![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রেমতা
ঠোটে, গলায়, গালে নয়, মাথার মধ্যিখানে,
আমার মগজে চুমিয়াছিলে তুমি।
আমার গুরু মস্তিস্কে তোমার গন্ধ, ঘাম, ঘ্রান
লঘু মস্তিস্কে তোমার চিৎকার, অন্ধকার; অন্ধকার।
আমি সব পূর্নতা ছাড়ি, সেই শুন্যতা ধরি।
সেই স্বপন, কাকন, কাপড় আমার ভেতর ঘোরে।
আমি ঘুরি তাহারাও ঘোরে,
এ্যামিগডালায়, হিপ্পোক্যাম্পাস এ আর প্রাচীর - সম্বন্ধীয় লতিকায়।
তোমার বারান্দায়, জারবারার পাশে ইজি চেয়ারে নয়,
তুমি বসিয়া আছ আমার অনুচক্রিকায় ।
অপারগতা
একটা নৌকার গল্প শোনাব তোমারে,
ঘুমাইনা তাই বহু রাত্রি, গভীর রাত্রি ধরে।
গল্প বুনে বুনে মাকড়সার জালে,
নিজেই আটকে গেলেম জালের অতলে।
আমি বহু ক্রোশ পথ পাড়ি দিয়ে যাই
সেই পথে স্বপ্ন নাই ক্লেশ নাই উপসংহার নাই।
গল্প টা এক নির্জন নৌকার,
কেউ নেই কিছু নেই শুধু বৃত্তের পারাপার।
ধুসরতা
কোন এক জীবনে ............
এক জানলা ভোর নিয়ে-
এক জোড়া কালো চোখ,
আর এক জোড়া ধূসর, অথবা বিষ্ময়।
কোন এক রাতে,
শুধুই এক জোড়া ঝাপসা চোখ,
আর অন্ধকার,
ঘন, গাড়, জমাট অন্ধকার।
শুন্যতা
বৃত্তের বাইরে যাব কখনও ভাবিনি
এই যে, এখানে বিশাল পৃথিবী, দুর্বধ্য মুক্তি!
অপিরিচিত ভীড়, মৃয়মান রোদ
আর আছড়ে পড়া সুমুদ্রের পাড়ে
ক্ষুদ্র আমি আমকেই খুজে পাইনা।
তোমার বৃত্ত পাথর প্রাচীরে ঘেরা,
তুমি বধূ হলে আমি কবি হলেম
এখন শুধু হাটাহাটি,
নিযুত বছর ধরে পথ হাটিতে থাকিব
তোমার অক্ষপথে।
আমারে কেউ শান্তি দিবেনা কোনদিন।
বন্ধুতা
কুয়াশায় মোড়ানো কোমল শুন্যতায়,
হাড়িয়ালি বিলের কি এক অদ্ভুত ল্যান্ডস্কেপ!
তোকে নিয়ে বেরোবো কোন এক শেষ রাতে,
বেড়াতে।
সঙ্গে তুলি নিস, রঙ নিস কচুড়ি পাতার,
ওমন হালকা ওমন কোমল।
তবেই, খুব শাদা বক আঁকতে পারবি।
তোর চোখে থাকবে,
শিশিরের অসঙ্গায়ীত রঙ, আকাশ গোলানো রঙ।
হাজার রঙের অভিবাসী পালক, আরো কত কি!
আর আমার চোখে তুই, বন্ধু।
কবিতা এবং ছবিতা একান্ত নিজস্ব সম্পত্তি
উৎসর্গঃ গভীর নদীর মতন চোখ যার ঘোলা।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৩
জ্যোস্নার ফুল বলেছেন: চোখ তো অন্তরের প্রতিচ্ছিবিই
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৭
অগ্নি কল্লোল বলেছেন: হৃদয়ে প্রেমের কল্লোল জাগিয়ে দিলেন।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৪
জ্যোস্নার ফুল বলেছেন: দেখলাম যে অগ্নি জ্বলছে তাই একটু প্রেম জাগানোর চেষ্টা করলাম
৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৩
রোকেয়া ইসলাম বলেছেন: অনেক সুন্দর কবিতা।
একটা নৌকার গল্প শোনাব তোমারে,
ঘুমাইনা তাই বহু রাত্রি, গভীর রাত্রি ধরে।
গল্প বুনে বুনে মাকড়সার জালে,
নিজেই আটকে গেলেম জালের অতলে।
আমি বহু ক্রোশ পথ পাড়ি দিয়ে যাই
সেই পথে স্বপ্ন নাই ক্লেশ নাই উপসংহার নাই।
গল্প টা এক নির্জন নৌকার,
কেউ নেই কিছু নেই শুধু বৃত্তের পারাপার।
অসাধারন।অনেক ভালোলাগা রেখে গেলাম।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৫
জ্যোস্নার ফুল বলেছেন: শুভকামনা জানবেন বেগম রোকেয়া আপু
৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২০
নীল কপোট্রন বলেছেন: চমৎকার!
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৬
জ্যোস্নার ফুল বলেছেন: নীল কপোট্রন; সায়েন্স এবং ফিকশনের সেই কম্বিনেশন
৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২১
আবু শাকিল বলেছেন: ছবিগুলা আপনি আঁকছেন?
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৬
জ্যোস্নার ফুল বলেছেন: হ
৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৩
আরণ্যক রাখাল বলেছেন: ধূসরতা কবিতাটা সচেয়ে সুন্দর।
বাকিগুলোও অনন্য
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৮
জ্যোস্নার ফুল বলেছেন: ধূসরতা আমারও প্রিয়, ধন্যবাদ জানবেন
৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪১
মধ্য রাতের আগন্তক বলেছেন: চিত্রকল্পের বৈচিত্রময়তা দারুন লাগলো ।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০০
জ্যোস্নার ফুল বলেছেন: ধন্যবাদ
৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৫
বিজন রয় বলেছেন: ভাল লেখা।
টাইপো আছে।
++
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৮
জ্যোস্নার ফুল বলেছেন: ধন্যবাদ
৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০২
আলভী রহমান শোভন বলেছেন: বাহ ! বাহ ! ছবি আর কবিতায় আবার মুগ্ধ হলাম।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৩
জ্যোস্নার ফুল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, খুব অনুপ্রানিত হলাম।
১০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: অসাধারণ।
কবিতায় উৎসর্গে ছবিতে অযুত ভালো লাগা।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৯
জ্যোস্নার ফুল বলেছেন: ভালো লাগায় উৎসাহ পেলাম।
১১| ০২ রা মার্চ, ২০১৬ রাত ৯:১০
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: কবিতা এবং ছবিতে,,,,,
+++++++
৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৪
জ্যোস্নার ফুল বলেছেন: ধন্যবাদ, এই মন্তব্য চোখ এড়িয়ে গেল কিভাবে !
১২| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ২:১৪
রুদ্র জাহেদ বলেছেন: কবিতা ও ছবিতা মিলিয়ে অসাধারন
+++
৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৪
জ্যোস্নার ফুল বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার।
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৯
নুর ইসলাম রফিক বলেছেন: অনেক ভালো লাগলো সুন্দর কথা মালার কাব্য গাঁথা।
উৎসর্গঃ গভীর নদীর মতন চোখ যার ঘোলা।
আমার চোখ গভীর নদীর মতন ঘোনা।
অন্তর ওতো তাই।