নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যুবাইর বাংলা

আলোকচিত্রি

যুবাইর বাংলা › বিস্তারিত পোস্টঃ

হিংস্রতা

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৬

বাংলাদেশ, আমাদের স্বপ্ন আমাদের গর্ব আমাদের অহংকার। কিন্তু সেই স্বপ্নটা আজ ক্ষত-বিক্ষত। সেই গর্বটা আজ হারিয়ে গেছে। অহংকার তা আজ ধুলোয় মিশে গেছে। শ্রমিকের রক্তে লাল হয়ে গেছে এই দেশ। তাদের পচাগলা লাশে চারদিকে শুধুই হাহাকার। তবুও বেচে আছে স্বপ্নটা। গর্বটা যেন ফিরে আসতে চায় মেহনীতি মানুষের ঘাম হয়ে। তীব্র বেথা নিয়ে অহংকারটা যেন মাথা পেতে দাড়িয়ে থাকতে চায়।



কিন্তু তা কি করে সম্ভব? দেশটাকে যে ক্ষত-বিক্ষত করে চলেছে এক দল লোভী হায়েনা। তাদের লোভের কড়াল গ্রাসে আজ প্রতিটি মানুষ আহত। এতটাই আহত, যে আজ কেউই মাথা তুলে দাড়াতে পারছেনা। কেউ যদি সামান্য মাথা তুলে দাড়ানোর চেষ্টা করে, তাহলে তাকে চলে যেতে হচ্ছে নিষ্টুর হায়েনার মুখে। এটা যে নিষ্ঠুর হায়েনার রাজত্ব। এখানে কারো কথা বলার অধিকার নেই।



অধিকার নেই তাদের বাধা দেবার। শুধু চেয়ে চেয়ে দেখতে হবে, তাদের হিংস্রতা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.