নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভোরের তারা হয়ে একাকি পথ খুজি

ভোরের তারা

বিদগ্ধ অন্তরে বেদনার্ত আর্তনাদ কাদে। জমানো সুখটুকু নিঃশেষ হয়েছে বহুকাল। ভস্মটুকু তার পড়ে আছে অবহেলায়। কানামাছি দিনগুলো মনে পড়ে, মনে পড়ে অনাবিল সুখগুলো। সেই সব সুখ ধরা দিবেনা হয়তো আর।

ভোরের তারা › বিস্তারিত পোস্টঃ

আমার ট্রেনিংয়ের অভিজ্ঞতা-২

০৪ ঠা মে, ২০১০ রাত ১১:২৩

ট্রেনিং পর্বটা সত্যিই খুব উপভোগ করেছি। বিরক্ত লেগেছে কমই, তবে মাঝে মাঝেই দুপুরের পর ভাত ঘুম ধরতো। জেগে থাকা খুব কঠিন হয়ে যেত তখন। দুজন দক্ষ অভিজ্ঞ হোস্ট ট্রেনার ছিলেন আমাদের দিবারাত্রির সঙ্গী। ওহ ভুল বললাম, ইনাদেরকে ট্রেনার বলে না। এখন নতুন কনসেপ্টে ট্রেনারদেরকে বলা হচ্ছে ফ্যাসিলিটেটর। ফ্যাসিলিটেটররা অনেক বন্ধুবৎসল হয় তবে এরা উত্তর দেবার চাইতে প্রশ্ন করে বেশী। আর উত্তরটা তারা শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করেন। সব চেয়ে বড় কথা সমগ্র ট্রেনিংটাকে তারা প্রানবন্ত আনন্দময় করে তুলতে পেরেছিলেন।



তবে এদের জ্ঞান বেশ হাই থটের আর বৈজ্ঞানিক পদ্ধতিতে শিক্ষা দান করে থাকেন। পড়ানোয় রয়েছে দারুন চমক যা ছাত্র ছাত্রীদের ধরে রাখে। সবার অসাধারন দখল আছে যার যার নিজের বিষয়ের উপর। ফ্যাসিলিটেটররা লেকচার শুরু এবং শেষ করে ব্যাঙ(BANG) দিয়ে অর্থাৎ মজার মজার গল্প কৌতুক গেমস দিয়ে। আমাদের সবার ভিতরে বসবাস করা শিশুটা তখন বেরিয়ে আসে। হাসতে হাসতে একজন আরেক জনের উপর গড়িয়ে পড়ে। মনে মনে ভাবি ম্যাচিউরড সব শিক্ষিত ছেলে মেয়ে অথচ বাচ্চাদের মত গেমস খেলার জন্য পাগল!!! উনারা আমাদের কখনও কখনও প্রকৃতির মাঝে নিয়ে গেছেন ক্লাস করাতে। সবাইতো তখন আনন্দে আত্মহারা।



প্রতিদিন ক্লাস শুরু হোত মর্নিং রিফ্লেকশন দিয়ে। আমাদের একুশ জনকে চারটি গ্রুপে ভাগ করে দেয়া হয়েছিল। প্রতিটি গ্রুপ থেকে একজন তাদের মর্নিং রিফ্লেকশনে বলতো সে কেমন আছে এবং তার গ্রুপের অন্য সদস্যরা কেমন আছে, কত রাত পর্যন্ত কাজ করেছে ইত্যাদি। তারপর শুরু হোত মিনিভার্সিটি কার্যক্রম। এই মিনিভার্সিটিতে ছিল অনেক গুলো অনুষদ। কিন্তু আমাদেরকে চারটি অনুষদের উপর পারফর্ম করতে হোত। এগুলো হল- লেকচার,কোটেশন, লার্নিং এবং কার্টুন।



একেকদিন একেকটা গ্রুপের উপর ভার পড়তো মিনিভার্সিটি পরিচালনার। যে গ্রুপের উপর ভার পড়তো, তাদের থেকে একজন এসে পুরো সেশনটা উপস্হাপনা করতো। প্রথমে তারা তাদের গ্রুপ থেকে একজন সভাপতি বানাতো। তারপর ওই গ্রুপকে আহবান করতো যাদের লার্নিং প্রদর্শন করার কথা। ওই গ্রুপ তখন পোস্টারে লিখে নিয়ে আসতো তাদের লার্নিং গুলো(আগের রাতেই পোস্টার তৈরী করে রাখা হোত)। গতকাল সারাদিন ক্লাসে সবাই যা শিখেছে তা থেকে যে কোন একটি শিক্ষা বা লার্নিং ছুটির আগে এক টুকরো কাগজে লিখে সবাই জমা দিত। আর সেই সব কাগজ থেকে বাছাই করা লার্নিং গুলো পোস্টারে ঠাই পেত।



