নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জগতের সব কাজই আমি পারি না। অনেক কাজে অলস হলেও লিখতে কখনও ক্লান্তি বোধ করি না। এতে করে আমার সময়গুলো ভালো কাটে।
দগ্ধ দিনের চাদরে হুহু হাওয়ার উত্তাপে
ধিকি ধিকি বালি-কণা পাথরের ক্রোধ
দৃষ্টিকে আনত রাখে কেন? বিশুষ্ক শ্বাস-প্রশ্বাসে
মিশে যায় তার নৈঃসঙ্গ্যের হা-হুতাশ; পিপাসা ব্যাপক।
ছায়া দায়িনী বৃক্ষরাজি স্বার্থপর, যার বুকের তলায়
নিশ্চিন্তে ঝিমায় লূ হাওয়া
ঠোঁটের কার্নিশে কিচকিচে বালি; সেই কবে এক রমণী
ব্যর্থ প্রেমের আক্রোশে এঁকে দিয়েছিল
তেজস্বী চুমু
যার স্বাদ আজ খরখরে পলেস্তারাহীন কঠিন দেয়াল।
২২ শে জুলাই, ২০১৩ রাত ১২:১২
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ বোকামন।
২| ২২ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৫
অপর্ণা মম্ময় বলেছেন: দ্বিতীয় প্যারা খুব সুন্দর।
প্রতি লাইনে স্পেস বেশি হয়ে গেছে। ঠিক করে দিলে পড়তে আরাম হবে।
শুভকামনা জুলিয়ান দা
২২ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৪
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ঠিক করে দিলাম গো আপু। এবার পইড়া বলেন কিছু।
৩| ২২ শে জুলাই, ২০১৩ রাত ১২:১২
টেস্টিং সল্ট বলেছেন: ফেইসবুক নোট থেকে কপি করলে স্পেইসের এই সমস্যা টা হয়। কবিতা ভালো লেগেছে।
২২ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৬
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: না, আমার বন্ধুকে পড়তে পাঠিয়েছিলাম মেইল করে। সেখান থেকে কপি করে এম এস ওয়ার্ডে নিতেই এই দুর্দশা।
কবিতা পাঠের জন্য ধন্যবাদ।
৪| ২২ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৭
অপর্ণা মম্ময় বলেছেন: বিবাগী হাওয়ার হা পিত্যেশ ভালো লাগছে।
২২ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪৯
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: একি অন্যায়! আমি বিবাগি হইলে অন্যের ভাল লাগে! আপচুচ!
৫| ২২ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪১
প্রোফেসর শঙ্কু বলেছেন: সুন্দর লেগেছে।
২৪ শে জুলাই, ২০১৩ ভোর ৪:০৫
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: পাঠের জন্য আপনাকে ধন্যবাদ প্রোফেসর!
৬| ২২ শে জুলাই, ২০১৩ রাত ১:১০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
সেই কবে
ব্যর্থ প্রেমের আক্রোশে এঁকে দিয়েছিল
তেজস্বী চুমু
যার স্বাদ আজ খরখরে পলেস্তারাহীন কঠিন দেয়াল।
অনবদ্য।
২৪ শে জুলাই, ২০১৩ ভোর ৪:০৮
জুলিয়ান সিদ্দিকী বলেছেন:
কী কমু!
