নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলির বালক

সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।

jotejoy

"বিশ্বাসের তাঁতে আজ আবার বুনতে চাই জীবনের দগ্ধ মুসলিন "

jotejoy › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের পাখি, বাংলাদেশের প্রাণ।( ফটো ব্লগ)

২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫৯

বাংলাদেশে ৬৫৬প্রজাতির পাখির ছবি তোলা সম্ভব হয়েছে এবং অনুমান করা হয় যে একদা বাংলাদেশে ৮০০ প্রজাতির পাখি ছিল।



আবাবিল



এশীয় নীলপরী



এশীয় শামুকখোল



কমলা দামা



কবুতর





কমলাপেট পাতা বুলবুলি



কাঠময়ূর



কালাগলা মানিকজোড়



কালাপাশ চুটকি



কালিবক



কানা কোনা



কালো গুন্দ্রী



কালো তিতির



কালো ফিঙে



কালো মথুরা



কালো হাঁস



কালোমাথা টিয়া



কালো টুপি মাছরাঙ্গা



কুড়া



কেশরাজ



কোকিল





কুটুম পাখি



খয়েরি হাঁড়িচাচা

খয়েরিমাথা শুমচা



খুঁড়ুলে পেঁচা







খঞ্জনা পাখি

গয়ার



গোলাপি শির







ঘুঘু



ঘরকোনা পাখি



চড়ুই



চখাচখি



চিনা বটেরা

পুরুষ

স্ত্রী

ছোট সাহেলি



ছোট নটবটের



জলার তিতির



জিরিয়া বা গিরিয়া হাঁস





টুনটুনি



দেশী টিয়া



ডাহুক



ডুবুরি (পাখি)



ঢেউর পাখি



দাঁড় কাক



দাগি ঘাসপাখি



দাগি রাজহাঁস



দাগি নাটাবটের



দেশি কানিবক



দেশি গাঙচষা



দেশি নীলকান্ত



দেশী মেটে হাঁস



দেশি শুমচা





দেশী রাঙ্গাচ্যাগা



দোয়েল পাখি



ধলা মানিকজোড়



ধলাগলা লেজনাচানি



ধূসর কাঠঠোকরা



নীল শুমচা

স্ত্রী

পুরুষ

নীলটুনি



নীল ময়ুর



নীলডানা পাতা বুলবুলি





নীলকন্ঠ



পাহাড়ি বাজ

পুরুষ স্ত্রী

পাকড়া ঝাড়ফিদ্দা



পাতাঠুঁটি ধনেশ



পাতি সবুজতাউরা



পাতি ভূতি হাস



পাতি সরালী



পাহাড়ি বাঁশবনের তিতির



প্যারা শুমচা



পানকোড়ি





ফটিকজল



ফিঙ্গে



ফুলুরী হাঁস



ফিতা ওয়ালা কাঠঠোকরা



বউ কথা কও



বক



বড় বসন্ত বৌরি





বড় কাঠঠোকরা



বাদি হাঁস





বাবুই



বালু নাকুটি



বন কাঠ কুড়ালী



বনমোরগ

বাসন্তী লটকনটিয়া



বাংলা কাঠঠোকরা



বর্মী কাঠঠোকরা



বৈকাল তিলি হাঁস



ভুবন চিল



মোহনচূড়া



মদনটাক



ময়না



মান্দারিন হাঁস





মারভেল হাঁস



মরচে রং ভূতি হাঁস

পুরুষ

স্ত্রী



মেটেচাঁদি চড়ুইভরত



মেঠো কাঠঠোকরা



মেছো ঈগল



রাঙাচাগা ফেম



মৌটুসী





লক্ষ্মীপেঁচা



লাল ঘুঘু



লালবুক গুরগুরি



লালবুক কাঠকুড়ালী



লালবুক ডুবুরি হাঁস



লালবুক রাজহাস



লাল শির



হরিয়াল



ভাত শালিক



শঙ্খ চিল



শাহ চখা

শাহ-বুলবুল



শকুন



শুটি রাজহাস



সবুজ ঘুঘু



সবুজ বাঁশপাতি

সবুজ ময়ূর



সাদা-ভুরু খঞ্জন



সাদাচিবুক তিতির



সিপাহি বুলবুল



সোনালি-কপাল পাতা বুলবুলি



স্মিউ হাঁস



সরু ঠোট রাজহাস



হলদে চাঁদি কাঠকুড়ালী



হলদে পাখি





হাড়গিলা



হুতম পেঁচা



হলদে পা নটবটর



তথ্য সূএঃইন্টারনেট

আপনারা মতামত ও পরামর্শ দিয়ে এই পোষ্টটিকে আরও তথ্য সমৃদ্ধ করে তুলুন।আর আসুন বাংলাদেশের পক্ষীকুল রক্ষায় আমরা সবাই সচেতন হই।

