![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইসলামের প্রধান ভিত্তি পাঁচটি তার মধ্যে, যাকাত অন্যতম । মূলত যাকাতের টাকা দেওয়ার নিয়ম হল , সমূদয় যাকাতের টাকা কোন এক জন ব্যক্তিকে দান করা যাতে করে সেই ব্যক্তি স্বাবলম্বী হতে পারে । আজ যাকাতের কাপড় বিতরন করার সময় লাঠিপেটা করে ৩০ জন নিরিহ মানুষকে হত্যা করা হয়েছে ময়মনসিংহে । সেখানে ৬০০ কাপড় বিতরন করার জন্য ৩০০০ কার্ড বিতরন করা হয়েছিল । কাপড় গুলো সব যাকাতের কাপড় ছিল । মূলত যাকাত প্রদান করা হয় আল্লাহর সন্তুষ্টি অর্জেনর জন্য । তাহলে ৬০০ কাপড় বিতরন করার জন্য ৩০০০ কার্ড বিতরন করার প্রয়োজন কি ছিল ?এভাবে লোক দেখায়ে কি আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়?
মূলত বর্তমান যুগে অধিকাংশ ব্যক্তিই যাকাত দেয় লোক দেখানোর জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জেনর জন্য নয় ।যদি তাই না হয়, তাহলে তাহলে ৬০০ কাপড় বিতরন করার জন্য ৩০০০ কার্ড বিতরন করে তামাশা করাটা কি প্রমান করে? ৬০০ যাকাতের কাপড়ের মূল্য সর্বোচ্চ ১,৫০.০০০ থেকে ২০০০০০ টাকা,অথচ এই সামান্য টাকার জন্য ঝরেগেল ৩০টি তাজা প্রাণ এর দায়ভার কে বহন করবে ? এখন যদি বলা হয় নূরানী জর্দা ফ্যাক্টিরর মালিককে যে আপনি কি এ মৃত্যুর দায় অস্বীকার করবেন? আমি নিশ্চিত ভাবে বলতে পারি তিনি বলবেন ।আমিতো তাদের আসতে বলিনি , তারা আসছে কেন বা তাদের কিভাবে মৃত্যু হল আমি তার কি জানি?
সরকারের উচি এই মানুষ রূপের অমানুষটাকে কঠোর থেকে কঠোরতম শাস্তী প্রদান করা যাতে করে আর কেউ, যাকাত দেওয়ার নামে এরকম তামাশা করতে না পারে।
©somewhere in net ltd.