নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছাইয়ের নেই আগুনের ভয়

জুলিয়ান সিদ্দিকী

জগতের সব কাজই আমি পারি না। অনেক কাজে অলস হলেও লিখতে কখনও ক্লান্তি বোধ করি না। এতে করে আমার সময়গুলো ভালো কাটে।

জুলিয়ান সিদ্দিকী › বিস্তারিত পোস্টঃ

অল্পস্বল্প ব্লগিং ২

১৯ শে মে, ২০১৪ রাত ১২:৫২

অল্পস্বল্প ব্লগিং-১

তার হেয়ালী ধরতে পারি না বলে, দৃষ্টিতে জিজ্ঞাসা নিয়ে তাকিয়ে থাকি তার দিকে।



টাকাটা হাতে নিতে নিতে সে আবার বলল, এমন জায়গায় কি প্রথম আসলেন?



-হুম!



-সবাই তো আমাদের তুই-তুমি করে বলে।



-হঠাৎ করে কাউকে তুই বা তুমি বলতে পারি না।



-কী খেতে চান?



-মাছ-ভাত-ডাল-ভর্তা-ভাজি! রান্না ভালো হলেই হলো।



-পানি গিলবেন, নাকি এইটাও চিনেন না?



-এটা জানা আছে।



-তাহলে মাছ না। বমি হয়ে সব বের হয়ে যাবে। গরুর মাংসের কথা বলি।



-আচ্ছা।



মেয়েটি দরজা খুলে মাথাটা বের করে এদিক ওদিক দৃষ্টি ফিরিয়েই হয়তো ডেকে ওঠে- বিন্দু মাসী কুয়ানে গেলি?



প্রায় সঙ্গে সঙ্গেই বাইরে কোনো প্রৌঢ়ার কণ্ঠ ধ্বনিত হয়-কি বলবি ক!



-গরুর চাপার গোস্ত দুইটা ডাবল। ভাত একটা ডাবল। মাঝারি কড়া একটা। বাকি পঞ্চাশ টাকা তোর।



এবারও তার কথাবার্তা পুরোপুরি বুঝি না। গরুর চাপার মাংস, মাঝারি কড়া, তা ছাড়া তিনশ টাকার জায়গায় পুরো টাকাটাই ছেড়ে দিল কেন?



দরজার একটি কপাট ধরে ফিরে বলল, গোসল করতে চাইলে নদীতে চলেন। আমার গোসল দরকার। সারাদিনের বস্তা সামলাতে সামলাতে শরীর গন্ধ হইয়ে গেছে।



বস্তা ব্যাপারটা যেন এতক্ষণে আমার বুঝে এলো কিছুটা। খদ্দের তাহলে তাদের কাছে বস্তা? হাসি পেলেও তা চেপে রাখি। বলা যায় না। নানা অপরাধের স্বর্গ এসব এলাকা। কী থেকে কী হয়ে যায় বলা কঠিন। তবে এ পর্যন্ত এ সমস্ত পল্লী নিয়ে যত কাহিনী আর গাল-গল্প পড়েছি এমন ঘটনার কথা কোথাও পাইনি। ব্যাপারটা যেন আমার মনের চিলেকোঠায় আটকে থাকা গুমোট ভাবটাকে বেরিয়ে যেতে একটি পথ করে দিল। যদিও ট্রলার থেকে নেমে এ পল্লীর ভেতরের দিকে হেঁটে আসতে নানা অশুভ ভাবনায় ভেতরে ভেতরে চুপসে যাচ্ছিলাম। সেই সঙ্গে কেমন খাপছাড়া আর অচেনা একটি অস্বস্তিকর গন্ধের মুখোমুখি হলে ভেতরের দিকে আসবার আগ্রহটা হ্রাস পাচ্ছিল ক্রমশ। কোনো কোনো খুপরি ঘরের সামনে দিয়ে আসবার সময় শুনতে পাচ্ছিলাম নূপুর আর অর্গানের শব্দ। তার কয়েকটা ঘর পরেই শুনতে পাচ্ছিলাম মিহি স্বরে কাঁদছে কোনো এক যুবতী বা রমণী। সব মিলিয়ে বিগত সময়ে জমে ওঠা যাবতীয় দৈহিক কাতরতা আর কামনা বাসনা ঝিমিয়ে পড়েছিল প্রায়। মেয়েটির মুখে গোসল আর নদী শব্দ দুটো শুনতে পেয়ে আমার স্নায়ুগুলো যেন জেগে উঠলো মুহূর্তে।



