![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
বংশ পদমর্যাদায় পদবী দু'টা নতুন!
বায়তুল মোকাররম মুল মার্কেটের পেছনের দিকে অনেকগুলো দোকান আছে-যারা পাথরে খোদাই করে বিভিন্ন শিলা লিপি, নেম প্লেট,সাইন বোর্ড তৈরী করে। ঐস্থান হেটে আসতেই শ্বেত পাথরে খোদাই করা একটা শিলা লিপি দেখে থমকে দাড়াই।সেল ফোন ক্যামেরায় সেই শিলালিপি/নেম প্লেট’র ছবি তুলে নিয়ে এসেছি-সামুর পাঠকদের সাথে শেয়ার করার জন্য।দেখুনঃ-
বংশ পদমর্যাদার(যদিও বর্তমানে এইসব পদমর্যাদা কেউ পদদলিতও করেনা)পদবীর শেষ অক্ষর(বর্ণমালা)”র” দিয়ে বেশ কিছু বংশ/পদবীর কথা জানা আছে।আমাদের দেশের দক্ষিনাঞ্চলে তালুকদার, হাওলাদার, সর্দার, জমাদ্দার, কারিকর, সরকার পদবীগুলো খুব প্রচলিত।এর মধ্যে সর্দারদের অস্তিত্ব এখনো মিল কারখানার লেবার এবং সদরঘাটের কুলিদের মধ্যে ‘সর্দারী’ প্রথা আছে। কারিকরদের পেশা টিকে আছে নরসিংদি, টাংগাইল সিরাজগঞ্জ এলাকায়।
ঢাকার ইসলামপুরে এখন কয়েকটা পরিবার আছে-যাদের পদবী ‘নফর’ এবং ‘চাকর’।‘নফর’ এবং ‘চাকর’ শব্দগত একই অর্থ বহন করে।ইতিহাসবিদ নাজির আহমেদ তাঁর ঢাকার ইতিহাস বইতে নফর ও চাকর বংশের পরিচিতিতে উল্যেখ করেছেনঃ-নবাব পরিবারের অন্দর মহলে যারা কাজ করতেন তাদেরকে ‘নফর’ এবং অন্দর মহলের বাইরে যারা কাজ করতেন তাদের ‘চাকর’ বলা হত। পেশা একই ধরনের হলেও নফর শ্রেনী চাকর শ্রেনী থেকে একটু উপড়ে ছিল!
উত্তর বংগে সরকার পদবী তুলনা মুলক বেশী দেখেছি।
বৃহত্তর ময়মনসিংহ এলাকার দেখেছি তফাদার, তরপফদার, গোলদার(প্রচলিত উচ্চারণ গোলন্দাজ। উল্যেখযোগ্য নাম-প্রয়াত এমপি আলতাফ হোসেন গোলন্দাজ, আমরা মজা করে বলতাম-আলতাফ হোসেন আর্টিলারী), গোলদার।
যশোহর জেলায় আমার পরিচিত একজন ব্যবসায়ী আছেন যার পদবী “মাজমাদার”।এই মাজমাদারের মাজেজা আমি জানিনা।
সুনামগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার হাওর অঞ্চলের কয়েকটি পরিবারের বংশ পরিচয় “চোর”! ভোটার তালিকায় তাদের পেশা “চোর” উল্যেখ করা হয়েছে!
নরসিংদী ব্রাম্মনদিতে অবস্থিত একটি টেক্সটাইল মিলে কর্মরত আছেন দুই ভাই-তাদের পদবী মাতুব্বর।তাদের ‘মাতুব্বরী’ করারমত কোনোই অবস্থা নেই।
বৃহত্তর রাজশাহী অঞ্চলে বিখ্যাত ছিলেন ইতিহাসখ্যাত “ফকির” পদবীর লোক(সুফী সাধক দরবেশ ফকির মজনু শাহ)।
প্রমিত বাংলা অভিধানে আরো একশ্রেনীর “ফকির” আছে।যারা পেশাদারি টাউট।এরা সহজ সরল মানুষদের ঝাড়-ফুক, তাবিজ-কবচ,যাদু-টোনা করার নামে প্রতারনা করে।আমাদের সামু ব্লগেও একজন “ফকির” আছেন।তিনি অবশ্য সুফি, দরবেশ অর্থে ‘ফকির’ নন।যাদু-টোনা, তাবিজ-কবচ করার ফকিরকিনা তা জানিনা।তবে তিনি সম্পুর্ণই মানষিক খয়রাতী/ভিখারী অর্থে ফকির।
এইসব বংশ পদমর্যাদা সাধারনত বংশপরম্পরায় পেশাভিত্তিক হয়ে থাকে। তাই পদবীর শেষ অক্ষর '“র'” দিয়ে অনেক পদবীর পেশাজিবীরা তাদের পেশা বংশ পদমর্যাদা হিসেবে উল্যেখ করেননা। যেমন-চৌকিদার, দফাদার, হাবিলদার, সুবেদার ইত্যাদি। আবার পেশাভিত্তিক নাহয়েও কেউ কেউ নিজেকে স্বঘোষিত পদবী দ্বারা আখ্যায়িত করেন। যেমন সামহোয়ারইন ব্লগের "“দাঁগ" ”খ্যাত “ঔপন্যাসিক” জিল্লুর ব্রাদার……।।
কিন্তু “মালদার” এবং "ঔপন্যাসিক" পদবী আগে দেখিনি। হয়তো তিনি ধন দৌলতে বড় রকমের ধনী। সেই সুবাদে আজ “মালদার”! কিন্তু "ঔপন্যাসিক"?
০৬ ই নভেম্বর, ২০১০ রাত ১০:২২
জুল ভার্ন বলেছেন: সব সময়তো তেমন তেমন পোস্ট লিখি-আজ একটু মজা করলাম!
২| ০৬ ই নভেম্বর, ২০১০ রাত ৯:৫৯
সত্য কথায় যত দোষ ! বলেছেন: ফাটাফাটি হইছে! ফকির আর ঔপন্যাষিক আমারে ব্লক মাইরা রাখছে!
০৬ ই নভেম্বর, ২০১০ রাত ১০:২৩
জুল ভার্ন বলেছেন: উনারা উনাদের কাজ করছেন-আমরা আমাদের কাজ করি......
