নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সংগ্রামী দেশপ্রেমিক

জুলকার নাইন

আইনজীবী

জুলকার নাইন › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশি গারমেন্টস শ্রমিকের লাশের মিছিল কোনদিনই কি থামবে না ?

১৩ ই জুন, ২০১৪ রাত ২:১৯

হায়রে পাগল শ্রমিকের দল ,তোরাতো বুঝবিনা এরা তোদের আপন নয় ।এরা তোদের লাশ নিয়ে রাজনিতী করেছে,কোরছে এবং ভবিষ্যতেও কোরবে। তোরা আর কান্দিসনা ,কেঁদে কোন লাভ পাবিনা তোরা মরেছিস ইটের আঘাতে আর তোদের সন্তান মরবে আগুনে পুড়ে ।এবার বলি আসল কথা এতক্ষন তুই তুকারি করে কাদের সঙ্গে কথা বললাম।কথা বল্লাম রানাপ্লাজার দুঃরঘটনার শিকার আমার সকল ভাই ও বোনদের আত্মার সঙ্গে,তাদেরকে বল্লাম আমাদের অসহায়ত্তের কথা ।জানিয়ে দিলাম আগামি দিনের দুঃর ঘটনার কথা। বল্লাম তোমরা আগে চলে গেছো আমরাও আসছি ,কিছুক্ষন অপেক্ষা কর ,দেখবে তোমাদের মত আমাদের লাশ নিয়েও রাজনিতী হবে ।

এখন মূল কথায় আসি গত বছর ২৪শে এপ্রিলের রানা প্লাজার দুঃঘটনায় আহত নিহত সকল ব্যক্তির কথা বলছি । এই দুঃঘটনায় আহত হন প্রায় ২৫শত এবং মারা যায় ১১২৯ জন। বাঁকিদেরকে সেখান থেকে জীবিত উদ্ধার করা হয়। প্রায় ২০ দিন ধরে চলে উদ্ধার অভিযান ।সব শেষে মেজোর সাহেব বল্লেন এখানে আর একটি লাশের কনাও পাওয়া যাবেনা ।অনেক পরিক্ষা নীরীক্ষা করার পর কথাগুলো বলেছিলেন সেখানকার দায়িত্তশিল মেজর সাহেব। আমাদে দেশে সেনাবাহিনিকে দক্ষ্য বাহিনি বলে বিবেচনা করা হয় ।এখন প্রশ্ন হল তাদের দক্ষ্যতা যেখানে লাশ খুজেপেল না শেখানে মাঝে, মাঝে,প্রায় প্রায়ই পথচারি টোকাই শিশুর দল লাশের অবশিষ্ট্য অংশ কংকাল উদ্ধার করছে,তাহলে আসলে দক্ষ্য কারা টোকাইরা না সেনাবাহিনি? যদি সেনাবাহিনি হয় ,তাহলে তারা লাশ খুজে পেলনা কেন? না তাদের উপর সরকারি চাপছিল? অবশ্য এখানে উদ্ধার অভিযান দূরুত শেষ করার জন্য চাপ প্রয়োগ করার পেছনে যথেষ্ট করণ বিদ্যমান ছিল ,কারন লাশে মিছিলে পোশাক শিল্পের বৃহত বাজার মধ্য প্রাচ্য ও পশ্চিমা বিশ্বের শক্তিশালি রাষ্ট্রগুলো বাংলাদেশের পোশাক ক্রয় বিক্রয়ের উপর বিধি নিষেধ আরোপ করে ।আর সম্ভবত একারনেই মৃতের সংখ্যা কমাতে স্থগিত করাহয় উদ্ধার অভিযান ।অবশেষে সাজানো নাটক রেশমা আবিষ্কারের পর বিষয়টি ক্রমান্নয়ে ধামাচাপা পরে যায়।ফলাফল ০ কিন্তু যারা পংঙ্গু হয়েছিল তারাও পাচ্ছেনা কোন সরকারি বিশেষ সাহায্য বা সহোযোগিতা মধ্যখানে তারা এখন সমাজে অবহেলিত, লান্চিত । এই গরিব লোক গুলোকে নিয়ে রাজনীতি কবে বন্ধ হবে ? সরকারইবা কবে এই শ্রমিকদের অধিকার নিয়ে ভাববে সেটাকি কারো যানা আছে ? মূলত এই শ্রমিকের শ্রমই কিন্তু সরকারের চাহিদা মেটায়। তাই নয় কি ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.