![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"বিশ্বাসের তাঁতে আজ আবার বুনতে চাই জীবনের দগ্ধ মুসলিন "
ঘটনার স্থানঃনন্দীকূজা,দয়ারামপুর,নাটোর
ঘটনার সময়ঃ১১.৫.২০১৩ রাএি১১.৪২
মোমের আলোয় ম্যাক্স মুলার সাহেবের আর্টিকেল গুলায় চোখ বুলোচ্ছি।সারাদিনের ভ্যাপসা গরমের পর সন্ধ্যায় কালবৈশাখী ঝড় আর বৃষ্টিতে এখন হিমেল হাওয়া বইছে।বাইরে তারাঝলমলে আকাশ।এমন দিনে লোডশেডিংকে আমার কাছে বোনাস পাওনা মনে হচ্ছে।গ্রামে রাত ১২টা মানেই নিশুতি রাত।দূর হতে ইসলাম ভায়ের বাঁশির সুর ভেসে আসছে।আমিও খানিক আগেই আমার বাল্যবন্ধুগনের সহিত বংশী বাজিয়ে এলুম(শিবের বাঁশী)। সবেমাএ আটিকেলে মনোনিবেশ করেছি, এমন সময়ে বাড়ির বাইরে কোন ব্যাক্তির মোবাইলে কথোপকথনে আমার মনোঃসংযোগ বিঘ্নিত হলো।ব্যাক্তিটির উচ্চ স্বরে কথোপকথনের কারনে আমি বিরক্ত হয়ে আর আটিকেলে মনোনিবেশ না করে একটা সিগারেট ধরিয়ে তার কথোপকথনে মনোনিবেশ করলুম।নিম্নে তার কিছু অংশ তুলে ধরলাম।
ব্যাক্তিটিঃজান রাতে খানা খেয়েছ??
অপর প্রান্তঃখেয়েছি (আনুমানিক)
ব্যাক্তিটিঃকি খেয়েছ জানটুস??
অপর প্রান্তঃভাত (আনুমানিক)
ব্যাক্তিটিঃজানো পাখি আজ আমাদের এখানে খুব ঝড় হয়ছে
অপর প্রান্তঃso what তো আমি কি করব? (আনুমানিক)
ব্যাক্তিটিঃনা মানে ঝড়ে প্রচুর আম পড়েছে তো
অপর প্রান্তঃকাল আম দিয়ে যাবা (আনুমানিক)
ব্যাক্তিটিঃছিছি এটা আবার বলা লাগে।তোমার জন্য আমার জান কোরবান দিতে পারি।
অপর প্রান্তঃহুম (আনুমানিক)
ব্যাক্তিটিঃজান তোমাদের আম গাছ আছে??
অপর প্রান্তঃ না(আনুমানিক)
ব্যাক্তিটিঃসমস্যা নাই।আমাদের বাগানে প্রচুর আমের কলম হয়।তোমার কয়টা লাগব শুধু বলো
অপর প্রান্তঃকি কি আম আছে (আনুমানিক)
ব্যাক্তিটিঃলক্ষনা,গোপালভোগ,ল্যাংড়া,কাচা মিঠা,আম্রোপালি,হিমসাগর,আশ্বিনা,ফজলি।
অপর প্রান্তঃ একটা গান শোনাও তো?(আনুমানিক)
ব্যাক্তিটিঃগান শুনবা এইটা কোন ব্যাপার?
-ও পিয়া ও পিয়া তুমি কোথাই,বুকের জমানু বেতা কান্নাই লুনা জলে ঢেউ আসে নদীর তীড়েতে।ও পিয়া ও পিয়া তুমি কোথাই
অপর প্রান্তঃ এই থামো থামো(আনুমানিক)
ব্যাক্তিটিঃক্যান গান শুনবা না?
অপর প্রান্তঃ থাক,আমার গান শোনার হাউস মিটে গেছে(আনুমানিক)
ব্যাক্তিটিঃরাগ করছো ময়না আমার।আমার আগমনে তার কথোপকথন থেমে গেল।
(ব্যাক্তিটির নাম জিয়া।এলাকার পাতি ক্যাডার,আমাদের আমের বাগান তাদের কাছে বর্গা দেওয়া থাকে বিধায় তার সাথে আমার ভালই চিন-পরিচয় আছে।আমি গমহ-র গ-তে অগ্নি সংযোগ করে বললাম, কে জিয়া ভাই নাকি?
-হ,কেডা?জয় কাকা নাকি?
-হুঁ, এখানে বসে কি করছেন?
-আর কইস নি,তুমার বৌমার সাথে কতা কচ্ছি।
-বিয়াতো করেননি বৌমা ক্যোতি পালেন?
-আরে বুঝিসনি,ওই আরকি।)............................
জিয়া চলে যাবার পর মনে মনে আরেকবার বললাম প্রেমের গু........।
বিঃদ্র=প্রায় ১২ বৎসর পর ঝড়ে আম কুড়োলাম।১২ বৎসর পর আজ আবার শৈশবে ফিরে গেছিলাম।নুন আর কাঁচা লঙ্কা দিয়ে ফজলি আম।শৈশবের স্মৃতি সবসময়ই আনন্দদায়ক।
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০১৩ দুপুর ২:১৭
কান্ডারি অথর্ব বলেছেন:
মধুর স্মৃতিগুলো মনে পরলে মনে হয় যেন ঈশ যদি আর একটু সময় পেতাম