নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
"বৃহত্তম মানব পতাকার রেকর্ড গড়লো বাংলাদেশ” খবরটা বেশ পুরনো- গিনেস রেকর্ড বুকে! যখন থেকে আমরা এই রেকর্ডের অধিকারী তখন থেকেই নিজেকে খুব গর্বিত মনে করে গিনেস বুকের অন্যান্য রেকর্ড সম্পর্কে জানতে কৌতূহলী হয়ে Guinness world records 2012 কিনেই ফেললাম। বিশাল সাইজের কিতাবখানার অনেকখানি ইতোমধ্যেই পড়ে ফেলেছি। শেষ করার আর ইচ্ছে নেই। যেটুকু পড়েছি তাতেই অনেক আমোদিত হয়েছি এবং পড়ে অনেক মজার মজার তথ্য পেয়েছি-যা পাঠকদের সাথে একটু শেয়ার করার লোভ সামলাতে পারলামনা। বিশয়টা খোলাশা করার আগে একটু ভুমিকা নাদিলেই নয়!
একটি স্বাধীন দেশের জাতীয় জীবনে,একটি স্বাধীন স্বার্ভৌম দেশের জনগনের কাছে জাতীয় পতাকার গুরুত্ব অপরিসীম।
গিনেস বুক, নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই। বিশ্বের বিচিত্র সব রেকর্ড সংরক্ষন করার অত্যন্ত জনপ্রিয় বই এটি।সারা বিশ্বে কপিরাইট যেকোনো বইয়ের মধ্যে সবচেয়ে বেশি বিক্রীত বইটিই হলো গিনেস বুক। অদ্ভুত এই সংকলন বছরে বিক্রি হয় ৩০ লাখ কপি। তথ্যভিত্তিক এই সংকলনে থাকে মানুষ ও প্রাণীর গড়া নানা রকম রেকর্ড। বেশির ভাগই বিচিত্র। ২৮টি ভাষায় লিখিত এবং ভিডিও ফরম্যাটে গিনেস বুক প্রকাশিত হয় ব্রিটেন থেকে। সব চাইতে মোটা,সব চাইতে বেটে/ লম্বা, সবা চাইতে বড়/ছোট ইত্যাদি রেকর্ডের অন্তর্ভূক্তি হয় গিনেস বুকে! আমাদের দেশও বেশ কয়বার বিভিন্ন ভাবে গিনেসে নাম লিখিয়েছে। আসুন দেখে নেয়া যাক আমাদের দেশের জাতীয় পতাকা যে ঐতিহাসিক রেকর্ডভুক্ত হয়েছে-তেমন আরো কিছু ঐতিহাসিক রেকর্ডভুক্ত রেকর্ডের তালিকা :-
# সবচেয় তীক্ষ্ণ শব্দে ঘেউ ঘেউ করে গিনেস রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়ার একটি কুকুর। কুকরটির ডাকার শব্দ ১১৩.১ ডেসিবল বলে রেকর্ড করা হয়েছে। জাতীয়ভাবে আয়োজিত এক প্রতিযোগিতায় চার্লি নামের ৬ বছর বয়সী গোল্ডেন রিট্রেভিয়ার সবচেয়ে জোরে ঘেউ ঘেউ করে রেকর্ড গড়ে গিনেস বুকে রেকর্ড করে নিয়েছে বলে ওয়ার্ল্ড রেকর্ড একাডেমী জানিয়েছে। এর আগে ২০০৯ সালে ১০৮ ডেসিবল শব্দে ঘেউ ঘেউ করে লন্ডনের একটি জার্মান শেফার্ড গিনেস রেকর্ড গড়েছিল।
● হাত ধোয়ার রেকর্ড: ২০০৯ সালের ১৫ অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবসে একসঙ্গে হাত ধুয়ে পরিষ্কার করেছিলেন ৫২ হাজার ৯৭০জন মানুষ। ইউনিসেফ, লাইফবয়, ব্র্যাকসহ সহযোগী সংস্থার উদ্যোগে এ আয়োজনেই একসঙ্গে বিশ্বের সবচেয়ে বেশি মানুষের হাত ধোয়ার বিশ্বরেকর্ড গড়া হয়েছে।
