![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে। কিছুক্ষন আগে হঠাৎই অন্ধকার ঘনিয়ে এলো। এইমাত্র শুরু অঝোরে বৃষ্টি।
অনেকদিন বৃষ্টিতে ভিজি না। আজ খুব ইচ্ছে করছে বৃষ্টিতে ভিজতে। কিন্তু আমার বাসার ছাদে তালা লাগানো। চাইলেও ছাদে যেতে পারব না। বৃষ্টিতে ভিজতে হলে রাস্তায় যেতে হবে। রাস্তায় যেয়ে তো আর বৃষ্টিতে ভেজা যায় না।
মনে হচ্ছে অনেকক্ষন বৃষ্টি হবে। প্রচুর বৃষ্টিপাত দেখেই বোঝা যাচ্ছে। আমার অবশ্য ব্যাঙ্কে যাবার দরকার ছিল। কিন্তু এই বৃষ্টিতে তো আর সেটা সম্ভব নয়। কি আর করা! ঘরে বসেই কাটিয়ে দিতে হবে সময়টা।
এই সময় 'তাল' ছবিটা দেখতে পেলে ভালো হতো। বৃষ্টির সাথে ঐশ্বরিয়ার নাচের দৃশ্যগুলো দারুন!
১৮ ই জুন, ২০১০ সকাল ১১:২৫
জুজু বুড়ি বলেছেন: এটা ঠিক বলেছেন। যারা রাস্তায় আটকে গেছেন তাদের জন্য খুব কষ্টের। আমি গতকাল দুইবার বাইরে গিয়েছি। রাস্তায় কাদার জন্যে হাটার পরিবেশ নেই। রিক্সাও নেই।
তবে যতক্ষন বাসায় ছিলাম, বৃষ্টি ভালো লেগেছে।
২| ২২ শে জুন, ২০১০ রাত ১২:৫০
আর.এইচ.সুমন বলেছেন: আজ এই বৃষ্টির কান্না শুনে......
মনে পরলো তোমায়.....বুড়ি
গান টা কেমন লাগে আপনার ???
২২ শে জুন, ২০১০ রাত ১:০০
জুজু বুড়ি বলেছেন: মনে পরলো তোমায়.....বুড়ি
এই লাইন কোথায় পেলেন?
৩| ২২ শে জুন, ২০১০ রাত ১:০৮
নৈশচারী বলেছেন: আমিও অনেকদিন বৃষ্টিতে ভিজি না!
২২ শে জুন, ২০১০ রাত ১:১০
জুজু বুড়ি বলেছেন: আজকাল প্রায়ই বৃষ্টি হয় কিন্তু ভেজার সুযোগ হয় না। তাছাড়া যখন তখন ভিজলে জ্বর হতে পারে সে ভয়ও করে।
৪| ২২ শে জুন, ২০১০ রাত ১:৩৫
সুরঞ্জনা বলেছেন: আমারও বৃষ্টিতে ভিজতে ভাল লাগে। ছাদে যদিও তালা নেই তবে ছাদের কিছু অংশ জুড়ে এক পরিবারের বাস। আমাকে ভিজতে দেখলে তারা ভিরমি খেয়ে নির্ঘাত ভাববে বুড়ি কি পাগল হল? তাই আর ভেজা হয়না।
২২ শে জুন, ২০১০ দুপুর ২:১১
জুজু বুড়ি বলেছেন: বুড়ি হলে কি আর মন থাকে না?
আপনাকেও দেখি জুজু বুড়িতে ধরেছে
৫| ২২ শে জুন, ২০১০ রাত ১:৫৮
রাজসোহান বলেছেন: ও
২২ শে জুন, ২০১০ দুপুর ২:০৯
জুজু বুড়ি বলেছেন:
৬| ২২ শে জুন, ২০১০ রাত ২:১৫
বাবুনি সুপ্তি বলেছেন: আমার আবার ভিজতে ইচ্ছে করছে।
২২ শে জুন, ২০১০ দুপুর ২:১০
জুজু বুড়ি বলেছেন: কিছুক্ষন আগেই তো বৃষ্টি হলো। ভিজলেই পারতে। দারুন সুযোগ ছিল।
৭| ২২ শে জুন, ২০১০ বিকাল ৪:৫৮
শায়মা বলেছেন: আমি ভিজিনা। গলা বসে যায়।
২২ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:৩৭
জুজু বুড়ি বলেছেন: তাহলে না ভেজাই উচিত।
৮| ২২ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:১৭
শিকল বলেছেন: অনেক সুন্দর
২২ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:৩৮
জুজু বুড়ি বলেছেন: থ্যাঙ্ক ইউ। তোমার ব্লগে তো কবিতা ছাড়া কিছু দেখলাম না।
৯| ২২ শে জুন, ২০১০ রাত ৯:২০
ডাইনী বুড়ী বলেছেন: কেন যে সবাই বৃষ্টি নিয়ে লেখে ... আমার বুঝি মন খারাপ হয়না? ... কত্ত বছর ভিজিনা!!
