![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুদিনের মধ্যেই বাবার কাছে বড় একটা আবদার করবো ভেবেছিলাম। কিন্তু আর না, নিজে এই জীবনে যা অর্জন করবো তাতেই সন্তুষ্ট থাকবো।
আমার মধ্যবিত্ত বাবা ভালো থাকুক
প্রথমে দুটো ঘটনা শোনাই
নটিংহ্যাম ইংল্যান্ডে , ডেবি রিচার্ডসন মিউজিক স্কুলে পড়ার জন্য বাবার কাছে পঞ্চাশ হাজার পাউন্ড চায়। মেয়ের ছোট কাল থেকে শখ পপস্টার হওয়ার। একদিন বাবা নিক ঊধাও হয় যায়। আর ডেবির কাছে ষাট হাজার পাউন্ডের একটা চেক আর একটা চিঠি এসে পৌছে। চিঠিতে লিখা ছিল " আমার প্রিন্সেসের স্বপ্ন পূরণ হোক... আমি কোথাও যাইনি...সাথেই আছি" । বাবা মেয়ের স্বপ্ন পুরনের জন্য নিজের কিডনি দুইটা বিক্রি করে দিয়েছিলেন...বাবারা এমনি হয়
-বাবু ভাত খেয়েছে
- না খায়নি
- শোনো
- বল
- আমার অপারেশনের যে টাকা ছিল সেখানে থেকে দেড় লক্ষ টাকা ওকে দিয়ে দাও... ক্যামেরা কিনুক
-তুমি কি পাগল হয়েছ।
- কথা বাড়িয়ো না। দাও
- তোমার ব্লকের কি হবে। ডাক্তার বলেছে ইমিডিয়েট সার্জারি...
- আমার কিচ্ছু হবেনা, দাও। ছেলেটা ফটোগ্রাফি করবে...
পৃথিবীর সবচেয়ে রহস্যময় সত্ত্বার নাম হলো বাবা। দৃশ্যত আবেগবিবর্জিত কাটখোট্টা এ মানুষগুলোকে কেউ ঠিক বুঝে উঠতে পারেনা। আসলে বুঝতে দেয় না। বাবাদের হার্টে ব্লক থাকে, কিডনি ড্যামেজ হয়,চোখে ছানি পড়ে তারপরও বাবাদের সুস্থ থাকার অভিনয় করতে হয়। ছেলের ডিএসএলআর দরকার মেয়ের আইফোন দরকার এতো দরকার মেটাবে কে। বাবারা হাসিমুখে শারীরিক মানসিক আর্থিক সব রোগ নিজের মধ্যে ধারন করে। বাবারা সূর্য হয়। এভাবে অভিনয় করতে করতে একদিন দুম করে সূর্যটা নিভে যায়...নিভেও জ্বলে যায়
২| ২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৫
মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: বাবাদের অনেক কিছুই করতে হয়। তবু "বাবা কেন আসামী ?"
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:২০
শরৎ চৌধুরী বলেছেন: আহ! বাবা।