![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহান শাহে তরীকত একুশ শতকের আধ্যাত্মিক মহাসাধক শাহ্ সূফী দয়াল খাজাবাবা আলহাজ্ব হযরত মাওলানা জাকির শাহ্ নক্শবন্দী-মোজাদ্দেদী ক্বাদ্রী চিশ্তী কুতুববাগী (মা:জি:আঃ) ক্বেবলাজান হুজুরের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। কুতুববাগ দরবার শরীফের এই পীরের বিরুদ্ধে কাকরাইলের প্রায় ২৯ শতাংশ জমি ডেসটিনির কাছে ১৬ কোটি ৫০ লাখ টাকায় প্রতারণার মাধ্যমে বিক্রি করার অভিযোগ উঠেছে।
অভিযোগে প্রকাশ জমির প্রকৃত মালিক জনাব শরিফুল হক চিসতিকে দীর্ঘ ৯ মাস আটকে রেখে তার কাছ থেকে আম মোক্তার নামায় সই নিয়ে পীর সাহেব বিক্রি করে দেন এই জমি। এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে বেসরকারী টেলিভিশন একুশের টিমকে প্রায় ১ ঘন্টা আটকে রাখে পীরের ক্যাডার বাহিনী। ছিনিয়ে নেয় তাদের ক্যামেরা। পরে ক্যামেরা ফেরত দিলেও দেয়া হয়নি রেকর্ডকৃত ক্যাসেট। টেলিফোনে শাসানো্ হয় সংশ্লিষ্ট রিপোর্টারকে। তেজগাঁও থানাতে এ বিষয়ে একটি সাধারণ করা হলেও কোন ব্যবস্থা নেয়নি থানা কর্তৃপক্ষ।
উলেখ্য আগামী ২৫, ২৬, ২৭ জানুয়ারী ২০১২ কুতুব বাগ দরবার শরীফের মহা পবিত্র ওরছ শরীফ ও বিশ্ব জাকের ইজতেমা অনুষ্ঠিত হবে টি.এন্ড.টি ময়দান, মানিক মিয়া এভিনিউ, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পার্শ্বে, ফার্মগেট এলাকায়। এ উপলক্ষ্যে বিগত ১ মাস যাবত উক্ত মাঠে প্যান্ডেল নির্মান করা হচ্ছে, ফার্মগেট এলাকার পার্কটিকেও তারা ব্যবহার করছে অবৈধ ভাবে। ইন্দিরা রোডটি ওরস উপলক্ষ্যে দান হিসেবে প্রাপ্ত গবাদি পশুর আস্তাবলে পরিনত হয়েছে। পরিবেশবাদীরা এ ব্যাপারে প্রতিবাদ জানিয়েছেন।
কুতুবাগী দরবার শরীফের ওয়েব সাইটে শাহান শাহে তরীকত একুশ শতকের আধ্যাত্মিক মহাসাধক শাহ্ সূফী দয়াল খাজাবাবা আলহাজ্ব হযরত মাওলানা জাকির শাহ্ নক্শবন্দী-মোজাদ্দেদী ক্বাদ্রী চিশ্তী কুতুববাগী (মাঃজিঃআঃ) ক্বেবলাজান হুজুরের ১২টি উপদেশ বাণী রয়েছে। ২নম্বর উপদেশটি হলোঃ ২. পীরের খাছলতে খাছলত ধরুন, তবেই ত্রান ও শান্তি ।
লিংকঃ
Click This Link
দূর্মূখের মন্তব্য " এই যদি হয় পীরের খাছলত তা হলে তার অনুসারীদের কী ত্রান ও শান্তি আসবে তা বোধগম্য নয়।
২৬ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:২১
জারনো বলেছেন:
ধর্ম ব্যবসায়ীরা যুগে যুগে এমনি ভাবে কোন কবর বা পরিত্যাক্ত স্থানকে পুঁজি করে মানুষরে সরলতার সুযোগে তাদের হীন স্বার্থচরিতার্থ চালিয়ে আসছে। এর থেকে পরিত্রান পেতে আমাদের
সবাইকে সচেতন হতে হবে।
২| ২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:৪৩
ব্লাক উড বলেছেন: পীর সাহাবের কেরামতি!