এরপর ঐ গ্রুপকে আহবান করা হোত যাদের কোটেশন প্রদর্শন করার কথা। ওরা এসে পোস্টারে কোটেশনটি দেখাতো। ঐ গ্রুপ আগের দিন ক্লাসে ওত পেতে থাকতো শিক্ষকদের সেরা উক্তিটি ধরবার জন্য। কোটেশন গুলো যে সব সময় শিক্ষনীয় হবে এমন কোন কথা নেই, কোন মজাদার হাসির কথাও হতে পারে। যেমন একবার আমাদের চিফ ফ্যাসিলিটেটর বলে ফেলেছিলেন- "আমার এখন খুশীতে নাচতে ইচ্ছা করছে"। পরদিন এই কথাই হয়ে গেল কোটেশন। পয়তাল্লিশ উর্ধ্ব বেচারাতো বেশ বিব্রতকর পরিস্হিতিতে পড়ে গেলেন। কিন্তু কিছু বললেন না। চুপচাপ থাকাই বুদ্ধিমানের কাজ!!!



এরপরের গ্রুপ আসতো লেকচার নিয়ে। লেকচারের বিষয়বস্তু আগের দিনই ক্লাসে দিয়ে দেয়া হোত। যেমন-ভয়, শূন্য,ক্ষুধা,গতি। কয়েক জন মিলে লেকচারটা তৈরী করতো আর স্পিচ দিত একজন।



এরপরের গ্রুপ আসতো তাদের অঙ্কিত কার্টুন নিয়ে। কার্টুনের থিম বের করা ছিল জটিল ব্যপার। আর এই কাজের দায়ভার সাধারনত আমিই নিতাম। (ট্রেনিং এর শেষ দিন কার্টুন প্রতিযোগিতায় আমিই প্রথম স্হান পাই :P :!> :#> )



লেখাটা বোরিং হয়ে যাচ্ছে:( পরের পর্বেই শেষ কররে ফেলব।



চলবে.....।

মন্তব্য ৬৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১০ রাত ১১:২৬

গুরুজী বলেছেন: পুপি

০৪ ঠা মে, ২০১০ রাত ১১:৪০

ভোরের তারা বলেছেন: এই প ভাষা বুঝতে পারছি না:(

২| ০৪ ঠা মে, ২০১০ রাত ১১:৩১

দুরন্ত স্বপ্নচারী বলেছেন: লেখাটা বোরিং না। আপনি বোরিং টপিক সিলেক্ট করেছেন ;)

ট্রেনিং কত দিনের ছিল? আমার সেকেন্ড জবে টানা ছয় মাসের ইনহাউজ ট্রেনিং ছিল। কখনো সরাসরি, কখনো ভিডিও কনফারেন্স করে টেক্সাস থেকে ট্রেনিং দিত। সে যে কি ডিজগাস্টিং একটা সময় গেছে.........!

০৪ ঠা মে, ২০১০ রাত ১১:৫৩

ভোরের তারা বলেছেন: হুম টপিকটা বোরিং তবে আমি ট্রেনিংটা এনজয় করেছি। গৎবাধা জীবনের বাইরে কয়েকটা অন্যরকম দিন!!!আমার ট্রেনিং মাত্র ২ সপ্তাহের ছিল। খাটিয়েছে প্রচুর তবে আনন্দে কেটেছে সময়। আপনার ট্রেনিং প্রক্রিয়া শুনেই ভয় লাগছে!!! আমার ট্রেনিং এত জটিল কিছু ছিল না। এটা নন ট্যাকনিকেল পারসনদের জন্য ছিল। ট্রেইনিরা সবাই ভবিষৎ ফ্যাসিলিটেটর হবে। যদিও আমি ওখানে একমাত্র ব্যাতিক্রম ছিলাম। এখানে নলেজ,প্রেজেন্টেশন আর ভেলুস এর উপর জোর দেয়া হয়েছে।

৩| ০৪ ঠা মে, ২০১০ রাত ১১:৪২

দুরন্ত স্বপ্নচারী বলেছেন: গুরুজী, পুত্তম পিলাচটা (পুপি) আপ্নের হৈলো ক্যাম্নে? আমারডা কই গেল তাইলে?

