নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্বলজ দিবস

যদিও তুমি ধ্রুবতারা তবুও আমি দিশেহারা

জ্যোস্নার ফুল

প্রতিটা লেখাই মানষিক ঘামে ভেজা

জ্যোস্নার ফুল › বিস্তারিত পোস্টঃ

কবিতা ও মৃতপ্রায় মৃত্যু।

১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৩৮

আমার শুধু মরে যেতে ইচ্ছে করত।। মৃত্যু একটা প্রধান বোধ হয়ে অনুভুতিতে ঘুরে বেড়াতো। আমি সধারণত রাতে ঘুমাইনা, সকালে ঘুমাতে গেলে মনে হত, ঘুমিয়ে কি হবে তার চেয়ে বরং একবারে মরেই যাই। মৃত্যু মৃত্যু গন্ধ নাকে লেগেই থাকত। মরে যাওয়াটাকে খুব স্বাভাবিক কিছু মনে হত, এই আমি থাকবনা এমন মনে হত না, কারন এই আমি কিছুতেই ছিলাম না।
মস্তিস্ক বেচে থাকতে চাইত, মন ছিল লেজ কাটা শেয়ালের মত, বলত আমিতো মরেই গেছি তুমিও মরে দেখ, মরনেই সুখ।
কিন্তু আমি নিরীহ প্রাণি বলে বেচে আছি, বেচে গেছি। বেচে থাকার জন্য চেষ্টা করেছি। আমি কি আর মানুষ হত্যা করতে পারি!
বেচে থাকাটাই অস্বাভাবিক ছিল, তখন মৃত্যু নিয়ে কবিতা লিখা শুরু করলাম, কবিতার কাছে মৃত্যুর গল্প বলেছি। কবিতা খুব বিশ্বস্ত জমি ইচ্ছে হলেই কবর খোড়া যাত যখন ইচ্ছে তখন, মরে যাওয়া যায়।


অনুবোধ এ মৃত্যু ঘোরে ।
ঘুরে ফিরে, ঘোর হয় খুব।
মৃত্যুর ঘোর; কুহকীর সুরে

সব স্বপ্ন ক্ষয়ে ক্ষয়ে শেষে,
সম্মোহন আর আচ্ছন্নতায় ভেসে।
মৃত্যু দল আসে, ভাত শালিকের মত।

এই স্পষ্ট জীবনের দৃশ্য ছিড়ে খুড়ে,
মায়ার দৃশ্যে ঘিরে-
প্রবল শেকড়ে জড়ায়ে ধরে।

আমি কিভাবে ফেরাই তারে!
বন্দরে! নোঙ্গর গেড়ে আছে।
এত নিশ্চয়তা! এত অনন্ততা!
বন্ধুতা। পঞ্চমীর চাঁদের সাথে।
আমারে বোধছানি দিয়ে ডাকে।

সব সাধ ধোয়া হয়ে হয়ে-
বোধ সব ঘোলা হয়ে থাকে।
চাঁদ যেতে যেতে নুয়ে-
সাধ জাগে জাক-জমক মৃত্যুর !


কারোরে কিছুই বলার নাই। এই আমার ব্যাস্ত শহরে সবাই জীবিত, কেউ মৃতপ্রায় মানুষের গল্প শোনার জন্য থামেনা। বলতেও ইচ্ছে করেনা। জীবিতরা সব কিছু বোঝেনা। তারা ত্রিমাত্রিক, মৃত্যু চতুর্থমাত্রার।
কাল্পনার সব মৃত্যু, দৃশ্যমান সবকিছুই জীবন।
টায়ার ড্রাইভার ছেলেটার হাসি মাথায় সুই ফুটিয়ে দেয়, মনে করিয়া দেয়, আমি বেচে আছি। সদ্য বাবা হওয়া লোকটা সাইকেলের ক্যারিয়ারে মশারী নিয়ে যায়, দুই পা নেই ওয়ালা লোকটা জীবন ভিক্ষা করে। আহা! কি জিবীত শহর! বালের শহর।
মৃত্যু বারে বারে ডেকে গেছে, কেউ ফেরায় নি। যে বলেছিল "চল একসাথে মরে যাই" সেও আজ বেচে আছে। প্রচন্ড অভিমানে মৃত্যুর ডাক শুনে শুনেও ফিরে এসেছি জীবনের কাছে। কবিতা লিখেছি স্বস্তা শব্দের।