৩| ০৬ ই নভেম্বর, ২০১০ রাত ১০:১১
মেহবুবা বলেছেন: হাসবো না কাঁদবো বুঝতে পারছি না ।
'এটা যেমন খুশী সাজো' প্রতিযোগীতার মত একটা কিছু । যেমন ইচ্ছে পদবী বানিয়ে জুড়ে নাও ।
আমার তো 'হাজী' বা 'আলহাজ্জ্ব' নামের আগে জুড়তে দেখলে কেমন লাগে । হজ্জ্ব একটা ফরজ কাজ মুসলমানদের জন্য (প্রযোজ্য ক্ষেত্রে), সেটা করলে আবার নামের আগে বসাতে কেন হয়?
তাহলে এক একেকজনের নামে ' নামাজী', 'রোজাদার' ইত্যাদি জুড়ে দেবার প্রবনতা শুরু হবে কি?
আমরা "নাম" নিয়ে মহাব্যস্ত ।
০৬ ই নভেম্বর, ২০১০ রাত ১০:২৮
জুল ভার্ন বলেছেন: আপু, "রোজাদার" পদবীটার কথা মনে করিয়ে দেবার জন্য ধন্যবাদ।
"চোর" পদবীটার জন্য খুব খারাপ লাগে। গত জাতীয় সংসদ নির্বাচনের সময় যাদের পদবী "চোর" তাদের কয়েক জনের সাক্ষাতকার নেয়া হয়েছিল একটা প্রাইভেট টিভি তে। ওদেরকে যখন জিজ্ঞাসা করে-আপনাদের পদবী "চোর" কেন"? "চোর" পদবী শুনে একটা "চোর" কান্না চেপে নারাখতে পেরে বলেছি-আমাদের জমি জিরাত নাই, কেউ কাজ দেয়না-তাই বংশ পরম্পরায় চুরি করেই জীবিকা নির্বাহ করি"! আমি সেই লোকটার করুন কান্না আর চোখের দৃস্টি কোনো দিন ভুলবোনা!
৪| ০৬ ই নভেম্বর, ২০১০ রাত ১০:১৫
মৈত্রী বলেছেন: বেটা ভালই মাল কামাইছে মনে হয়.......
ঠিকানাডা দিয়া ভালই করচেন.....
সামনে বড় প্রজেক্ট আছে, ক্যাশপাত্তির দরকার পড়লে সোজা গিয়া হাজির হমু!!
০৬ ই নভেম্বর, ২০১০ রাত ১০:৩০
জুল ভার্ন বলেছেন: ভাই, আমার কাছ থেকে "মালদার" ভাইয়ের ঠিকানা পাইছেন-তা আবার "র্যাবের ডলা খাইয়া" ফাঁস কইরা দিয়েননা! আমি আবার ক্রস ফায়ারে ভয় পাই।
৫| ০৬ ই নভেম্বর, ২০১০ রাত ১০:১৫
চেম্বার জজ বলেছেন: হাসতে হাসতে পঃগে! হেব্বী হইছে! আমিও উল্যেখিত দুজনের ব্লগে ব্লক।
অনেক আশা নিয়ে উনাদের পোস্টে মাইনাস দিতে যাইয়া দেখি-"দুঃখিত, আপনি এই পোস্টে মন্তব্য করতে পারবেননা"!
০৬ ই নভেম্বর, ২০১০ রাত ১০:৩২
জুল ভার্ন বলেছেন: ইশশিরে! "একটা লোকের আশা(মন) ভাংগা আর মসজিদ ভাংগা-সমান কথা"-এই কথাটা ঐ 'বেরহম' ফকির আর ঔপন্যাষিক ভাই বুঝলোনা!
৬| ০৬ ই নভেম্বর, ২০১০ রাত ১০:২০
হাম্বা বলেছেন: হাম্বা হাম্বা
০৬ ই নভেম্বর, ২০১০ রাত ১০:৩৪
জুল ভার্ন বলেছেন: এখন নাকি এন্থ্রাক নাই.........!(হাম্বা ভাই, এখানে মন খারাপের ইমো হইবে)
৭| ০৬ ই নভেম্বর, ২০১০ রাত ১০:২১
অনুমান বলেছেন: What is a name ..?
নামে কি আসে যায় .? - শেক্সপীয়র
০৬ ই নভেম্বর, ২০১০ রাত ১০:৩৭
জুল ভার্ন বলেছেন: কি বলেন অনুমান ভাই, নামেই যদি কাম নাহয়-তবে নিজের শরিরে দগদগে 'দাগ' নিয়ে নামের আগে "ঔপন্যাষিক" লাগাবে কেন?
৮| ০৬ ই নভেম্বর, ২০১০ রাত ১০:২২
লালসালু বলেছেন:
০৬ ই নভেম্বর, ২০১০ রাত ১০:৩৮
জুল ভার্ন বলেছেন: ইমো দিতে পারিনা-তাই শুধুই ধন্যবাদ।
৯| ০৬ ই নভেম্বর, ২০১০ রাত ১০:২৪
দূর্যোধন বলেছেন:
০৬ ই নভেম্বর, ২০১০ রাত ১০:৩৮
জুল ভার্ন বলেছেন: ইমো দিতে পারিনা-তাই শুধুই ধন্যবাদ।
১০| ০৬ ই নভেম্বর, ২০১০ রাত ১০:২৭
আবু সালেহ বলেছেন:
ভাইজান ...বেটা তো বহুত মালদার মনে হচ্ছে................পুরা উপাধি বসাইয়া দিছে..............
০৬ ই নভেম্বর, ২০১০ রাত ১০:৪০
জুল ভার্ন বলেছেন: হাই সালেহ ভাই! ক্যামন আছেন?
হ্যা, তাইতো মনে হচ্ছে-হয়ত উনি কাউকে 'দাগা' দিয়ে অনেক মাল কামাইছে!
১১| ০৬ ই নভেম্বর, ২০১০ রাত ১০:৩৪
লুৎফুল কাদের বলেছেন: অনেক ফকির বংশ এখন চৌধুরী হয়ে যাচ্ছে. মালদার এই প্রথম শুনলাম এই বংশ.
০৬ ই নভেম্বর, ২০১০ রাত ১০:৪২
জুল ভার্ন বলেছেন: আমার জানা মতে অনেক জন অমন ছদ্দবেশী নামজাদা আছেন!
শুধু 'মালদার'কেন-ঔপন্যাষিক বংশের নাম আগে শুনেছো?
১২| ০৬ ই নভেম্বর, ২০১০ রাত ১০:৪২
ব্লগী তানীম বলেছেন: আপনারে ব্লক দেয় কেমনে ?এমন ব্যাপক কালেকসন যে করব পারে তার দিলোগ ভালয় হইব মনে হয় !
ভুইলা যান ...
