নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছাইয়ের নেই আগুনের ভয়

জুলিয়ান সিদ্দিকী

জগতের সব কাজই আমি পারি না। অনেক কাজে অলস হলেও লিখতে কখনও ক্লান্তি বোধ করি না। এতে করে আমার সময়গুলো ভালো কাটে।

জুলিয়ান সিদ্দিকী › বিস্তারিত পোস্টঃ

আমরা তো বেশ আছি

২৪ শে অক্টোবর, ২০১৯ ভোর ৪:৫৩


আমি তো সেই আমি, যে তোমাকে ভালোবেসে গেছি জন্ম-জন্মান্তরে
এমন কি নুহের নৌকায় যখন আশ্রিত ছিলাম
অথবা তারও অযুত নিযুত শতক পরে
কুরুক্ষেত্রের দুর্বিসহ রণাঙ্গণে; তার পরের আরও কয়েক নিযুত শতক অতিক্রান্তের পর
জাপানিরা যখন ফেলছিল বোমা পার্ল হারবারে
কিংবা নিতে প্রতিশোধ নির্মমভাবে গুঁড়িয়ে দিয়েছিল আমেরিকা জীবন্ত হিরোশিমাকে;
তীব্র ধোঁয়া আর বারুদের গন্ধে ধূলোমাখা, কাদামাখা মুমূর্ষু আমি
শুধু ভালোবেসে গেছি তোমাকেই, জপে গেছি প্রতিটি নিঃশ্বাসে তোমারই নাম।

'৫০এর মন্বন্তরে অথবা '৭৪এর হাভাতে দিনে নগরের খা-খা ডাস্টবিনের মতন দুর্ভিক্ষের বছর
ক্ষুধাক্লিষ্ট অনাহারী আমি বাঁচতে আকুল হয়েছি শুধু তোমাকেই মনে করে;
'৭১এ ঘাতকেরা যখন বেয়নেট বাঁধা বন্দুক হাতে ঘরে ঘরে দিয়েছিল হানা
খুঁচিয়ে খুঁচিয়ে করেছিল রক্তাক্ত আমার জন্মভূমিকে
ব্যথা কাতর আমি তখনও কেবল তোমাকে ভালোবেসেই
একটি স্বাধীন দেশের আশায়
অকুতোভয়ে ঝাঁপিয়ে পড়েছি মহান মুক্তিযুদ্ধে।

পাহাড়ি বালিকা জাসিন্তা যখন আমার আশপাশে দিনরাত
হাসি গানে, অভিমানে, বুননে ব্যস্ত ছিল অনাগত দিনের নির্বিরোধ স্বপ্নগুলো
তখনও আসলে নতুন ধানের মিহি সুবাসের মতো তুমি লেপ্টে ছিলে আমার মননে।

শুধু কি তাই?

সখিনা যখন আমাকে ভালো বেসে বেসে মুখে মুখে তুলে ফেলেছিল অফুরান ফেনা
সাদিয়া তখন নকশীকাঁথা আর নীল পাঞ্জাবি কিনে বন্ধুর প্রেমিককে অমরতা দিতে দৃঢ় কল্প;
(যদিও পরে জেনেছি মামুনই ছিল তার উপলক্ষ্য);
তবু মামুদ হোসেনের অনিশ্চিত ভালবাসায় আস্থা হারিয়ে একদা আমাকে যে দেখিয়েছিল
ভাটির দেশে ধাবমান তার ঐতিহ্যবাহী জরাজীর্ণ সাম্পান;
বিনিময়ে আমি তাকে দিয়েছিলাম দোর্দণ্ড প্রতাপের এক স্থিরচিত্র মাত্র;
অথচ তখনও তোমার শ্রী মুখ উঁকিঝুঁকি মেরে গেছে আঁধার ছাপানো জোনাকীর মতো।

মানুষের মন!

সে নারী হোক অথবা পুরুষ পুঙ্গব
ভালোবাসার ছলাকলা, নানা কলা আরও কত কলা পাকিয়ে ফেলে লহমায়
অথচ ফতুল্লাবাসী বাবুরামের বোনকে পাকানোর আগেই
হাঁচিতে-কাশিতে হয়েছিল জরজর কতিপয় চতুর ললনা আর দুর্বিনীত পাঁকাল;
যারা আমাকে উড়িয়ে নিচ্ছিল শরতের খণ্ডিত মেঘের মতন;
তবু হিমাচল হয়ে তুমি অধরের উষ্ণ বাধে দেখিয়েছিলে নতুন ঘর;
সমুদয় অতীত বুকে নিয়ে নদীভাঙা গ্রাম যেমন লীন হয়ে যায় মেটে জলে।
মূলত সেদিন থেকেই বুঝেছি জীবনের স্থিরতা।

তারপর দেখ, পিতার মূর্খ সন্তানেরা যখন যুথবদ্ধ হয়ে
ঈর্ষাতুর কেউটে সাপের খোলসের মতো আমাদের করেছিল পরিত্যাগ
তবু আমি ছাড়িনি তোমাকে; কতিপয় দালালের কারসাজি সত্ত্বেও অবাক, মুগ্ধ ছিল গ্রামবাসী।
পরিজন-স্বজনহীন আমি তখনও তোমাকে ভালোবেসেছি বিপুল;
যেন বটবৃক্ষ নিরলস বিলায় সঘন নির্মল ছায়া।

