নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন আমরা বাংলায় কথা বলি

সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ পরিহার করি

জারনো

[email protected]

জারনো › বিস্তারিত পোস্টঃ

'এসো, এসো, এসো হে বৈশাখ/তাপস নিঃশ্বাস বায়ে... মুমূর্ষুরে দাও উড়ায়ে/বৎসরের আবর্জনা দূর হয়ে যাক....

১৪ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:১৪



আজ পহেলা বৈশাখ। বাংলা ১৪১৮ সনের প্রথম দিন। বাঙালির চিরন্তন ঐতিহ্যের ধারাবাহিকতায় উৎসব-আনন্দে অবগাহন করার দিন। বিশ্বকবি রবীন্দ্রনাথের আকাঙ্ক্ষার সঙ্গে একাকার আজ নববর্ষে আমাদেরও প্রত্যাশা : 'এসো, এসো, এসো হে বৈশাখ/তাপস নিঃশ্বাস বায়ে... মুমূর্ষুরে দাও উড়ায়ে/বৎসরের আবর্জনা দূর হয়ে যাক.../মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা/অগ্নিস্নানে শুচি হোক ধরা।' শাশ্বত সেই শুচিশুভ্রতার স্বপ্নে অতীতের

জীর্ণ মালিন্যকে পেছনে ফেলে আজ নতুন বছরকে বরণ করে নেওয়ার দিন। নতুন স্বপ্নের হালখাতা খোলার দিন পহেলা বৈশাখ। তাই নববর্ষ বাঙালি ঐতিহ্যের অহঙ্কার।



নববর্ষ উদযাপনে রাজধানীসহ সারাদেশ এখন উৎসবে মাতোয়ারা। সবার প্রাণে যেন বেজে উঠেছে আজ বিদ্রোহী কবি কাজী নজরুলের সেই দৃপ্ত আকাঙ্ক্ষা : 'তোরা সব জয়ধ্বনি কর/তোরা সব জয়ধ্বনি কর/ঐ নূতনের কেতন ওড়ে কালবোশেখীর ঝড় ... তোরা সব জয়ধ্বনি কর।' এই সুরধ্বনির ভেতর দিয়েই নতুন বছরে সব অপ্রাপ্তি আর ব্যর্থতার গ্গ্নানি ভুলে সমৃদ্ধি কামনায় উদযাপিত হবে নববর্ষ।

চৈত্রের শেষ দিনে গ্রাম ও শহরে ব্যবসায়ীরা গত বছরের বিকিকিনির হিসাব-নিকাশ চুকিয়ে দিয়েছেন। আজ খুলবেন তারা হালখাতা। বিভিন্ন স্থানে বসেছে বৈশাখী মেলা। পটুয়া আর মৃৎশিল্পীরা মেলায় নিয়ে আসছেন তাদের সৃজন সম্ভার। নাগরদোলায় চড়া আর খেলনা, পুতুল, বাঁশিসহ বৈশাখী মেলার রকমারি পণ্য কেনার দুর্নিবার আকর্ষণে ছেলে-বুড়ো সবাই আজ মেলামুখো। গ্রামবাংলার বৈশাখী মেলা শহরাঞ্চলেও সম্প্রসারিত হয়েছে। রমনার বটমূলে ষাট দশকে বাঙালি জাতীয়তাবাদী চেতনার নবউন্মেষকালে ছায়ানট সেই যে কাকডাকা ভোরে নববর্ষকে আবাহনী গান গেয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল, সেটি আজ রাজধানীবাসীর সবচেয়ে বড় আকর্ষণ। বাংলা নববর্ষ আমাদের জাতীয় সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ। আজ সমগ্র রাজধানীর পথ মিশে যাবে রমনায় এসে।



সামুর সকল বন্ধু ব্লগার, ভিজিটর, মডারেটর, সম্পাদকগণ ও শুভানুধ্যায়ীদের জন্য শুভ নববর্ষ ১৪১৮'র শুভেচ্ছা। নুতন বছরের প্রতিটি দিন কাটুক আপনাদের আনন্দে, সুন্দরে এই প্রত্যাশায়