অদ্ভুত চোখ আপনার ...দারুন লাগছে
০৭ ই নভেম্বর, ২০১০ সকাল ৮:৪২
জুল ভার্ন বলেছেন: অনেক ধন্যবাদ তানীম।
যখন মনে হলো-"মালদার" নিয়ে লিখবো-তখনই 'আলোচ্য' দুই বিখ্যাত ব্লগারের কথা মনে হলো। তখন অভিধান ঘেটে বের করতে হলো-ফকিরের "ফিকিরী' ইতিহাস। আবার 'নফর' এবং 'চাকর' সম্পর্কে আগেই জেনেছিলাম।
১৩| ০৬ ই নভেম্বর, ২০১০ রাত ১০:৪৩
জিসান শা ইকরাম বলেছেন: হা হা হা হা হা, ভাই চোর পদবি আমি জীবনেও শুনি নাই।
লেখাটা টার্গেট মত লাগছে তো ?
ব্যাপক মজা পেলাম
০৭ ই নভেম্বর, ২০১০ সকাল ৮:৪৫
জুল ভার্ন বলেছেন: "চোর" বিষয়টা রম্য/ফানি মনে হলেও সত্য।
আপনার ঝালকাঠী এলাকায় "সর্দার"/"কারিকর"/"গাজী"/ "মোল্লা"র খুব প্রাদুর্ভাব!
শুভ কামনা।
১৪| ০৬ ই নভেম্বর, ২০১০ রাত ১০:৪৯
অনুমান বলেছেন: অনেকে আছেন যারা বিশ্ববিদ্যালয়ে পড়ান নামের আগে 'অধ্যাপক' শব্দটি ব্যবহার করেন ।অনেকে 'ডাঃ' / ড. ইত্যাদি ব্যবহার করে থাকেন।
অনেকে নামের শেষে 'adv' বা এ্যাডভোকেট/ব্যারিষ্টার ইত্যাদি পদবী ব্যবহার পছন্দ করেন।
আমি দেখেছি, পঞ্চায়েতের এককালের প্রধান তার পদবী 'প্রধান'-ই করে নিয়েছেন । তাই নামে কি আসে যায় - শেক্সপীয়র ঠিকই বলেছেন ।
০৭ ই নভেম্বর, ২০১০ সকাল ৮:৫১
জুল ভার্ন বলেছেন: অধ্যাপক, ডাঃ, এ্যাডভোকেট/ব্যারিষ্টার ইত্যাদি পদবী পেশার ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু ডঃ উল্যেক নাকরলেও চলে-কারন ডঃ নানান বিষয়ে যেমন হতে পারে-তেমন ঐ ডিগ্রীটা কেনাও যায়। যেমন কিনেছেন এ টি এন বাংলার মালিক মাহাফুজুর রহমান। আরো অনেকেই কিনেছেন-তাদের নাম বলার প্রয়োজন নেই। ঐ ডিগ্রীটা অবশ্য "দান-খয়রাত"ও করা হয়ে থাকে।
যোগ্য লোকদের আসলেই নাম কোনো ফ্যাক্টর নয়-'কর্ম'ই মানুষের পরিচয় হওয়া উচিত।
ধন্যবাদ।
১৫| ০৭ ই নভেম্বর, ২০১০ রাত ১২:২২
...অসমাপ্ত বলেছেন: বাহ... বেশ মালদার পদবী!
০৭ ই নভেম্বর, ২০১০ সকাল ৮:৫১
জুল ভার্ন বলেছেন: মন্তব্যটা "সমাপ্ত" করুন!
১৬| ০৭ ই নভেম্বর, ২০১০ রাত ১২:৩০
শূণ্য উপত্যকা বলেছেন: যেটা থাকা দরকার তাই নাই। এই যেমন মলমদার।
০৭ ই নভেম্বর, ২০১০ সকাল ৮:৫৪
জুল ভার্ন বলেছেন: "মলমদার" পদবীটা মন্দ নয়। প্রায়ই নরসিংদি যাওয়া আসার পথে মলমদারদের অপকর্মের শিকার অনেক পথচারী/বাসযাত্রীদের করুণ অবস্থা দেখি। কাজেই ওদের পদবীর স্বীকৃতি দেয়া উচিত!
১৭| ০৭ ই নভেম্বর, ২০১০ রাত ১:০৮
চতুষ্কোণ বলেছেন: আপনার এমন লেখার সাথে যদিও আমি পরিচিত নই। মজা পেলাম। তথ্যভিত্তিক পোষ্ট সেই সাথে কুপানিটাও ভালৈছে।
০৭ ই নভেম্বর, ২০১০ সকাল ৮:৫৬
জুল ভার্ন বলেছেন: ঠিক বলেছেন-চতুষ্কোণ, ব্লগে আমার এধরনের লেখা এটাই প্রথম। তবে 'ফানি' পোস্ট হলেও যতটা সম্ভব তথ্য ভিত্তিক করতে সচেস্ট ছিলাম।
আপনাদের তারুণ্য দেখে নিজেও তরুণ হয়ে গিয়েছি!
১৮| ০৭ ই নভেম্বর, ২০১০ রাত ১:১৯
মিরাজ is বলেছেন: হা হা মজা পেলাম.........
০৭ ই নভেম্বর, ২০১০ সকাল ৮:৫৮
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ মিরাজ। মজা করার জন্য তোমাদের সাথে থাকতে পেরে নিজেই খুব খুশী!
১৯| ০৭ ই নভেম্বর, ২০১০ সকাল ১০:১৫
লুকোচুরি বলেছেন: হিমু ভাই, একটা ফানী পোস্টের মধ্যেও যে কিছু শিক্ষনীয় থাকতে পারে-তার উদাহরণ এই পোস্ট!
ঢাকার ইসলামপুরে এখন কয়েকটা পরিবার আছে-যাদের পদবী ‘নফর’ এবং ‘চাকর’।‘নফর’ এবং ‘চাকর’ শব্দগত একই অর্থ বহন করে।ইতিহাসবিদ নাজির আহমেদ তাঁর ঢাকার ইতিহাস বইতে নফর ও চাকর বংশের পরিচিতিতে উল্যেখ করেছেনঃ-নবাব পরিবারের অন্দর মহলে যারা কাজ করতেন তাদেরকে ‘নফর’ এবং অন্দর মহলের বাইরে যারা কাজ করতেন তাদের ‘চাকর’ বলা হত। পেশা একই ধরনের হলেও নফর শ্রেনী চাকর শ্রেনী থেকে একটু উপড়ে ছিল! -এই অথ্য আমি আগে জানতামনা।
"ফকির" এবং "ঔপন্যাষিক" ভাইকে এই পোস্টের লিংক দিয়ে দেন। আমি উনাদের ব্লগে ব্লক-তাই নিজে 'স্বতগার" করতে পারলামনা!
