নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জগতের সব কাজই আমি পারি না। অনেক কাজে অলস হলেও লিখতে কখনও ক্লান্তি বোধ করি না। এতে করে আমার সময়গুলো ভালো কাটে।
আপনি সাহিত্য চর্চা করেন বা না করেন, কর্ম অথবা ব্যক্তি জীবনে প্রতিদিন না হলেও সপ্তাহের কোনো একটি দিনে রাতে কম বেশি আপনাকে লিখতেই হয়। আর তা লিখতে গিয়ে অনেকটা দায়সারা ভাবেও কাজটা সেরে ফেলেন কেউ কেউ। যা মোটেও ঠিক না।
আপনার দক্ষতা বা যোগ্যতা যা-ই হোক না কেন, আপনার লেখা পড়েও আপনার সম্পর্কে অন্যের ভুল ধারণার জন্ম হতে পারে। প্রযুক্তির উন্নতিতে আজকাল আমাদের সামনে লেখালেখির অনেক দুয়ার খোলা। আর কিছু না হোক ফেসবুকে একটা স্ট্যাটাস অন্তত দিচ্ছেন অনেকেই- দৈনিক, সাপ্তাহিক কিংবা মাসিক ভিত্তিতে। অর্থাৎ কোনোভাবে হলেও আপনি জড়িত আছেন লেখালেখির সঙ্গেই।
হতে পারে অভিধান/ডিকশনারি দেখার প্রতি আপনার অনীহা ব্যাপক। তাহলে কী করবেন? মোটা দাগে আমরা যে ভুলগুলো লিখি তার বিস্তারে না গিয়ে বলব যে, শুরুতে মাত্র তিনটি শব্দের প্রতি মনোযোগী হতে পারেন। যেগুলো প্রয়োগের সঙ্গে বাক্যের অর্থও জড়িয়ে থাকে। তাহলে সেই তিনটি শব্দ কী?
১। কোন> ইংরেজি Whatঅর্থে।
২। কোনো> ইংরেজি Any অর্থে।
৩। কোণ> ইংরেজি Angle অর্থে।
কিন্তু কোনা হবে Cornerঅর্থে। সে হিসেবে নেত্রকোণা না হয়ে নেত্রকোনা হবে।
কী বুঝলেন?
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২১
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী বাঙালি।
যে কোনো লিখবেন।
কিন্তু "যে খানে" না লিখে "যেখানে"। তেমনি। সেখানে> সে খানে নয়।
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৬
চাঁদগাজী বলেছেন:
বুঝলম যে, আপনি গল্পের পোস্ট দিলে ভালো হতো!
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৭
জুলিয়ান সিদ্দিকী বলেছেন:
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৯
ঢাকাবাসী বলেছেন: যাক আর ভুল হবেনা।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৫
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী।
পোস্টটা কাজে লাগল তাইলে।
৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: নেত্রকানা ?
নেত্রকোনা, না হয়ে চোখেরকোনা ভাল হবে। নেত্র বোধ হয় তৎসম শব্দ। বাংলা গ্রামার খুব জটিল জিনিস ।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৩
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার।
নেত্রকোনা হুমায়ূন আহমেদের মামুর বাড়ি।
আর ব্যাকরণ কঠিন বলেই আমরা বুড়ো বয়সেও শিখি।
৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০৬
প্রোফেসর শঙ্কু বলেছেন: তা বুঝলুম, কিন্তু গপ কৈ? বৈঠা তে নিক নাই আমার
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আপনের রিয়েল গপ পড়া হইল, এখন আমার গপ নিয়া ভাবতেই পারি।
৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০৭
আবু শাকিল বলেছেন:
ইমো ছাড়া আর কিছু দিতে পারলাম না জুলিয়ান দা।
সালাম জানবেন।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৩
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ আবু শাকিল।
ভালো থাকবেন সব সময়।
৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪০
আরজু পনি বলেছেন:
বানান আতঙ্কে আছি ...
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৯
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ আরজুপনি।
এ মন আতঙ্ক থাকা ভালো। এই আতঙ্ক আপনাকে উন্নত করবে।
ভাল থাকুন সব সময়।
৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩২
সুমন কর বলেছেন: হুম ! জেনে গেলাম ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৮
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ সুমন কর।
ভাল থাকুন সব সময়।
৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৬
নাসরিন চৌধুরী বলেছেন: ভালই বলেছেন। মনে রাখার চেষ্টা করবো।
ধন্যবাদ ও শুভকামনা রইল
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১২
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ নাসরিন চৌধুরী।
এখন থেকে মনে থাকবে। পদ্ধতিটার কারণেই মনে থাকবে।
ভালো থাকুন সব সময়।
১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:৫১
নাহিদ রুদ্রনীল বলেছেন: বাংলা ব্যাকরণ জটিল। এতো এতো নিয়মকানুন!!
