নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছাইয়ের নেই আগুনের ভয়

জুলিয়ান সিদ্দিকী

জগতের সব কাজই আমি পারি না। অনেক কাজে অলস হলেও লিখতে কখনও ক্লান্তি বোধ করি না। এতে করে আমার সময়গুলো ভালো কাটে।

জুলিয়ান সিদ্দিকী › বিস্তারিত পোস্টঃ

জীবনের জল-তরঙ্গ_২

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১৫

জোনাক জ্বলা পিদিম নেভা রাতের ছায়ায়

জড়িয়ে রেখো নিবিড় করে প্রবল মায়ায়-

বুকের ওপর এলিয়ে মাথা মিটিয়ে তিয়াস

একটু দিও শীতল হাওয়ার তন্দ্রা-বিলাস।



মনের ভাঁজে স্বপ্ন-ঘোরে গভীর ঘুমে

বাজলে মাদল জাগলে প্রপাত শঙ্খনাদে-

কানের কাছে মুখটি রেখো নির্বিবাদে

রাত্রি আবার মুখর হবে নীরব প্রেমে।



ফিরে যাবে আপন সীমায় আগের মতো

কূল ছাপানো ব্যাকুল যোয়ার ভাটার টানে-

সুপ্ত দুটি তৃপ্ত দেহে অবিরত

থাকবে মুখর সচল হৃদয় গুঞ্জরণে।

মন্তব্য ৭৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২৫

সেলিম আনোয়ার বলেছেন: যোয়ার>জোয়ার ! টাইপো ? সুন্দর কবিতায় ১ম ভাল লাগা ।

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪৫

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আমি জোয়ার লিখি না এই জোয়ার একট ফসলের নাম বুঝায়। তাই যোয়ার লিখি।
ধন্যবাদ আপনাকে।

২| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫৮

স্বপ্নবাজ অভি বলেছেন:

জোনাক জ্বলা পিদিম নেভা রাতের ছায়ায়
জড়িয়ে রেখো নিবিড় করে প্রবল মায়ায়-
বুকের ওপর এলিয়ে মাথা মিটিয়ে তিয়াস
একটু দিও শীতল হাওয়ার তন্দ্রা-বিলাস।


একটু দিও ! খুব ভালো লাগলো !

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৪০

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ভালোলাগার জন্য ধন্যবাদ অভি।

৩| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১২:১৩

অপর্ণা মম্ময় বলেছেন: ছন্দময় ভালোবাসার যোয়ার যেন !!

সুন্দর এই জল-তরঙ্গ সিরিজের কবিতাগুলো যে দুইটা পড়লাম। পরের কবিতার অপেক্ষায় ।

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৪১

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ইচ্ছে আছে আরো লেখার।

৪| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১:৩৪

ৎঁৎঁৎঁ বলেছেন:
জোয়ার-ভাটার জোয়ার তো সবসময় 'জ' দিয়ে লেখা দেখেছি, জোয়ার বানানে ফসল আছে এটা ঠিক। কিন্তু একই শব্দের তো নানা রকম মানে আছেই। সে জন্য ভিন্ন বানানের মাধ্যমে ভিন্ন অর্থ দাঁড় করানোর যৌক্তিকতা কতটুকু? যেহেতু আমরা সবাই তো জোয়ার বানানেই অভ্যস্ত।

প্রথম প্যারা তরতরিয়ে গেল, কিন্তু দ্বিতীয় প্যারায় ছন্দে হোঁচট খেয়েছি।

গভীর ঘুমে স্বপ্ন-ঘোরে প্রাণের টানে
বিবশ তনু উঠলে মেতে আরেক বিপ্লবে-
দু ঠোঁট কেবল ছুঁইয়ে দিয়ো চোখের পল্লবে
রাত্রি আবার মুখর হবে নীরব গানে।

তিন প্যারায় যদিও তিন রকমের ছন্দ বিন্যাস, দ্বিতীয়টা যে কোনো রকম হতে পারত, কিন্তু আমার কানে বাঁধলো। আশা করি ভেবে দেখবেন।

জীবনের জল-তরঙ্গ_১ বেশী ভালো লেগেছিল!

শুভকামনা জুলিয়ান দা!

