নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জগতের সব কাজই আমি পারি না। অনেক কাজে অলস হলেও লিখতে কখনও ক্লান্তি বোধ করি না। এতে করে আমার সময়গুলো ভালো কাটে।
তোমার নামের আদ্যাক্ষর আমি বয়ে বেড়াই দিনরাত
বুকের ক্যানভাসে;
যেন সেজদা-রত একাগ্র কোনো মুসুল্লি জায়নামাজে।
তোমার নামের আদ্যাক্ষর আমার বুকে দোদুল্যমান
মহামূল্য এক লকেট-
প্রতিবার বিম্বিত দেয়ালে সাঁটানো ইংলিশ দর্পণে
ড্রেসিং টেবিলের কারুময় আয়নায়
অথবা গ্যালারির দেয়ালে ঝোলানো শৈল্পিক কোনো চিত্রকর্ম;
যেন পাশ ফিরে দেখা বিমুগ্ধ প্রেয়সীর চোখে দয়িতের মুখ।
তোমার নামের আদ্যাক্ষর
যেন এতেকাফে বসা মসজিদ-বাসী কোনো প্রবীণ মোমিন
ইহকাল আর পরকালের টানাপোড়েনে কিংকির্তব্যবিমূঢ়;
সময় বহে যায় অক্ষমতার বোরাকে চড়ে
আমলনামার ডান-বাম দ্বিধাদ্বন্দ্বে নির্বাক, নিথর;
যেন গোরস্থানে একাকী গোরখোদক অনিশ্চিত প্রতীক্ষায় মুহ্যমান।
অথবা মধ্যরাতের নিঃসঙ্গ বাতিঘর যেন এক
তোমার নামের আদ্যাক্ষর; আমার বুকের উপত্যকায়
নিদ্রাহীন চোখে দেখে অপার অন্ধকারের
রাতজাগা নফি-এসবাতের ঐশী নুর; কখনো বা
কম্পমান নিদারুণ সুনামির আসন্ন ত্রাসে; যেখানে দিনরাত
ওত পেতে থাকে জমাট বেদনার কান্না ভরা অথৈ সাগর।
তোমার নামের আদ্যাক্ষর
বুকের কাছে সার্টের ফাঁকে কোনো জানালায় যেন সলাজ যুবতী
কৌতূহলে উঁকি দিতে ব্যাকুল বারংবার; নিলাজ-বেহায়া
অপবাদের ভয়ে কখনো সখনো লুকায় আড়ালে;
আর তখনই দ্বিগুণ বাড়িয়ে দিয়ে যায় গাত্র দাহ,
তোমাকে তখন প্রবল কামনায় আরো নিবিড় করে পেতে চাই।
তোমার নামের আদ্যাক্ষর
মূল্যবান কাপড়ে লেগে থাকা প্রিয় পারফিউমের সুবাসের মতো
যাতে মিশে থাকে অনেক গোপন স্মৃতি; ন্যাপথালিনের ঘ্রাণ মাখা
জমাট পুরোনো কাপড়ের মিহিন ভালোবাসা; দূর থেকে ভেসে আসা
ভাটিয়ালীর মনকাড়া সুরের আবেশ অথবা দীর্ঘকাল পর সফল সঙ্গমে
রতি-ক্লান্ত বধূর ঠোঁটের ওপর জেগে থাকে যেমন সূক্ষ্ম ঘাম।
আমার বুকে লেপটানো তোমার নামের আদ্যাক্ষর
যেন স্বাধীন বাংলার মুখরিত প্রথম প্রহর; জাজ্বল্যমান শিখা অনির্বাণ;
হৃদয়ে প্রোথিত জাতির জনকের দৃপ্ত কণ্ঠস্বর।
---০০০---
০৪ ঠা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১১
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: এবার আশা করি স্পষ্ট হইছে।
২| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫০
তারেক ফাহিম বলেছেন: ক্লিয়ার ধরা যাচ্ছে না,
ফ্রন্ট সাইজ একটু কম ছিলো।
জেপিজি মোডে দিলেন দাদা চুরি হওয়ার ভয়ে??
০৪ ঠা নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫২
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: চোর চুরি করলেও যেন কষ্ট কইরা করে।
৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২২
চাঁদগাজী বলেছেন:
শুধু ১ অক্ষরের এত প্রভাব, পুরো নাম মনে রাখলে কি ঘটার সম্ভাবনা!
০৪ ঠা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৪
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: পুরো নাম মনে রাখতে পারলেই তো প্রেমিক হয়!
আমি তাই কখনো প্রেমিক হইতে পারি নাই।
৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ৯:১১
মলাসইলমুইনা বলেছেন:
মনে হলো আপনার মোমিন মুসলিমের মেটাফোরটা কন্ট্রাডিক্ট করলো কবিতার প্রেমের কনটেক্সটে ! এছাড়া একই প্যারার ঐশী নূর আর রতি ক্লান্ত বন্ধুর নাকের ঘাম ! মনে হয় খানিকটা কনফিউজড হলাম উপমাগুলোর ব্যবহারে |
০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১০
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ নাইমুল ইসলাম।
মোমিন মুসলিমের মেটাফোরটা কন্ট্রাডিক্ট করলো কবিতার প্রেমের কনটেক্সটে ! এছাড়া একই প্যারার ঐশী নূর আর রতি ক্লান্ত বন্ধুর নাকের ঘাম ! মনে হয় খানিকটা কনফিউজড হলাম উপমাগুলোর ব্যবহারে
আপনি ঠিকই ধরেছেন। কয়েকটা লাইন দেইনি। এটা দিয়ে রাখলাম, পাঠকের মতামত পাবো। নিজ থেকে আরো কাটা-ছেঁড়ার উৎসাহ পাবো।
বেশিরভাগ পাঠক এমন ত্রুটিগুলো খেয়াল করে না।
ভালো থাকুন সব সময়।
৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১০:০৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কপি প্রুফ কাব্য ভাল লেগেছে।
০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩১
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ গিয়াস উদ্দিন লিটন।
তালা বা বেড়া হচ্ছে ভদ্রলোকের জন্য। চোরের কাছে কোনো বাধাই বাধা না। পত্রিকায় পড়েন নাই যে, ব্যাঙ্কের এসিস্টেন্ট ম্যানেজার নিজেই ভল্টের টাকা চুরি করতে সুড়ঙ্গ খুঁড়েছিলেন?
ভালো থাকুন সব সময়।
৬| ০৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০২
আহমেদ জী এস বলেছেন: জুলিয়ান সিদ্দিকী ,
কবিতার যেটুকুতে হোচট খেতে হয়েছে দেখি , সহব্লগার মলাসইলমুইনাও সেখানে হোচট খেয়েছেন ।
চাঁদগাজী ও বরাবরের মতোই দারুন বলেছেন ।
তবুও বলি - কবিতা ভালো হয়েছে ।
১০ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:৩৯
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস।
ভালো থাকেন সব সময়।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৯
ব্লগ সার্চম্যান বলেছেন: অক্ষর গুলো আরেকটু স্পষ্ট হলে ভালো বোঝা যেত।