কিংবা যখন আমাদের বিরুদ্ধ সময়ে মাঠ থেকে শাকপাতা তুলে
নিদারুণ অভাবে কাটছিল কাল; কথিত বন্ধুরা আমার এসওএস পেয়েও
কী যে কঠিন এক নীরবতায় এড়িয়ে গেছিল আমাকে। হতবাক আমার ঘরে
ধারকরা চালে প্রতিদিন চুলায় চড়েছে হাড়ি
তখনও ম্লান হয়নি তোমার প্রতি আমার দুর্নিবার প্রেম।

অবশ্য ওরা তো জানে না, কে তুমি?
দেখেনি তোমার হৃদসিন্দুকে বৈভবের চ্ছটা
আমাকে নিবিড় আলিঙ্গনে বেঁধে রাখা
তোমার সুদৃঢ় বাহুবন্ধন...

আচ্ছা, আজ না হয় বন্ধ থাকুক ওসব বাখানি;
এখন কী বা আসে যায় তাদের জ্ঞান বা অজ্ঞানতায়?
তারা তো আজ দূর অতীতের বিচ্ছিন্ন কংকাল;
পুরাকালের নোনাধরা ধূসর ফসিল!

আমরা তো বেশ আছি! নাকি সন্দেহ আছে কোনো?


৬ অক্টোবর, ২০১৯
কারবালা।

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৯ ভোর ৫:৩৫

ইসিয়াক বলেছেন: ভালো লেগেছে ।
সুপ্রভাত

২৬ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৭

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।

২| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ৮:৫৯

নীল আকাশ বলেছেন: শুভ সকাল।

২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:০৫

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ। আমার এখানে সন্ধ্যা হয়ে এসেছে।
ভাল থাকুন সব সময়।

৩| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:১০

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় সুন্দর মনের আবেগের প্রকাশ।

২৮ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৫

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন সব সম।

৪| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:১৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: শুভ সকাল। ভালো লেগেছে।

২৮ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৭

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: শুভেচ্ছা নিরন্তর।

৫| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:০৮

স্নিগ্ধ শোভন বলেছেন:
সন্দেহ নেই ভালো লেগেছে কবিতা!

২৮ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৯

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: সন্দেহ নাই আমার।

৬| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩৪

সাহাদাত উদরাজী বলেছেন: না।

২৮ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১২

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ভালো থাকুন সব সময়।
আপ্নার সংগে দেখা সাক্ষাতের সুযোগ আমার ছিল না। বেঁচে থাকলে কোনোদিন হবে।

৭| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৫৮

চাঁদগাজী বলেছেন:



বেশ কঠিন কথাবার্তা। "মানসাংক" এর থেকে সোজা ছিল, অনেক সোজা।
পাঠকদের মন্তব্যের উত্তর দেবেন সব সময়।

২৮ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১৭

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আক্ষেপ, বিলাপ, কান্দাকাটি আর মনের ভিতর জমে থাকা কথা-বার্তা অনেক সময় কঠিন মনে হতে পারে।
মন্তব্যের উত্তর তো দেই। এ বছর অনেক ঝামেলা গেছে। তা ছাড়া মোবাইল ফোন ব্লগিঙের জন্য ততটা সুবিধার না।

ভালো থাকুন সব সময়।

৮| ২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ৩:২৪

কাওসার চৌধুরী বলেছেন:



খুব ভালো লাগলো। +++

০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১:০৭

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ কাওসার চৌধুরী।
শুভ কামনা।

৯| ০৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:২০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অসম্ভব সুন্দর কবিতা স্যার। ভালো থাকবেন আপনি। আরো লেখা চাই।

১২ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৪

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ।
কবিতা লেখার সুযোগ বেশি আসে না। ভাবটা প্রকাশের জন্য বড় মাধ্যম পায় না তখনই এমন কম্প্যাক্ট অবস্থায় প্রকাশ করি।
আর ধুমাইয়া তো লিখতেই চাই, কিন্তু পারি তো না।

ভালো থাকেন সব সময়।

১০| ১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৩:২১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আজ না হয় বন্ধ থাকুক ওসব বাখানি;
এখন কী বা আসে যায় তাদের জ্ঞান বা অজ্ঞানতায়?
তারা তো আজ দূর অতীতের বিচ্ছিন্ন কংকাল;
পুরাকালের নোনাধরা ধূসর ফসিল!

.............................................................................................
আমরা কোন ক্রমেই ভালো নেই !
আমি লিখছি সিডনী থেকে , এখন সকাল
পাখির কল কাকলীতে মুখরিত চারিদিক
রাস্তায় গাড়ীর উচ্চ শব্দ নেই,
মশার যন্ত্রনা নেই ,
চোরের উপদ্রপ নেই , এখানে .....!!!
...............................................................................................
এরা তো মুসলিম নয় , তাহলে আমরা কেন ভালো থাকতে পারছিনা ???

২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:৫৩

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: কেন ভালো নাই?

একা একা ভালো থাকা যায় না। এটা দ্বিপাক্ষিক ব্যাপার। নিজে ভালো থাকতে চেষ্টা করার সংগে সংগে অন্যদের ভালো রাখার চেষ্টাটা ক্রমশ লোপ পাচ্ছে_ সবখানেই। সব ধর্মে ব্যক্তিক ও আত্মিক শান্তির পথের বয়ান আছে। সামগ্রিকতাটা কোথায়?

ভালো থাকেন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.