সারাদিনের রাস্তার ধকল, ক্ষুধা আর গরমের তাণ্ডবে এমনিতেই বেশ বিপর্যস্ত ছিলাম। তার সঙ্গে অন্ধকারাচ্ছন্ন পথে হাঁটতে হাঁটতে কখন যে আমারও গোসল করবার ইচ্ছেটা প্রবল হয়ে উঠেছে বুঝতে পারিনি। বিশেষ করে পানিতে ঝাঁপাঝাপি করে গোসল করা হয় না বহুকাল। বানিশান্তার নিষিদ্ধ এক খুপরি ঘরের অচেনা মেয়েটির কারণেই কিনা আমারও সাধ জাগে কৈশোরের মতো পানিতে ডুব দিয়ে মুঠো ভর্তি কাদা তুলে ছুঁড়ে মারি আরো গভীর পানিতে।



মেয়েটির সঙ্গে যে পথে নদীর দিকে এগিয়ে যাচ্ছিলাম সে অংশটির অন্ধকারকে তেমন বেশি দুর্বল করতে পারেনি বেশ খানিকটা দূরে পাশাপাশি গায়ে গায়ে লাগানো বিভিন্ন আকৃতির ট্রলারে ঝুলিয়ে রাখা ছোটবড় বাতিগুলোর সম্মিলিত আলো। মেয়েটি তার হাতের কাপড়, সাবান, গামছা মাটিতে বা ঘাসের ওপর ফেলে রেখেই গায়ের কাপড় খুলতে খুলতে নেমে যায় পানিতে। আমি তার অস্পষ্ট দেহকাণ্ডের শাখা-প্রশাখা দেখি অথবা আমার বুভুক্ষু মন নিজের মতো করে এঁকে নেয় দৃষ্টির কালচে ক্যানভাসে। সেই সঙ্গে অদ্ভুত একটি নেশা যেন তাড়িত করে আমাকে। পানির কাছাকাছি আমি থমকে দাঁড়ালে মেয়েটি গলা অবধি পানিতে দাঁড়িয়ে বলল, সব খুলে নেমে পড়েন। আশপাশে কেউ নেই।



মেয়েটির আহ্বানে আমার ভেতরগত স্নায়ুতন্ত্রও যেন কেঁপে উঠল শিরশির করে। জীবনে কত কিছুই না বাকি থেকে গেছে সুশীলতার প্রাণপণ চেষ্টায়, মান-মর্যাদা অক্ষুণ্ণ রাখবার ভণ্ডামিতে। সেই তো প্রাপ্তি বলতে শূন্যতা আর প্রতারণাই। তাহলে কেন আর শুধু শুধু নানা প্রতিশ্রুতির ভারবাহী হয়ে জীবন কাটানো? সজ্ঞানে যতক্ষণ মেয়েটির কাছাকাছি থাকি সে সময়টা হয়তো আমাকে ঠকাবে না সে। সুশীলতার আড়ালে সূক্ষ্ম স্বার্থপরতার সূচিকর্মে পটু হবার সুযোগ পাবার আগেই হয়তো নিষিদ্ধ এ পল্লীটির অন্ধকারে ডুবে গিয়েছিল সে। তারপর তার জীবনে কেবল পুরুষ, দিনরাত, ক্ষুধা-রেচনই হয়তো মুখ্য হয়ে আছে। আর সে কথা মনে হতেই পোশাক আশাক খুলে ফেলে সদ্যজাতের চাঞ্চল্যে ঝাঁপিয়ে পড়ি পশুর নদীর কালো জলে।



(আজ এ পর্যন্তই)

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৪ সকাল ৮:১৯

রাবেয়া রব্বানি বলেছেন: হুম

১৯ শে মে, ২০১৪ দুপুর ১২:০৯

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: হুম শব্দটা অনেক কিছু বুঝাইলেও আমি বুঝলাম- বেশি জুত মুনে হইচ্চে না লেখাটা।