০৫ ই মে, ২০১০ রাত ১২:০২

ভোরের তারা বলেছেন: (দেবু) = দেরীতে বুঝলাম /:)

৪| ০৪ ঠা মে, ২০১০ রাত ১১:৫১

বড় বিলাই বলেছেন: কার্টুনটা দেখতে মন চায় তো।:)

০৪ ঠা মে, ২০১০ রাত ১১:৫৯

ভোরের তারা বলেছেন: আপু ওটাতো ঐখানেই রেখে আসছি। তবে চেষ্টা করব আমার আকা কিছু ছবি দিয়া একটা পোস্ট দিতে:)

৫| ০৪ ঠা মে, ২০১০ রাত ১১:৫৭

বাবুনি সুপ্তি বলেছেন: বাহ মজার তো ট্রেনিং টা :)

০৫ ই মে, ২০১০ রাত ১২:০৪

ভোরের তারা বলেছেন: ট্রেনিং টা আসলেই মজার ছিল। কেমন আছেন বাবুনি বাবু?

৬| ০৫ ই মে, ২০১০ রাত ১২:২০

পারভেজ বলেছেন: বিদেশী ইনস্ট্রাকটর নাকি?

০৫ ই মে, ২০১০ সকাল ৮:৪৫

ভোরের তারা বলেছেন: না ভাইয়া খাটি দেশী। তবে তাদের ডেলিভারী টাইল কিছুটা বিদেশীদের মত। চীফ ফ্যাসিলিটেটরতো তার স্বরচিত গান জোর করে আমাদের দিয়ে গাইয়েছে পর্যন্ত, তবে লোকটার মন ভাল, খুব হেল্পফুল।

৭| ০৫ ই মে, ২০১০ রাত ১২:৪৭

সোমহেপি বলেছেন: একটা কঠিন সমালোচনা আছে আপনার কপালে

০৫ ই মে, ২০১০ সকাল ৮:৪১

ভোরের তারা বলেছেন: খাইছে ভয় পাইছি :(

৮| ০৫ ই মে, ২০১০ ভোর ৫:৪৭

স্তব্ধতা' বলেছেন: শুদ্ধি: ট্রেইনার দের ফ্যাসিলিটেটর বলার রেওয়াজটা আমাদের দেশে নিদেন পক্ষে দশ বছর আগে শুরু হয়েছে।আপনার উপভোগ ভালো লাগছে।

০৫ ই মে, ২০১০ সকাল ৮:৩৯

ভোরের তারা বলেছেন: আমি নিতান্তই নতুন এই ট্রেনিং ব্যপারটাতে। তাই যাই দেখি তাই আমার কাছে নতুন মনে হছে।

৯| ০৫ ই মে, ২০১০ সকাল ৭:১৩

পুরাতন বলেছেন: ভালোই মজা কর্ছেন :)

০৫ ই মে, ২০১০ সকাল ৮:৪০

ভোরের তারা বলেছেন: হুম। অনেক দিন পর গৎবাধা জীবনের বাইরে একটু অন্য রকম সময় কাটলো:)

১০| ০৫ ই মে, ২০১০ সকাল ৮:২৭

নুরুন নেসা বেগম বলেছেন: শুভকামনা।

০৫ ই মে, ২০১০ সকাল ৮:৪০

ভোরের তারা বলেছেন: অনেক ধন্যবাদ আপু। আপনাকেও শুভকামনা।

১১| ০৫ ই মে, ২০১০ সকাল ৯:২৮

আকাশটালাল বলেছেন: আপু, ডাইনী আপুকে বলছি, আমাকে NEWZEALAND নিয়ে যেতে। এখনো answer দেই নাই.....:(

আপনি একটা জব দিবেন.....:( ???