● সবচেয়ে ঝাল মরিচঃ অস্ট্রেলিয়ার ত্রিনিদাদ স্করপিয়ন “বুচ টি” মরিচ হচ্ছে পৃথিবীর সব চাইতে ঝাল মরিচ। অবশ্য এই মরিচ আবিস্কারের আগে বাংলাদেশ ও আসামের নাগা মরিচ বিশ্বের সব চাইতে ঝাল মরিচ হিসেবে গিনেস রেকর্ড করেছিল।
● এক পরিবারের ভাইদের সঙ্গে আরেক পরিবারের বোনদের বিয়ে: নরেন্দ্র নাথ ও তারামণি নাথের পাঁচ মেয়েকে বিয়ে করেছেন তারাপদ কর্মকার ও রাধা রানী রায়ের পাঁচ ছেলে। তাঁদের এই বিয়ের সংখ্যা এক পরিবারের ভাইদের সঙ্গে আরেক পরিবারের বোনদের বিয়ের ক্ষেত্রে বিশ্বরেকর্ড।
● সর্বাধিক ঘনত্বের দেশ: বাংলাদেশে প্রতি বর্গমাইলে বাস করে দুই হাজার ৯১৮ জন মানুষ।
● সবচেয়ে বড় মানববন্ধন: ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এক হাজার ৫০ কিলোমিটার এলাকা হাতে হাত রেখে বিশ্বের সবচেয়ে বড় মানব বন্ধন আয়োজন করেছিল!!!
● সবচেয়ে বড় উপসাগর: বঙ্গোপসাগরের আয়তন ২১ লাখ ৭২ হাজার বর্গকিলোমিটার। এটিই বিশ্বের সবচেয়ে বড় উপসাগর!
● বিশ্বের সবচেয়ে বড় ব্যাট: বিশ্বের সবচেয়ে বড় ব্যাটটি ১১১ ফুট লম্বা এবং এটি প্রস্থে সাড়ে ১২ ফুট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের ৬৭ জন ছাত্র বিশ্বকাপ উপলক্ষে বিশ্বের সবচেয়ে বড় এই ব্যাটটি বানাতে সময় নিয়েছেন মাত্র ১৫ দিন!!!
● সুপার গ্র্যান্ড ফাদার: বগুড়ার মোহাম্মদ রজব আলীর নাম গিনেস বুকে সুপার গ্র্যান্ড ফাদার। ১১৫ বছর বয়সে মারা যাওয়া রজব আলীর নাতি-নাতনীর সংখ্যা পাঁচ শরও বেশি!!!
● জাতীয় টেবিল টেনিসে বিশ্বরেকর্ড: আমাদের দেশের জোবেরা রহমান লীনু জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ১৬ বার জিতে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হিসেবে নাম লিখিয়েছেন গিনেস বুকে!!!
● সবচেয়ে বড় স্ট্যাপলার পিনের চেইন: খন্দকার শিহাব আহমেদ নামের এক ছাত্র বানিয়েছেন হাতে বানানো বিশ্বের সবচেয়ে বড় স্ট্যাপলার পিনের চেইন। এটি ৪২২ফুট ৪ ইঞ্চি লম্বা এবং এখানে ব্যবহার করা পিনের সংখ্যা ২৭ হাজার। মজার ব্যাপার হলো, এটি বানাতে শিহাবের খরচ হয়েছে মাত্র ২৭০ টাকা!
# সবচাইতে বড় অন্তর্বাসঃ- লন্ডনের ক্যানারি ওয়ার্ফে একটি বিশাল উজ্জ্বল গোলাপি রঙের অন্তর্বাস একসঙ্গে পরেছিলেন ৫৭ জন মানুষ। তাঁরা গড়েছেন একটি অন্তর্বাস একসঙ্গে সবচেয়ে বেশি মানুষের পরার রেকর্ড!