হাটতে হাটতে মৃত্যুর জন্য দাড়াই
কেউ হিসহিসিয়ে বলে না,
আরও একটু চল, মৃত্যুত আছে
ছিল, থাকবে, নিশ্চিত ।

যে কোকিল টা মাত্র উড়ে গেল
বষন্তের মৃত্যুতে সে ব্যাথাতুর।
আমিও কাহারে ব্যাথা দিয়ে চাই!
থমকে দাড়াই , চিলেকোঠার শেষ প্রান্তে।

দেখতে দেখতে অন্ধ হয় যাই।
মৃত্যুর মুখ চোখে ফেলে মায়া।
আলো এত আলো! চারিদিক ঝলসানো!
তবু কেউ আলো ফেলেনা।
চোখে কেউ পিট পিট চোখে চেয়ে থাকেনা।

যে ধূসর ঘুঘু টা -
মৃত বৃক্ষ বন ছেড়ে এসেছে
সেও উড়ে উড়ে ফিরে চায়
হুহু করে কাঁদে।

আবারও মৃত্যুর ডাক শুনি!

কেউ কি কেঁদে উঠবে মধরাতে!
ফিরে তাকাবে পিট পিট চোখে-
খুব নরম ভোরের বেলায়।


যারা নিজেকে মেরে ফেলেছে, তাদেরকে দূর্বল মনে হয়না, বোকা মনে হয় না। নিজেকে দূর্বল মনে হয়। ভাগ্য খারাপ যে আমি নিজেকে কবি ভাবি। কবিতা আমায় মরতে দিলনা। কবিতা আমায় মেরে ফেলল।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৪

মিজানুর রহমান মিরান বলেছেন: মস্তিস্ক বেচে থাকতে চাইত, মন ছিল লেজ
কাটা শেয়ালের মত, বলত আমিতো মরেই
গেছি তুমিও মরে দেখ, মরনেই সুখ।


দুঃসাহসীক কাজ, পারিনা!! তবে ইচ্ছে হয়।

১৬ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

জ্যোস্নার ফুল বলেছেন: দুঃসাহসী কাজ সবাই পারেনা। এইজন্য সবাই বেচে থাকে।

২| ১৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৪

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: কবিতা দুটি গুণগত দিক থেকে খুবই ভাল হয়েছে
কিন্তু মন খারাপ হয়ে গেল ভাই।

পোষ্টটা পড়ে মনে হল আপনি খুব বেশি বিষণ্ণতায় ভুগছেন যেটাকে সাইকোলজির ভাষায় Major Depressive Disorder বলে। একটু চেষ্টাতেই সমস্যাগুলো কাটিয়ে ওঠা সম্ভব। এজন্য একজন বিশেষজ্ঞের পরামর্শ নেয়া জরুরি মনে করি, যত তাড়াতাড়ি সম্ভব।

কাছের মানুষদের সাথে অনুভূতিগুলো বেশি বেশি শেয়ার করবেন।

হাসিখুশি থাকার চেষ্টা করবেন, ভাল থাকবেন।

১৬ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

জ্যোস্নার ফুল বলেছেন: ধন্যবাদ।
মন খারাপ কইরেননা বইন। :) এইগুলা গত হয়ে যাওয়া কথা।

বিশেষজ্ঞের কাছে গেছি, কিন্তু তাদের আমার কাছে বিশেষ ভাবে অজ্ঞ ছাড়া আর কিছুই মনে হয়নাই। হরেক রকম ঘুমের ওষুধ দেয় খালি :P

কাছের মানুষ নাই খালি অনুভুতি আছে।

হাসিখুশি থাকি সবসময় =p~

৩| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ৮:০১

দিশেহারা রাজপুত্র বলেছেন:




মৃত্যুতো আছেই। আরো কিছু কবিতা হয়ে যাক। কিছু জ্যোৎস্না রাত। সকাল ভেজা ফুল। মৃত্যু দেখবেন তখনো দাঁড়িয়ে আছে। কামচোর।

১৬ ই মার্চ, ২০১৬ রাত ৮:০৫

জ্যোস্নার ফুল বলেছেন: মৃত্যু দেখবেন তখনো দাঁড়িয়ে আছে। কামচোর।

আপনে এত্তগুলা কিউট :`> :P

৪| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৬

উল্টা দূরবীন বলেছেন: মন খারাপ হয়ে গেলো। কবিতা দুটি ভালো লেগেছে।

১৬ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৫

জ্যোস্নার ফুল বলেছেন: সামটাইমস ইটস ওকে টু বি স্যাড ;)

