নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাহমুদ হোসেন জনি

মেজাজ মর্জি খারাপ আছে!

মাহমুদ হোসেন জনি › বিস্তারিত পোস্টঃ

গোলাপ, শুধুই গোলাপ!

১২ ই মার্চ, ২০১৩ রাত ১০:১২

শীতের শেষের এই সময়ে আমার গোলাপ বাগানের বর্তমান অবস্থা দেখে বেশ ভালো লাগে। ছাদে উঠলেই মনটা ফুরফুরে হয়ে যায়, সব পরিশ্রম আর কষ্ট ভুলে যাই ফুলের দিকে তাকালে। কিছু ছবি সবার সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে।















































































মন্তব্য ২৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৫

গ্রাম্যবালিকা বলেছেন: সুন্দর!!

নিয়ে খোঁপায় দিতে ইচ্ছে করছে। :) /:)

১২ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৮

মাহমুদ হোসেন জনি বলেছেন: ধন্যবাদ। নির্দ্বিধায় নিতে পারেন!

২| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৫

শান্তা273 বলেছেন: বড়ই সৌন্দর্য!
মুগ্ধ হলাম আবার ও!

১২ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৯

মাহমুদ হোসেন জনি বলেছেন: অনেক ধন্যবাদ শান্তা।

৩| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৪

রেজোওয়ানা বলেছেন: ইশ! কি সুন্দর, কি সুন্দর!!

১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৭

মাহমুদ হোসেন জনি বলেছেন: অনেক ধন্যবাদ!

৪| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৯

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অসম্ভব সুন্দর! এগুলো কি আপনার বাগানের ফুল? যদি আপনার বাগানের না হয় তাইলে কোনো কথা নাই, তবে, যদি আপনার বাগানের হয় তাইলে দুইটা প্রশ্ন আছে।

১) গোলাপ গাছ কয়দিন বাঁচে?

২) সারা জীবনে কয়টি ফুল দেয়?

ধন্যবাদ।

১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৯

মাহমুদ হোসেন জনি বলেছেন: আপনার প্রশ্ন শুনে হতাশ হলাম সজীব ভাই! ছবির আগের লেখাগুলো পড়লে হয়ত এই প্রশ্ন করতেন না।

১) অনেক বছর বাঁচে, ভালভাবে যত্ন করলে ২০-৪০ বছর বা আরও বেশি। সবচেয়ে পুরানো বয়স্ক গোলাপ গাছটি আছে এখন জার্মানতে যার বয়স এখন প্রায় ১২০০ বছর!
২) এটা কেউ গুনে দেখেছেন বলে আমার জানা নেই। তবে যতদিন বাঁচে ফুলে দিয়ে যায়।

ধন্যবাদ!

৫| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:০২

কান্ডারি অথর্ব বলেছেন:

+++

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৩৪

মাহমুদ হোসেন জনি বলেছেন: ধন্যবাদ।

৬| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৭

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: দুঃখিত ভাই, ফুল গুলো এতো সুন্দর ছিলো, যে সত্যি লেখা গুলো পড়া হয়নি। ছাদের বাগান, সত্যি সুন্দর! আপনি না চাইলেও একদিন আসবো। নিজের চোখে দেখার জন্য! এতো সুন্দর ফুল ছবিতে দেখে মন ভরে না।

অনেক অনেক ধন্যবাদ।

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৪০

মাহমুদ হোসেন জনি বলেছেন: ধন্যবাদ। অপেক্ষায় থাকলাম!

৭| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১:৩০

স্বপনবাজ বলেছেন: বড়ই সৌন্দর্য!

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৩৫

মাহমুদ হোসেন জনি বলেছেন: ধন্যবাদ।

৮| ১৩ ই মার্চ, ২০১৩ ভোর ৫:১৭

আশিক মাসুম বলেছেন: সুন্দর ঠিক আছে , তয় সব ছবিতে ইমেইল দেয়ার কাহিনী টা একটু খুইলা কনছে ভাইডি।

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৪০

মাহমুদ হোসেন জনি বলেছেন: ছবি চুরি বন্ধ করার জন্য সব ছবিতে ইমেইল দেয়া। রহস্য পরিষ্কার?

৯| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৩

বিভ্রান্ত মানুষ বলেছেন: আপনার কাসে আমার ১ তি প্রশ্ন। গোলাপ ফুল দেয়ার পর ডাল টা শুকাতে থাকে। শুকাতে শুকাতে গাছ টাই মারা জায়। আমার গোলাপ ফুল গাছ আর এই সমস্যা। সমাধান দিতে পারবেন। ডাক্তার বলসে ফুঙ্গাস problem. আপনার কি এই রকম হয়। হলে কি করেন?
ধন্যবাদ।

১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৩৪

মাহমুদ হোসেন জনি বলেছেন: এটা হল ডাইবেক রোগ।খুবই কমন ১ টা সমস্যা। এই রোগ বেশি আকারে ছড়ালে গাছ আর বাঁচানো যায় না। প্রাথমিক অবস্থায় আক্রান্ত ডালগুলো যতটুকু শুকিয়ে গেছে তার চেয়ে ২ ইঞ্চি নিচে থেকে কেটে ওই কাটা ডাল আগুনে পুড়ে ফেলবেন। কাটা স্থানসহ পুরো গাছে বেভিসটিন পাউডার (নিয়ম প্যাকেটে এ দেখে নিবেন) স্প্রে করুন ৩-৪ দিন পর পর ভালো না হওয়া পর্যন্ত। ধন্যবাদ।

১০| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৭

ফারহান ফারদিন বলেছেন: ওয়াও অসাধারন। আমি গোলাপ ফুল খুব ভালবাসি।
আপনার মন নিশ্চয়ই অনেক নরম। যারা ফুলের সমঝদার তাদের মন নাকি অনেক কোমল হয় । বাস্তবে ফুল গুলি দেখতে খুব মন চায়।

১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৩৫

মাহমুদ হোসেন জনি বলেছেন: আপনার সাথে আমি ১ মত।
বাস্তবে দেখতে হলে তো আসতে হবে। যেকোনো সময় স্বাগতম!

১১| ১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২০

মাক্স বলেছেন: সুন্দর!!

১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৮:২৬

মাহমুদ হোসেন জনি বলেছেন: ধন্যবাদ!!

১২| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১২

বিভ্রান্ত মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই। :)

১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:২১

মাহমুদ হোসেন জনি বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১৩| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৪

সিস্টেম বলেছেন: আপনার অনেক গাছ। সুন্দর।
আমারও একটা গুলাপ গাছ আছে। আমি এই গাছটা থেকে আরো একটা গাছ বানাইতে চাই। কেম্নে বানাবো?

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:২০

মাহমুদ হোসেন জনি বলেছেন: ধন্যবাদ।
চোখ কলম করার চেষ্টা করতে পারেন। এটাই সবচেয়ে সহজ।

১৪| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৯

বোকামানুষ বলেছেন: অনেক সুন্দর

++++++++++

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৭

মাহমুদ হোসেন জনি বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.