নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশকে কিছু দেওয়া, মানুষের জন্যে কিছু করা আমার একমাত্র লক্ষ্য

েমা: জনি রহমান

আমি একজন মানুষ।

েমা: জনি রহমান › বিস্তারিত পোস্টঃ

একটি গ্রামের ছবি।

০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২২

ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার আলোকদিয়া গ্রামের মানুষগুলো অনেকদিন সুখে-শান্তিতে বসবাস করছিল। গ্রামের অধিকাংশ মানুষই অশিক্ষিত। এই অশিক্ষিত মানুষগুলোকে দু’বেলা দু’মুঠো ভাত জোটাতে তাদের সময় কেটে যায়। রাজনীতি কি জিনিস আজ ও হয়তো অনেকে বোঝেনা। প্রতিদিনের পথ চলতে তাদের এমনিতেই অনেক সমস্যার সম্মূখীন হতে হয়, তারপর ইদানিং যোগ হয়েছে আরেক সমস্যা- পুলিশি ভয়। সরকারের পক্ষ থেকে এক নির্দেশ আসছে।আর এখানকার দুর্নিতিবাজ পুলিশগুলো টাকার লোভে প্রতিদিন যাকে পাচ্ছে তাকে ধরে নিয়ে যাচ্ছে। পুলিশকে জিঙ্গাসা করা হলে, তারা বলছে জামায়াতের লোককে ধরতে উপর থেকে নির্দেশ আসছে। কিন্তু সত্যিকার অর্থে এখানকার অধিকাংশ লোকই ধর্মনিরপেক্ষ। তার থেকে বড় কথা হলো, যাদেরকে ধরা হচ্ছে, তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। মাঝে-মাঝে মনে হয়, বঙ্গবন্ধু কি এই বাংলাদেশই চেয়েছিলেন? আমার নেতার কি কোন ভুল ছিল?
ভাবতে অবাক লাগে যাদের কাজ হচ্ছে জনগণের জীবন-মাল রক্ষা করা,তার আজ জনগণের জান-মাল রক্ষার পরিবর্তে সেগুলো ভক্ষণ করছে। এই জাতির বিবেক কি দিন দিন হারিয়ে যাচ্ছে? আমরা কি কেউ ই বঙ্গবন্ধুর আদর্শের একজন মানুষ ও পাব না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.