০৫ ই মে, ২০১০ রাত ৮:১৯

ভোরের তারা বলেছেন: আমিতো বাংলাদেশে বসবাস করি।

১২| ০৫ ই মে, ২০১০ সকাল ১১:৫৯

আকাশটালাল বলেছেন: আপু, আপনার চোখগুলো খুব সুন্দর।

০৫ ই মে, ২০১০ রাত ৮:২০

ভোরের তারা বলেছেন: ধন্যবাদ।

১৩| ০৫ ই মে, ২০১০ রাত ৮:৫৬

দুরন্ত স্বপ্নচারী বলেছেন: ট্রেনিংটা কতদিন আগের ঘটনা?

০৫ ই মে, ২০১০ রাত ১১:৪৯

ভোরের তারা বলেছেন: মাত্র ছয় দিন আগের ঘটনা

১৪| ০৫ ই মে, ২০১০ রাত ১১:৫৫

দুরন্ত স্বপ্নচারী বলেছেন: ট্রেনিং শেষ না? ট্রেনিংয়ের জন্য আপনাদের আলাদা টাকা ছিল?

আমি আবার জব রিলেটেড কোন কিছুই টাকা ছাড়া ভাবতে পারি না। একবার 'ব্যাটন রৌজে' বুফে ডিনার খাওয়াবে অফিস থেকে। যেহেতু ওটা অফিস টাইমের পরে, তাই জিজ্ঞেস করলাম, 'খাইতে গেলে টাকা দেবেন কিনা?'

আর একবার তো বুফের প্রস্তাব নাকচ কইরা দিলাম অফিস আওয়ারের বাইরে বলে। ;)

ওহ, আমার ২য় পর্ব ছাপাইছি কিন্তু, আইসেন।

০৬ ই মে, ২০১০ রাত ১২:১৬

ভোরের তারা বলেছেন: ট্রেনিংয়ের জন্য আমাদের আলাদা টাকা ছিল না। থাকা, খাওয়া সব ফ্রি ছিল তবে যাতায়াত ভাড়া দিবে। বোনাস হিসাবে কার্টুন একে বই পুরস্কার পাইছি।
উল্টো শুনলাম আমাদের পিছনে সাড়ে ৩ লাখের উপর টাকা খরচ করছে নাকি।

বস এত টাকা দিয়া কি করবেন? বেশী হয়ে গেলে আমরাতো আছি।

১৫| ০৫ ই মে, ২০১০ রাত ১১:৫৮

দূর্ভাষী বলেছেন: আগামী নয় তারিখ থেকে আমাকে একটা ট্রেনিং ফ্যাসিলিটেট করতে হবে। টানা ১১ দিন অবশ্য আরও তিনজন সহযোগী থাকবে, প্রতিদিন আটঘন্টা করে সেশন। মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার নিরক্ষর শিক্ষকদের কম্পিউটার প্রশিক্ষক হিসাবে তৈরী করতে হবে যেন তারা ফিরে গিয়ে ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষন দিতে পারেন। গত মাসেও এমন একটা ব্যাচ বের করলাম।

০৬ ই মে, ২০১০ রাত ১২:২০

ভোরের তারা বলেছেন: ভাইয়া আপনিতো দেখি পুরাই বস পাবলিক। তবে মহৎ কাজে এভাবে নিজেকে বিলিয়ে দেবার মধ্যেও সুখ আছে।

১৬| ০৬ ই মে, ২০১০ রাত ১:২২

বাবুনি সুপ্তি বলেছেন: ভাল আছি আপু। আপনি? কবে শেষ হবে ট্রেনিং? আর কতদিন? :)

০৬ ই মে, ২০১০ সকাল ৯:২৪

ভোরের তারা বলেছেন: আমিও ভাল আছি। ট্রেনিংতো শেষ, এখন স্মৃতি রোমন্থন করছি।

১৭| ০৬ ই মে, ২০১০ রাত ১০:৩০

আকাশটালাল বলেছেন: আপনি যে company তে জব করেন ঐ company তে একটা জব দিবেন :(:(:(:(:(:(:(

০৬ ই মে, ২০১০ রাত ১১:৪৩

ভোরের তারা বলেছেন: এদের অফিসিয়াল সাইটে কিন্তু প্রায়ই জবের এ্যাড থাকে, ট্রাই করতে পারেন।
http://www.brachrd.org

১৮| ০৯ ই মে, ২০১০ রাত ১:৩২

শ্রাবণ এর বৃষ্টি বলেছেন: চমৎকার লাগল, নতুনত্ব আছে।

অ ট : আপনার প্রোফাইল পিকচার দেখলে মনে হয় মনিটরের কোন জানালা দিয়ে উঁকি দিচ্ছেন, সব দেখে ফেলবেন। =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০৯ ই মে, ২০১০ সকাল ১১:০৩

ভোরের তারা বলেছেন: হা হা হা। সুন্দর মন্তব্য।আসলেই তাই সব দেখে ফেলব!!!