২৬ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:২৮
জারনো বলেছেন:
পীরকে পীর মানো,
যদি তার স্বরূপ জানো।
ভন্ড কেউ পীর হলে,
ভাগ্য তার অনলে জ্বলে।।
৩| ২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:৪৪
কুয়াশানিরব বলেছেন: এইগুলারে দেশ থেকে লাথ্থাইয়া বাহির করেনা ক্যান
।হাজার হাজার মানুষরে বিপথে নিতাছে এই হারামজাদাগুলা।আরো আছে এরকম দেওয়ানবাগী,ফরিদপুরী এইগুলা সব ভন্ড।এগুলার ছুরুত দেখলেইতো বুঝা যায় এগুলা ভন্ড।.মানুষ কেমনে যে এগুলার পাল্লায় পড়ে!!আল্লাহ সবাইরে হেফাজত করুক।
২৬ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:৩৭
জারনো বলেছেন:
বিড়ালের গলায় সেই ঘন্টাটি বাঁধবে কে?
শুনেছি পীরের গায়েবী হাত নাকি অনেক
লম্বা।
৪| ২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:৪৪
সুমন এম রহমান বলেছেন: পীরের খাছলাতের লগে তো এদেশের প্রায় হগ্গোল নেতাগোই খাসলত মিল্লা যায়। হ্যারাও মনে হয় পীর। বালা লিকচেন। কুশিতে বুকটা এক্কালে ক্যামন জানি হরতে আচে।
এই ঝামেলা ভাই আমি সবথেকে বেশি ভুগতাছ। ফার্মগেট এর বাসিন্দা তো। কি যে বিপদ। সারারাত ঘুমাতে ঝামেলা হবে। মাইকের শব্দে। তাও কিযে শব্দ। রাতে ঘুমাতে না পারলে পীরের দরগায় যাইয়া তিন চাইর পেগ খাইয়া আসোন লাগবো। হ্যারা মনে হয় উটের মাংস খাওয়াইবো, পেগ মনে হয় নিজেরা নিজেরা খায়।
ভাই কেউ মাইন্ড করলে আল্লায় বিচার করবো। আপাদত কোনো মাসালা দিয়েন না , আমার বিরুদ্ধে।
২৬ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:৩৮
জারনো বলেছেন:
যথার্থ বলেছেন,
ভন্ড ও ভন্ডামীতে
ভরে গেছে দেশটা।
কী জানি কী হবে
আল্লাহ জানেন শেষটা।।
৫| ২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:৪৪
আহমাদ জাদীদ বলেছেন: গতবছর ইন্দিরা রোডে ছিলাম ওরসের সময়, ঢাকার একটা রাস্তা এত ভয়াবহ আস্তাবল হতে পারে জানতাম না, মানুষ নিজেরা ধর্ম-কর্ম না করে পীরদের গরু-মহিষ দান করে শর্টকাটে বেহেশত পেতে চায়......
২৬ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:৪০
জারনো বলেছেন:
আসলে মানুষ ভন্ডামীতে ব্যস্ত থাকে দিনরাত
তাই সর্টকাটে আল্লাহর নৈকট্য লাভের জন্য
আবার ভন্ডামী করে। এই ভন্ডদের ভন্ডামীতে
সহায়তা করার জন্যই এই সকল ভন্ডদের
আবির্ভাব হয় যুগে যুগে।
৬| ২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:৪৪
শিপু ভাই বলেছেন:
এই লোক দেখি মস্ত কুতুব!!! :-& :-& :-&
তাহাকে গদাম!!!
২৬ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:৪১
জারনো বলেছেন:
কুতুব মিনারের মতো তার বিশালতা!!
৭| ২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:৪৬
হাসিন ঐশী বলেছেন: এরা ধর্মের নামে ভিক্ষা / ডাকাতি/ জালিয়াতি করে দিন পার করে যাচ্ছে.... এদের জন্য আইন করা দরকার
২৬ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:৪২
জারনো বলেছেন:
আইন করা হয় আইন ভাঙ্গার জন্য।
যতই আইন করুন না কোন, কোন এক
দূর্বলতার সুযোগে তারা ঠিকই পার পেয়ে
যাবে।
৮| ২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:৪৭
Masum Rana বলেছেন: ভন্ডের দল
২৬ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:৪২
জারনো বলেছেন:
ভন্ড ভন্ড ওরা সব ভন্ড
সাজানো্ বাগান তাই
করে দেয় লন্ড ভন্ড
৯| ২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:৫৮
জাহুমুজামা বলেছেন: এই গুলারে লাথ্থি মারতে গেলে আমারে একটু ডাইকেন....অনেক দিনের শখ...
