নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছাইয়ের নেই আগুনের ভয়

জুলিয়ান সিদ্দিকী

জগতের সব কাজই আমি পারি না। অনেক কাজে অলস হলেও লিখতে কখনও ক্লান্তি বোধ করি না। এতে করে আমার সময়গুলো ভালো কাটে।

জুলিয়ান সিদ্দিকী › বিস্তারিত পোস্টঃ

ধূর্জটি তিয়াস অথবা বিগত রাতের বেসুরো বিলাস

২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১:১৫

দৃষ্টির আলপথে হেঁটে চলা

বিনাশের বিনায়ক-রোদ

শুষে নিতে থাকে সবুজের সবটুকু প্রাণ;

শিরাপথে ফিরে আসে বিগত রাতের অবশিষ্ট নিদ্রাটুকু

গিলে খেয়ে ভুলক্রমে মনস্তাপের সিরাপ।



গলা, বুক চষে নামে চাণক্য গীতের বেসুরো বিলাস;

নিবারণ হয় না যদিও

বাড়ে কেবল ধূর্জটি তিয়াস;

কামের ঘামের নির্যাসটুকু বাকি থাকে

অতি ছেনালের ঠোঁটের কোঁয়ায়।

মন্তব্য ৩২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১:২২

বোকামন বলেছেন:
শুষে নিতে থাকে সবুজের সবটুকু প্রাণ ...
[১+]

২৫ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩৯

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: সবুজ আর বাঁচবে না, যদি এভাবেই দিন কাটে।

ধন্যবাদ বোকামন। ভাল থাকবেন।

২| ২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৩৯

নাজিম-উদ-দৌলা বলেছেন:
বাপরে! শেষের লাইনগুলো পড়ে ঢোক গিলতে হুল! :P
ভাল হইছে জুলিয়ানদা।

২৫ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩৮

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ডরাইলা মাঝি? :-P

পড়ার জন্য ধন্যবাদ নাজিম।

৩| ২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৩৭

অপর্ণা মম্ময় বলেছেন: ভালো লাগছে জুলিয়ান দা কবিতাটা। যদিও কিছু বুঝি নাই ! কবিতা যেহেতু বোঝার না , অনুভবের তাই না বুঝলেও অনুভবে ভালো লাগছে।
হাতের কাছে অভিধান নাই ।

ধূর্জটি তিয়াস -- মানে কি ?

বিতৃষ্ণা বিতৃষ্ণা ভাবের মনে হইল ।
ভালো থাইকেন জুলিয়ান দা

২৫ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩৭

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: প্রতিকী লেখা বলা যায়। মুখ খোলার তো আর দিন নাই আমাদের। বিনাশের বিনায়ক (ধ্বংসের হোতা) যারা আমাদের সবুজ এই বাংলাকে ক্রমশ শেষ করে দিচ্ছে। সদুপদেশ বা সৎ বাসনা নাই আমাদের বেশির ভাগ মানুষের, যে কারণে ভাল কিছু হজম হয় না আমাদের বা তাতে আমাদের রুচি-আগ্রহ বজায় থাকে না।

ধূর্জটি তিয়াস বলতে এখানে শিবের মতো একরোখা ভাব বজায় থাকলেও আসলে আমাদের করণীয় নেই। মূল চালিকা শক্তি থাকে অন্যের হাতে, আমরা ব্যাবহৃত হই।

আপনার জন্য তথ্য ফাঁস করে দিলাম। বিতৃষ্ণা তো অবশ্যই। অনেক বাংলাদেশীর মুখে শুনতে পাই এমন আক্ষেপ- কেন যে বাংলাদেশে পয়দা হইলাম!

ভাল থাকবেন আপনিও প্রিয় লেখক। আশা করি আপনার দ্বন্দ্ব নিরসন করতে পেরেছি।

৪| ২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: তৃতীয় প্লাস দিয়ে গেলাম। চতুর তৃষ্ণা চমৎকার লাগল।

২৫ শে জুলাই, ২০১৩ রাত ৮:৪০

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ শঙ্কু।

৫| ২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার লাগল।

২৫ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩২

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আপনাকে ধন্যবাদ অভি। ভাল থাকুন সব সময়।

৬| ২৫ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

মনিরা সুলতানা বলেছেন: বাহ :)

২৫ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪৯

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: :)

ধন্যবাদ।

৭| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ৮:৪৯

খেয়া ঘাট বলেছেন: কবিতার শিরোণামটা দারুন লেগেছে।
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

২৫ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫০

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ খেয়াঘাট।

৮| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩৬

অপর্ণা মম্ময় বলেছেন: ব্যাখ্যা সংক্ষেপ ভালো লেগেছে। এবার প্রতীকী অর্থ ধরতে পারলাম। ভালো থাকবেন জুলিয়ান দা !