# ৩৫,৬৭৬ টি বিয়ার ক্যান দিয়ে একটি ভাস্কর্য বানিয়ে রেকর্ড সৃষ্টি করলেন এক জাপানি !!!
# ইস্রাইলের আহরণ শ্যাময়েল তার বাগানে ৫.২৬৫ কেজি ওজনের লেবু ফলাতে সক্ষম হন। এটি বিশ্বের সব থেকে বড় লেবুর রেকর্ড অর্জন করে।
# মোটা নারীঃ পাওলিন পর্টার। বয়স ৪৭ বছর। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোর বাসিন্দা। তার ওজন ৩১৭ কেজি বা প্রায় ৮ মণ। পাওলি বর্তমান বিশ্বের সবচেয়ে বেশী ওজনের নারী।
# ২৯ ডিসেম্বর ২০০৯ এ চীনার এক মহিলা গিনিজ বুক এ বিশ্ব রেকর্ড ভেঙ্গেছে চোখের সবচেয়ে দীর্ঘতম পাপড়ির অধিকারিণী হয়ে!
# গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে শারজাহ ক্রিকেট স্টেডিয়াম! সবচেয়ে বেশী একদিনের আন্তর্জাতিক ম্যাচে আয়োজনের স্বীকৃতিস্বরুপ শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের নাম গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে।
# যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি ৪০০ ফুটের বেশি দীর্ঘ একটি কায়াক (সিল মাছের চামড়ায় মোড়া পাতলা কাঠের নৌকা) বানিয়েছে। এত দীর্ঘ নৌকা বানানোর মাধ্যমে তারা বিশ্বরেকর্ড গড়েছে এবং তাদের নাম গিনেস রেকর্ড বইয়ে স্থান পায়!
# সেবাস্টিয়ান বাওয়ের নামক ডাচ নাগরিক মরুভূমিতে সাইকেল চালিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে নাম লিখিয়েছেন। যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের মরুভূমিতে দ্রুতগতিতে সাইকেল চালিয়ে এই রেকর্ড গড়তে বাওয়ের ঘণ্টায় ১৩৩ দশমিক ৭৮ কিলোমিটার গতিতে সাইকেল চালিয়েছেন ব্যাটেল মাউন্টেনে।
# ১ হাজার ৫০০ মিটার লম্বা বিশ্বের সবচেয়ে বড় স্যান্ডউইচ। ৭০০ কেজি উটের মাংস ও ৭০০ কেজি মুরগির মাংস দিয়ে তৈরি ১ হাজার ৫০০ মিটার লম্বা স্যান্ডউইচ। ইরানের একদল আয়োজক বিশ্বের সবচেয়ে বড় এ স্যান্ডউইচটি তৈরি করে গিনেস বুকের প্রতিনিধিদের উপস্থিতিতে সবার সামনে প্রদর্শন করে এবং গিনেস বুকে নাম রেকর্ড ভুক্ত করে!
# রোমানিয়ার ১৭ বছর বয়সী মডেল কন্যা ইমা ১.৮৫ মাইল দীর্ঘ বিয়ের পোশাক পরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে স্থান করে নিয়েছেন। বিয়ের পোশাক দিয়ে ১.৮৫ মাইল লম্বা ট্রেন সাজিয়ে এই মডেল এয়ার বেলুন চড়ে রোমানিয়ার রাজধানী বুখারেস্টে গিয়ে এই রেকর্ড গড়েছেন।
# ইন্ডিয়ার অন্ধ্র প্রদেশের জনৈক মুকেশ বাবু দীর্ঘ ১৮ বছর যাবত একটি গাছেঢ় উপর বাস করছেন!
# ইন্ডিয়ার জনৈক নেহার কৃষ্ণ সাধু ৭ বছর যাবত এক পায়ে দাঁড়িয়ে থেকে গিনেস বুকে রেকর্ড লিপিবদ্ধ করিয়েছেন!
# আয়ার ল্যান্ডের জনৈক কীর্তিমান ১ মিনিটে ৪২ টি ছোট্ট সুঁইয়ের ফুটোয় সুতা ঢুকিয়ে গিনেসে স্থান করে নিয়েছেন!
# ইন্ডিয়ার হরিদ্বারে রবীন্দ্র ঝা নামক একজন সাধূবাবা টানা ২২ দিন মূত্র ত্যাগ ও ৬৪ দিন মল ত্যাগ নাকরে গিনেস বুকে স্থান করে নিয়েছেন!