সব ভন্ড পীরকে গদাম
২৬ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:৪৪
জারনো বলেছেন:
আসবেন আগামী কাল,
এক ঢিলে দুই পাখি মারার স্বাধ পাবেন।
লাথ্থি মারার সুযোগ যেমন পাবেন তেমনি
আবার উটের তেহারীও খেতে পারবেন।
১০| ২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:০১
অ্যামাটার বলেছেন: সবই বুঝলাম। কিন্তু এইটা বুঝলাম না, এতবড় বুজুর্গ হুজুরেআলাকে টাকা আত্মসাৎ কর্তে হয় ক্যান? যিনি তার লাখো উম্মাতের(মুরিদ) ভাগ্য বিধাতা, তিনি তো কেবল "কুন্" বললেই মোহরের ঝুরি নাযিল হয়ে যাওয়ার কথা।
মেজাজ খারাপ হয় মানুষের বেকুবি দেখে। ইসলামে এই পির-মুরিদি ভন্ডামির কোনও স্থান নাই। এইসব ভন্ডের দল সবার আগে সসম্মানে জাহান্নামে ঢুকবে।
২৬ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:৪৭
জারনো বলেছেন:
মেজিশিয়ান যেমন কাগজ থেকে টাকা বানায়, ধুলো থেকে মুড়ি বানায়,
কিন্তু তা ভোগ করতে পারেনা। তেমনি
এই সকল ভন্ড পীরেরা ও তাই, মানুষকে ধোকা দিয়ে অনেক কিছু করার
কথা বল্লেও তা তাদের দ্বারা সম্ভব হয়না বলেই তারা মানুষের হক নষ্ট করে।
১১| ২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:০৫
কলির কৃষ্ণ বলেছেন: পীর সাহেবের চুরিচামারী নিশ্চই শরিয়ত মোতাবেক করছে।
২৬ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:৪৮
জারনো বলেছেন:
পীরেররা তো তাই মনে করে। অন্যায় করে পরে "অস্তাগ ফিরুল্লা" বললেই নাকি তাদের সব অপকর্ম হালাল হয়ে যায়।
১২| ২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:০৬
পৌষ বলেছেন: ভাই যতগুলো আবুল-কুতুব আছে সবগুলোকে একসাথে কইরা আমজনতার হাতে তুলে দেওয়া দরকার। শালা সব ভন্ড!!!!!!
২৬ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:৪৯
জারনো বলেছেন:
আগামীকাল আসুন পীরের আস্তানায়। ভন্ডদের একসাথে দেখতে পাবেন
১৩| ২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:০৬
ফয়সাল তূর্য বলেছেন:
২৬ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:৫০
জারনো বলেছেন:
১৪| ২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:০৯
আমি সুফিয়ান বলেছেন: ছি ছি.... একজন মহান ব্যক্তিকে নিয়ে এসব কি বলেন??
আপনাকে গদাম
Click This Link
২৬ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:৫১
জারনো বলেছেন:
গদাম মাথা পেতে নিলাম।
খুশি হয়েছেনতো, হাতে
ব্যাথা পেলেন নাতো।
আর একটা দিবেন ?
১৫| ২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:১৫
সবার উপরে মানুষ সত্য বলেছেন: সবার উপরে মানুষ সত্য তবে এইসব ভন্ডগুলা ছাড়া।
২৬ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:৫২
জারনো বলেছেন:
সবার উপরে মানুষ সত্য
আগে ছিলো ভাই,
পীর ছাড়া মানুষ কেবা
এই জামানায়।।
১৬| ২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:১৯
পথহারা নাবিক বলেছেন: ভাই ওয়ায কবে!! খাইতে যামু!! সাথে কুতুব বাগীরে ধর্ষণ করে আসবো ! সরি দর্শন করব!!
