নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জয়দেব করের লেখাজোকা

জয়দেব কর

অন্ধ আমি অন্ধকারে আলো কুড়াই,গন্ধরাজের গন্ধে মাতাল জীবন পোড়াই!

জয়দেব কর › বিস্তারিত পোস্টঃ

দুটি সুফী গল্প// ভাষান্তর: জয়দেব কর

২৮ শে মে, ২০১৮ বিকাল ৩:৩০

আসক্তিই দুঃখ
...................

একদিন জুনায়েদ তাঁর এক শিষ্যকে নিয়ে শহরের বাজার দিয়ে যাচ্ছিলেন। এটাই তার চলাচলের পথ, আর এই পথটি তিনি ব্যবহার করতেন। এমন সময় একটি লোক গরুকে দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে যাচ্ছিল। জুনায়েদ লোকটিকে থামতে বললেন। শিষ্যকে বললেন, 'আমি তোমাকে এই লোকটি ও গরুটি দিয়ে একটি শিক্ষা প্রদান করব।

জুনায়েদ একজন বিখ্যাত পীর। লোকটি থামল। তার মনেও কৌতূহল জমল যে তিনি তাঁর শিষ্যকে কী শিক্ষা দেন তা দেখার জন্য। জুনায়েদ তাঁর শিষ্যকে জিজ্ঞেস করলেন, ' কে কার বাধ্য? গরুটি কি ঐ মানুষের নিকট বাধ্য না কি মানুষটি গরুটির বাধ্য?' শিষ্য দ্রুত উত্তর দিলো, 'অবশ্যই, গরুটি লোকটির নিকট বাধ্য। লোকটি মালিক। তিনি দড়ি টেনে যেদিকে নিয়ে যাবেন গরুটিকে সেদিকেই যেতে হবে। এক কথায় গরুটি গোলাম আর লোকটি প্রভু।' জুনায়েদ 'এখন দেখো' বলে তাঁর কাঁচি বের করে দড়িটি কেটে দিলেন। সাথে সাথে গরুটি দিলো এক দৌড়।

অগত্যা লোকটিকে গরুর পিছনে দৌড়ানো শুরু করতে হলো। জুনায়েদ বললেন, ' এখন দেখো কী ঘটছে! কে মালিক? গরুটি এই লোকের প্রতি মোটেও আগ্রহী নয়, বরং পালাচ্ছে।' লোকটি খুব ক্ষুব্ধ হয়ে দৌড়ে দৌড়ে বলছিল, 'এটা কোন ধরনের নিরীক্ষা?' নিরুত্তাপ জুনায়েদ তাঁর শিষ্যকে বললেন, 'এই ঘটনাটিই তোমার মনের ক্ষেত্রে ঘটে।







স্বর্গীয় ফল

.........
একবার এক নারী কীভাবে যেন স্বর্গীয় ফলের বিশেষ গুণাগুণের কথা শুনেছিলেন। শোনার পর থেকেই এটি পাওয়ার আকুল বাসনা তার মনে জন্ম নেয়।

তারপর ফলের সন্ধানে তিনি তিনি একদিন সবর নামক এক দরবেশের কাছে যান এবং তাঁকে জিজ্ঞেস করেন , 'আমি কীভাবে স্বর্গের ফল পেতে পারি, যা দিয়ে আমি খুব দ্রুতই জ্ঞানলাভ করতে পারব?'