মন্তব্য ৩০ টি রেটিং +১২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৬

ক্ষ্যাত বলেছেন: ভাই সরাসরি প্রিয় তে। :)

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৪

jotejoy বলেছেন: অসংখ্য ধন্যবাদ।ভালো থাকুন।

২| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২০

বাবুল হোসেইন বলেছেন: অসাধারণ পোস্ট। প্রিয়তে

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৫

jotejoy বলেছেন: অসংখ্য ধন্যবাদ।ভালো থাকুন।

৩| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২৯

বোকামানুষ বলেছেন: অনেক সুন্দর পরিশ্রমী পোস্ট

২-৩ টা বাকি পাখিগুলো চিনতামই না অনেক ধন্যবাদ আপনাকে

ময়না পাখির যে ছবিটা দিয়েছেন ওইটা দেখে প্রথমে আমি শালিক পাখি ভেবেছিলাম :( এই হইলো আমার পাখি জ্ঞান

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৪

jotejoy বলেছেন: অসংখ্য ধন্যবাদ।ভালো থাকুন।

৪| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:

ওরে রে কত পাখি দারুন !!!!

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৫

jotejoy বলেছেন: ওরে রে কত পাখি দারুন !!!! অসংখ্য ধন্যবাদ।

৫| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৯

গগণজয় বলেছেন: অসাধারন পোস্ট। কিন্তু বাংলাদেশ এ এখন আছে? অনেক আগেই নাকি বিলুপ্ত হয়ে গেছে।

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১২:২১

jotejoy বলেছেন: অল্প কিছু বিলুপ্ত হয়ে গেছে।, অনেকগুলো প্রজাতি সংকটাপন্ন।বাংলাদেশের পক্ষীকুল রক্ষায় আমরা সবাই সচেতন না হলে এবং যথাযত উদ্যোগ না নিলে আরো অনেক প্রজাতিঅচিরেই বিলুপ্ত হবে।

৬| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০২

প্রাচীন মানব বলেছেন: চমৎকার। চোখ জুড়াইয়া গেসে ভাই। ভাল লাগা দিসি, প্রিয়তেও রাইখ্যা দিসি।

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১২:২২

jotejoy বলেছেন: অসংখ্য ধন্যবাদ।ভালো থাকুন।

৭| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১৪

সানসী বলেছেন: আপনি যে ওয়েব সাইটগুলো থেকে ছবিগুলো সংগ্রহ করেছেন সেই ঠিকানা গুলো কি দেয়া যায়। দিলে কৃতজ্ঞ থাকবো।

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৮

jotejoy বলেছেন: Click This Link
Click This Link
ধন্যবাদ।ভালো থাকুন।

৮| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৮

পক্ষী খালেদ বলেছেন: অসাধারণ পোস্ট। পাখিদের জন্য আপনার সত্যিকারের ভালবাসা আছে বোঝা যাচ্ছে। তবে নেইম ট্যাগিঙে বেশ কয়েকটা ভুল আছে। পাতিকাক, দোয়েল আর পানকৌড়ির ভুলগুলো দৃষ্টিকটু। আর তথ্যের জন্য উইকিপিডিয়ার উপর ভরসা করা ভুল হবে, বিশেষ করে বাংলা উইকিপিডিয়া।

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৪

jotejoy বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।সংশোধন করে নিব ।ভালো থাকুন।

৯| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৭

শান্তা273 বলেছেন: অসাধারন পোস্ট!
মুগ্ধ হলাম!

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৪

jotejoy বলেছেন: অসংখ্য ধন্যবাদ।ভালো থাকুন।

১০| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৭

আরজু পনি বলেছেন:

অসাধারণ পোস্ট...দারুণ!!

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৪

jotejoy বলেছেন: অসংখ্য ধন্যবাদ।ভালো থাকুন।

১১| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ২:৪৫

অলওয়েজ ড্রিম বলেছেন: আমি যে পাখিটাকে শ্যামা পাখি নামে জানি আপনি সেটাকে লেজনাচানি নামে উল্লেখ করেছেন।
আর কুটুম পাখি এবং হলদে পাখি একইতো,তাই না?