০৭ ই নভেম্বর, ২০১০ সকাল ১১:৫৩
জুল ভার্ন বলেছেন: ব্যক্তিগত ভাবে আমি কিন্তু সব সময়ই ফকির সাহেবের লেখা পড়ে মন্তব্য করতাম এবং ওনার কবিতা পছন্দও করতাম। একদিন উনার একটা রাজনৈতিক বিষয়ে লেখা পোস্টে মন্তব্য করেছিলাম-"আপনার এই পোস্ট এক চোখা" হয়েছে"-অমনি আমাকে ব্লক করে!
আর দাগ ওয়ালার নামের প্রথমেই "ঔপন্যাষিক" টাইটেল দেখে মন্তব্য করেছিলাম-"ভাই, আপনারা কি বংশ পরম্পরায় ঔপন্যাষীক"?-অমনি ব্লক মুবারক!
জাহাংগীর ভাই, আপনার প্রসংশা আমাকে নতুন লেখা লিখতে উতসাহিত করবে।
২০| ০৭ ই নভেম্বর, ২০১০ সকাল ১১:০৬
সারথী মন বলেছেন: যেসব পদবীর শেষে "র" আছে-তা যে সংখ্যায় এতো বেশী তা জানাছিলনা!
০৭ ই নভেম্বর, ২০১০ সকাল ১১:৫৬
জুল ভার্ন বলেছেন: পদবীর শেষ অক্ষর "র" দিয়ে হয়ত আরো অনেক পদবীই আছে-যা আমার জানা/মনে নেই।
২১| ০৭ ই নভেম্বর, ২০১০ সকাল ১১:২৭
নাইট গার্ড বলেছেন: জোশিলা!
০৭ ই নভেম্বর, ২০১০ সকাল ১১:৫৭
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ নাইট।
২২| ০৭ ই নভেম্বর, ২০১০ সকাল ১১:৫০
পল্লী বাউল বলেছেন: উনার বংশ কর্তৃক সাহিত্যের একটি বিশেষ ধারা উপন্যাসের সর্বনাশ সাধিত হইয়াছে বলিয়াই উনাদের বংশ পদবী ঔপন্যাষিক ।
০৭ ই নভেম্বর, ২০১০ সকাল ১১:৫৯
জুল ভার্ন বলেছেন: বাউল ভাই, আপনি জিল্লুরের কফিনে শেষ পেরেকটা ঢুকাইয়া বিরাট একটা "দাগ" দিয়া দিলেন!
২৩| ০৭ ই নভেম্বর, ২০১০ সকাল ১১:৫৬
কৌশিক বলেছেন: পল্লী বাউল বলেছেন: উনার বংশ কর্তৃক সাহিত্যের একটি বিশেষ ধারা উপন্যাসের সর্বনাশ সাধিত হইয়াছে বলিয়াই উনাদের বংশ পদবী ঔপন্যাষিক ।
হাহাপ্যাখুগে
০৭ ই নভেম্বর, ২০১০ দুপুর ১২:০১
জুল ভার্ন বলেছেন: কৌশিক, প্লীজ, "হাহাপ্যাখুগে"-এখন ঐ অবস্থায় ঐ দুই ভদ্র মহোদয়ের সামনে দাড়াও............
২৪| ০৭ ই নভেম্বর, ২০১০ সকাল ১১:৫৮
কানা-বাবা বলেছেন: আরেকটা মিস করছেন - চাকলাদার।
০৭ ই নভেম্বর, ২০১০ দুপুর ১২:০৪
জুল ভার্ন বলেছেন: আমার চোখ থাকতেও "চাকলাদার" কে দেখলামনা, কিন্তু "কানা-বাবা" ঠিকই দেখলেন! এই জেবন আর রাকপোনা!
ধন্যবাদ ভাইয়া-"চাকলাদার"কে অন্তর্ভুক্ত করার জন্য।
২৫| ০৭ ই নভেম্বর, ২০১০ দুপুর ১২:৩৭
শ।মসীর বলেছেন: ঔপন্যাষিক" পদবী----হা হাহা মজা পাইলাম......
ভাইয়া আজকে খুব খোশমেজাজে আছেন বুঝা যাচ্ছে
আপনার সাথে আমার আর দেখা করা হলনা !!!! সময় যে কোন দিক দিয়ে চলে যায়, যাব যাব করেও যাওয়া হচ্ছেনা
০৭ ই নভেম্বর, ২০১০ দুপুর ১২:৫৪
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ শামসীর।
সকল অবস্থাতেই আমি খোশ মেজাজে থাকি ভাইয়া। মন খারাপ করে কী লাভ?মন খারাপ করলেইতো সমস্যার সমাধান হবেনা!
ভালো থেকো।
২৬| ০৭ ই নভেম্বর, ২০১০ দুপুর ১:১৬
বিবেকহীন মানুষ বলেছেন: ঘুষখোর কালাবাজারী এইসব পদবীও থাকা দরকার!
০৭ ই নভেম্বর, ২০১০ দুপুর ১:৪১
জুল ভার্ন বলেছেন: "বিবেকহীন মানুষ" অত্যন্ত বিবেকবান! "ঘুষখোর" পদবীটা সংযোজন করা হইল।
২৭| ০৭ ই নভেম্বর, ২০১০ দুপুর ২:০২
সহজ সরল রমণী বলেছেন: পদবীর শেষ অক্ষর "র" দিয়ে আমি কয়েকটি পদবীর সন্ধান দিচ্ছিঃ-
১। সওদাগর (চট্টগ্রামের বিখ্যাত ব্যবসায়ী আবুল সওদাগর)
২। কারবার ( উপজাতীয় ব্যবসায়ী জিতেন্ত্র লাল কারবার/প্রকান্তরে কারবারী)
৩। পোদ্দার (বাগের হাটে আমার শশুর বাড়ীর পাশেই পোদ্দার বাড়ি আছে)
৪। সমদ্দার (হিন্দু ধর্মাবল্মবীদের মধ্যে সমদ্দার)
দুনিয়ার যাবতীয় পদবীর মধ্যে সেরা পদবী অবশ্যই "ঔপন্যাষিক" জিল্লুর রহমান।যার গুণে সামু ব্লগ বহমান!