২৬ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:৫৩
জারনো বলেছেন:
কর্ম শেষে অবশ্যই বলতে হবে "অস্তাগ ফিরুল্লা"
১৭| ২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:৪৪
রিজাল কবির বলেছেন: religion is never something about forcing others to hear your preachings. why would they use random mike in the whole area?? :@
বাসার পাশে মাইক এর মহা ক্যাচাল। মাথা ধইরা যাওয়ার অবস্থা
২৬ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:৫৬
জারনো বলেছেন: শাহান শাহে তরীকত একুশ শতকের আধ্যাত্মিক মহাসাধক শাহ্ সূফী দয়াল খাজাবাবা আলহাজ্ব হযরত মাওলানা জাকির শাহ্ নক্শবন্দী-মোজাদ্দেদী ক্বাদ্রী চিশ্তী কুতুববাগী (মা:জি: আঃ) ক্বেবলাজান হুজুরের ৩ নং উপদেশ বাণী স্মরণ করুনঃ
৩. ছবরই (ধৈর্য্য) ধর্ম ।
১৮| ২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:৪৯
সবুজ ভীমরুল বলেছেন: এইসব ভন্ড পীরদের লাইনে দাড়া করাইয়া পিডায়া পাছার ছাল বাকলা তুইলা দেয়া দরকার।।
২৬ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:৫৭
জারনো বলেছেন:
আসুন আমরা কথায় ও কাজের সমন্বয় ঘটাই
১৯| ২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:২৪
লুমেন হোসেন বলেছেন: আধারের ভিড় ঠেলে জাগবে মানুষ, যারা ব্যাবসার পাল্লাতে মাপছে ধর্ম কে, তারা নিপাত যাকা।
২৬ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:৫৮
জারনো বলেছেন:
নিপাত যাক শয়তানী
নিপাত যাক মস্তানী।
নিপাত যাক ভন্ডামী
নিপাত যাক নষ্টামী।
২০| ২৬ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:২১
মেংগো পিপোল বলেছেন: দওয়ান বাগী আরএকটা ধর্ম ব্যাবসায়ী।
২৬ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:৫৯
জারনো বলেছেন:
ধর্মব্যাবসায়ীর অন্তরালে প্রতারক, যৌন লিপ্সুক,
২১| ২৬ শে জানুয়ারি, ২০১২ রাত ১:০৪
নিমতিতা বলেছেন: আরো আছে:
"১০. জানানো যাইতেছে-এই দরবারে কোন শোরগোল ও বেয়াদবী করিবেন না । কারণ ইহা অলি-আল্লাহর মজলিস। যদি কেহ বেয়াদবী করে তবে একদিন আগে পিছে তক্দীরে অবশ্যই পোকা ধরিবে ।"
আমরার সবাই শর্টকাটের ধান্দায়ই পইরা রইলাম, বরই আফসুস
২৬ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:০০
জারনো বলেছেন:
শর্টকাটের মাইর নাই,
আফসুস করে লাভ নাই।
২২| ২৬ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:৪৪
রুচি বলেছেন: জারনো, আপনি খুব ভালো একটা বিষয় তুলে ধরেছেন। আজ সকালে ধানমন্ডিতে আসার পথে ভাবছিলাম,,
এত ঝাকজমকপূর্ণ ওরছ শরীফ এর এত অর্থ আসে কোথা থেকে?
কিভাবে এরা সরকারী জমি দিনের পর দিন নিজেদের ব্যক্তিগত কাজে ব্যবহার করে?
কিভাবে জনগনের হাটার পথ আস্তাবলে পরিনত হয়?
এগুলো দেখার কি কেউ নেই??