৭| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:২৮
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর
২৪ শে জুলাই, ২০১৩ ভোর ৪:১৪
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আপনাকে ধন্যবাদ কান্ডারী অথর্ব।
৮| ২২ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
মাহমুদ০০৭ বলেছেন: কবিতাটি ভাল লাগল ।
ভাল থাকবেন জুলিয়ান দা ।
২৫ শে জুলাই, ২০১৩ ভোর ৫:৪৪
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ মাহমুদ। ভাল থাকবেন আপনিও।
৯| ২২ শে জুলাই, ২০১৩ রাত ৮:৪৪
ঢাকাবাসী বলেছেন: ..........স্বাদ আজ খরখরে পলেস্তারাহীন কঠিন দেয়াল: ভাল লেগেছে।
২৫ শে জুলাই, ২০১৩ ভোর ৫:৪৬
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ভাল লাগল জেনে আমারও ভাল ভাল লাগছে। অনেক ধন্যবাদ আপনাকে।
১০| ২২ শে জুলাই, ২০১৩ রাত ৯:০১
মামুন রশিদ বলেছেন: ছায়া দায়িনী বৃক্ষরাজি থেকে পলেস্তারাহীন কঠিন দেয়াল,,
ব্যর্থ প্রেমের আক্রোশ আর নৈঃসঙ্গ্যের হাহুতাশ..
দারুণ
২৫ শে জুলাই, ২০১৩ ভোর ৫:৪৭
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন সব সময়।
১১| ২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৪
নাজিম-উদ-দৌলা বলেছেন:
অসাধারন জুলিয়ান দা। মুগ্ধ হয়ে গেলাম! ++++++++
২৫ শে জুলাই, ২০১৩ ভোর ৫:৪৮
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ ভ্রাতা। কেমন আছেন?
১২| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৯
রেজওয়ান তানিম বলেছেন: প্রথম প্যারাটা ছাড়া ছাড়া লাগল
দ্বিতীয় প্যারার শেষ চার পাচ লাইন বেশ ভাল
মনে লাগল
২৫ শে জুলাই, ২০১৩ ভোর ৫:৫১
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: অস্বীকার করতাছি না কবি। সেই কারণেই ট্যাগ কবিতা দেই নাই। তবে একটা কবিতার পুরাটাই দারুণ হয় খুব কমই। যেমন প্রিয় মানুষটারও কোনো না কোনো খুঁত থাকে। আর আমি কি কবি? যাউজ্ঞা, পড়ার জন্য ধন্যবাদ অনেক। ভাল থাইকেন।
১৩| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ২:৪১
রাইসুল নয়ন বলেছেন:
সাধ মিটলনা!!
আরেকটু বড় হলেই পারতো!!!
ভালোলাগা রইলো।
২৮ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৫
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ রাইসুল। হয়তো হতে পারতো। কিন্তু এসব লেখা আমার আসে কদাচ। ঝড়ে বক মরার মতো।
১৪| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ১১:৫৩
সুপান্থ সুরাহী বলেছেন:
একটা কাজ ভাল লাগলনা। জুলিয়ান ভাই। আপনি ট্যাগ কবিতা না দিয়ে দিয়েছেন ব্লগর ব্লগর। এটা ঠিকনা।
পৃথিবীর যত বড় বড় কবি আছেন কার সব অথবা একটার সব অংশ কবিতা হয়েছে...?
আমার কাছে কবিতার সবটুকোই ভাল লেগেছে।
০২ রা আগস্ট, ২০১৩ সকাল ৮:০৭
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আমি তো আর কবি না। যে কারণে কবিতা ট্যাগ লাগাইতে ভয় পাই।
তা অবশ্য ঠিক আগা-গোড়া কবিতা হয়েছে এমন লেখার সংখ্যা খুব বেশি না। যাই হোক পাঠক যখন বলেন কবিতা, তবেই তা হয়েওঠে।
অনেক ধন্যবাদ আপনাকে।
১৫| ০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫২
রেজোওয়ানা বলেছেন: শেষটা সুন্দর বেশি.....
০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ২:১৮
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ @রেজোওয়ানা।
১৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪০
শ্যামল জাহির বলেছেন: *
*
*
চুমু'র তেজ হোক ক্ষয়
হোক স্বাদ খরখরে(!)
পলেস্তারাহীন কঠিন দেয়ালেও;
প্রেম থাকিলে মন ভরে!
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৯
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ কবি।
©somewhere in net ltd.
১| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৮
বোকামন বলেছেন:
ধিকি ধিকি বালি-কণা পাথরের ক্রোধ
দারুণ !! [১+]