০৭ ই নভেম্বর, ২০১০ দুপুর ২:২৮
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ রমণী।
"সওদাগর" আরবী/পর্তুগীজ শব্দ থেকে বাংলা হয়েগিয়েছে। বিখ্যাত/বড় ব্যবসায়ীদের সওদাগর নামে অভিহিত করা হতো- সেই ঐতিহ্য এখনো চট্টগ্রামের অনেকেই ধারন/বহন করে চলেছেন। হ্যা, সওদাগর অনেক বিখ্যাত পদবী। তবে বৃহত্তর চট্টগ্রামের অনেক যায়গায় পান-বিড়ির দোকানীকেও "সওদাগর" সম্বোধন করা হয়।
শব্দটা মুলত "কারবার" নয়-"কারবারী"। "কারবারী" মুলত উপজাতীয়দের গ্রাম প্রধানকে বলা হয়। কয়েকজন গ্রাম প্রধানের বড় পোস্ট হলো "হেডম্যান"।
"সমাদ্দার" শব্দের প্রতি শব্দ সম্ভবত "তহশীলদার"। মুসলমান সপ্রদায়ে 'তহশীলদার' আর হিন্দু সম্প্রদায়ের মধ্যে 'সমদ্দার' পদবী চালু রয়েছে।
অবশ্যই দুনিয়ার সব পদবী থেকে "ঔপন্যাষিক জিল্লুর রহমান" পদবী শ্রেষ্ঠ!
ধন্যবাদ।
২৮| ০৭ ই নভেম্বর, ২০১০ দুপুর ২:০৯
শ।মসীর বলেছেন: মন খারাপ করে কী লাভ?মন খারাপ করলেইতো সমস্যার সমাধান হবেনা!---সবসময় এই জিনিসটাই ফলো করি আমিও !!!
০৭ ই নভেম্বর, ২০১০ দুপুর ২:৩১
জুল ভার্ন বলেছেন: যখন খুব বেশী মন খারাপ করবে-তখন পবিত্র কোরআন শরীফ কিম্বা অন্য যেকোনো ধর্মীয় গ্রন্থের বাংলা তরজমা পড়বে -দেখবে মন ভালো হয়ে যাবে। সব ধর্মেই শান্তির বাণী আছে-যা পড়েই মন অন্যরকম হয়ে যায়।
২৯| ০৭ ই নভেম্বর, ২০১০ দুপুর ২:২৫
তাহসিন আহমেদ বলেছেন: এসব টাইটেল এর কিছু কিছু মানুষের দেখা বাস্তবেই পেয়েছি আমি,বিভিন্ন সময়ে।
০৭ ই নভেম্বর, ২০১০ দুপুর ২:৩৩
জুল ভার্ন বলেছেন: তাহসিন, আমিও ব্যক্তিগত ভাবে পোস্টে উল্যেখিত প্রায় সকল পদবীর মানুষদের সাথে কম বেশী কথা বলার /দেখার সুযোগ পেয়েছি।
শুধু মাত্র ঔপন্যাষিক পদবীর কাউকে চর্ম চক্ষুতে দেখার সুযোগ পাইনি!
ধন্যবাদ।
৩০| ০৭ ই নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৫৫
মোহাম্মদ লোমান বলেছেন: হেডিং আর ছবি দেখেই হাসতে হাসতে কাহিল।
হঠাৎ স্মরণ হলো আবুধাবীতে আমার পরিচিত চাঁদপুর এলাকার কিছু লোক আছে তাদের বংশগত পদবী 'মাল'। আমি প্রথম দিকে মনে করতাম দুষ্টুমী। পরে বুঝলাম ওটা তাদের গৌরবময় বংশমর্যাদা।
০৭ ই নভেম্বর, ২০১০ রাত ৮:৩৪
জুল ভার্ন বলেছেন: লোকমান ভাই, আপনি হাসতে হাসতে কাহিল-আর কৌশিকের হাসতে হাসতে "প্যাখুগে"! তাহলে আমাদের মাননীয় অর্থ মন্ত্রী মহোদয়ের "মাল" নির্ত্থক নয়!
৩১| ০৭ ই নভেম্বর, ২০১০ রাত ৯:১২
মোতাব্বির কাগু বলেছেন: স্যার যে রম্য লেখেন জানা ছিল না।
এখন শরীরের অবস্থা কেমন?
০৮ ই নভেম্বর, ২০১০ সকাল ৮:৫৩
জুল ভার্ন বলেছেন: না বাপজী, রম্য ঠিকনা, একটুখানি বাস্তবতা আপনাদের সাথে শেয়ার করলাম!
"শরিরের নাম মহাশয়, যা সওয়ায় তাই সয়"! আমার অবস্থা হয়েছে এখন তেমন। শুয়ে বসে থাকলে শরিরের সব বোন জয়েন্ট ফ্রিজ হয়ে যায়। হাটাহাটি করার স্ট্রেন্থ পাইনা-পা শুকিয়ে যাবার কারনে। তবুও কস্ট করে যতটুকু সম্ভব হাটতেই হয়। আপনাদের সকলের শুভ কামনায় ভালো আছি।I have had a painful life, but I have enjoyed it......
৩২| ০৭ ই নভেম্বর, ২০১০ রাত ১১:০৮
স্পেলবাইন্ডার বলেছেন: পল্লী বাউল বলেছেন: উনার বংশ কর্তৃক সাহিত্যের একটি বিশেষ ধারা উপন্যাসের সর্বনাশ সাধিত হইয়াছে বলিয়াই উনাদের বংশ পদবী ঔপন্যাষিক । ;
লেখা মজার হলে কমেন্ট পড়েও মজা লাগে!!!
মনিপুর স্কুলে একজন টিচারের নাম- নাসিরুদ্দিন মাতুব্বর!
একটা বংশের নাম গাচুয়া/গাছুয়া। এরা গাছে চড়তে ওস্তাদ কিনা জানা নাই!
বেহায়া ব্যক্তিদ্বয়কে মোলায়েম বাঁশ প্রদানের জন্য অভিনন্দন!!!!
০৮ ই নভেম্বর, ২০১০ সকাল ৯:০১
জুল ভার্ন বলেছেন: "উনার বংশ কর্তৃক সাহিত্যের একটি বিশেষ ধারা উপন্যাসের সর্বনাশ সাধিত হইয়াছে বলিয়াই উনাদের বংশ পদবী ঔপন্যাষিক"-পল্লী বাউল সঠিক শব্দে সঠিক বাক্যটাই প্রয়োগ করেছেন।
উপমহাদেশে অমন অজস্র 'পদবী' আছে। আমি ইন্ডিয়ানদের শ'দেড়েক পদবী সংগ্রহ করেছিলাম। বাংলাদেশেও ৪০/৪৫ টি পদবী আছে। আমি এই পোস্টে শুধু মাত্র যে সব পদবীর শেষ অক্ষর "র" আছে-তেমন পদবীগুলো উল্যেখ করেছি।
বেহায়া ব্যক্তিদ্বয় "বাঁশ" দেয়াকে যদি "বাশ কুড়া" খাদ্য ভেবে মজা করে খায়-তাহলেতো তাদের পেট ভরবে!