৫| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ৩:০৩

সাগর মাঝি বলেছেন: মস্তিস্ক বেচে থাকতে চাইত, মন ছিল লেজ
কাটা শেয়ালের মত, বলত আমিতো মরেই
গেছি তুমিও মরে দেখ, মরনেই সুখ।

চাইলেও এখন আর পারবো না,, মাথার উপরে অনেক দায়িত্ব উঠে গেছে।

১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১৯

জ্যোস্নার ফুল বলেছেন: এইটা জীবনের প্রতারনা, মায়ায় মেখে দেয়, দায়িত্বে বেধে দেয়।

৬| ১৭ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১৯

নীলপরি বলেছেন: কবিতা আমায় মরতে দিলনা। কবিতা আমায় মেরে ফেলল।

খুউব ভালো লাগলো । +

১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২২

জ্যোস্নার ফুল বলেছেন: ধন্যবাদ নীল কবি।

কবিতায় মরে যাওয়া যায়, ভালোবাসা যায়, অনুভুতি পুতে ফেলা যায়। কবিতার সাথে আমাদের আত্নিক বন্ধুতা।

৭| ১৭ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২৫

অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার লাগলো।

১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৩

জ্যোস্নার ফুল বলেছেন: অনেক ধন্যবাদ।

৮| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ২:২৫

রিপি বলেছেন:
আমি এত কঠিন লেভেলের গল্প-কবিতা বুঝিনা। আপনার লেখা পড়ে ভালো লেগেছে আবার ভয় ও সেই লেভেলের পেয়েছি।
(মৃত্যুর কথা চিন্তা করলে কার না ভ্য় হয়। তাও আবার কবিতার আঘাতে মৃত্যুর। :( )

আপনি খুব বেশি বিষণ্ণতায় ভুগছেন যেটাকে সাইকোলজির ভাষায় Major Depressive Disorder বলে। একটু চেষ্টাতেই সমস্যাগুলো কাটিয়ে ওঠা সম্ভব। এজন্য একজন বিশেষজ্ঞের পরামর্শ নেয়া জরুরি মনে করি, যত তাড়াতাড়ি সম্ভব। কাছের মানুষদের সাথে অনুভূতিগুলো বেশি বেশি শেয়ার করবেন। হাসিখুশি থাকার চেষ্টা করবেন, ভাল থাকবেন


চন্দ্ররথা রাজশ্রী আপুর সাথে আমিও একমত। ব্যাপার তা ভেবে দেখতে পারেন ভাইয়া। :)

১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৭

জ্যোস্নার ফুল বলেছেন: রিপি,
আমার ব্লগে আপনাকে স্বাগতম।

যতটুকু ভালো লেগেছে ততটুকুতে আমি আপ্লুত। ভয়ের কিছু নাই :) আমার তো মৃত্যুভীতির চাইতে জীবন ভীতি বেশি।

রাজশ্রী আপুর সাথে আমিও একমত, ব্যাপারটা আমি আমাকে ভেবে দেখতে বলব। :)

৯| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৯:০৯

প্রামানিক বলেছেন: মরতে তো হবেই, মরলেই তো সব শেষ, মরার আগে কিছু সৃষ্টিশীল লেখা চাই। ধন্যবাদ চমৎকার লেখা।

১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৮

জ্যোস্নার ফুল বলেছেন: সহিহ বলেছে প্রিয় ছন্দকার। :)

১০| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৩৪

কল্লোল পথিক বলেছেন:




দুটো কবিতাই ভাল লেগেছে।

১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৯

জ্যোস্নার ফুল বলেছেন: প্রিয় ব্লগার,
সাথে থাকার জন্য ধন্যবাদ জানবেন।

১১| ২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:১৩

বিজন রয় বলেছেন: আপনার এই অসম্ভব ভাল লেখাটি চোখ এড়িয়ে গেল কি করে বুঝলাম না।

এটি নিয়ে কথা বলতে হলে সময় নিযে পড়তে হবে।
একটি বিস্ময় ভাব নিয়ে আপতত চললাম।

২৪ শে মার্চ, ২০১৬ রাত ৯:০৭

জ্যোস্নার ফুল বলেছেন: চোখ এড়িয়ে যাওয়াই স্বাভাবিক কত শত লেখা
ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.