নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সংগ্রামী দেশপ্রেমিক

জুলকার নাইন

আইনজীবী

জুলকার নাইন › বিস্তারিত পোস্টঃ

আত্নবিশ্বাস কি ?

১২ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৫৩



আত্নবিশ্বাস হল মনের স্থিরতা যেটা মানুষকে র্নিদিষ্ট লক্ষ্য র্অজন করতে সাহায্য করে।এখন প্রশ্ন হল এই আত্নবিশ্বাসের উৎপত্তি কোথা থেকে ? মানুষ তথা সমগ্র প্রণিকূল আত্নবিশ্বাস লাভ করে জন্ম সূত্রে । যেমন সিংহ শাবক সিংহ হয় তার আত্নবিশ্বাসের গুনে যদিও তার দেহ হস্তী তুলনায় অতি সামান্য তথাপি হস্তী সিংহের শিকার হিসেবে গন্য করা হয় শিকারী হিসেবে নয় ,কারণ সিংহের বিরোত্ত আর হস্তীর আত্নীক দূরবলতা । এখানে অবশ্য অনেকে বলতে পারে, সিংহ হল বনের রাজা হস্তী নয়। এখানে আমি বলব সিংহ বনের রাজা হল কি করে ?সেটা হতেপারে সিংহের বুদ্ধি বেশি আর হস্তীর কম। অথবা সিংহের শরিরে শক্তি বেশি হস্তীর কম । এখানে অবশ্য অনেকের ভিন্নমত তাদের ধারনা হস্তী নিজের শরীর সম্পরকে অজ্ঞ তাই সে সিংহের সাথে দ্বন্দ্ব করে পরেনা । এখানে আমার মতামত হল হস্তী নিজের শরীর দেখতে পায়না কিন্তু অন্য হস্তীর শরীর দখে বুঝতে পারে যে সে প্রণীকূলের সবচেয়ে বড় প্রানী যার ফলে সে শূর দিয়ে বড় বড় গাছ উপরে ফেলে অন্য প্রনীদের কাছে নিজের বাহাদুড়ী প্রকাশ করে। কিন্তু মুহূরতের মোদ্ধ্যে সিংহের সম্মূখে তার সেই মহা শক্তি হিরো থেকে জিরো হয়ে যায় ।কারন হাস্তীর আত্নবিশ্বাস অতিনগন্য । হস্তী জন্মের সূচনালগ্ন থেকে দেখে অাসছে যে সিংহ দেখলে দৌরে পালাতে হয় ।যে দৌরটা তার মাতাই আগে দৌরে শিখিয়েছে যে সিংহ দেখলে এই ভাবে দৌরে পালাতে হয়, ব্যস সেই মায়ের দেওয়া শিক্ষাকে আর্দশ ধরে সে সারা জীবন দৌরাতে থাকে।অন্য দিকে সিংহ শাবক ছোট থেকেই মায়ের কাছ থেকে শিখে কিভাবে ছোট-বড় শিকার ধরতে হয় ,আর এভাবেই শিকার ধরতে ধরতে তার আত্নবিশ্বাস দিনে দিনে বাড়তে থাকে, আর হাতী দৌরাতে দৌরাতে তার আত্নবিশ্বাস দনে দিনে কমতে থাকে। সে চিরদিন শিকার হিসেবে বিবেচিত হয় শিকারী হিসেবে নয় । সব শেষে একটি প্রশ্ন জাতী হিসেবে মাথা উচু করে দঁড়াবার জন্য কোনটি বেশি প্রয়োজন হস্তীর দেহ না সিংহের আত্নবিশ্বাস ?যদি সিংহের আত্নবিশ্বাস হয় তাহলে প্রশ্ন হল সেই আত্নবিশ্বাস কি আমাদের আছে? আর যদি হস্তীর দেহ হয় তহলে তার র্কাযকারিতা কি?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.