![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।
শুধুমাত্র মুসলিম বিদ্বেষকে কেন্দ্র করে নরেন্দ্র মোদী ট্রাম্পকে সমর্থন করেছিল সেই সংগে ভারত ও আমেরিকায় গোমূত্রখোর হিন্দুত্ববাদীরা (হিন্দুরা নয়) হাম্বা হাম্বা করে ট্রাম্পকে সমর্থন যুগিয়েছিল লক্ষ্যছিল মুসলিম নিপীড়ন। ট্রাম্প এর আগেরবার কিছু মুসলিমদেশকে আমেরিকায় নিষিদ্ধ করেছিল তাতে গোশাবকরা যারপর নেই খুশি হয়েছিল। গুজরাটের কসাই খ্যাত মোদি ট্রাম্পের নির্বাচনী প্রচারে ‘মাই ডিয়ার ফ্রেন্ড' ডনাল্ড ট্রাম্প বলে কি দালালীটাই না করলো কিন্তু বিধিবাম।
ট্রাম্প অতিরিক্ত শুল্কের ত্রিশূল দিয়ে বধ করলো মোদিকে। ‘মাই ডিয়ার ফ্রেন্ড’ এক্কেবারে হান্দাইয়া দিছে।
১০ ই আগস্ট, ২০২৫ বিকাল ৩:১৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভারত বলেছে তারা কৃষকের স্বার্থ দেখবে তাই মনে হচ্ছে বিষয়টা আরো জটির হবে।
২| ১০ ই আগস্ট, ২০২৫ বিকাল ৩:২৮
নতুন নকিব বলেছেন:
৫০% শুল্ক কার্যকর হোক বা না হোক, মানবতাবিরোধী অপরাধী গুজরাটের কসাই খ্যাত মোদীর জন্য প্রিয় বন্ধু(!) ট্রাম্পের এই থাপ্পরটার খুবই দরকার ছিল।
১০ ই আগস্ট, ২০২৫ বিকাল ৩:৩৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এই থাপ্পরটা ভারত ও আমেরিকার গোমূত্রখোর বলয়ের গোবৎস্যদের জন্য একটা চরম শিক্ষা হয়েছে। ট্রাম্প জিতলে সারা বিশ্বের মুসলিমদের কুচি কুচি করবে এই আনন্দে গোসাবকরা মিছিল মিটিং আনন্দউৎসব করেছে কিন্তু বিধিবাম।
৩| ১০ ই আগস্ট, ২০২৫ বিকাল ৩:৪০
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আহা ট্রাম্পকে জয়ী করার জন্য কি লাফালাফিটাই না করলো কিন্তু বিধিবাম ট্রাম্প ত্রিশূল দিলে গোসাবক বধ করলো।
১০ ই আগস্ট, ২০২৫ বিকাল ৩:৪৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: হুনুমানের লেজ দুপায়ের চিপায় ঢুকে গেছে।
৪| ১০ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:২৫
রাজীব নুর বলেছেন:
আমাদের সুখ ও উৎসাহের একামাত্র উৎস হচ্ছে ভারতের খারাপ খবরগুলো।
১১ ই আগস্ট, ২০২৫ বিকাল ৪:৩২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি পড়েছেন নাকি না পড়েই ম্যাতকার করছেন? আমার বক্তব্যের মূল বিষয় হলো এই ট্রাম্পের বিজয়ের জন্য মোদী তার হিন্দুত্ববাদী চ্যালারা কতই না কুর্দন মর্দন করলো ফলাফল কি দাড়ালো? হান্দাইয়া দিছে।
১১ ই আগস্ট, ২০২৫ বিকাল ৫:১৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি তো আমার কোন প্রশ্নের উত্তর সঠিক ভাবে দেন না বা দিতে পারেন না। আপনার গুরু কী অবস্থা? উহার জন্য খারাপ লাগছে। একেবারে ব্যন করা আমার পছন্দ না।
৫| ১০ ই আগস্ট, ২০২৫ রাত ৯:০৭
কামাল১৮ বলেছেন: ভারত আমেরিকার সাথে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে।
১১ ই আগস্ট, ২০২৫ দুপুর ২:২১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: হ্যাঁ তাই জানি।
৬| ১০ ই আগস্ট, ২০২৫ রাত ১০:৫৪
লোকমানুষ বলেছেন: হা হা, মোদী বাবুর অবস্থা দেখে তো এখন মনে হচ্ছে, গেরুয়া গেড়াকলেই উনি আটকে গেছেন! আগে যিনি চারপাশে আত্মবিশ্বাসের হাঁক ছাড়তেন, এখন তার মুখে কেমন যেন গোঁজামিলের হাসি। রাজনীতি সত্যিই নাটকের চেয়ে কম কিছু নয়!