# ১৬ সেপ্টেম্বর ১৯৫৪, আমেরিকার নিউ ইয়র্কের ব্রুকলেনে জন্ম নেন আশ্রিতা ফারম্যান। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের হিসাবে আশ্রিতা ফারম্যানের দখলে আছে ১৩২টি বিশ্বরেকর্ড। তাঁর করা মোট রেকর্ডের সংখ্যা ৩৬৮টি! এগুলোর একটি আবার 'ব্যক্তিগত পর্যায়ে সর্বোচ্চ রেকর্ডের জন্য। এই রেকর্ড গড়ে নিজেকে যথেষ্ট গর্বিতও মনে করেন আশ্রিতা ফারম্যান। দেখা যাক আশ্রিতা ফারম্যান এর কয়টি ঐতিহাসিক রেকর্ডঃ-
* এক মিনিটে সর্বোচ্চ ৮২টি ডিম ক্যাচ ধরা
* ৩ মিনিটে হাত ব্যবহার না করে সর্বোচ্চ ২০২টি আঙুর খাওয়া
* চা চামচ দিয়ে ৩ মিনিটে সর্বোচ্চ ১৮৬টি আঙুর খাওয়া
* ৩ মিনিট ২১ দশমিক ১ সেকেন্ডে সর্বোচ্চসংখ্যক কিউয়ি ফল ক্যাচ ধরা ও সেগুলোর ছাল ছড়ানো
* দুধের বোতল মাথায় রেখে সর্বোচ্চ ৮০ দশমিক ৯৫ মাইল হাঁটা
* ৯ পাউন্ড ওজনের ইট সর্বোচ্চ ৮৫ দশমিক ৫ মাইল এক হাতে বহন
* সর্বোচ্চ ১ ঘণ্টা ২২ মিনিট ২ সেকেন্ড বস্তা দৌড় শেষ করা
* ২২৩টি চুরুট বাঙ্ চিবুকে সামলে রেখে হাঁটা
* ব্যাঙ লাফ প্রতিযোগিতায় ১০ মিটার পথ মাত্র ৮ দশমিক ২২ সেকেন্ডে শেষ করা
* সামুরাই তলোয়ার দিয়ে ১ মিনিটে সর্বোচ্চ ২৭টি আপেল কাটা
* ছোট চাকু দিয়ে ১ মিনিটে সর্বোচ্চ ৩৪টি আপেল কাটা
* ৩০ সেকেন্ডে সর্বোচ্চ ৬০টি চপস্টিক ভাঙা
* ৩টি কমলা ১ মিনিট ৯ দশমিক ৭২ সেকেন্ডে চামড়া ছিলে খেয়ে ফেলা
* ১ মিনিটে সর্বোচ্চ ১৮টি শসা কামড়ে খেয়ে ফেলা
* সর্বোচ্চ ৭ মিনিট ৮ সেকেন্ডে চা চামচে ডিম রেখে ভারসাম্য দৌড়
* ৯ মাইল পথ বেসবলের ব্যাট ভারসাম্য সামলে রেখে দৌড়ানো
* ৩০ মিনিটে ৩ দশমিক এক মাইল পথ লাফিয়ে পার হওয়া
* ২০ মাইল পথ মাথায় বই রেখে ভারসাম্য রক্ষা করে হাঁটা
* সবচেয়ে ভারী জুতা (৩২৩ পাউন্ড) পরে ৩৩ ফুট দূরত্ব হেঁটে যাওয়া
* ১ মিনিটে সর্বোচ্চ ৩৯টি আপেল খাওয়া
* হাত ব্যবহার না করে মাথার ঝুড়িতে ১ মিনিটে ৩১টি টেনিস বল ক্যাচ ধরা
* ৭ মিনিট ১৮ সেকেন্ডে ১০০ মিটার পথ ব্যাঙ লাফ খেলা
* কাঁচা ডিম দিয়ে টেবিল টেনিস খেলা এবং সর্বোচ্চ ১৪ বার আঘাত করা
* ১ মিনিটে ১৩টি রসুন খাওয়া
* ২৪ ঘণ্টায় ৪৩৪টি ভিডিও গেম খেলে শেষ করা।
পাঠক, এইসব ঐতিহাসিক রেকর্ড পড়তে পড়তে আমার মাথা ঘুড়িয়ে পরার উপক্রম! যদি আমি মাথা ঘুড়ে পরেই যেতাম-তাহলে সেটাও হতে পারতো গিনেস রেকর্ড! পাঠকদের বিরক্তি এড়াতে বিশ্বের সব চাইতে বড় তেলাপোকা, বিশ্বের সবচাইতে বড় শুয়োপোকা, বিশ্বের সব চাইতে বড় ইঁদুর বিড়ালের রেকর্ডগুলোর কথা নাই বা বললাম......