১৯| ০৯ ই মে, ২০১০ সকাল ১১:৪৭

আরিয়ানা বলেছেন: আমি ঢাকায় আপনি কোথায়?

১০ ই মে, ২০১০ সকাল ৮:৪৩

ভোরের তারা বলেছেন: আপনি ঢাকায়!! ওয়াও!!! আমিতো ঢাকার স্হায়ী আপু। এবারওকি কোন আড্ডার প্ল্যান করা যায়? আর যদি না যায় তবে আমার বাসায় দাওয়াত রইলো:)

২০| ১০ ই মে, ২০১০ সকাল ৮:৫৪

আরিয়ানা বলেছেন: আপনারা মিলেএকটা আড্ডার ব্যবস্থা করুন তাহলে ভাল হতো। ২০ শে মে চলে যাবোতো।

১০ ই মে, ২০১০ সকাল ৯:১১

ভোরের তারা বলেছেন: এত কম সময়!!!

আমি ট্রাই করব। দূর্ভাষী ভাইকে জানাচ্ছি উনি এগুলো ভাল ম্যানেজ করতে পারেন :) আমিতো আবার একটু লুকিয়ে থাকা টাইপের মানুষ :!> :#>

২১| ১১ ই মে, ২০১০ বিকাল ৩:০২

আকাশটালাল বলেছেন: আপু, আমিও দেখা করবো আপনাদের সাথে ;););)

১১ ই মে, ২০১০ বিকাল ৩:৫৯

ভোরের তারা বলেছেন: যদি আড্ডা হয় তবেই না!! কিন্তু আড্ডারতো কোন উদ্যাগ দেখছি না

২২| ১১ ই মে, ২০১০ বিকাল ৪:৩৪

আকাশটালাল বলেছেন: গতকাল আমার birthday ছিলো :):):)

১১ ই মে, ২০১০ রাত ১০:৩৪

ভোরের তারা বলেছেন: birthday তে অনেক অনেক শুভ কামনা রইল:)

২৩| ১১ ই মে, ২০১০ রাত ১১:২২

নীলান্জনার খোজে বলেছেন: আপনার বর্ণনা শোনে আপনার সাথে class করতে আমার খুব ইচ্ছে করছে :D , সাথে নিবেন....

১১ ই মে, ২০১০ রাত ১১:২৫

ভোরের তারা বলেছেন: হা হা হা ক্লাশতো শেষ হয়ে গেছে।

২৪| ১৩ ই মে, ২০১০ সকাল ৮:৪৬

আরিয়ানা বলেছেন: খবর কি?

১৩ ই মে, ২০১০ রাত ৮:০৩

ভোরের তারা বলেছেন: এইতো চলছে। ঢাকার দিন গুলো কেমন কাটছে?

আড্ডার আয়োজনের জন্য আমি দূর্ভাষী ভাই, একরামুল হক শামীম ভাইকে বলেছি। শামীম ভাই ২১ তারিখের কথা বললেন তবে আপনার সময় কম জেনে সবাই একটু ভাবনায় পড়ে গেছে।

ধানমন্ডী ২৭ এ, বার-বি-কিউ-চিকেনে কাশ্মিরী ফালুদা পাওয়া যায়। আমার খুব পছন্দ, আপনিও টেস্ট করে দেখতে পারেন:)

২৫| ১৩ ই মে, ২০১০ সকাল ৮:৫৮

নুরুন নেসা বেগম বলেছেন: ভাল আছেন তো?