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:৪৩

আমি সুখ পাখি বলেছেন: শুভ নববর্ষ

১৪ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:৩৩

জারনো বলেছেন:
শুভ নববর্ষ সুখ পাখি
সুন্দরে কাটুক আপনার
আগত দিনগুলি এই
প্রত্যাশায়

২| ১৪ ই এপ্রিল, ২০১১ বিকাল ৫:০৩

ৈহমনতী বলেছেন: ঈঈঈঈই,আজকে বেড়াইতে পারলাম না রে।ঈঈঈই :(( :(( :((

১৪ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:৩১

জারনো বলেছেন:
কেন আপু ? আজতো বেড়ানোর দিন! সকল জরা জীর্ণ মালিন্যকে পেছনে ফেলে সুন্দকে আহ্বান করার দিন আজ। মন খারাপ করেতে নেই আজ।

৩| ১৫ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:৫০

পাহাড়ের কান্না বলেছেন:
এসো হে বৈশাখ এসো এসো।।

স্বাগতম ১৪১৮।।

১৬ ই এপ্রিল, ২০১১ সকাল ১০:৪১

জারনো বলেছেন:
ধন্যবাদ পাকা ভাই।
নববর্ষের শুভেচ্ছা
আপনার জন্য

৪| ১৫ ই এপ্রিল, ২০১১ রাত ৮:৩০

মাহী ফ্লোরা বলেছেন: শুভ নববর্ষ:)

১৬ ই এপ্রিল, ২০১১ সকাল ১০:৪৩

জারনো বলেছেন:
মাঝে মাঝে আমি মাহী কে হারিয়ে ফেলি
এই বছরে যেন না হারাই সেই প্রত্যাশায়
শুভ নববর্ষ

৫| ১৫ ই এপ্রিল, ২০১১ রাত ৮:৪৪

শায়মা বলেছেন: শুভ নববর্ষ!!!




আমার দেখা হয়েছিলো এই রাণীটার সাথে। :)

১৬ ই এপ্রিল, ২০১১ সকাল ১০:৪৫

জারনো বলেছেন:
ধন্যবাদ শায়মাপু, আপনার শুভেচ্ছার জন্য।
রানীর পাশে রাজাকে দেখতে পেলে আরো
ভালো লাগতো।

রাজ্য ছাড়া রাজা যেমন,
রাজা ছাড়া রানীও তেমন।

৬| ১৬ ই এপ্রিল, ২০১১ সকাল ১০:০১

ৈহমনতী বলেছেন: আম্মু অসুস্থ হয়ে পড়াতে আর যেতে পারি নি।:(

১৬ ই এপ্রিল, ২০১১ সকাল ১১:১৬

জারনো বলেছেন:
আহারে ! এমন একটা দিনে আম্মু অসুস্থ্য ! এখন কেমন আছেন তিনি?
যা হোক বেঁচে থাকলে এমন নববর্ষ অনেক আসবে জীবনে। দুঃখ করবেন না। আপনার অনাগত প্রতিটি দিন সুন্দরে কাটুক এই প্রত্যাশায় ----

৭| ১৬ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:১৪

anisa বলেছেন: খুব সুন্দর
আরো ভালো লিখ
বিকেলের শুভেচ্ছা রইলো

১৬ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:২৪

জারনো বলেছেন:
ধন্যবাদ আনিসা,
আপনার শুভেচ্ছার জন্য
চেষ্টা করবো আপনার
অনুরোধ রাখবার জন্য

৮| ১৭ ই এপ্রিল, ২০১১ রাত ৮:৩০

ৈহমনতী বলেছেন: এখন ভালো আছে.......। :#) :#)

১৮ ই এপ্রিল, ২০১১ সকাল ৯:২৯

জারনো বলেছেন:
ভালো লাগলো আপনার আম্মুর সুস্থ্যতার সংবাদ শুনে।
দোয়া করি তিনি নিরোগ ও সুস্থ্য থাকুন প্রতিটি দিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.