২৬ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:০২
জারনো বলেছেন:
দেখার অনেকেই আছে তবে বলার বা প্রতিবাদ করা মানুষের সংখ্যা কম।
যে প্রতিবাদ করে তাকে নিগৃহীত হতে হয়। এদের ক্যাডার বাহিনী প্রশাসনের
ক্যাডার বাহিনী থেকে কম যায় না।
২৩| ২৬ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:৫১
অগ্রপথিক... বলেছেন: এত গরু ছাগল দেখে এক মজার কাহিনী মনে পড়ে গেল-
একজন মাওলানা সাহেবের কাছে এক ভণ্ড পীরের মুরিদ এসে বলল -জানেন আমার পীরের দরবারে এবার ৬০০০০ উট ,গরু,ছাগল এসেছে, তাহলে বুঝেন উনার মাকাম কেমন।"
মাওলানা সাহেব রশিকতা করে বললেন- " যার কাছে এত গরু-ছাগল থাকে ,সে তো মনে হয় মানুষের পীর না,সে মনে হয় গরু-ছাগলের পীর।"
২৬ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:০৪
জারনো বলেছেন:
আমি যতদূর জানি এই সকল গরু ছাগলের বড় অংশ ভাড়ায় আনা হয়। অন্ধ ভক্তদের বোঝানো হয় তার গায়েবী মাকাম। উদ্দেশ্য হাসিলের পরে এই সকল গবাদি পশুকে ফেরত দেওয়া হয়।
যথার্থই তিনি গরু ছাগলের পীর।
২৪| ২৬ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:১০
মাহবু১৫৪ বলেছেন: ভন্ডের দল সব।
যে বাড়ি দেখালেন তার নিচে মনে হয় তার নামে হোটেল আছে। তাই না? কুতুববাগ হোটেল না কি জানি নাম।
২৬ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:২৫
জারনো বলেছেন:
জি আপনি ঠিক জায়গাতেই এসেছেন।
খানা পিনার সু ব্যবস্থা আছে এখানে।
২৫| ২৬ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:০৪
সোনারবাংলা বলেছেন: ভন্ডপীর থেকে সাবধান।
২৮ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:২৮
জারনো বলেছেন:
ভন্ড, ধান্দাবাজদের হাত থেকে আল্লাহ সকলকে হেফাজত করুন। আমিন--
২৬| ২৬ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:১২
নাঈম আহমেদ আকাশ বলেছেন:
২৬ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৫০
জারনো বলেছেন:
২৭| ২৬ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:১৪
আয়াত ই রাসুল বলেছেন: আপানার কুতুব বাগ আর দেওয়ান বাগ এককর ফেলছেন । যদিও বা দুইজনই ব্যাবসায়ি । এরা কোন পীর নয় ।
২৮ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:০৩
জারনো বলেছেন:
কুতববাগী, দেওয়ানবাগী, সাঈদাবাদী এরা সবাই একই সূত্রে গাঁথা। বিশেষ মহলের পৃষ্ঠপোষকতায় এরা এক এক সময় মাথা চাড়া দিয়ে ওঠে। আর ম্যাংগো পাবলিক এদের
পদ চুম্বন করে সর্টকাটে আল্লাহর দিদার লাভের মিথ্যা চেষ্টা করে।
২৮| ২৬ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:২৮
আশফাক সফল বলেছেন: ভাই একখান কথা কই,
পীর সাহেবদের কি ট্যাক্স দেওয়া লাগে? দিলে কোন খাতে দেন? ব্যাক্তিগত না প্রাতিস্ঠানিক?
উনি কি যাকাত দেন? উনি যাকাত দিলে তো কয়েক শত মানুষ প্রতিবছর স্বাবলম্বী হতে পারবে।
২৮ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:০৫
জারনো বলেছেন:
বড়ই বাতেনী প্রশ্ন !!!
ওনাদের ডাইরেক্ট লিংক (তাদের ভাষায়) সৃষ্টিকর্তার সাথে।
হয়তো তারা সেইখানে ট্যাক্স,ভ্যাট প্রদান করেন !!!
২৯| ২৬ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৩২
কালো হিমু বলেছেন: ব্যাডা ভোম্বল...
২৮ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:০৬
জারনো বলেছেন:
তাইতো শীতের রাতে গাঁয়ে দিতে হয়
সুন্দর সুন্দর কম্বল
৩০| ২৬ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৪৩
ব্লুম্যাজিক বলেছেন: য়াশানিরব বলেছেন: এইগুলারে দেশ থেকে লাথ্থাইয়া বাহির করেনা ক্যান ।হাজার হাজার মানুষরে বিপথে নিতাছে এই হারামজাদাগুলা।আরো আছে এরকম দেওয়ানবাগী,ফরিদপুরী এইগুলা সব ভন্ড।এগুলার ছুরুত দেখলেইতো বুঝা যায় এগুলা ভন্ড।.মানুষ কেমনে যে এগুলার পাল্লায় পড়ে!!আল্লাহ সবাইরে হেফাজত করুক।
২৮ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:০৭
জারনো বলেছেন:
আল্লাহ আমাদের সকল বুজরকী, শিরক ও ভন্ডদের
ভন্ডামী থেকে হেফাজত করুন । আমিন--
৩১| ২৬ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৪৫
সাদা মনের মানুষ বলেছেন: ভোগী শরীর, সব ভন্ডের দল ।
২৮ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:১৬
জারনো বলেছেন:
ভোগ করে ভোগীরা,
কষ্ট করে রোগীরা।
এই সকল ভন্ড,
কবে পাবে দন্ড?