_ 'তোমাকে আমার কাছে থেকে অধ্যয়ন করতে হবে। আর তা না করতে চাইলে সারা পৃথিবী অবিরাম অবিচলভাবে ভ্রমণ করতে হবে।'

নারীটি সবরের কথা শুনে অন্যত্র সন্ধান শুরু করেন। প্রথমে যান জ্ঞানী আরিফের নিকট, তারপর ফকির হাকিমের নিকট, তারপর মিজাব নামক পাগলের কাছে, তারপর আলীম নামক বিজ্ঞানীর কাছে এবং এভাবে তিনি অনেকের কাছেই গেলেন।

ফলের সন্ধানে ত্রিশ বছর তার অতিবাহিত হলো। অবশেষে একদিন একটি বাগানে এসে পৌঁছলেন । আর এখানেই স্বর্গের গাছটি দণ্ডায়মান যার ডালে ঝুলে রয়েছে স্বর্গের উজ্জ্বল ফল। নারীটি অবাক হয়ে দেখলেন গাছটির পাশে দাঁড়িয়ে আছেন প্রথম দরবেশ সবর।

তাকে জিজ্ঞেস করলেন, ‘আমি যখন আপনার সাথে প্রথম দেখা করি তখন কেন বলেননি যে আপনি স্বর্গীয় বৃক্ষের তত্ত্বাবধায়ক?'

_'কারণ তুমি তখন আমাকে বিশ্বাস করতে না। আর তাছাড়া গাছটিতে ত্রিশ বছর ত্রিশ দিনে একবার ফল ধরে।'

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৩:৩৯

সোহাগ তানভীর সাকিব বলেছেন: অজেবাজে পোষ্টের ভিড়ে আপনার পোষ্টটি সত্যি অসাধারণ। শিক্ষণীয় দুটি গল্প হৃদয়স্পর্শী। এমন পোষ্ট ব্লগে খুব কম-ই পাওয়া যায়। আপনার গল্প দুটি পড়ে খুব-ই ভালো লেগেছে। সেই সাথে কিছু জ্ঞান লাভও হয়েছে।
মাঝে মাঝে-ই এমন পোষ্ট চাই। আপনার প্রতি রইল শুভ কামনা।

২৮ শে মে, ২০১৮ বিকাল ৫:৫৭

জয়দেব কর বলেছেন: ধন্যবাদ আপনাকে। এমন পোস্ট দেওয়ার চেষ্টা করব মাঝে মাঝে।

২| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৮

মোঃ ওমর ফারুক ১৯৮৮ বলেছেন: সুন্দর লিখেছেন।

২৮ শে মে, ২০১৮ বিকাল ৫:৫৭

জয়দেব কর বলেছেন: ধন্যবাদ।

৩| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৪:২৩

রাজীব নুর বলেছেন: আপেল গাছটির ছবিটা খুব ভালো লেগেছে।

৪| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৫:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন শিক্ষনীয় দুটি সুফি গল্পের জন্য অনেক অনেক ধণ্যবাদ।


ভাল লাগা শুভেচ্ছা আর +++++++

২৮ শে মে, ২০১৮ বিকাল ৫:৫৮

জয়দেব কর বলেছেন: ধন্যবাদ।

৫| ২৮ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সিম্বলিক ও শিক্ষণীয়...

০৪ ঠা জুন, ২০১৮ রাত ১২:০২

জয়দেব কর বলেছেন: ধন্যবাদ।

৬| ৩১ শে মে, ২০১৮ ভোর ৫:০৫

শাহানাজ সুলতানা অধরা বলেছেন: কয়েকবার পড়লাম, বেশ ভালো লাগলো।সময় করে পাতায় আসবেন।

০৪ ঠা জুন, ২০১৮ রাত ১২:০৩

জয়দেব কর বলেছেন: ধন্যবাদ। অবশ্যই আসব।

৭| ৩১ শে মে, ২০১৮ বিকাল ৪:১৩

এডভোকেট মোহাম্মদ শাহজাহান বলেছেন: জনাব, এই গল্প দুটো মূল কোন ভাষায় লেখা এবং মূল লেখক কে, জানাবেন?

০৪ ঠা জুন, ২০১৮ রাত ১২:০৪

জয়দেব কর বলেছেন: এগুলো প্রাচীন গল্প। লেখক অজ্ঞাত। আমি ইংরেজী থেকে অনুবাদ করেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.