১১ ই আগস্ট, ২০২৫ দুপুর ২:২২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এবার ফাঁটা বাঁশের চিপাই আটকাইয়া গেছে গেরুয়া ল্যাঞ্জা।
৭| ১১ ই আগস্ট, ২০২৫ রাত ১২:১১
মেঘনা বলেছেন: মোদীর শুক্ল কেন বাড়ছে, সবাই জানে - রাশিয়ার তেল, ভারতের কৃষি ও ডেয়ারি বাণিজ্য....
ইউনুসের শুল্ক কমছে কেন, সবাই জানে - গোপন চুক্তি
সাবাস! পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন-এর স্বাধীন পররাষ্ট্র নীতি।
১১ ই আগস্ট, ২০২৫ দুপুর ২:২৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: বাংলাদেশের সংগে যা করেছে তা আমেরিকার সংগে চলবেনা। হান্দাইয়া দিছে।
১১ ই আগস্ট, ২০২৫ দুপুর ২:২৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: খুব ব্যথা লাগছে বুঝি?
৮| ১১ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:৪১
সপ্তম৮৪ বলেছেন: "রাজীব নুর বলেছেন:
আমাদের সুখ ও উৎসাহের একামাত্র উৎস হচ্ছে ভারতের খারাপ খবরগুলো"
এজন্য আমি শাহাদাত উদরাজীর ফেসবুক পোস্ট দেখি আর মাঝে মাঝে সুখ খোঁজার চেষ্টা করি।
১১ ই আগস্ট, ২০২৫ দুপুর ২:২৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: উহা না পড়েই ভ্যা ভ্যা করছে। মূল বক্তব্যই বোঝেনি।
৯| ১১ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:৪৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ট্রাম্প পাগল সবারই শুল্ক বাড়িয়েছে, ভারত এবার ধরা খেল, একদম ঠিক হয়েছে।
১১ ই আগস্ট, ২০২৫ দুপুর ২:২৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এবার ফাঁটা বাঁশের চিপাই আটকাইয়া গেছে গেরুয়া ল্যাঞ্জা।
১০| ১১ ই আগস্ট, ২০২৫ বিকাল ৩:১৭
কিরকুট বলেছেন: রাজনীতির মাঠে কখন কে কি করে বোঝা মুশকিল । তার উপরে আবার আন্তর্জাতিক রাজনীতি ।
আপনার ব্যাক্ত আক্রমন আমার পছন্দ হলো না ।
রাজীব কে আপনি সুন্দর করে বলতে পারতেন । এই একই ব্যক্তি আক্রমনের জিগির তুলে চানগাজী কে ব্লগ ছাড়া করা হয়েছে । সেই একই কাজ আপনি করছেন ।
১১ ই আগস্ট, ২০২৫ বিকাল ৪:২৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: না পড়ে মূল বিষয়ে না গিয়ে অযাচিত মন্তব্য মোটেও যাচিত নয়। উনি আম্লিগ ও ভারত লেখা কিছু দেখলে অযাচিত মন্তব্য করে বসেন যার আগাপাছা কিছুই নেই। উহার কাছে দেশের চেয়ে ভারতের কদর বেশি এমন লোক আমার পছন্দ না।
©somewhere in net ltd.
১|
১০ ই আগস্ট, ২০২৫ বিকাল ৩:১৪
ধুলো মেঘ বলেছেন: আগে তো কার্যকর হোক - তারপর অন্য কথা। আগেই এত ফুর্তি দেখানো ঠিক হবেনা।