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৩
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ নাহিদ।
ব্যাকরণের জটিলতায় না গিয়ে মনে রাখার কৌশলটা জানালাম।
ভালো থাকুন সব সময়।
১১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৪০
জাফরুল মবীন বলেছেন: কিন্তু কোনা হবে Cornerঅর্থে। সে হিসেবে নেত্রকোণা না হয়ে নেত্রকোনা হবে। - আর ভুল হবে না স্যার
সত্যিই খুবই গুরুত্বপূর্ণ ও অবশ্য শিক্ষণীয় বিষয় তুলে ধরেছেন।তবে এই বুড়ো বয়সে মনে রাখাটা কঠিন হয়ে পড়ছে দিন দিন।চেষ্টাতো চালিয়ে যেতে হবে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৫
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ জাফরুল মবীন।
বুড়ো বয়সের সুবিধা এই যে, মুখস্ত করতে হয় না।
ভালো থাকুন সব সময়।
১২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৫২
বিদগ্ধ বলেছেন:
অনেক ধন্যবাদ। অনেক দরকারি বিষয়ে লেখেছেন।
কিন্তু 'কোনো' .... অনেকে হসন্ত ছাড়া কোন লেখেন
আবার 'কোন' (what/which).... হসন্তসহ কোন্ লেখেন
'কোণ' (angle) নিয়ে কোন দ্বিমত নেই।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৩
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ বিদগ্ধ।
বাংলা একাডেমি জানাচ্ছে চন্দ্রবিন্দু, বিসর্গ, হসন্ত যতটা সম্ভব পরিহার করা। যারা কোনো বোঝাতে কোন লেখেন, তাদের বক্তব্য অনেক সময় দুর্বোধ্য থেকে যায়।
ভালো থাকুন সব সময়।
১৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৭
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: বিদ্রোহী বাঙালি বলেছেন: বুঝলাম না জেনে কত বাংলা বানানই ভুল করছি।
আশা করছি এই তিনটা আর ভুল হবে না।
একটা প্রশ্ন, 'যেকোনো' হবে না 'যে কোনো' হবে?
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৫
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলায়।
আপনার জিজ্ঞাসার সমাধান প্রথম মন্তব্যের জবাবে আছে।
ভালো থাকুন সব সময়।
১৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৩
এনামুল রেজা বলেছেন: খেয়াল রাখা যাবে।
দরকারি একটা ব্যাপার তুলে ধরার জন্য জুলিয়ান ভাইকে ধন্যবাদ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৬
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ এনামুল রেজা।
ভালো থাকুন সব সময়।
১৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫১
এহসান সাবির বলেছেন: বানান নিয়ে বড়ই ঝামেলায় থাকি...
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৭
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ এহসান সাবির।
লেখালেখির জগতে থাকলে এই ঝামেলাটা পোহাতেই হবে।
ভালো থাকুন সব সময়।
১৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০০
বৃতি বলেছেন: বানান ভুল দেখছি আর করা যাবে না
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২১
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ বৃতি।
ভুল করা যাবে না কে বলল?
ভুল হলে যাতে ঠিক করে ফেলা যায় তার একটি উপায় দেখালাম।
ভালো থাকুন সব সময়।
১৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫০
শায়মা বলেছেন: উফ এত কোনা কোনা শিখতে গিয়ে তো কানাই হয়ে যাবো ভাইয়া?
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৯
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ সত্যটা স্বীকার করলেন বলে।
জেগে ঘুমানো আর চোখ থাকিতে অন্ধ ব্যাপারগুলা খারাপ।
তাই ভালো থাকুন সব সময়।
১৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৩
প্রামানিক বলেছেন: গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় বিষয় তুলে ধরেছেন। ধন্যবাদ সিদ্দীকী ভাই।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৩
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ প্রামানিক।
ভালো থাকুন সব সময়।
১৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৭
আহসানের ব্লগ বলেছেন: ++++
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২১
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ আহসানের ব্লগিং।
ভালো থাকুন সব সময়।
২০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৩৭
অন্তরন্তর বলেছেন: নাইস পোস্ট। শিক্ষার শেষ নেই। অনেক ধন্যবাদ জুলিয়ান দা।
আপনার বইটা বইমেলা থেকে সংগ্রহ করলাম। আপনার যুদ্ধ ও মানসাঙ্কের গল্পটা এই বইতে
পেলাম না। ওই গল্পটা আপনার কোন বইতে আছে কি? বিশ্বাসের দহন ও অন্যান্য গল্প বইটি
ভাল হয়েছে। শুভ কামনা।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০০
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ অন্তরন্তর।
শিক্ষার শেষ নাই।
যুদ্ধ আর মানসাঙ্কের গল্প এ বইয়ে দেই নাই। এতে মাটি নামে একটি গল্প আছে। দুটো এক বইয়ে বিপরীতধর্মী প্রভাব পড়ত।
ভবিষ্যতের কোনো বইয়ে আরো মুক্তিযুদ্ধ সংক্রান্ত গল্পের সঙ্গে এ গল্পটা রাখার ইচ্ছে আছে।
আপনার জন্য শুভকামনা থাকল।
২১| ০২ রা মার্চ, ২০১৫ রাত ১:৫৯
আহসানের ব্লগ বলেছেন: আপনিও ভাল থাকুন ভাইয়া
২২| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৩৯
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আরেকটু বিস্তারিত লিখলে ভালো হতো। শুভকামনা সতত।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৮
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ তনিমা। আসলে এখানে বিস্তারের সুযোগ নেই। কেবল প্রয়োগটা দেখাতে চেষ্টা করেছি।
ভালো থাকেন সব সময়।
©somewhere in net ltd.
১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৪
বিদ্রোহী বাঙালি বলেছেন: বুঝলাম না জেনে কত বাংলা বানানই ভুল করছি।
আশা করছি এই তিনটা আর ভুল হবে না।
একটা প্রশ্ন, 'যেকোনো' হবে না 'যে কোনো' হবে?