![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার বলার কিছু ছিল না।
বিবেকটা সত্যি আজ হয়ে গেছে বন্দী
অবিরাম করে চলে ভুল ভাল সন্ধ,
মন হয় ক্রীতদাস আংকেল টম
জনতার লাভ খুঁজে ক্ষণ প্রতি দম।
এ খোঁজা নয় কোন দান্দ্বিক সত্য
এ পরের সাপেক্ষে গণনা যন্ত্র,
প্রতিবন্ধি হয়েছে আজ বাহারি যোদ্ধা
ক্ষণে ক্ষণে তেল দেয় ক্ষমতাই মোদ্দা।
রণ হুংকার ছাড়ে ক্ষণে জনতার জন্য
জনতার সংজ্ঞাটা মনগড়া সংকীর্ণ।
বেঁচে থাকলেইতো খাবি তাই মিসাইল
জনতার স্বার্থটা স্থানভেদে গরমিল।
ঋণ করে কিনে তাই কতোগুলো বন্দুক
জনতার কথা বলে ভরে নেয় সিন্দুক।
চুপ থাকে যোদ্ধা চুপ থাকে বোদ্ধা
সামুরাই কেনা কাটা তাই সব আন্ধা।
ছবিঃ সংগ্রহ
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৭
জটিল বাক্য বলেছেন: ধন্যবাদ মেলবোর্ণ ভাই। আমি ভালো আছি। লিখি টুকটাক। আপনি কেমন আছেন।
২| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৮
আজ আমি কোথাও যাবো না বলেছেন: জটিলদা অনেক দিন পরে লিখলেন।
ঋণ করে কিনে তাই কতোগুলো বন্দুক
জনতার কথা বলে ভরে নেয় সিন্দুক।
চুপ থাকে যোদ্ধা চুপ থাকে বোদ্ধা
সামুরাই কেনা কাটা তাই সব আন্ধা।
সবাই আন্ধা।
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৮
জটিল বাক্য বলেছেন: হুম! অনেকদিন পরে লিখলাম। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।
============
৩| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৯
ভিটামিন সি বলেছেন: আমারে একটা দে। দেশটা স্বাধীন করে একটা মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিই।
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪০
জটিল বাক্য বলেছেন: ক্যান দেশ কি পরাধীন নাকি? দেশের জন্য কিছু করলে সনদের জন্য হাহাকার করা ঠিক না।
================
৪| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৬
হা...হা...হা... বলেছেন: হুমম....
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৮
জটিল বাক্য বলেছেন: স্যার কেমন আছেন? @ হা...হা...হা...
===========
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪
মেলবোর্ন বলেছেন: বাব্বা আপনি কবিতাও লিখেন , ভাল লিখেছেন , ভালো আছেন তো?