৯| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫১

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আপনিও ভাল থাকুন অপর্ণা।

১০| ২৬ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

মামুন রশিদ বলেছেন: কামের ঘামের নির্যাসটুকু বাকি থাকে
অতি ছেনালের ঠোঁটের কোঁয়ায়।


দারুণ লিখেছেন ।

২৭ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৪

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ মামুন। ভাল থাকবেন।

১১| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১১:০৪

*কুনোব্যাঙ* বলেছেন: অজ্ঞাতে মন্তব্যের প্রত্যুত্তর না দিতে পের আমি অত্যন্ত লজ্জিত এবং দুঃখিত। আসলে গতকাল ২/১টি অনিভিপ্রেত ঘটনা দেখে বেশ বিব্রত এবং বিক্ষিপ্ত ছিলাম। অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি আন্তরিক ক্ষমাপ্রার্থী জুলিয়ান ভাই।

২৭ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৬

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আপনি দেখি এখনো যাতনায় ভুগছেন। :)


এটা কোনো ব্যাপার না। আড্ডা পোস্টে অনেক কমেন্ট হয়, সেখানে আগে পরে কোনো ব্যাপার না। উত্তর দাতার ব্যক্তিগত সময়-সুযোগও তো থাকতে হবে। ভাল থাকুন আপনি সব সময়।

১২| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শেষ স্তবক বেশি ভালো লাগলো জুলিয়ান ভাই।

২৭ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৭

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

১৩| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ২:৪৬

রাইসুল নয়ন বলেছেন:

নতুন কিছু শব্দ জানলাম কবি!

কবিতার ভাব বুঝতে সময় লাগলো,অবশ্য এখনও ঘোরে আছি!
অপর্ণা দিদির করা প্রথম কমেন্টের উত্তর পড়ে অনেকটা সহজ হল কবিতাটা।
শুভকামনা।

২৮ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৯

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন আপনিও।

১৪| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ১:৪৫

সুপান্থ সুরাহী বলেছেন:
বক্তব্য আর ভাব যেখানে বিষয়বস্তুর আড়ালে চলে যায় সেখানে কবিতার সমালোচনা করা যায়না।

ধন্যবাদ কবি...

শুভকামনা সবসময়...

২৯ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৩৪

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: এই যে বললেন, বক্তব্য আর ভাব যেখানে বিষয়বস্তুর আড়ালে চলে যায় সেখানে কবিতার সমালোচনা করা যায়না।
-এটা কিন্তু সমালোচনার অংশ।

ভাল থাকুন। ধন্যবাদ।

১৫| ২৯ শে জুলাই, ২০১৩ সকাল ১০:২৮

তীর্থক বলেছেন: আমি কিন্তু ধুর্জটি তিয়াসের অন্য মানে করেছি। হাহাকার, তৃষ্না, পাওয়ার জন্য অস্থিরতা, আকাংখা।

খুব ভালো লেগেছে। অপুর্ব!

২৯ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৩৭

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: বলেছেন বেশ। সেই অর্থে ভুল হবে না।
ধন্যবাদ তীর্থক। ভাল থাকবেন।

১৬| ৩০ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আপনার কবিতার শেষ লাইনগুলো এইরহম অইবো জানলে শুরুই করতাম না.... X(

কবিতাটি আবার শেষ থেকে শুরু পর্যন্ত পড়তে হলো :P


যাউগ্গা, শুভেচ্ছা প্রিয় জুলিয়ান সিদ্দিকী ভাই :)

৩১ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৫৬

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আপনার দেখা পাইয়া ভালাই লাগলো। শত হইলেও ডাক্তার বইল্যা কথা। :P

শুনতে পাই কোরআন উল্টা পড়লে কুফ্রি হয়, কবিতা উল্টা পড়লে কী হয় জানা নাইক্যা। :)

ভাল থাইকেন।

১৭| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১০

শ্যামল জাহির বলেছেন: জুলিয়ান ভাই নিজেই তথ্য ফাঁস করে দিয়েছেন! :(
কবিতা পড়তে চাই, ব্যাখ্যা চাইনা। :-B
লোভে কবিতার লবনাক্ত পানিতে স্নান করেছি, কাউকে বলতে চাইনা। X((
কবিতাটা আমার অনেক ভাল লেগেছে এ কথাটাও বলতে চাইনা লিখককে। :)

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১৯

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ। আমার কথাও তাই- কবিতায় ভালো লাগা আর মুগ্ধতা থাকলেই হলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.