১২| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৩:৫৮

অতল গহবর বলেছেন: দারুণ সংগ্রহ। ধন্যবাদ।

২৫ শে মার্চ, ২০১৩ সকাল ৯:২০

jotejoy বলেছেন: ধন্যবাদ।ভালো থাকুন।

১৩| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৮

বাক স্বাধীনতা বলেছেন: +++++++++++++++

পোস্ট প্রিয়তে।

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৭

jotejoy বলেছেন: ধন্যবাদ।ভালো থাকুন।

১৪| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৮

রাকিব আল আজাদ বলেছেন: ভাই শালিক আর ময়না দেখতে তো একই রকম লাগছে। যাহোক , হাজার আজেবাজে পোস্টের ভিড়ে আপনার এই ছবি ব্লগটি দেখে আমার খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে। এরকম আরও সুন্দর সুন্দর ব্লগ দিয়ে আমাদেরকে জানাতে সাহায্য করলে খুশি হব।

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৭

jotejoy বলেছেন: ধন্যবাদ।ভালো থাকুন।

১৫| ২১ শে মে, ২০১৩ বিকাল ৫:২৬

নীলপথিক বলেছেন: অসাধারণ পোস্ট। এদেশের পাখি বিষয়ে জানতে হলে শরীফ খানের বাংলাদেশের পাখি বইটির বিকল্প নেই। তাছাড়া রোনাল্ড হালদার কিংবা ইনাম আল হকের রেফারেন্সও নিতে পারেন। আমি শখের বার্ড ওয়াচার। আপনার পোস্ট টা অনেক খাটুনী করে তৈরী করেছেন, তবে আপনার ছবি গুলোতে খানিকটা অসামাঞ্জস্য লক্ষ্য করেছি।

১। কালো মথুরা যেটাকে বলছেন সেটা আদতে কালিজ। হিমালয়ান এরিয়ায় বিস্তর দেখা মেলে। করবেট ন্যাশনাল পার্কে দেখতে পাবেন। আমি নিশ্চিত নই এটাকে বাংলাদেশে কালো মথুরা নামে ডাকা হয় কিনা। এটা এক জাতের ফেজেন্ট সেটা বলতে পারি।

২। যেটাকে কুটুম পাখি বলছেন সেটা হলুদিয়া পাখির একটা জাত। হলুদিয়া পাখির তিনটে জাত সচরাচর দেখতে পাওয়া যায়। সোনা বউ, বেনে বউ আর তৃতীয় টার নাম মনে পড়ছে না। ছবির পাখির প্রথমটা সোনা বউ।

৩। দাঁড় কাকের ছবিটা ঠিক হয়নি, ওটা পাতি কাক। দাঁড় কাক আকারে আরও বড় আর মিশমিশে কালো।

৪। দোয়েল পাখির ছবিটা সম্ভবত ঠিক হয়নি। আমাদের দেশে সচরাচর যে দোয়েল পাওয়া যায় তার মাথা লাল নয়। আর কালি বক/কানি বক, ফিঙ্গে/কালোফিঙ্গে এক বলেই তো জানতাম (অবশ্য আমি ভুলও হতে পারি)

৫। খঞ্জনা পাখির ছবিতে খানিকটা বৈসাদৃশ্য রয়েছে। তৃতীয় পাখিটা প্রথম দুটোর মতন নয়। আপলোডের সময় খেয়াল করতে পারেন নি সম্ভবত। এটা কি করমোরেন্ট জাতীয় পাখি?

৬। পাতি সরালী আর পাতি হাঁস কি একই পাখি? ওটাকে পাতি হাঁস বলেই মনে হচ্ছে। আর পানকৌড়ির ছবিটাও মনে হয় ঠিক হয়নি।

৭। ময়না পাখির বদলে ভাত শালিকের ছবি দিয়েছেন। এটা নিশ্চিত। ময়নার ঠোঁট কানের পাশ কমলা রঙ্গের হবে।

৮। বড় কাঠ-ঠোকরার প্রথম ছবিটা বুলবুলির।

৯। হাড়গিলার প্রথম ছবিটা হলুদিয়া পাখির। এটাও আপলোডের সময় খেয়াল করতে পারেন নি সম্ভবত।


আমার মতামত হল, অবশেষে আরও একজন পাখি প্রেমিক কে পাওয়া গেল। ভালো থাকুন। আপনার পাখির প্রতি ভালোবাসা অন্য সবার মাঝেও জাগ্রত হোক।

১৬| ২১ শে মে, ২০১৩ বিকাল ৫:৩২

প্রত্যাবর্তন@ বলেছেন: ++++++++++

১৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫৮

ইলি বিডি বলেছেন: অসাধারণ পোস্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.