১৩ ই মে, ২০১০ রাত ৮:০৪

ভোরের তারা বলেছেন: আমি ভাল আছি আপনি কেমন আছেন আপু:)

২৬| ১৩ ই মে, ২০১০ রাত ৯:৩৯

শরীফ িবিড বলেছেন: আপনার ট্রেনিং এর বর্ণনা পড়তে পড়তে আমার ঐ organization-এ চাকুরী করা কালীন ২০০৩ ও ২০০৪ সাল জুড়ে বিভিন্ন টার্কে বিভিন্ন ট্রেনিং এর কথা মনে পড়ে গেল। আমি এখন অন্য একটি INGO তে কর্মরত। ঐ organization এর মাধ্যমে উন্নয়ন সংস্থায় আমার কাজ শুরূ এবং ঐ ব্যতিক্রমি ট্রেনিংগুলো (তখনকার পরিপেক্ষিতে) সত্যিই ভোলার নয়।

১৩ ই মে, ২০১০ রাত ১১:১৩

ভোরের তারা বলেছেন: বাহ বেশ মজারতো!!! আপনার এবং আমার একই organization এ কাজ করার অভিজ্ঞতা হয়েছে। আসলেই ট্রেনিংগুলো বেশ ব্যতিক্রমি এবং ভালই লাগে।

২৭| ১৪ ই মে, ২০১০ রাত ২:৩২

শরীফ িবিড বলেছেন: ভোরের তারা হয়ে একাকি পথ খুজি ।

একাকি কেন? কাউকে সাথে নিয়ে নেন খুজতে সুবিধা হবে।

১৪ ই মে, ২০১০ সকাল ১০:১১

ভোরের তারা বলেছেন: এই একাকিতো সেই একাকি নয়। চিন্তা,চেতনার,ভাবনার একাকিত্ব

২৮| ১৪ ই মে, ২০১০ সকাল ১১:৩৮

তাজা কলম বলেছেন: প্রশিক্ষণ মজাদার না হলে সত্যিকার অর্থেই শেখা যায় না তেমনটি করে। বাংলাদেশেও যে প্রশিক্ষণ প্রদান রীতি আধুনিকায়ন হয়েছে তা জেনে ভাল লাগল।

১৪ ই মে, ২০১০ দুপুর ১২:৩২

ভোরের তারা বলেছেন: জ্বী ভিতরে ভিতরে অনেক কিছুতেই গোপন বিপ্লব ঘটে গেছে। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

২৯| ১৪ ই মে, ২০১০ রাত ৯:৪৫

মে ঘ দূ ত বলেছেন: আমার মনে হয় বাংলাদেশের প্রথাগত শিক্ষাপদ্ধতিও এমনটাই হওয়া চায়। এমন স্বতঃষ্পুর্ত এবং প্রাণবন্ত। শুধু মুখস্থ পড়া আর ওগলে দেওয়া নয়।

আপনি নিশ্চই ভালো কার্টুন আঁকেন। কয়েকটি নমুনা দিলে কিন্তু মন্দ হতো না :)

আর লেখাটা মোটেও বিরক্তিকর হয়নি।

১৪ ই মে, ২০১০ রাত ১১:১৬

ভোরের তারা বলেছেন: আপনার সুন্দর সুন্দর মন্তব্যে আমি কৃতজ্ঞ। দেখি নিজের আকা ছোটবেলার কিছু ছবি পোস্ট দেয়া যায় কিনা।

৩০| ১৫ ই মে, ২০১০ সকাল ১০:০২

শ্রাবনসন্ধ্যা বলেছেন: ট্রেনিং তো মনে হচ্ছে অনেত মজার ছিল। আমার নিজেরই ইচ্ছে করছে ওরকম একটা ট্রেনিং করতে। বোরিং লাগছে না।:)

১৫ ই মে, ২০১০ বিকাল ৫:০২

ভোরের তারা বলেছেন: আসলেই আপু অনেক মজার ছিল:)। চমৎকার একটা স্মৃতি হয়ে থাকবে।

৩১| ২০ শে মে, ২০১০ সকাল ৯:২৮

কাব্য বলেছেন: আমার ল্যাইগ্গা একটা কার্টুন আঁইকা দেনদি। আমার কাছে ইমোটিকন,কার্টুন এইগুলা জুশ লাগে (ডান্স) (কোরাস)

২০ শে মে, ২০১০ রাত ৮:৫৮

ভোরের তারা বলেছেন: বড়ই আইলসামি লাগে

৩২| ৩০ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:১১

সুরঞ্জনা বলেছেন: আপনি কার্টুন আঁকতে পারেন? তো হয়ে যাক একটা কার্টুন প্রদর্শনী।

৩০ শে মে, ২০১০ রাত ৯:০২

ভোরের তারা বলেছেন: দিদি আমার আকা কার্টুন আর রিয়েলিস্টিক ছবির মধ্যে কোন পার্থক্য নাই। বুঝেন তাহলে কেমন আকিয়ে /:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.