![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-- #প্রতিক্ষায়#--
-- ১৪/১১/১৭ -- আজাদ জয় --
আমার মত একটা খুঁজে দেখাও।
আমার মত ভালবাসতে শেখাও।
তুমি যদি খুশি থাকো তবে থাকনা।
মঞ্চে নাটক ভালই হবে হোক না।
অভিনয় সেসব শুধুই অভিনয়,
চাইলে কেউ কি আমার মত হয়?
আমি আজও স্বাধীন মনে আছি।
কত কতবার তোমার সামনে গেছি।
বুঝেও তুমি চাওনা যেন বুঝতে।
হেরে যাবে, একটা আমার মত খুজতে।
তার চেয়ে বরং এই দ্বন্ধ বন্ধ করে,
চলেই এসো তুমি আমার ছোট্ট ঘরে।
শীত পেলে গায়ে জড়িয়ে দেবো চাদর।
মন দিয়ে আমি করবো তোমায় আদর।
জন্ম নিজের দেবো উজাড় করে,
থাকবো শুধু তোমায় বুকে ধরে।
আভিমানের ওই দরজা বন্ধ করে,
চলে এসো এবার আমার খোঁজটি করে।
আমি থাকি ওই আগের ঠিকানায়,
যেখানে বিহঙ্গরা থেমে একটু জিরিয়ে নেয়
নদী যেখানে নোনা সাগরে মিশে যায়।
সেখানে পাবে আমায়, তোমার প্রতিক্ষায়।
__☘আজাদ জয়☘
https://azadjoy.wordpress.com/2017/11/14/পà§à¦°à¦¤à¦¿à¦à§à¦·à¦¾à§/
©somewhere in net ltd.