** এইসব তেলাপোকা, মল-মুত্র ত্যাগের মহান কির্তীধরদের রেকর্ডের পাশেই মহান বিজয় দিবসে মানব পতাকায় বিশ্ব জয় করলো বাংলাদেশ। সেই সঙ্গে বৃহত্তম মানব পতাকার রেকর্ড গড়লো বাংলাদেশ। বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক বাহিনীর সহযোগীতায় বিশ্বের সবচেয়ে বড় মানব পতাকা তৈরিতে ২৭ হাজার একশ’ ১৭ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করে। এই পতাকা তৈরীতে আর্থীক সহায়তা দেয় একটি বেসরকারী মোবাইল ফোন কোম্পানী।
এই অর্জনকে খাটো করে দেখার কোনো উপায় নেই। কিন্তু আনন্দের অতিসয্যে কিছু বুদ্ধিজিবী, কিছু মিডিয়া প্রচার করছে-১৯৭১ সনে পাকিস্তানীদের পরাজিত করার ৪২ বছর পর আবার আমরা পাকিস্তানীদের হারিয়ে এই রেকর্ড গড়েছি! আমরা যে রেকর্ড গড়েছি-সেই রেকর্ড অবশ্য মাত্র চার দিনের মাথায় মধ্য প্রাচ্যের ১৭ লক্ষ জনসংখ্যা অধ্যুসিত ছোট্ট একটি দেশ কাতার ভেংগে ফেলেছে!
লক্ষ লক্ষ শহিদের জীবন আর মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, ১৬ কোটি মানুষের আবেগ মিশানো আমাদের জাতীয় পতাকার সাথে কিশের রেকর্ড করে আমরা আত্মহারা!
২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৯
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ "দুইজন আরমান" কেই
২| ২৫ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৭
প্রকৌশলী আতিক বলেছেন: আমার মনে হয়, এই সকল আজগুবি আইডিয়ার জন্যে মিডিয়া বিশেষ ভাবে দায়ী।
>> প্রথম বাংলাদেশির এভারেষ্ট জয়
>> কয়েকদিন পরে আরো একজন, তার ক্লেইম, সে নাকি আরো উপরে উঠেছে
এরপরে দায়ি, মির ঝাফর (ইক বাল) এর মতন কলামিষ্ট/বিশেষঙ্গ//// এরা দলীয় প্রয়োজনে গল্প ফাদে। দলীয় এজেন্ডা বাস্তবায়নে সব করে। এরা লজ্জা শরমের ধার ধারেনা। এদের দেখাদেখি আরো অনেক বাচ্চা ঝাফর তৈরী হয়েছে।
আর এদের ফলোয়ার রা সুস্থ মস্তিস্কে চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। তাই মিডিয়া বা ঝাফর ষ্যাড়েরা যাই ডেলিভারি দেননা কেন, সরাসরি গিলে ফেলে।
পোষ্ট টির জন্যে ধন্যবাদ। আপনার পোষ্ট দেখে, প্রায় কয়েকমাস পরে লগিন করলাম।
২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৩
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ আতিক। তোমাকে অনেকদিন ফেবুতে দেখিনা
যুগে যুগে সব সময়ই গণবিরোধী, জনবিচ্ছিন্ন স্বৈরাচারী সরকার এভাবেই নিজেদের ব্যার্থতা ও কুকর্ম আড়াল করতে এমনসব বর্জকে অর্জন হিসেবে প্রচার করে নিজেরা আমোদিত হয় আর সাধারন জনগনকে ধোঁকাদিতে উল্লাশ করে।
৩| ২৫ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০০
হৃদয় বাংলাদেশ বলেছেন: ফেবুতে আপনার পোস্টের লিংক দেখে ৮ মাস পর সামুতে লগইন হলাম। জেনে বিস্মিত হলাম আমরা কি পরিমান দূর্লভ এক রেকর্ড করে ফেললাম!
