নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জয়দেব করের লেখাজোকা

জয়দেব কর

অন্ধ আমি অন্ধকারে আলো কুড়াই,গন্ধরাজের গন্ধে মাতাল জীবন পোড়াই!

জয়দেব কর › বিস্তারিত পোস্টঃ

অসমাপ্ত খোলাচিঠি// জয়দেব কর

০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৪৩


মাননীয় প্রধানমন্ত্রী,
দেশসেবা এমনই এক বিষয় যা নেতা ও জনতাকে এক কাতারে নিয়ে আসতে পারে। জনতাকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার চেয়ে আর বড়ো কোনও প্রাপ্তি থাকতে পারে না একজন যথার্থ নেতার।

ছাত্র-জনতার সাথে একাত্ম হয়ে মন্ত্রী-আমলাসহ দেশসেবায় আপনিও নামুন রাজপথে। আর কিশোরদের মধ্য থেকে কিছু প্রতিকী মন্ত্রী বের করে আনুন যাদের থেকে অনেক কিছুই আমরা সকল বড়োরা, যারা রাজনীতিক, পরিবহন শ্রমিক, ছাত্র, পেশাজীবিসহ সকল স্তরের জনতা, তারা নিজেদের শোধরাতে পারব। এ আন্দোলন আমাদের আত্মসংশোধনের পথ খোলে দিয়েছে। বাচ্চাদের প্রতিপক্ষ করার কোনও দরকার নেই। জনতার সাথে মিশলে আপনিই পারবেন জনবান্ধব সড়ক-নিরাপত্তা আইন তৈরি ও বাস্তবায়ন করতে। এতে করে আপনার দালাল ও শত্রুরা মাঠছাড়া হয়ে যাবে যারা নিজেদের স্বার্থের জন্য আপনাকে ও এই দেশকে প্রতিপক্ষ করে তোলে।

খুনিদের বিচারে আওতায় নিয়ে আসার সাথে সাথে আন্দোলনকারীদের পীড়নকারী দানবদের বিচারের আওতায় নিয়ে না আসলে শত্রু-মিত্র নির্ণয়ে যে আপনি ঠকে যাবেন তাতে নিশ্চয়ই আপনি দ্বিমত হবেন না ।

এই আন্দোলনকে (নিহতদের স্মৃতির প্রতি উৎসর্গ করে) স্মরণ রেখে প্রতি বৎসর শোকাবহ আগস্টে ছাত্রদের নিয়ে নেমে পড়ুন রাজপথে গণপরিবহনের বিশুদ্ধি পরীক্ষায়।

মাননীয় প্রধানমন্ত্রী,
এই মনখারাপের সময়ে এলোমেলো কথার শেষে সামান্য একটি কথা বলতে চাই, শিশুদের ভাষা শ্রুতিকটু হলেও, তাদের হৃদয়ের ভাষা নির্ভুল। শিশুদের কোনও একটা সঙ্কটের খবর আমি দিলাম এ খবরটি বহু আগে জানিয়েছেন কবি, বাকিটুকু খুঁজে নিন আপনি ও আপনার সরকার_

মাঠের কাছে বিকেল আসে
ছড়িয়ে দিয়ে আলো
বন্ধুরা সব কেমন আছ
মাঠ কি আছে ভালো?

মাঠের চোখে জল জমেছে
বলছে না সে কথা
অবাক লাগে মুখর প্রাণের
অমন নীরবতা।

মাঠের সাথে ঘাটের সাথে
দেয়নি তো কেউ আড়ি
মাঠজুড়ে কে গড়ছে দেখো
আকাশ-ছোঁয়া বাড়ি।

মাঠের ওপর বাড়ির সারি
খেলব এখন কই?
মন খারাপের এই বিকেলে
একলা বসে রই।
.................................
মাঠ হারিয়ে যায় / #তুষার কর

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৪৮

কাওসার চৌধুরী বলেছেন: একসাথে দুইটি পোস্ট দিলেন!!!

২| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১:০৭

ইব্‌রাহীম আই কে বলেছেন: খোলা চিঠিটা অনেক সুন্দর ছিল, অনেক বিশ্লেষণ করেছেন এটা লেখার জন্য। ধন্যবাদ আপনাকে।

৩| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ২:২২

জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্দোলনের কিছু ছবি সংরক্ষণ করে রাখবার মতো। খোলা চিঠি দারুণ ছিলো।

৪| ০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:২৩

রাজীব নুর বলেছেন: আন্দোলন করার সাহস নেই, রাজ পথে আসার সাহস নেই। কি করে অন্য কে কল বলে সরকার বিরুদ্ধী আন্দোলন করতে??? শিক্ষার্থীরা আন্দোলন করুক সমস্যা নেই, তাদের সাথে ফোনালাপ কেন? আর বহিরাগত রা আসবে কেন? নীজেরা আন্দোলন করতে পারে না, অন্যের হাতে লবণ রেখে খাওয়ার মতো কু পরামর্শ দিচ্ছেন। এসব ঠিক নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.