![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।
শুধুমাত্র মুসলিম বিদ্বেষকে কেন্দ্র করে নরেন্দ্র মোদী ট্রাম্পকে সমর্থন করেছিল সেই সংগে ভারত ও আমেরিকায় গোমূত্রখোর হিন্দুত্ববাদীরা (হিন্দুরা নয়) হাম্বা হাম্বা করে ট্রাম্পকে সমর্থন যুগিয়েছিল লক্ষ্যছিল মুসলিম নিপীড়ন। ট্রাম্প এর আগেরবার কিছু মুসলিমদেশকে আমেরিকায় নিষিদ্ধ করেছিল তাতে গোশাবকরা যারপর নেই খুশি হয়েছিল। গুজরাটের কসাই খ্যাত মোদি ট্রাম্পের নির্বাচনী প্রচারে ‘মাই ডিয়ার ফ্রেন্ড' ডনাল্ড ট্রাম্প বলে কি দালালীটাই না করলো কিন্তু বিধিবাম।
ট্রাম্প অতিরিক্ত শুল্কের ত্রিশূল দিয়ে বধ করলো মোদিকে। ‘মাই ডিয়ার ফ্রেন্ড’ এক্কেবারে হান্দাইয়া দিছে।
১০ ই আগস্ট, ২০২৫ বিকাল ৩:১৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভারত বলেছে তারা কৃষকের স্বার্থ দেখবে তাই মনে হচ্ছে বিষয়টা আরো জটির হবে।
২| ১০ ই আগস্ট, ২০২৫ বিকাল ৩:২৮
নতুন নকিব বলেছেন:
৫০% শুল্ক কার্যকর হোক বা না হোক, মানবতাবিরোধী অপরাধী গুজরাটের কসাই খ্যাত মোদীর জন্য প্রিয় বন্ধু(!) ট্রাম্পের এই থাপ্পরটার খুবই দরকার ছিল।
১০ ই আগস্ট, ২০২৫ বিকাল ৩:৩৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এই থাপ্পরটা ভারত ও আমেরিকার গোমূত্রখোর বলয়ের গোবৎস্যদের জন্য একটা চরম শিক্ষা হয়েছে। ট্রাম্প জিতলে সারা বিশ্বের মুসলিমদের কুচি কুচি করবে এই আনন্দে গোসাবকরা মিছিল মিটিং আনন্দউৎসব করেছে কিন্তু বিধিবাম।
৩| ১০ ই আগস্ট, ২০২৫ বিকাল ৩:৪০
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আহা ট্রাম্পকে জয়ী করার জন্য কি লাফালাফিটাই না করলো কিন্তু বিধিবাম ট্রাম্প ত্রিশূল দিলে গোসাবক বধ করলো।
১০ ই আগস্ট, ২০২৫ বিকাল ৩:৪৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: হুনুমানের লেজ দুপায়ের চিপায় ঢুকে গেছে।
©somewhere in net ltd.
১|
১০ ই আগস্ট, ২০২৫ বিকাল ৩:১৪
ধুলো মেঘ বলেছেন: আগে তো কার্যকর হোক - তারপর অন্য কথা। আগেই এত ফুর্তি দেখানো ঠিক হবেনা।