২| ১৯ শে মে, ২০১৪ সকাল ৮:২৮

পংবাড়ী বলেছেন: খুবই সুন্দর করে গড়ে তুলছেন, ভালো লাগলো।

১৯ শে মে, ২০১৪ দুপুর ১২:১৫

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ পংবাড়ী। এই নিকটা জটিল।

৩| ১৯ শে মে, ২০১৪ সকাল ১০:৩৫

মামুন রশিদ বলেছেন: অদ্ভুত মায়া দিয়ে লিখেছেন জুলিয়ান ভাই । নিষিদ্ধ পল্লী সম্পর্কে আমার ধারণা আর দশজনের মতোই, নীচ-ঘৃনিত-স্খলিত নষ্ট মানুষের জায়গা । কিন্তু আপনার লেখায় সেই পল্লী সেই মানুষ অনেক মানবিক হয়ে ধরা দিয়েছে ।


লেখাটা চালিয়ে যান প্লিজ..

১৯ শে মে, ২০১৪ দুপুর ১২:৩৪

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: একটি মানুষের দুটো চেহারাই থাকে। চেষ্টা করবো সেই দুটি মুখ দেখাতেও। এ পল্লী সম্পর্কে যে যতটা জানে ততটুকুই প্রকাশ করে। সেই সঙ্গে যুক্ত হয় ব্যক্তির দৃষ্টিভঙ্গিও।
ভালো থাকুন মামুন।

৪| ১৯ শে মে, ২০১৪ সকাল ১১:০৬

নিরব পাঠকং বলেছেন: উফ!! দারুন ভাবে ফুটিয়েছেন কথাগুলো,

১৯ শে মে, ২০১৪ দুপুর ১২:৩৯

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: নিরব পাঠক, ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সব সময়।

৫| ১৯ শে মে, ২০১৪ দুপুর ১:১২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চলুক.... লেখাটা ভালো লাগছে। এত অল্প লিখলেন এই পর্বে !!

১৯ শে মে, ২০১৪ দুপুর ১:২৬

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: খসড়া তো কাগজে লেখা হয়ে গেছেই। এখন যতটা টাইপ করছি ততটুকুই পোস্ট করছি। অফিসে বসে এই কাজটা সুবিধা হয় না।

৬| ১৯ শে মে, ২০১৪ দুপুর ১:১৮

ঢাকাবাসী বলেছেন: দারুণ লেখা, দারুণ বর্ণনা! এই টপিক নিয়ে লিখিয়ে খুব কম। ভাল লাগছে, চালিয়ে যান।

১৯ শে মে, ২০১৪ দুপুর ১:২৮

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী। ভালো থাকুন সব সময়।

৭| ১৯ শে মে, ২০১৪ বিকাল ৩:৩৩

স্বপ্নবাজ অভি বলেছেন: আগের পর্ব মিস করেছি , ছোট ছোট করে দিচ্ছেন যে ওন একদিন বেশ কয়েকটা একসাথে পড়ে ফেলবো !

১৯ শে মে, ২০১৪ রাত ১১:২০

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: এ কোনো ব্যাপার্না। টাইপ করতে সময় লাগছে।

৮| ১৯ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

সামুস কিং বলেছেন: +++

১৯ শে মে, ২০১৪ রাত ১১:২১

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ। সেই সঙ্গে আমার পাতায় স্বাগত জানাই।

৯| ১৯ শে মে, ২০১৪ রাত ১১:২৮

অন্ধবিন্দু বলেছেন:
জুলিয়ান,
ঘটনা’টা কি ! হেয়ালী হেয়ালী ;)
পইড়া মজা পাইতাছি না !

১৯ শে মে, ২০১৪ রাত ১১:৩৩

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: মজাটা ভাবনার অন্তরালে আছে। :P

১০| ২০ শে মে, ২০১৪ দুপুর ১:৫৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//সারাদিনের বস্তা সামলাতে সামলাতে শরীর গন্ধ হইয়ে গেছে।// B-) ;)

//সব খুলে নেমে পড়েন। আশপাশে কেউ নেই।// এর নামই কি অবগাহন, যা মন ও শরীরের সকল পাপ ধুয়ে দেয়?

এবিষয়ে গল্পকারের অভিমত জানতে ইচ্ছে হয় ;)

এবার যাচ্ছি পরেরটিতে...

১১| ২১ শে মে, ২০১৪ রাত ১:৪৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.