৩৩| ০৮ ই নভেম্বর, ২০১০ রাত ১২:৩৪
মোতাব্বির কাগু বলেছেন: @স্পেলবাইন্ডার মাতুব্বর টাইটেল অনেক পুরানা
Click This Link
৩৪| ০৮ ই নভেম্বর, ২০১০ সকাল ১০:১৪
রাজীব বলেছেন: মালদার ভালো একট উপাধী বলেই মনে হচ্ছে। কারন শুনেই বুঝা যায় যে বেশ মালদার লোক। কিন্তু নাম লিখতে যেয়ে ভুলে যদি ম-এর পরে আকারটি না বসে তাহলে আর রক্ষা নেই।
০৮ ই নভেম্বর, ২০১০ সকাল ১০:৩১
জুল ভার্ন বলেছেন: রাজীব, তোমার মন্তব্যে আমার পোস্টের ষোল কলা পুর্ণ করেছে! "মালদার" এর "ম" -এর পরে আকারটি না বসে তাহলে আর রক্ষা নেই! -ভয়ংকর একটি শব্দ আবিস্কার করার জন্য তোমার চিন্তা শক্তি আর রসবোধের প্রসংশা নাকরে পারছিনা! তোমার মন্তব্যটা এই পোস্টের সর্ব শ্রেষ্ঠ মন্তব্য!
৩৫| ০৮ ই নভেম্বর, ২০১০ সকাল ১০:৫৮
হুপফূলফরইভার বলেছেন: নরসিংদী ব্রাম্মনদিতে অবস্থিত একটি টেক্সটাইল মিলে কর্মরত আছেন দুই ভাই-তাদের পদবী মাতুব্বর।তাদের ‘মাতুব্বরী’ করারমত কোনোই অবস্থা নেই~
ওই দুই বেটার কথা আমিও শুনেছি~ আর মনে মনে একটা সুযোগ খুজতেছি কখনও সুযোগ পেলেই এদের উপ্রে এক্টু মাতুব্বরী করার~
জুলভার্ন ভাই~ এত্ত ঘনঘন নরসিংদীতে আসা যাওয়ার কারনডা কি? (ঠিজা পারছোনাল খিউ
)
০৯ ই নভেম্বর, ২০১০ সকাল ৮:৩৭
জুল ভার্ন বলেছেন: প্রিয় হুপ, ওখানেইতো আমার মুল ব্যবসার ঘাটি......কাজেই যেতেই হয়। সুস্থ্য থাকা অবস্থায় সপ্তাহে ৪/৫ দিন যেতাম। এখন অন্তত এক দিন যাই......
শীত আসুক, অবশ্যই যাওয়া যাবে...। খুব ভালো লাগবে প্রাচীর ঘেরা ৪২ একর আয়তনের প্রজেক্ট। এক পাশে অত্যাধুনিক যান্ত্রিকতা, একদিকে কিছু স্টাফ আবাশন আর বাকিটা পুকুর, মাঠ, নানান ফলজ গাছ গাছালিতে পুর্ণ বিশাল কম্পাউন্ড। সংরক্ষিত চমতকার একটা পিকনিক স্পট। সারাদিন মাতুব্বরী ফলিয়ে বিকেলে হৈচোই করে ফিরবো.........
৩৬| ০৮ ই নভেম্বর, ২০১০ সকাল ১১:৪৭
হুপফূলফরইভার বলেছেন: বারে~~~~~ তাই নাকি? আমি তো জানতামই না~ নরসিংদীতে (ব্রাহ্মন্দি) মেলাদিন কাটাইয়া আইছি~
আপনের ওই প্রাচীর ঘেরা ৮২ একর আয়তনের পিকনিক স্পটে আধুনিক যান্ত্রিক সভ্যতার ক্লেদ কাটিয়ে বারবার প্রাণ রিলোড করে নিয়ে আসুন এই কামনায় স্থায়ী অংশিদার হইলাম~
০৯ ই নভেম্বর, ২০১০ সকাল ৮:৪০
জুল ভার্ন বলেছেন: তাহলেতো আপনার জবা টেক্সটাইল মিলস নাচেনার কোনোই কারন নাই.........। ৮২ একরের যায়গায় আয়তন হবে ৪২ একর। প্রতি একরে তিন বিঘা।
৩৭| ০৮ ই নভেম্বর, ২০১০ দুপুর ১২:০৮
সত্যাশ্রয়ী বলেছেন: ভাইয়া আপনি এইসব বিষয়যে কিভাবে খুঁজে বের করেন!!
আমার এক বন্ধু ছিল স্কুলে, নাম সংক্ষেপে লিখত এস.মনিরুজ্জামান পিতা এস.শামসুজ্জামান। তো স্যার একবার কোন দরকারে পুরা নাম লিখতে বললে সে নিজের নাম লিখলো সৈয়দ মনিরুজ্জামান পিতা শেখ শামসুজ্জামান। স্যার তো তাজ্জব। এই ব্যাটা তোর বাপ শেখ হইলে তুই সৈয়দ হইলি ক্যমনে? সে নির্লিপ্তভাবে বলল , আব্বার বংশ আব্বার কাছে.. আমার থেকে সৈয়দ শুরু করলাম।
কেমন আছেন?
০৯ ই নভেম্বর, ২০১০ সকাল ৮:৪৬
জুল ভার্ন বলেছেন: মেহেদী, বায়তুল মোকাররম গিয়ে আমার চোখে পরে গেলো ঐ শিলালিপিটা.........
