নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্যোতির্ময়

আমি বিশ্বাস করি স্বাধীনতায় ।বিশ্বাস করি শিক্ষায় যে শিক্ষা আমাকে জানতে শিখায় ।যে শিক্ষা আমার জানার আগ্রহকে আরও বারিয়ে দেয় ।

জ্যোতির্ময় › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার রং ...।

২২ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৩

হ্যালো লাবনী !!
হু বলো ।
বাহিরে বৃষ্টি হচ্ছে দেখতে পারছো ।
হু দেখতে পারছি ।
কিছু বলবে না ।
কি বলবো ?
কি বলবে মানে ??সব সময় যা বলতে তা ই বলবে ?
সব সময় কি বলতাম ?
বৃষ্টি হলে তুমি আমাকে বলতে,ছাদে যাও ।বৃষ্টির মাঝে চোখ বুঝে দাঁড়াও ।আমি ও দাঁড়িয়ে থাকবো ।এভাবে আমরা বৃষ্টির মাঝে একে অপরকে উপলব্ধি করবো ।
হু বলতাম । তো ?
তাহলে আজ ও তো বৃষ্টি হচ্ছে ।তুমি বললে না কেন ??জানো আমি এতক্ষণ তোমার ফোনের আপেক্ষায় বসে ছিলাম ।
ও ।সুজন বিশ্বাস করো আমার মনে ছিল কিন্তু বলি নি ।আমি ও এতক্ষণ তোমাকে ফোন করবো করবো ভাবছিলাম কিন্তু করি নি ।খুব খারাপ লাগছিল ।কি করে বলবো বলো আমাদের মাঝের যে আগের মত সম্পর্ক নেই ,ভালোবাসা নেই ।
সম্পর্ক নেই এটা ঠিক কিন্তু ভালোবাসা টা ঠিকই আছে ।উল্টো আমাদের মাঝে দূরত্ব বেড়ে যাওয়ার কারণে ভালোবাসা আর ও বেড়েছে ।
হু সত্যিই বলেছ ।
আচ্ছা লাবনী আমাদের সম্পর্কটা কি আবার আগের মত হতে পারে না ?
পারে কিন্তু আমি চাই না ।
কেনো ???
কারণ সম্পর্ক করলে আবার ভেঙে যাবে ।সম্পর্ক ভেঙ্গে যাওয়ার কষ্ট একবার সয়েছি আর সইতে পারবো না ।
বিশ্বাস করো আর এমন হবে না ।আমি তোমার উপর রাগ করবো না ।তুমি যে ভাবে বলবে সে ভাবে চলবো ।সারারাত নেটে পড়ে থাকবো না ।খুব সকালে ঘুম থেকে উঠবো যাতে আমাকে আর কষ্ট করে জাগাতে না পারো ।তিন বেলা ভাত খাবো ।দোকানের বাসি খাবার খাবো না ।শুধু একবার ভালবাসি বলো ।একবার এসে আমার অগোছালো জীবনটাকে গুছিয়ে দাও ।
না বলবো না ।
কেনো বলবে না ?
কারণ তুমি এখন ও ছাদে না গিয়ে ঘরে বসে আছো ।আর তোমার জীবন গুছিয়ে দিলে তুমি আবার চলে যাবে ।
না যাবো না ।তোমাকে হারিয়ে আজ বুঝতে পারছি কষ্ট কারে কয় আর ভুলে গেছি সুখ কারে কয় ।ও আচ্ছা ছাদে যাই নি ! এইতো এখনই যাচ্ছি ।
বৃষ্টি শেষ হলে যাবে তাই না ??আমি তো সেই কখনই ছাদে এসে বসে আছি ।
ইয়ে মানে । মানে !!!!!!!!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.