নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পোষাক তৈরীর কারখানায় মাসিক বেতনে কামলা দেয় মাস শেষে মাইনের আশায়, যে মাইনে দিয়ে চলবে নিজের পরিবার ও সমাজের জন্য কিছু একটা করার প্রচেষ্টা মাত্র। নিতান্তই সাদামাঠা গ্রাম থেকে আসা স্বল্প শিক্ষিত মানুষ।

চোরাবালি-

চোরাবালি- › বিস্তারিত পোস্টঃ

ব্যাটারি অটো রিক্সা বন্ধ করা কী খুব কঠিন কাজ?

২৪ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১:৪৮



বাংলাদেশের জন্য বিষফোঁড় হল এখন অটো রিক্সা, স্বল্প পরিশ্রমে সহজ আয়ের মাধ্যম হিসাবে খুবই জনপ্রিয় একটা পেশা। স্বল্প ভাড়ার জন্য অনেক মানুষ এখন পায়ে হাঁটা ভুলেই গেছে আর হাঁটার উপায়ও নেই এসব বাংলা টেসলার জন্য।
বন্ধ করা নিয়ে হৈচৈই চলেছে কিন্তু কাজের কাজ হচ্ছে না। বাংলাদেশে বা ৩য় বিশ্ব এমন একটা জায়গা যেখানে গাছের মূল থেকে ডালপালা কাটাকে হাইলাইট করা হয়।

আমার মতে এই রিক্সা বন্ধ করা কোন জটিল কাজ না তবে সময় লাগবে।
বাংলাদেশে এসব রিক্সার যন্ত্রাংশ আসে মিথ্যা ঘোষণা দিয়ে। এসব ইমপোটার ও যেসকল কাস্টমস কর্মকর্তা কর্মচারী মিথ্যা ঘোষণার পণ্য ছাড় করল তাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নিলে মিথ্যা ঘোষণায় পণ্য আনা বন্ধ হলে মার্কেটে যন্ত্রাংশ পাওয়া যাবে না। ফলে যন্ত্রাংশ সংকট তৈরী হলে যত্রতত্র রিক্সা তৈরী প্রতিষ্ঠান ও রিপিয়ার সেন্টার গড়ে উঠবে না।

ব্যাটারিগুলি মূলত আসে আন্ডার ইনভয়েসের মাধ্যমে ও মিথ্যা ঘোষনা দিয়ে, এখানেও ব্যাটারি আমদানি প্রতিষ্ঠান ও যেসকল কাস্টমস কর্মকর্তা এগুলি ছাড় করেছে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নিলে ব্যাটারির সংকট তৈরী হবে দেশে যার ফলে দেশীয় ব্যাটারি শিল্প যেমন প্রসার ঘটবে তেমনি এসকল বাংলা টেসলার উৎপাদও কমে যাবে, দৌরত্বও কমে আসবে।

চাজিং স্টেশনগুলিতে নিয়মিত অভিষান পরিচালনা করতে হবে, তাদের জন্য আলাদা বিদ্যুৎ বিলের ব্যাবস্থা করতে হবে, যদি অবৈধ লাইন পাওয়া যায় সঙ্গে সঙ্গে চার্জিং স্টেশন বন্ধ করে দিতে হবে এবং মোটা অংকের জরিমানা নির্ধারণ করতে হবে। চার্জিং স্টেশন করতে হলে ২০/৫০লাখ টাকা জামানত নিয়ে চার্জিং পারমিশন দিলে যত্রতত্র চার্জিং স্টেশন গড়ে উঠবে না।

বাসাবাড়িতে চার্জিং ব্যাবস্থা করলে বাণিজ্যিক হারে বিদ্যুৎ বিল নির্ধারণ করে দিতে হবে (এ কাজটি ইতমধ্যে শুরু করেছে কিছু কিছু এলাকায়) এবং চার্জ দিতে হলে জামানত নেয়ার ব্যাবস্থা করতে হবে।

তারা প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটায়, দুর্ঘটনা ঘটানোর সঙ্গে সঙ্গে গাড়ি জব্দ করতে হবে এবং ডাম্পিং করতে হবে অফেরত যোগ্যভাবে।

এবার নেগেটিভ দিক হল কর্মক্ষেত্রে- আমার কিছু কৃষি কারবার আছে- বিশ্বাস করেন আর নাই করেন গ্রামে কৃষি কাজের লোক পাওয়া যায় না, তারা উত্তর দেয় অরধেক বেলা রিক্সা চালালে হাজার টাকা আয়, কাদার ভিতর পরিশ্রম করবে কে? ফলে আমরা হয়ে যাচিছ আমদানি নির্ভর জাতি আর দাম বেড়ে চলেছে প্রতিনিয়ত প্রতিটি পণ্যের। যারা আধুনিকতার দোহায় দিয়ে এত অমানবিক পরিশ্রমের কথা বলেন তারা আধুনিকতা দিয়ে যদি খাওয়াটা যদি বাদ দিতে পারতেন, নির্মান শ্রমিকের পরিবর্তে যদি রোবট ব্যাবহার করতে পারতেন তা হলে ভালো হত। আবার যে বৈদেশিক মুদ্রা আসে এদেশে সেটা কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমেই, একটা মেয়ে ৮/১০/১২ঘন্টা ম্যাশিনে বসে সেলাই করে সে পণ্য বিদেশে রপ্তানি হয়ে বৈদেশিক মুদ্রা আসে, যার ফলে আমরা আমদানি করতে পারি। সো এসব রিক্সাওয়ালাদের কথা চিন্তা করার আগে ঐসকল মেয়েদের কথা চিন্তা করুন যারা সারাদিন কঠোর পরিশ্রম করছে গারমেন্টস কারখানার ভিতরে।


মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৩:২৬

আলমগীর সরকার লিটন বলেছেন: আমদানি বন্ধ করলেই আর চলবে না

২৪ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৩৮

চোরাবালি- বলেছেন: জ্বি, ব্যাটারি অটোর অধিকাংশ যন্ত্রাংশ আমদানি হয় মিথ্যা ঘোষণার মাধ্যমে

২| ২৪ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৩৩

যামিনী সুধা বলেছেন:



দেশে সর্বমোট কতজন এই রিক্সা চালায়?