আমার খুব পরিচিত একজন আছেন-যিনি নিজের নামের শেষে চৌধুরী ব্যবহার করেন। আসলে তারা মোল্লা পরিবারের সন্তান। আসলে যাদের নিজ যোগ্যতা নেই-তাদের জন্যই ফেক ভাড়ী ভাড়ী পদবীর দরকার হয়।
আমি ভালো আছি(মোতাব্বির কাগুর মন্তব্যে লিখেছি)।
তোমার শরীর এখন কেমন। জন্ডিশ কিন্তু সহজেই সম্পুর্ণ ভাবে ভালো হয়ে যায়না। অনেকদিন বিশ্রামে থাকা দরকার। শুভ কামনা রইল।
৩৮| ০৯ ই নভেম্বর, ২০১০ রাত ২:৩০
ডেইফ বলেছেন: মাঝরাত্রিতে মনটা ভরে হাসলাম পোস্টটা পড়ে।
তাও এখনও হাসি চেপে আছি।
চমৎকার লাগলো পোস্টটা ভাইয়া।
০৯ ই নভেম্বর, ২০১০ সকাল ৮:৪৬
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
৩৯| ০৯ ই নভেম্বর, ২০১০ সকাল ৮:১৯
সুচিন্তিত মতবাদ বলেছেন: "মালদার" বটে! সাথে ব্লগের "ভাড়" দুইটাকেও তুলে এনে বিয়াপক বিনোদনের ব্যাবস্থা করার জন্য ধন্যবাদ।
পদবীর শেষে "র" দিয়ে আরো কয়েকটা পদবীর নাম দিচ্ছিঃ-মালাকর, কর্মকার, কারার, মীর, শিকদার।
০৯ ই নভেম্বর, ২০১০ সকাল ৮:৪৮
জুল ভার্ন বলেছেন: মালদার থেকেও অন্য দুইজন- - - - - বেশী বিনোদিনী.........
বেশ কয়েকটা পদবীর কথা মনে করিয়ে দেবার জন্য অনেক ধন্যবাদ সুচিন্তিত।
৪০| ০৯ ই নভেম্বর, ২০১০ সকাল ১১:০০
সৈয়দা আমিনা ফারহিন বলেছেন: চরান্চলে আরেকটা পদবী পেয়েছিলাম "ফিনী" ... বিপীন ফিনী, আলেকজান্ডার ফিনী..... তবে ভাইসাহেব, আপনার মাইরটা ব্যাপক।
০৯ ই নভেম্বর, ২০১০ সকাল ১১:২৪
জুল ভার্ন বলেছেন: সৈয়দা আমিনা ফারহিন, আমার ব্লগে স্বাগতম।
"ফিনী" পদবীর নাম এই প্রথম জানলাম।
আমি এই পোস্টে মুলত যেসব পদবীর শেষ অক্ষর "র" দিয়ে সেই পদবীগুলোর কথাই উয়ল্যেখ করেছি। আবার যদি কখনো অন্য পদবী নিয়ে লিখি-তখন আপনার ইনফর্মেশন কাজে লাগবে।
আমি মুলত এই পোস্টের মত-কোনো লেখা আগে লিখিনি। উল্যেখিত সাইন বোর্ড/ শিলালিপি দেখেই কৌতুহল বশত এই পোস্ট লিখে ফেলেই-যা আমার স্বভাব বিরুদ্ধ! "মাইর"টাও 'বাই দ্যা বাই' হয়ে গিয়েছে!
ধন্যবাদ।
৪১| ০৯ ই নভেম্বর, ২০১০ বিকাল ৪:০৫
মুহিব বলেছেন: ভাইরে, থ্যাইল্যান্ড নিয়ে কে যেন ভাল একটা পোস্ট দিয়েছিল খুজে পাচ্ছি না। আপনি কি হেল্প করতে পারেন। আমার পোস্টে লিংক দিয়ে দিলেই হবে।
১০ ই নভেম্বর, ২০১০ সকাল ৯:৪১
জুল ভার্ন বলেছেন: আমার জানা নেই ভাইয়া।
৪২| ১০ ই নভেম্বর, ২০১০ দুপুর ১:৩৫
জুন বলেছেন: জুলভার্ন, ফারহিনের মন্তব্যের প্রেক্ষিতে বলছি ফিনী নামটি পরিবর্তিত হয়ে প্রাক্তন নোয়াখালী জেলার ফেনী নামে পরিনত হয়। জানা যায় বৃটিশ আমলে ফেনীতে এই নামের একজন উচ্চপদস্হ বৃটিশ কর্মচারী ছিলেন । তার নামেই ফেনীর নামকরণ।তার পদটা কি ছিল মনে আসছেনা এখন।
বলা হয়ে থাকে তিনি এখানে এদেশীয় মেয়ে বিয়ে করেছিলেন এবং তাদের উত্তরাধিকারী বাংগালী খৃস্টানরা ফিনী পদবীটি ব্যবহার করে থাকে।
এটা আমি শুনেছিলাম আমার এক প্রাক্তন কলিগের কাছ থেকে তার নাম, জেমস ফিনী ।
১০ ই নভেম্বর, ২০১০ দুপুর ২:০৪
জুল ভার্ন বলেছেন: জুন, ফেনী থেকে ফিনী এবং ফিনীর ছোট্ট ইতিহাস/ তথ্য আপনার থেকে জানলাম-যা আগে আমার জানা ছিলনা। ধন্যবাদ।
৪৩| ১৩ ই নভেম্বর, ২০১০ রাত ১১:১৭
তীর জোক বলেছেন: 'সাংসদ' পদবী তুলিয়া 'চোর' দেওয়া হোক, যথার্থ হইবে।
১৪ ই নভেম্বর, ২০১০ দুপুর ২:১৪
জুল ভার্ন বলেছেন: সম্পুর্ণ একমত।স্পেশালী সরকারী দলের জন্য প্রযোজ্য।
৪৪| ১৩ ই নভেম্বর, ২০১০ রাত ১১:৪৬
ভুলো মন বলেছেন: মেহবুবা বলেছেন: হাসবো না কাঁদবো বুঝতে পারছি না । ... ... ... ... আমরা "নাম" নিয়ে মহাব্যস্ত ।
১৪ ই নভেম্বর, ২০১০ দুপুর ২:১৪
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৪৫| ১৪ ই নভেম্বর, ২০১০ বিকাল ৩:১৭
সুবিদ্ বলেছেন: হা হা কইরা হাসা দরকার...
কি বলবো, জুলভার্ন ভাই: সত্যিই, কী বিচিত্র এ দেশ!!
১৪ ই নভেম্বর, ২০১০ রাত ৮:১৩
জুল ভার্ন বলেছেন: "মালদার" সম্পর্কে সব থেকে ভয়ংকর মন্তব্যটি করেছে রাজীব(৩৫ নম্বর দেখো...)
৪৬| ১৫ ই নভেম্বর, ২০১০ সকাল ১১:০০
সুবিদ্ বলেছেন: এইবার আমি সত্যি হা হা করে হাসলাম...
জয়তু রাজীব ভাই!
