নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখা লিখি করতে যেমন ভাল লাগে, তেমনি ভাল লাগে ভাল ভাল লিখা পড়তে।

জয় আজাদ

আজাদ জয়

জয় আজাদ › বিস্তারিত পোস্টঃ

চলবে চলুক সমাপনী পরীক্ষা

১৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৫

আজ পত্রিকায় পড়লাম প্রাথমিক সমাপনী পরীক্ষা চলবে: মন্ত্রী। চলবে চলুক পরীক্ষা, পরিকল্পনাকারি বুড়োদের তো আর সমাপনী পরীক্ষায় বসতে হচ্ছে না। ওগুলো পোলাপানের কাম। পরিক্ষার চাপ না থাকলে পোলাপানেরা সব আওয়ারা হয়ে যাবে। মোবাইল, ট্যাব, ফেসবুক, টুইটার নিয়ে মাতয়ারা হয়ে যাবে। আতলামি প্রেম নিবেদন বাল্যবিবাহ বেড়ে যাবে। প্রশ্নপত্র ফাঁসের প্রথা নষ্ট হয়ে যাবে। কোচিং সেন্টারের মাষ্টাররা ফকির হয়ে যাবে। দেশে বেকার সমস্যা আরও বৃদ্ধি পাবে। রাজস্ব আয় কমে যাবে। এর ফলে শিশুরা শৈশব হারাবে, সুস্থ মানসিক বিকাশ বন্ধ হবে। তবে যত্রতত্র খেলার মাঠের প্রয়োজনিয়তা কমে যাবে। উচু উচু ভবনের সংখ্যা বাড়ে যাবে। এর ফলে একদিক দিয়ে সরকারের এবং দেশ লাভবান হবে। ওই শিশুরা এক সময় মেশিনে পরিনত হবে তাদের পরিচালন সহজ হবে। সবাই আয়রন ম্যান হয়ে যাবে (রোবট)। তাহলে প্রতিবাদ কেনো যেমন চলছে চলুক পিএসসি আর জেএসসি সমাপনী পরীক্ষা। একদিন না একদিন নিশ্চই জাতি সমাপনীকে কৃতজ্ঞতা জানাবে। সেটাই দেখার আপেক্ষায় রইলাম।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.