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১:৫০

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: পড়ার জন্যে ধন্যবাদ।

ঠিক। অনেকে এখনও জরুরী লেখেন। যেহেতু আমাদের অভিধান নিজেই দ্বিধাগ্রস্ত আমরা তো আরো বেশি দ্বিধান্বিত হবো। একই শব্দের একাধি অর্থ হয় প্রায়োগিগ দিক থেকে। যেখানে আমরা ভিন্ন বানান ব্যবহার করতে পারি সে ক্ষেত্রে তা অবশ্যই বদলযোগ্য।

ছন্দ কানে লাগতে পারে , চেষ্টা থাকবে আরো সাবলীল করার। এখন এদের ভূমিষ্টকাল চলছে। খানিকটা ত্রুটি-বিচ্যুতি থাকতে পারে বলেই পাঠকের সামনে নিয়ে আসছি। যা এ মুহূরতে আমার চোখে ধরা না-ও পড়তে পারে।

আপনার কথা আমি ভেবে দেখবো না কেবল, অবশ্যই ভাববো।

ভালো থাকুন সব সময়।

৫| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৩৬

মাহমুদ০০৭ বলেছেন: আগে ত দেহি আরও বেশি চুল আছিল ! :D :D :D

কমছে তাইলে !

এই কবিতা বউরে শুনানের মতন , যদিও নাইক্কা :P :P
যোয়ার শব্দ টি দিয়ে কি ফসল বুঝায় জুলিয়ান দা ?

কবিতায় ছন্দটা কানে বাজল , তবে ২ ইয় প্যারায় আমারও ছন্দপতন লাগছে ।
যদিও ছন্দ রাখন - না রাখন কবিমিয়ার ইচ্ছা :P :P

ভাল থাকুন জুলিয়ান দা :)

৩১ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:৫৮

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ মাহমুদ০০৭

সেই সঙ্গে ৎঁৎঁৎঁ-এর দৃষ্টি আকর্ষণও করছি।

বেশে কিছুটা বদলে দিয়ে ভাবটাও অক্ষুণ্ণ রাখতে চেষ্টা করেছি। আশা করি ছন্দ-জটের সমাধান সহ শব্দ-জটেরও সমাধান পেয়ে গেছেন।
বলেছিলাম, চেষ্টা করবো পাঠের ক্ষেত্রে সাবলীল করবার জন্যে।

দুজনকেই আবার ধন্যবাদ।

৬| ৩১ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:৪০

কাজী মামুনহোসেন বলেছেন: জোনাক জ্বলা পিদিম নেভা রাতের ছায়ায়
জড়িয়ে রেখো নিবিড় করে প্রবল মায়ায়-
বুকের ওপর এলিয়ে মাথা মিটিয়ে তিয়াস
একটু দিও শীতল হাওয়ার তন্দ্রা-বিলাস।

ভালো লেগেছে।
++++

৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:০৪

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ভালো থাকুন। ধন্যবাদ।

৭| ৩১ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:৪৬

কাজী মামুনহোসেন বলেছেন: একাধিকবার চেষ্টা করার পরও প্লাস নিচ্ছে না !! :( :(

৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:০৮

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: সামু হয় বেশি বুড়া হৈয়া গেছে নয়তো গায়ে ফ্যাট জমছে। ইদানীং তার মন বোঝা ভার। :)

৮| ৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:২০

আম্মানসুরা বলেছেন: মনের ভাঁজে স্বপ্ন-ঘোরে গভীর ঘুমে
বাজলে মাদল জাগলে প্রপাত শঙ্খনাদে-
কনের কাছে মুখটি রেখো নির্বিবাদে
রাত্রি আবার মুখর হবে নীরব প্রেমে


এত সুন্দর করে লিখেন কিভাবে? পোস্টে অবশ্যই প্লাস।

৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:০৫

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ আপনাকে। এই ৪ লাইন এমন ছিল না প্রথমে। বেশ কিছুটা সময় দিতে হয়েছে এর পেছনে।
ভাল থাকুন ।

৯| ৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৩৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: সুন্দর কবিতা! যেন ভাবের নাউ।

১ম স্তবক: ক-ক, খ-খ
২য় স্তবক: গ-ঘ-ঘ-গ
৩য় স্তবক: ঙ-চ-ঙ-চ

ছন্দমিল দেখে অভিভূত হলাম সবচেয়ে বেশি।

জুলিয়ান ভাইকে অনেক শুভেচ্ছা:)

৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১৩

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আজকাল কবিতায় ছন্দ তেমন ব্যবহার হয় না বলেই কবিরা দিনদিন দূরের মানুষ আর কবিতার পাতার বাসিন্দা হইয়া যাইতাছেন মনে করি।
আমি চাই ছন্দ ফিরা আসুক তার আপন সার্থকতা নিয়া।

ভালো থাকুন সব সময়।

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

১০| ৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৩৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: পিলাচ নয় তো কী! B-)

৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১৫

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: :)

১১| ৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৪৫

মামুন রশিদ বলেছেন: দারুণ ছন্দে আঁকা জীবনের জল-তরঙ্গ ।


কবিতায় ভাললাগা ।

৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২৬

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ মামুন।
ভালো থাকুন সব সময়।

১২| ৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৪১

কয়েস সামী বলেছেন: দারুন!

৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৪

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ।

১৩| ৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:১১

ৎঁৎঁৎঁ বলেছেন:
মনের ভাঁজে স্বপ্ন-ঘোরে গভীর ঘুমে
বাজলে মাদল জাগলে প্রপাত শঙ্খনাদে-
কনের কাছে মুখটি রেখো নির্বিবাদে
রাত্রি আবার মুখর হবে নীরব প্রেমে।
- এখন আর ছন্দ বাঁধেনা, আমি আগের স্তবক রেখেই একরকম ভেবেছলাম, সকালে এসে দেখি আপনি ঠিকঠাক করে নিয়েছেন। এটি আমার বেশী ভাল লাগলো!

রাত্রি আবার মুখর হবে নীরব প্রেমে- মাদল বাজা শঙ্খনাদের প্রপাতে আমার মোটেই নীরব প্রেম করতে ইচ্ছে করবেনা, অন্য কিছু হতে পারে না? যেমন ধরেন 'নিবিড় প্রেম' ?

৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৫

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: এই প্রেমে হইচই চলে না। :P

১৪| ৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৫

একজন আরমান বলেছেন:
ছন্দমিলগুলো খুব চমৎকার।

৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৬

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ আরমান।

১৫| ৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:১৭

অপর্ণা মম্ময় বলেছেন: মাঝের অংশের সম্পাদনা ভালো লাগলো জুলিয়ান দা।

কনের কাছে মুখটি রেখো নির্বিবাদে

-- কানের কাছে হবে না ?

৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৭

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: এটা দেখার পর ঠিক করে নিয়েছি। ধন্যবাদ।

১৬| ৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:২০

আরজু পনি বলেছেন:

দারুণ লাগলো !

ছন্দ নিয়ে পড়তে ইচ্ছে করছে :D

৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৩

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: পড়বার জন্য ধন্যবাদ। ছন্দ আসলেও অনেক মজার বিষয়।
এই ব্লগেই মনে হয় ছন্দ নিয়ে একটি পোস্ট দেখেছিলাম।

১৭| ৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৬

মাক্স বলেছেন: ছান্দিক! সুন্দর!

৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৪

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ মাক্স।

১৮| ৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১৭

টুম্পা মনি বলেছেন: জোনাক জ্বলা পিদিম নেভা রাতের ছায়ায়
জড়িয়ে রেখো নিবিড় করে প্রবল মায়ায়-
বুকের ওপর এলিয়ে মাথা মিটিয়ে তিয়াস
একটু দিও শীতল হাওয়ার তন্দ্রা-বিলাস।

চমৎকার লেখনী। শুভকামনা লেখক।

৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৪

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ টুম্পা মনি। শুভকামনা রইলো আপনার জন্যেও।

১৯| ৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:১০

রাইসুল নয়ন বলেছেন:

কানের কাছে মুখটি রেখো নির্বিবাদে
রাত্রি আবার মুখর হবে নীরব প্রেমে।


আহা,মধু মধু!!!
মন ছুঁয়ে গেলো!!!

