই আমার অনেক বড় পাওয়া। আন্তরিক কৃতজ্ঞতা জানবেন।

২৯| ২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:০৭

ওমেরা বলেছেন: ১ বছরেরও বেশী আগে শেষ পোষ্ট এটাকে কি ব্লগে থাকা বলে !!!

২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২১

জনৈক অচম ভুত বলেছেন: বলে না, আসলেই বলে না।

৩০| ২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩২

নীল আকাশ বলেছেন: এটা কি কবিতা :`> ? কিছু বুঝলাম না ? আমি আবার কবিতার কিছু বুজি না।

২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৬

জনৈক অচম ভুত বলেছেন: কবিতা লেখার দুঃসাহস আমার নেই। এটাকে গল্পের প্রচেষ্টা বলতে পারেন। ভাবের প্রকাশটা হয়তো ঠিকঠাকভাবে হয়নি বলে বুঝতে সমস্যা হয়েছে। সেটার দায় একান্তই আমার।
কষ্ট করে পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা জানবেন। :)

৩১| ২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:০০

শাহরিয়ার কবীর বলেছেন: যদিও ভূতের গল্প পড়তে ভয় লাগে তারপরেও পড়লাম।


ভালো লিখেছেন।

শুভ কামনা রইল।

২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৭

জনৈক অচম ভুত বলেছেন: ভয়কে জয় করে গল্পটি পড়ে ফেলার জন্য ধন্যবাদ। আপনার প্রতিও শুভকামনা। :)

৩২| ৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৮

আটলান্টিক বলেছেন: ভাইয়া ২০এ জানুয়ারি বলেছিলাম নতুন গল্প লিখতে।আজ ৩০ তারিখ।এই দশদিনে কি একটা গল্পের প্লট ভাবতে পারলেন না? :( :( :(

৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১৩

জনৈক অচম ভুত বলেছেন: সোয়া এক বছরের জং কি আর দশ দিনে ছাড়ানো যায়! :|
বারংবার আপনাদেরকে হতাশ করতে আমার নিজেরই খারাপ লাগছে। :(
দুঃখিত। সত্যিকারার্থেই দুঃখিত।

৩৩| ৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪২

অর্ক বলেছেন: বেশ বড় গল্প। খানিকটা পড়লাম। বেশ ভালো লাগলো। বাকিটাও শীঘ্রই পড়বো আশা করি।

আন্তরিক শুভকামনা রইলো।

৩১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

জনৈক অচম ভুত বলেছেন: আন্তরিকভাবে ধন্যবাদ। আপনার প্রতিও শুভকামনা। :)

৩৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০২

অয়ি বলেছেন:



পরিশিষ্ট অংশটা ভাল লেগেছে ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০০

জনৈক অচম ভুত বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা জানবেন।

৩৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:২৩

উম্মে সায়মা বলেছেন: খুব সুন্দর লিখেছেন। আপনার লেখার হাত বেশ ভালো!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৪

জনৈক অচম ভুত বলেছেন: আন্তরিকভাবে ধন্যবাদ। শুভকামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.