২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৪
জুল ভার্ন বলেছেন: উপুড় হয়ে বায়ু ত্যাগও যদি কেউ অর্জন/ সাফল্য মনে করে কার কী করার আছে!
৪| ২৫ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৪
বেঈমান আমি. বলেছেন: আমরা যে রেকর্ড গড়েছি-সেই রেকর্ড অবশ্য মাত্র চার দিনের মাথায় মধ্য প্রাচ্যের ১৭ লক্ষ জনসংখ্যা অধ্যুসিত ছোট্ট একটি দেশ কাতার ভেংগে ফেলেছে!
আপনি সিউর ভাইয়া?
২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:১০
জুল ভার্ন বলেছেন: সাধারনত আমি নিজে কোনো বিশয়ে নিশ্চিত নাহয়ে বলিনা-সেই ধারনাটা আমার প্রতি তোমারও ছিল...... হ্যা, আমি নিশ্চিত হয়েই বলছি আমাদের রেকর্ডটা কাতার ভেংগে ফেলেছে আমাদের রেকর্ড গড়ার ৪ দিন পর। তবে কাতারের রেকর্ড রেকর্ড ভুক্ত হবে ২০১৪ সনের ১৭ নভেম্বর থেকে। কারন, বছরের যেকোনো সময়ই যেকোনো রেকর্ড হোকনা কেন-সেই রেকর্ড গিনেস বুকে অন্তর্ভুক্ত করা হয় ১৭ নভেম্বর। এই বিশয়টা গিনেস বুকে উল্লেখ আছে।
আর একটা কথা, যারা রেকর্ড গড়ে তারাই রেকর্ড গড়ার বিশয়টা প্রচারে অগ্রনী ভূমিকা পালন করে। অন্যদিকে কারো রেকর্ড ভাংলে প্রাক্তন রেকর্ডধারীরা বিশয়টা চেপে যায়
শুভ কামনা।
৫| ২৫ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: প্রিয়তে !
২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:১১
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ তিতির।
৬| ২৫ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬
ঢাকাবাসী বলেছেন: ভাল পোষ্ট।
২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:১২
জুল ভার্ন বলেছেন: জনাব 'ঢাকাবাসী' আমার পোস্ট ভাল বলেছেন তাতে যেমন বিস্মীত তেমনি উদ্দীপ্ত
৭| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৬
ভারসাম্য বলেছেন: অনেকদিন পর পোষ্ট দিলেন! নিয়মিত হবেন কি আবার?
পোষ্ট প্রিয়তে রেখে দিলাম ভেতরের তথ্যগুলো পরে সময় হলে পড়ে নেবার সুবিধার্থে। তবে শুরু ও শেষ অংশ ভাল করেই পড়েছি। ফিনিশিং হিসেবে যে মেসেজটি দিয়েছেন, তা যদি সস্তা আবেগের আতিশয্যে প্রকৃত ত্যাগ আর সংগ্রামের ইতিহাস ভুলতে বসা প্রজন্ম বুঝত! চেতনা-ব্যাবসায়ী বুদ্ধিজীবি আর রাজনীতিবিদদের কথা বলাই বাহুল্য।
+++
২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৮
জুল ভার্ন বলেছেন: নিয়মিত হতে পারবোকিনা তা আমি নিজেও নিশ্চিত নই-তবে সামুকে ছেড়ে যাইনি এবং যাবনা।
এখন ২০১৩ এডিশন বাজারে পাওয়া যাচ্ছে। সম্ভব হলে বইটা সংগ্রহ করে পড়বে খুব মজা পাবে! তবে পড়ার সময় সাথে কাউকে সাথে রেখো-কারন রেকর্ড দেখে "ভারসাম্য" হারিয়ে হা হা প যাইবা(পরে গেলে তোমাকে টেনে তুলতে হবেতো) B
৮| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:২২
মনিরা সুলতানা বলেছেন: আমাদের আবেগ আমাদের চেতনা এখন এক গোষ্ঠীর জন্য সবচাইতে বড় ব্যাবসা ।
২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৯
জুল ভার্ন বলেছেন: একমত।
৯| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:০১
বাঁশ আর বাঁশ বলেছেন: কাতারের টা মানব পতাকা না। মানব পতাকার রেকর্ড আমাদেরই আছে। না জেনে ব্লগে ফাউল পোষ্ট না দেওয়াই ভাল।।।
The Gulf state of Qatar has created the world's
largest flag as part of festivities to mark its
national day.