৩২| ২৬ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৫০
তারেকমামু বলেছেন:
ভাই, কড়া মাল....
২৮ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:১৯
জারনো বলেছেন:
এত মালের ভীরে
উধাও আসল মাল,
টাকা মাল, সম্পদ মাল,
মেয়েরাও নাকি মাল !
কোন টা যে আসল মাল,
বাছতে লাগে গন্ডগোল।
৩৩| ২৬ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:৫৯
উইকিলিকস্ বলেছেন: এই হারামজাদা কুতুব বাগি যা করেছে
১। ETV Reporter-কে মারলো, ক্যামেরা আটকালো, রেকর্ড টেপ ছিনতাই করলো, থানায় জিডি হলো তারপরও কন মিডিয়া বা পুলিশ, সরকার, পরিবেশ বাদী এন জি ও, কেউ কোনও কথা বলল না।
২। চোখের সামনে সব দেখে তথাকথিত সমাজবাদী "প্রথম আলো" এ নিয়ে কোন রিপোর্ট করেনি। কারন বাবা কুতুব বাগী "প্রথম আলো"-তে বিজ্ঞাপন দিয়েছে। আর আজ আরেক বাবা ১ পৃষ্ঠা জুড়ে বিজ্ঞাপন দিয়েছে।
বাবা কুতুব বাগীর অশ্লীল চিৎকার কাওরান বাজারে "প্রথম আলোর" দরজায় বাড়ি খাচ্ছে আর বিজ্ঞাপনের নামে নগদ টাকা পেয়ে সুশীল সমাজের বিবেক "প্রথম আলো" কান বন্ধ রাখছে।
তাহলে কে উট পাখি???????????
২৮ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:২০
জারনো বলেছেন:
আসলে আমরা সবাই উট পাখি,
প্রতিবাদ করিনা, করতে পারিনা।
৩৪| ২৬ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:০১
উইকিলিকস্ বলেছেন: View this link
২৮ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:২১
জারনো বলেছেন:
যদি এটা ফেসবুকের লিংক হয় তা হলে দুঃখিত!
আমার আইটি ফেসবুক লগইন করা থেকে
বিরত রেখেছে।
৩৫| ২৬ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:৪১
শোভন এক্স বলেছেন: ডেস্টিনির সাথে প্রতারনা! এতো দেখি চোরের উপর বাটপারি।
২৮ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:২৪
জারনো বলেছেন:
ডেস্টিনির সাথে প্রতারণা নয়। প্রতারানা করা হয়েছে জনাব শরিফুল হক চিসতির সাথে।
তার জমি প্রতারণার মাধ্যমে ডেস্টিনির কাছে বিক্রি করা হয়েছে আম মোক্তার নামা বলে।
যদি এই বিক্রি বৈধ হয় তা হলে ডেসটিনিতো জমি পেয়েই গেলো। তবে যদি এই বিক্রি অবৈধ হয় তা হলে ডেসটিনি হয়তো প্রতারণার শিকার হলেও হতে পারে।
৩৬| ২৬ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:৪৭
ম্যাক্সমিরস্লাভ বলেছেন: মা দা র চো দ কুত্তাবাগ । খানকির পোলা শয়তানের হাফেজ এই হালা ।
ইসলাম ধর্মকে ধ্বংস করছে । সরল মানুষর বিশ্বাস কে । জাহান্নাম নসিব করুন । এই হারামিকে ।
২৮ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:২৫
জারনো বলেছেন:
অস্তাগ ফেরুল্লা !! এত বিশেষণে ভূষিত করলেন !!