পরের পোষ্টের অপেক্ষায়।

৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৭

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: :)

ধন্যবাদ। পরের পোস্ট হবে। কিন্তু বড্ড কঠিন বিষয়।
ততদিন ভালো থাকুন।

২০| ৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৮

শ্যামল জাহির বলেছেন: লাঙ্গল থামেনি কবি'র!
আপন মনে এগিয়ে যাক 'জীবনের জল-তরঙ্গ। :)

৩১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ অনেক।

আপনার জন্য শুভকামনা।

২১| ৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৬

অনির্বাণ প্রহর বলেছেন: মনের ভাঁজে স্বপ্ন-ঘোরে গভীর ঘুমে
বাজলে মাদল জাগলে প্রপাত শঙ্খনাদে-
কানের কাছে মুখটি রেখো নির্বিবাদে
রাত্রি আবার মুখর হবে নীরব প্রেমে।


অনেক ভাল লাগল কবি, শুভ কামনা রইল।

৩১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ অনির্বান প্রহর।

শুভকামনা থাকলো আপনার জন্যেও।

২২| ৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৫

বোকামন বলেছেন:
কূল ছাপানো ব্যাকুল যোয়ার ভাটার টানে-

অসম্ভবরকম সুন্দর একটি লাইন !!

৩১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: অনেক ধন্যবাদ বোকামন। ভালো থাকুন নিরন্তর।

২৩| ৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ছন্দ ভয় লাগে! ছন্দ হিসেব করে পড়তে গেলে কেমন যেনো গোবলেট বানিয়ে ফেলি।

কবিতা ভালো লেগেছে। সেই যোয়ার নিয়ে ব্যাখ্যা।

৩১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০০

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ছন্দ হিসেব সব সময় না করলেও চলে। কানে বাজবে বিরতির সময়গুলো।

ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।

২৪| ৩১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: পোষ্টে লাইক দেওয়া যাচ্ছেনা :( ++++

৩১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: লাইক তো আমি চাই না। পাঠকের ভালোলাগার চেয়ে বড় নয় তা।

ভালো থাকুন সব সময়।

২৫| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৪৮

সায়েম মুন বলেছেন: ছন্দময় কবিতায় ভাললাগা।

যোয়ার শব্দটা দেখে নিয়েন। আমার মতে এটা জোয়ার হবে।

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৭

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ সায়েম মুন। ভালো থাকুন।

২৬| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:

সুন্দর কবিতা

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৮

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ আপনাকে। শুভকামনা সব সময়।

২৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩১

জুন বলেছেন: কেমন যেন এক পুরোনো সিন্দুকের ভেতরের ন্যাপথলিনে মোড়ানো ছন্দের গন্ধ পেলুম জুলিয়ান সিদ্দিকী । ভালোলাগলো অনেক।
+

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০০

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: পুরোনো বলেই আজকাল এর চর্চা উঠেই গেছে। তবে এত অনুশাসন মেনে কবিতা লেখা বেশ কঠিন।

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন আপু।

২৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২০

সুপান্থ সুরাহী বলেছেন:
সুন্দর লাগল।

ছন্দের কারুকাজে মুগ্ধ! আর ভাবে সেইটা বলার কি দরকার!

তবে...

বাজলে মাদল জাগলে প্রপাত শঙ্খনাদে-

এখানে মাত্রাসঙ্গতির জন্য শব্দটা ভাঙ্গতে মন চায় না!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৫৬

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: পাঠের জন্য ধন্যবাদ।
তবে না ভাঙতে চাইলে তো অসুবিধাও নাই তেমন একটা। কখনো এক আধ মাত্রায় পর্বের সমস্যা তেমন হয় না।

ভালো থাকুন সব সময়

২৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৩

সোমহেপি বলেছেন: এডিট করার পরে অনেক সুন্দর হয়েছে।আগেরটার চেয়েও সুন্দর।

আমিও এই টোনে একটা লিখেছিলাম।তবে সেটা মিল ছাড়া।

Click This Link

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:০১

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ আপনাকে। চার লাইন চেঞ্জ করতে অনেক সময় লেগেছিল।

৩০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩১

প্রোফেসর শঙ্কু বলেছেন: কবিতার ছন্দগুলো মাথার ভেতরে ঘুরছে। বারবার।

দারুণ লাগল প্রিয় জুলিয়ান।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৩

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ শঙ্কু। আসলে আমদের স্কুল শুরু হয়েছিল ছন্দ-মিলের কবিতা দিয়ে, যার নাম ছিল পদ্য। আজকাল অবশ্য পদ্য আর কোবতে তুচ্ছার্থে ব্যবহার করে মানুষ।

