নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সংগ্রামী দেশপ্রেমিক

জুলকার নাইন

আইনজীবী

জুলকার নাইন › বিস্তারিত পোস্টঃ

শিক্ষা ব্যবস্থায় বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ।

০৯ ই জুলাই, ২০১৫ রাত ১০:২৩

আইনের দৃট্ষিতে সবাই সমান । সংবিধানের ২৭নং অনুচ্ছেদে উলে্লখ রয়েছে। বাংলাদেশের সকল নাগরিক আইনের দৃষি্টতে সমান, হোক ছাত্র অথবা অছাত্র। সংবিধাণ অনুসারে সকল ছাত্র সমান সুযোগ ভোগ করবে এটাই স্বাভাবিক আর এটা সংবিধান সম্মত । বাংলাদেশে সকল সরকারী বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের অনেক অনেক সুযোগ সুবিধা প্রদান করা হয় , অমি বলছিনা সরকারি বিশ্ববিদ্যালয়ে এই সুবিধা গুলো দেওয়া যাবেনা । আমার কথা খুব সামান্য মূল্য কেঊ দিবেকিনা জানিনা , আমার কথা হল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সরকার পক্ষথেকে কোন রকম সুবিধা প্রদান করা হয় না । তাহলে নতুন করে আবার কেন কর আরোপ করা হবে ?বেসরকারি বিশ্ববিদ্যালয় কি ব্যবসা প্রতিষ্ঠান?

যদি সকল ব্যক্তির শিক্ষালাভ করার অধিকার সমান হয়, তাহলে বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন সরকারি বিশ্ববিদ্যালয় থেকে আলাদা? কেন বেসরকারী বিশ্ববিদ্যালয়কে ভিন্ন চোখে দেখা হয় ?সরকারি বিশ্ববিদ্যালয়ে সরকার পর্যাপ্ত ছিট বরাদ্দ দিতে এমনিতেই ব্যর্থ তার পর আবার নতুন করে কর আরোপ করে সরকারের ব্যর্থতা চেখের সামনে তুলে ধরার উপযুক্ত কোন কারন আছে কিনা আমি জানিনা । এই দাঁতবিহিন সরকার কামরানোর কিছূ পাচ্ছেনা আর পাইলেও তো কামরানোর শক্তি নাই ,কামরাবে কি ভাবে কামরালেতো আর গদিতে টিকে থাকা যাবেনা । সরকারের মন্ত্রীরা যখন দূনীতিতে বিশ্ব রের্কড করছে তখন সরকারের সে দিকে কোন নজর নাই।যদি দূর্নীকে রোধকরতে পারত সরকার তাহলে এত অর্থনৈতিক দূরাবস্থার মুখোমুখি হতে হতো না।
যদি দেশ চালাতে না পারেন তবে গদিতে বসতে লজ্জা হওয়া উচিত আপনার । বেসরকারি বিশ্ববিদ্যালয় দেশের শিক্ষা ব্যবস্থা স্থিতিশীল অবস্থায় ধরে রেখেছে সেই প্রতিষ্ঠানে করআরোপ করবেন না । যাতে করে শিক্ষা ক্ষেত্রে মধ্যবিত্য থেকে ঊচ্চবিত্ত সবাই এক সংগে সমান সুযোগ পায় । যদি করআরোপের করা হয় তাহলে শিক্ষা ক্ষেত্রে প্রতক্ষ বৈষম্য স্থাপিত হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.