নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখক -- সাংবাদিক -- ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সভাপতি -- \'সমকালীন যুক্তিবাদ\' ও \'নব্য সমাজতন্ত্র\'-এর প্রতিষ্ঠাতা

যুক্তিবাদী্‌ প্রবীর ঘোষ

সভাপতি, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি

যুক্তিবাদী্‌ প্রবীর ঘোষ › বিস্তারিত পোস্টঃ

আন্তর্জাতিক নারী দিবস - কয়েকটি কথা

১৮ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪৯

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কয়েকটি কথা বলতে চাই-

১) অঞ্চলভেদে, সম্প্রদায়ভেদে নারীরা কোথাও মুক্ত, কোথাও শৃঙ্খলিত।

২) ভারতের উত্তর-পূর্বাঞ্চলের প্রদেশগুলোতে নারীরা মুক্ত, পুরুষরা নারীদের পরাধীন। পুরুষরা বাড়ির কাজকর্ম দেখেন। আর নারীরা বাজার-হাট, দোকান-পাট সব চালান এবং তাঁরাই রোজগার করেন। এবং পুরুষরা ও নারীরা প্রায়শই বহুগামী।

৩) গো-বলয় বিস্তীর্ণ অঞ্চলে নারীরা পুরুষতান্ত্রিকতার বেড়াজালে আবদ্ধ।

৪) এদেশের অবাঙালি মুসলিম সমাজে নারী স্বাধীনতার অত্যন্ত অভাব। তাদের বোরখা পরতে হয়। তাদের ওপর দেওর থেকে শ্বশুর যৌন-নিপীড়ন করলে তাও সহ্য করতে হয় প্রতিবাদহীনভাবে।

৫) বড় বড় সমাজবিরোধীর প্রত্যেকেই জাত-ধর্ম-নির্বিশেষে একাধিক বউ রাখে। বেশ কয়েকজন রক্ষিতা পোষে। ক্যাবারে-বারে রাত কাটিয়ে আসে।

৬) সাধারণভাবে ধনী পরিবারের মেয়েরা চূড়ান্তভাবে স্বাধীন। না রান্না-বান্নার দায়িত্ব আছে, না ঘর সামলাবার দায়িত্ব আছে। এমনকী যৌনতার বিষয়েও তারা অতি-স্বাধীন বা উচ্ছৃঙ্খল।

৭) গরিব সমাজে যে সমস্ত মেয়েরা ইট-ভাটায় কাজ করে, বাড়ি বাড়ি ঝিয়ের কাজ করে, রাঁধুনির কাজ করে, জন খাটে তাদের অনেকেই অত প্রচলিত প্রথা না মেনেই এক পুরুষসঙ্গীকে বেছে নেয়, সংসার পাতে। আবার এককথায় পুরুষ বা নারীটি তাদের সংসার ভেঙে দিয়ে নতুনের সঙ্গে বাসা বাধে।

৮) মধ্যবিত্ত পরিবারের নারীরা না ঘরকা, না ঘাটকা। তারা নারী-পুরুষের সুন্দর বন্ধুত্বের সম্পর্ক তৈরি করতে জানে না। তারা পরিবারের পুরুষদের সঙ্গে বা আত্মীয়-পুরুষদের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়তে ওস্তাদ।

৮) অভিনয় জগতের আর মডেলিং জগতের প্রায় সব মেয়েরাই দেহবিক্রি করে উপার্জন করে।

এই মুহূর্তে এই বঙ্গে রাজনৈতিক মস্তানদের এতই রমরমা বাজার যে তারা যখন-তখন যে কোনও নারী স্বাধীনতায় হস্তক্ষেপ করে। তাদের শ্লীলতাহানি করে, তাদের ধর্ষণ করে, তাদের খুনও করে। পুলিশ কিছু করে না অপরাধী শাসক দলের হলে।

আজকের দিনে নতুন করে শপথ নেওয়ার কিছু নেই। কারণ প্রতিটি দিনের মতোই আজকেও একটি দিন। আমরা চাই, পুরুষরা নারীদের সম্মান করবে, নারীরা পুরুষদের সম্মান করবে।

http://www.srai.org/womens-day-2016/

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫৬

গেম চেঞ্জার বলেছেন: আপনার দৃষ্টিভঙ্গিতে সবগুলো পয়েন্ট পর্যালোচনা চাই। করবেন?

২০ শে মার্চ, ২০১৬ সকাল ১০:২৯

যুক্তিবাদী্‌ প্রবীর ঘোষ বলেছেন: তুমি কোথায় থাকো জানি না। তুমি আমাদের যুক্তিবাদী সমিতির অফিসে চলে এসো, ৭২/৮, দেবীনিবাস রোড, দমদম, কল- ৭৪-এ, যেকোনো রবিবার দুপুর ২.৫০টের মধ্যে। সব পর্যালোচনা করে দেব।

২| ১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২৫

মিহির সাহা বলেছেন: অভিনন্দন, ছোটবেলা থেকেই আপনি আমার আইডল

৩| ১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৮

বিজন রয় বলেছেন: ভাল লিখেছেন।
+++

৪| ২০ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৪১

আরজু নাসরিন পনি বলেছেন:
শেয়ার করার জন্যে ধন্যবাদ।

সবাই সবাইকে সম্মান করবে এটাই প্রত্যাশা।

গেম চেঞ্জারকে বলেছেন আপনাদের অফিসে যেতে...কিন্তু এই ভাচুর্য়াল জগতটাকে আমরা বেছে নিয়েছি কথা বলতে, মতামত জানাতে, অন্যের মতামত পেতে। আপনি এখানে কথা বললে আমাদের সবার পড়তে সুবিধে হবে...

ভালো থাকুন ।

২০ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৫৭

যুক্তিবাদী্‌ প্রবীর ঘোষ বলেছেন: ভাইজান সবগুলো পয়েন্ট পর্যালোচনা করতে হলে ৩০০ পাতার একটা বই লিখতে হয়, যা এখানে সম্ভব না। আপনি আসলে পর্যালোচনা করে বুঝিয়ে দিতাম। না এলে আসবেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.