৩১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জীবনের জলতরঙ্গ ‘উথলি উঠিছে’ জুলিয়ান ভাই। ভালো লাগছে।

মাঝে মাঝে বৈচিত্রের প্রয়োজন আছে। তবে এই বেরিয়ে আসাটা দীর্ঘ হলে সেটাকে আর বৈচিত্রপূর্ণ মনে হয় না। পর পর দুটো জলতরঙ্গের কবিতা পড়বার পর আমি অবশ্য ঘোর তারুণ্য বা কৈশোরে ফিরে গিয়েছিলাম, যখন আমি একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলাম, যা আজও বয়ে বেড়াচ্ছি। তখন কতো কী যে কল্পনা করতাম, প্রজাপতির পাখায় চড়ে ফড়িং শিকারে যাওয়া ছিল খুব ‘কমন’ ভাবনা। তখন প্রেম না করেও সরস প্রেমের কবিতা লিখতাম (পরে অবশ্য তা ফেলে দিতে হয়েছিল :( )

তবে সত্যি কথা হলো, আপনার কবিতা দুটো পড়ে মনে হলো ইন্টারমিডিয়েট ক্লাসের কবিতা পড়ছি, যা আকারে ছোটো কিন্তু অন্দরপ্রবেশ দুরূহ।

আমি আবেগাক্রান্ত হলে দ্রুতলয়ের ছন্দে লিখি। তবে সমিল ছন্দে মুক্তক অক্ষরবৃত্তে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি।

তিনি আমার বাবার নাম নিয়ে বললেন,
গুরুকে সালাম বলো। তিনি আছেন কেমন?
- তাঁর বৃদ্ধকাল, বারোমাস অসুখে ভোগেন
খাওয়া দাওয়া নেই, সতত বিমর্ষ মন।


ভালো থাকুন জুলিয়ান ভাই।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১০

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ইচ্ছে আছে এমন ছন্দ-মিলের আরো কিছু কবিতা লিখবো। বৈচিত্র্য তো থাকতেই হবে। আবেগাক্রান্ত হয়ে কবিতা আমার হয় না। (ঝড়ে বক মরা টাইপের কবিতা ছাড়া) ভেবেচিন্তে কবিতা লেখা আমার জন্য খুব বেশি কষ্টের।

মুক্তক অক্ষরবৃত্তে লেখাটাতে আরাম আছে, বক্তব্যের ক্ষেত্রে খানিকটা খোলা-মেলা হওয়ারও সুযোগ থাকে।

মন্তব্যের জন্য ধন্যবাদ কবি। ভালো থাকুন সব সময়।

৩২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৪

তুষার কাব্য বলেছেন: ছন্দময় ভাবোদ্যাননে সাবলীল বিচরন।ভালো লাগলো খুব।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৫

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ তুষার কাব্য। আমার ব্লগে স্বাগতম।

৩৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৮

আরজু পনি বলেছেন:
ছন্দ নিয়ে ব্লগার অলওয়েজ ড্রিম-এর দু'টো পোস্ট আছে :D

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৭

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: পেলেন বলে ধন্যবাদ। :)

৩৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৫

পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন
ভাললাগা +

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০০

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ আপনাকে।

৩৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার কবিতায় প্লাস ।
কবিকে অভিনন্দন ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৭

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। আপনাকে স্বাগতম আমার ব্লগে।

৩৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০১

রেজওয়ান তানিম বলেছেন: লিটলবিট ওল্ডিশ।

কবিতা কি রেগুলার লেখনের পেলান করতাছেন নাকি ?

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫০

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ওল্ডিশই তো। ছন্দের পুরা সদ্‌ব্যবহার করলে ওই ভাবটা আসবেই।
কবিরা ডরানের কিছু করতাছি না। :P

৩৭| ২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩০

শ্রাবণ জল বলেছেন: বুকের ওপর এলিয়ে মাথা মিটিয়ে তিয়াস
একটু দিও শীতল হাওয়ার তন্দ্রা-বিলাস।


খুব ভাল লাগল।

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:১৩

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ শ্রাবণ জল। স্বাগতম আমার পোস্টে।

৩৮| ৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৫

জোবায়েদ-অর-রশিদ বলেছেন:
সুন্দর লিখা। ভালো লাগল !
শুভেচ্ছা।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:০৪

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ। ব্লগে স্বাগতম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.