২২ শে জুন, ২০১০ রাত ১০:৩৬
জুজু বুড়ি বলেছেন: কানাডায় শিশির বৃষ্টি হয় না? তুমি দেশে চলে আসছো না কেন? তোমার মত মেধাবী দেশে বড্ড দরকার।
১০| ২৩ শে জুন, ২০১০ সকাল ১০:৩৬
শিকল বলেছেন: @জুজু বুড়ি: এখন সেফ মুডে আসি নাই ...আসার পর লিখব
২৪ শে জুন, ২০১০ রাত ৮:৪৮
জুজু বুড়ি বলেছেন: সেইফ হবার পরে কি শুধু পলিটিক্যাল পোস্ট লিখবা?
১১| ২৪ শে জুন, ২০১০ রাত ৩:০৭
ডাইনী বুড়ী বলেছেন: এখনো বৃষ্টি হচ্ছে - খুব ঘ্যানঘ্যানে ঠান্ডা বৃষ্টি। সেই ঝুম বৃষ্টি কোথায় পাবো?? আমার বাসার চারপাশটা খুব সবুজ - সেই খুব চেনা ভেজা সবুজ গন্ধ আসছে। আমি স্লাইডিং ডোর দিয়ে ব্যাক ইয়ার্ডে বৃষ্টি দেখছি আর স্টিভ ভাই এর গিটার শুনছি। জোশ লাগছে।
২৪ শে জুন, ২০১০ রাত ৮:৫০
জুজু বুড়ি বলেছেন: আজ বৃষ্টি হয়নি। আজ কোন মজা হয়নি।
তুমি যাদের গান শোন আমি তাদের নামও শুনিনি কখনো।
১২| ২৪ শে জুন, ২০১০ রাত ৮:৫২
নিমা বলেছেন: আমি বৃষ্টিত্ব বিজবো..............
০৮ ই জুলাই, ২০১০ রাত ১১:০৮
জুজু বুড়ি বলেছেন: শুভ হোক বৃষ্টিতে ভেজা।
১৩| ২৪ শে জুন, ২০১০ রাত ৮:৫৭
'লেনিন' বলেছেন: সময় পেলেই ঝুম বৃষ্টিতে ভিজি মজাই আলাদা আর নিয়াজ মোহাম্মদ চৌধুরি'র(শিল্পীর নাম এটাই মনে হয়) গানটা বেশ ভালো লাগতো।
আজ এই বৃষ্টির কান্না দেখে
মনে পড়ে যায় তোমাকেই
বৃষ্টি ঝরা এ প্রহর
যেন.....
০৮ ই জুলাই, ২০১০ রাত ১১:০৯
জুজু বুড়ি বলেছেন: গানটা আমার খুব প্রিয়। ধন্যবাদ।
১৪| ২৫ শে জুন, ২০১০ রাত ১:১৫
ডাইনী বুড়ী বলেছেন: ট্রাই কর - অন্যরকম
০৮ ই জুলাই, ২০১০ রাত ১১:০৯
জুজু বুড়ি বলেছেন: সুন্দর তো। ডাইনী বুড়ি, থ্যাঙ্কস।
১৫| ২৮ শে জুন, ২০১০ রাত ১০:৩৪
সত্যবাদী মনোবট বলেছেন: ভিজতে চাই, ভিজতে গেলে দেখি বৃষ্টি নাই
আমি বৃষ্টিরে অনেক ভালা পাই..... Click Here
০৮ ই জুলাই, ২০১০ রাত ১১:০৮
জুজু বুড়ি বলেছেন: আজও অনেক বৃষ্টি হয়েছে। আজও ভিজতে পারলাম না।
©somewhere in net ltd.
১|
১৭ ই জুন, ২০১০ সকাল ১০:৫৪
পারভেজ বলেছেন: যারা রাস্তায় আটকে গেছে তাদের জন্য বৃষ্টিটা মোটেই সুখকর নয়।
তবে ঝুম বৃষ্টির টানটা অন্যরকম, এটা ঠিক।