নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্বলজ দিবস

যদিও তুমি ধ্রুবতারা তবুও আমি দিশেহারা

জ্যোস্নার ফুল

প্রতিটা লেখাই মানষিক ঘামে ভেজা

জ্যোস্নার ফুল › বিস্তারিত পোস্টঃ

চারুলতার রাত

০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৫


এই সমস্ত রাত্রি

তুমি বোধহয় ঘুমিয়ে গেছ
তোমাদের নরনারীর পৃথিবী জুড়ে ঘুম।
আমার এখানেও রাত নেমেছে
এই রাতের সাথে তোমার পরিচয় হয়নি কখনও।
এই সমস্ত রাতে - অন্ধকার বেশি ঘন, বেশি গাড়হ।
সে তুমি দেখনি কোন কালে কোন কৃষ্ণপক্ষে।
তোমার আমার মুখোমুখি বসিবার যে অন্ধকার-
এ তেমন নয় মোটেও,
এখানে নিস্তব্ধতার চিৎকারে আমি নির্ঘুম।
শুনতে পাইনা, জীবনের কোন স্পন্দন অথবা ঝি ঝি পোকার অপেরা।
কিছু কিছু রাত আসে-
মরে যাওয়া রাতেদের লাশ কাধে নিয়ে
সেই সমস্ত গান ভরা, আচল ভরা নক্ষত্রের রাত।
উষ্ণ নিঃশ্বাষ, উচ্ছাসের অনিদ্রা আর
পুরনো তেলের গন্ধ মাখা মৃত গলিত রাত।
এই পুরু গাড়হ অন্ধকারে আমি একা
আমারে চেপে ধরে মৃত সময়ের আত্না
কিছু অনুবোধ কন্ঠনালীতে দলা পাকায়
কিছু কিছু - জল হয়ে গড়িয়ে পড়ে আগ বাতাসে।
তুমি বোধহয় ঘুমিয়ে গেছ,
এই রাতে, বুড়ি চাদের চেয়েও বেশি রাত জেগে আছি আমি।

চারুলতা

বাসলে ভালো, চারুলতা,
ফুল পাপড়ি রঙের ছটা
জড়ের ব্যাথা বুঝলেনা
শেকড় কোথায় খুজলেনা

যখন এবার শরত এলো
মেঘের ঘরে খুব সাদালো
তখন আমার ফুলের ঘরে
আধ মরা ফুল, পাপড়ি ঝরে।

তখন তুমি বেদিক হলে
নিজের পায়েই ফুল মাড়ালে
এথায় সেথায় ওথায় চেয়ে
অন্য বনে পা বাড়ালে।

আমার শেকড় আমার ব্যাথা,
বুঝবে গো কি চারুলতা।
তুমি বরং না বুঝে রও
অন্য গাছের ফুলটা কুড়োও।

আমি বাচি পাতার গানে
পুরোনো সেই শেকড় টানে
হাতে থাকুক বষন্ত ভুল
গলায়, তোমার দুমড়ানো ফুল।

ফের বষন্তে আর এসোনা
ঢঙের ভালো আর বেসোনা।

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২১

কল্লোল আবেদীন বলেছেন:






চমৎকার কবিতা।

০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪২

জ্যোস্নার ফুল বলেছেন: অনেক ধন্যবাদ।

২| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
দুটো ভিন্নস্বাদের কবিতা। আপনার বৈচিত্রতা বুঝিয়ে দিল। দারুণ।

০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৩

জ্যোস্নার ফুল বলেছেন: ধন্যবাদ কবি :)

৩| ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১০

নীলপরি বলেছেন: এই সমস্ত রাত্রি --উষ্ণ নিঃশ্বাষ, উচ্ছাসের অনিদ্রা আর
পুরনো তেলের গন্ধ মাখা মৃত গলিত রাত।
এই পুরু গাড়হ অন্ধকারে আমি একা
আমারে চেপে ধরে মৃত সময়ের আত্না
কিছু অনুবোধ কন্ঠনালীতে দলা পাকায়
কিছু কিছু - জল হয়ে গড়িয়ে পড়ে আগ বাতাসে।
তুমি বোধহয় ঘুমিয়ে গেছ,
এই রাতে, বুড়ি চাদের চেয়েও বেশি রাত জেগে আছি আমি।


অসাধারণ ।

চারুলতা --

আমার শেকড় আমার ব্যাথা,
বুঝবে গো কি চারুলতা।


অপূর্ব ।
দুটোতেই +

০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৩

জ্যোস্নার ফুল বলেছেন: ধন্যবাদ নীলপরি।

৪| ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২১

উল্টা দূরবীন বলেছেন: দুটোই ভালো লেগেছে।

০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৪

জ্যোস্নার ফুল বলেছেন: ধন্যবাদ জানবেন।

৫| ১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৫

ইমরাজ কবির মুন বলেছেন:
চারুলতা ভাল্লাগসে ||

১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৬

জ্যোস্নার ফুল বলেছেন: ওকে :)

৬| ১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৬

রিপি বলেছেন:
দুটো কবিতাই দারুন হয়েছে।
আমার কাছে শেষের কবিতার ছন্দ গুলো ভালো লেগেছে একটো বেশী।

ফের বষন্তে আর এসোনা
ঢঙের ভালো আর বেসোনা।


হা হা একবারে ঠিক কথা। ঢঙের ভালোবেসে কাছে আশার চেয়ে দুরে গিয়ে মরুক। :>

১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৭

জ্যোস্নার ফুল বলেছেন: সমর্থক পাইলাম। দূরে গিয়া মরুক। =p~

৭| ১০ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

আমিই মিসির আলী বলেছেন: চারুলতা আবৃতি করলাম।
ভালোই লাগছে।
+

১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৮

জ্যোস্নার ফুল বলেছেন: ধন্যবাদ মিসির আলী সাহেব।

৮| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০৫

মিজানুর রহমান মিরান বলেছেন: কবিতা বেশ লাগে পড়তে! তবে তেমন বুঝিনা।

১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৯

জ্যোস্নার ফুল বলেছেন: আমিও, শুধু নিজে যা লিখি সেইটা বুঝি, অন্য কারোটা বুঝিনা :``>>

৯| ২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৩৬

ফারিহা নোভা বলেছেন: অসাধারন :)

২৭ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৯

জ্যোস্নার ফুল বলেছেন: ধন্যবাদ ফারিহা

১০| ২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৮

আরজু পনি বলেছেন:

দুইটা একেবারেই দুই রকমের। প্রথমটা বিষণ্ণতায় জড়ানোটা বেশি ভালো লাগলো যেনো।
শুভেচ্ছা রইল।

২৭ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪০

জ্যোস্নার ফুল বলেছেন: ভালো লেগেছে জেনে খুশি হলেম :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.