১৬ ই নভেম্বর, ২০১০ রাত ৮:১২
জুল ভার্ন বলেছেন: সামনা সামনি রাজীব অসম্ভব লাজুক, বিনয়ী এবং স্বল্প ভাষী। কিনতি লেখায় আর যথাযথ মন্তব্যে পারদর্শী!
৪৭| ১৬ ই নভেম্বর, ২০১০ রাত ১:৫৬
কবির চৌধুরী বলেছেন: কথায় আছে না,
খালি কলসি বাজে বেশি!
বংশ, পদমর্যাদায়, পদবী নিয়ে বাড়াবাড়ি দেখলে তাই মনে হয়।
১৬ ই নভেম্বর, ২০১০ রাত ৮:১২
জুল ভার্ন বলেছেন: একমত।
ঈদ মুবারক।
৪৮| ০৩ রা ডিসেম্বর, ২০১০ রাত ১:০৭
শেখ আমিনুল ইসলাম বলেছেন: হা হা
অনেক পদবী আজ প্রথম জানলাম। নফর আর চাকর, কিংবা চোর এমন পদবী আছে জানাই ছিল না।
অনেক ভালো লাগল সুন্দর তথ্য বহুল পোস্টটি। শুভেচ্ছা
০৩ রা ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:৫৬
জুল ভার্ন বলেছেন: অনেক ধন্যবাদ আমিনুল। এই মুহুর্তে পদবীর শেষ অক্ষর "র" দিয়ে আমার আরও দুটি পদবীর কথা মনে পরেছে। তাহলো-"মীর"(মীর মোশারফ হোসেন) এবং "ধর"(সংগীত শিল্পী আরতী ধর"।
৪৯| ০৩ রা ডিসেম্বর, ২০১০ রাত ১:১৭
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: হা হা হা.. দারুণতো
০৩ রা ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:৫৭
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ মনসুর।
৫০| ০৩ রা ডিসেম্বর, ২০১০ দুপুর ১:৫০
সুরঞ্জনা বলেছেন: হা হা হা দারুন মজার পোস্ট ভাইয়া। খুব ভাল লাগল। মানুষ নামের পেছনে ইচ্ছে মত পদবী জুড়ে দেন। আবার সেটা নিয়ে বড়াইও করেন, আমি অমুক বংশ আমি তমুক বংশ। হাসি পায়।
শুনেছি, আগের দিনে যার ঘরে হাজার টাকা হতো সে নাকি সন্ধ্যেবেলা বাঁশের আগায় লন্ঠন জ্বেলে উচুতে টাঙ্গিয়ে রাখতো, যাতে আশেপাশের গ্রাম থেকে দেখা যায়। আর হাজার টাকার মালিক এবং বংশধরদেরই হাজারি বলা হতো। এই মালদারও হয়তো তেমনি ধনবান বংশের লোক।
০৩ রা ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:০২
জুল ভার্ন বলেছেন: আপু, আমি নিজে যদি ডিসনেস্ট হই, দুশ্চরিত্রের মানুষ হই-তাহলে আমার বংশ পরিচয় দিয়ে কি নিজেকে পরিশুদ্ধ করতে পারব? জানিনা, আমরা কেনো নিজেদের বংশ নিয়ে এতো বড়াই করি! আমি মনে করি-'আমার' "কর্ম", আমার "আমিত্ব"ই প্রমান করবে "আমি" কে?
নিজেকে জাহির করতে মানুষের কতইনা কৌশল! "হাজারী" বিষয়টা আগে জানতামনা। জেনে খুশী হলাম।
শুভ কামনা।
৫১| ০৩ রা ডিসেম্বর, ২০১০ দুপুর ১:৫৫
দুরন্ত ইসলাম বলেছেন:
অনেক মজা পেলাম।
প্লিজ, আমার এই পোস্টটি এক বার পড়ুন এবং মন্তব্য করুন।
০৩ রা ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:০৩
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ দুরন্ত ইসলাম। আমি অবশ্যই তোমার পোস্ট পড়ে মন্তব্য করবো।
৫২| ২২ শে ডিসেম্বর, ২০১০ রাত ৯:৩৫
শিপু ভাই বলেছেন: আমি নতুন ব্লগার। অল্প কয়েকজন ব্লগারের সাথে সম্প্রতি পরিচয় ও ঘনিস্টতা হয়েছে। তারা সবাই খুব ভাল মানুষ।
আমি সাইমুম ভাইয়ের কাছে আপনার কথা শুনেছি। খুব খারাপ লেগেছে। আপনার সুস্থ্যতা কামনা করছি।
মহান আল্লাহ তায়ালা আপনাকে দ্রুত সুস্থ্য করে তুলুন।-আমীন
২৩ শে ডিসেম্বর, ২০১০ সকাল ৯:৫০
জুল ভার্ন বলেছেন: স্নেহের শিপু, আমিও তোমার কথা জেনেছি সাইমুম ভাই আর জাকারিয়ার কাছে।আমার খুব ভালোলেগেছে-তোমার এবং তোমারমত আরো কিছু তরুনের তারুন্যের উচ্ছলতায় সমাজ সংসারের পিড়ীত মানুষের জন্য কিছু করার আগ্রহ দেখে। তোমাদের এমন সকল মহতী কাজে তোমাদের সাথে আছি।
একদিন কল করে অফিসে চলে এসো।
শুভ কামনা সব সময়ের জন্য।
৫৩| ২৩ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:১৭
শিপু ভাই বলেছেন: ভাল মানুষদের সাথে সাক্ষাত করাকে আমি আমার সৌভাগ্য মনে করি।
২৪ শে ডিসেম্বর, ২০১০ সকাল ১১:৫৪
জুল ভার্ন বলেছেন: তোমাদের মত শিক্ষিত, সৎ, উদ্যমী তরুনরাই সব থেকে ভালো মানুষ হবে, তোমরাই হবে আমাদের ভিবিষ্যের কান্ডারী। তোমাদের সাথে থাকতে পারাই আমাদের মত পৌঢ়দের সৌভাগ্য।
৫৪| ২৬ শে জুন, ২০১৪ রাত ১১:২৭
আয়রন ম্যান বলেছেন: আমার শশুর পক্ষের ১৪ গোস্ঠির নামের শেষে মিঞা শব্দটা যোগ হয়ে আছে। তবে তাদের বংশের এখনকার ছেলেরা অনেকেই এটা ব্যবহার করে না।
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০১০ রাত ৯:৫৪
নষ্টালজিয়া বলেছেন: ভাই, আপনি একখান জিনিষ!একদম যায়গা মত লাগিয়ে দিয়েছেন! যেমন "ফকির" তেমন "ঔপন্যাষিক" ব্রাদর!!!