আপনি বন্ধ করতে পারবেন বলে আমার বিশ্বাস আছে; বন্ধের পর, এদের চাকুরী আপনি দিবেন তো?

২৪ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৩৮

চোরাবালি- বলেছেন: পৃথিবীতে সবাই চাকরী করবে না, কেও কৃষি কাজ করবে, কেও চাকরী করবে, কেও রিক্সা চালাবে, কেও শ্রমিকের কাজ করবে এবং তাই করে।
চাকরী হবে না বলে কেও জনসাধারণের ভোগান্তি সৃষ্টিকারী কিছু করতে পারে না।
প্যাডেল রিক্সা চালাক দেখবেন অরধেক রিক্সাওয়ালা উধাও হয়ে যাবে, তারা বিভিন্ন পেশায় জড়িত হয়ে যাবে। ক্ষেতে খামারে মজুর পাওয়া যাবে এবং দেশে উৎপাদিত দ্রব্য মূল্যের দামও নাগালে চলে আসবে।

৩| ২৪ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৪৬

ধুলো মেঘ বলেছেন: সরকার তো বন্ধ করার ব্যাপারে আগ্রহী নয়। নাহলে এর আগে যখন তিনিদিনের ভেতরে ব্যাটারি রিক্সা বন্ধে হাইকোর্ট নির্দেশনা জারি করল, সরকার কোন দুঃখে view this linkকরল?

সরকার যদি নাই চায়, তাহলে বন্ধ করবে কোন হালায়?

২৪ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:০৭

চোরাবালি- বলেছেন: Exectally।

৪| ২৪ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৫০

যামিনী সুধা বলেছেন:




২ নং মন্তব্যের উত্তরে যা বলেছেন, ইহা কমবুদ্ধিমানের কথা।

যাক, কৃষিতে কি করছেন, দেশের কোন এলাকায়?

২৪ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:১২

চোরাবালি- বলেছেন: কম বেশি বুঝি না, আমার মাথায় যতটুকু ধরে ততটুকুই বলেছি।
আমার নিজের কিছু জায়গা জমিন আছে যেগুলিতে কাজের লোক পাওয়া যায় না, ঘরে ঘরে ব্যাটারি রিক্সা সবাই সেটা চালাবে। বিগত ৪বছর জমিন খালি থাকত, এবার আবার ধান করলাম, তাতে যে টাকা খরচ হবে তাতে ধানের মন ১৫০০বেচতে হবে। ধান কাটার সময় মজুর পাবো কিনা সেটাও চিন্তার বিষয় এখন।

৫| ২৪ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৩২

যামিনী সুধা বলেছেন:




দেশের কোন এলাকায় আপনার জমি?

২৪ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৪৫

চোরাবালি- বলেছেন: পারসোনাল ইনফরমেশন শেয়ার করতে চাচ্ছি না। শুধু ডিস্ট্রিক বলি, কুষ্টিয়া এরিয়ায়

৬| ২৪ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৫১

যামিনী সুধা বলেছেন:



আমার প্রশ্ন ছিলো "জমি দেশের কোন এলাকায়?"
আপনি বলেছেন যে, কুষ্টিয়ায়; উ্ত্তর সঠিক। এরপর, আপনি "পার্সোন্যাল ইনফরমরশন" নিয়ে কি সমস্যায় পড়লেন?

আপনার কিছু নিজস্ব সমস্যা আছে বলে মনে হয়।

২৪ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৫৯

চোরাবালি- বলেছেন: জ্বি।

৭| ২৪ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৫৮

সৈয়দ কুতুব বলেছেন: এর সাথে ১৫-২০ লাখ লোকের জীবন জড়িত। ডেইলি এক হাজার টাকা ইনকাম যা সরকারি ২৪-২০ গ্রেড থেকে বেশি। একই পরিমাণ সুযোগ ধান কাটায় নেই।

২৪ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৫:০২

চোরাবালি- বলেছেন: জ্বি

৮| ২৪ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৫:২১

যামিনী সুধা বলেছেন:



আপনার এলাকায় অনেক জমি বিনা-চাষে পড়ে থাকে?

২৪ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৩৩

চোরাবালি- বলেছেন: বিভিন্ন এলকায় কিছু প্রতিত থাকে, আবার তামাক চাষে ঝুকেছে অনেকেই, বিল এলকায় ব্যাপক আকারে প্রতিত থাকে, কেও কেও পুকুর কাটছে, কেও ২বার ফসল করা যায় সেখানে একবার করছে।

৯| ২৪ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৪০

যামিনী সুধা বলেছেন:



কুষ্টিয়াতে কিছু চরমপন্হী ছিলো, এখন কি অবস্হা?

১০| ২৪ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:০৭

কোমলমতিরপ্যাদানি বলেছেন: যামিনী সুধা বলেছেন:

কুষ্টিয়াতে কিছু চরমপন্হী ছিলো, এখন কি অবস্হা?


^^ একটা তো শুনছি আম্রিকা গিয়া লিংগ চেইঞ্জ কইরা ব্লগিং করতাসে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.