৩৭| ২৬ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:৫৭
মাহবু১৫৪ বলেছেন: আমার এক বন্ধুকে সাথে নিয়ে ওই হোটেলে একবার খেয়ে এসেছি।
বেশ মজার রান্না ওখানে
২৮ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:২৬
জারনো বলেছেন:
সম্ভবত বাতেনী বা গায়েবী থেকে আনা হয়েছে ওই হোটেলের বাবুর্চিদের।
মজা তো হবেই !!
৩৮| ২৭ শে জানুয়ারি, ২০১২ রাত ২:৩৮
উইকিলিকস্ বলেছেন: কুতুব বাগের আরও কিছু তথ্য ঃ
১। তেজগাঁ কলেজের ভিপি ছাত্রলীগের নেতা ইরান বাবা কুতুব বাগীর এই পীর ব্যাবসার পার্টনার।
২। এই ওরশ থেকে প্রাপ্ত টাকার ৬০% ভাগ ইরান পাবে
৩। মিডিয়া, পুলিশ, প্রসাশন আতকে রাখার দায়িত্ব তেজগাঁ কলেজের ভিপি ছাত্রলীগের নেতা ইরানের।
৪। ই টি ভি সাংবাদিককে আটকে রাখার পেছনে এই ইরানেরও ভুমিকা ছিল।
৫। গুজব, গত রাতে বাবা কুতুব-বাগীর পীর পদ চুম্বন করতে এসেছিলেন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা আপা সহ আরও কয়েক জন নামী দামী মন্ত্রী।
৬। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা আপা নাকি নির্দেশ দিয়েছেন কেউ যেন বাবা কুতুব বাগীর এই পীর ব্যাবসার কোন সমস্যা না করে। স্বরাষ্ট্র মন্ত্রীর এই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে দলীয় মাস্তান সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাবাকে পাহারা দিচ্ছেন ও বডিগার্ডের দায়িত্ব পালন করছেন।
৭। প্রভাবশালী সরকারী দুর্নীতিবাজ কিছু মুখ চেনা কর্মকর্তা বাবা কুতুব-বাগীর পীর পদ চুম্বন করেছেন।
৮। সরকারী কোপানলে পড়া বাংলাদেশের একমাত্র উটপাখি মতিউর রহমান, সম্পাদক "প্রথম আলো" দলবল সহ তাঁর দুরাবস্থা থেকে মুক্তি পেতে গভীর রাতে বাবা কুতুব-বাগীর পীরের পা জড়িয়ে ধরে কেঁদেছেন।
৯। পীর বাবা কুতুব-বাগী ইন্দিরা রোডে মেসে ভাড়া থাকতেন তারপর বাড়িওয়ালাকে নির্যাতন করে ও হত্যার হুমকি দিয়ে দেশ ছাড়া করেন, তারপর স্থানীয় মাস্তান গ্রুপের সাথে নিয়ে পীর বাবা এই ২০ কোটি টাকার সম্পত্তি দখল করেন।
আপনাদের কাছে যদি আরও তথ্য থাকে তাহলে দয়া করে আমাদের জানান।
২৮ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:৪৯
জারনো বলেছেন:
উইকিলিকস্ ভাইতো সব ফাঁস করে দিলেন !!!
৩৯| ২৭ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:২৬
ইয়াংেমন বলেছেন: আল্লাহ যাতে এদেরকে হেদায়েত করে। আমিন ছুম্মা আমিন!!
২৮ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:৪৯
জারনো বলেছেন:
আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ বুঝতে জ্ঞান দান করুন। আমিন---
৪০| ৩০ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:২৯
হাসিন ঐশী বলেছেন: হাজার হাজার মানুষের কষ্টের টাকা শরীরের পরতে পরতে জমা করে রেখেছে আল্লাহ গজব ফালায় না কেন???
৩১ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:১৫
জারনো বলেছেন:
আল্লাহ মানুষের মতো অধৈর্য্য নহেন। তিঁনি অনেক ধৈর্য্যশীল। তার বিচারের সম্মূখীন হতে হবে সকল মতলববাজ ও দূর্নীতিবাজদের।
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:৪৩
দরিয়ানগর বলেছেন: কুতুববাগী বা লাল সালুর বাবা কোথায় থেকে এলো? কেঊ জানলে জানালে ভাল হয়। ১০ বছর আগে এখানে একটা পরিতাক্ত কবর ছিল।