The maroon and white flag has been draped over
an area of 101,978 sq m - the size of 14 football
pitches - in an industrial zone north of Doha.
It weighs 9.8 tonnes and was stitched from three
plane-loads of material, according to the al-Sharq
newspaper.
After Wednesday's national day the flag will be
recycled into 200,000 satchels for schoolchildren
in 60 countries.
The flag broke the record of 79,000 sq m, set in
Romania in May.
"This is a big challenge and one of the most
difficult records I have seen," Marco Frigatti of
Guinness World Records was quoted as saying.
BBC
২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০১
জুল ভার্ন বলেছেন: সম্ভবত পরিবারের সবাই বাঁশ ব্যাবহারে স্বাচ্ছন্দ বোধ করেন।
১০| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৩
বাঁশ আর বাঁশ বলেছেন: লেখক বলেছেন: সাধারনত
আমি নিজে কোনো বিশয়ে নিশ্চিত
নাহয়ে বলিনা-সেই ধারনাটা আমার
প্রতি তোমারও ছিল...... হ্যা,
আমি নিশ্চিত হয়েই বলছি আমাদের
রেকর্ডটা কাতার
ভেংগে ফেলেছে আমাদের রেকর্ড
গড়ার ৪ দিন পর। তবে কাতারের রেকর্ড
রেকর্ড ভুক্ত হবে ২০১৪ সনের ১৭ নভেম্বর
থেকে। কারন, বছরের যেকোনো সময়ই
যেকোনো রেকর্ড হোকনা কেন-সেই
রেকর্ড গিনেস বুকে অন্তর্ভুক্ত করা হয়
১৭ নভেম্বর। এই বিশয়টা গিনেস
বুকে উল্লেখ আছে।
কচু জানেন।।।।। কচুর শিওর হইছেন।।।।
২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০২
জুল ভার্ন বলেছেন: বোঝাই যাচ্ছে কচুর চর্চাটাও করেন। লাগলে কচু ফ্রী সরবরাহ কড়া হবে।
১১| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩০
আরজু পনি বলেছেন:
পোস্টটা অফ লাইনে পড়েছিলাম ।
অনেকদিন পর অনেক তথ্য সহ পোস্ট পেলাম আপনার ।
শুভকামনা রইল ।।
২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০২
জুল ভার্ন বলেছেন: অনেক ধন্যবাদ আরজুপনি।
১২| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই বিশ্বাস করেন একটা কথা গলায় এসেও আঁটকে গেলো শুধু চেতনা বেচতে শিখিনি বলে নাহলে এখন একটা কথা লিখেই ফেলেছিলাম। আল্লাহ আমাদের দেশটাকে গিনেস বুকের হাত থেকে রক্ষা করুন। ভাল ভাবে একটু বেঁচে থাকতে পারলেই খুশি।
২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৫
জুল ভার্ন বলেছেন: চেতনাবাজরাই এখন সবকিছু নিয়ন্ত্রন করে। দূর্ভাগ্য এখন মান ইজ্জত নিয়ে বেঁচে থাকাই কঠিন।
ধন্যবাদ কান্ডারি।
১৩| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৬
একজন ঘূণপোকা বলেছেন: ভাল লাগোল ভাইয়া। প্লাস দিতে পারলাম না সামুর বাগের কারনে
@বাঁশ আর বাঁশ
সাবধানে মন্তব্য করবেন।
নয় মাস ব্লগিং করে জুল ভার্ন ভাইয়াকে চিনেন নাই।
২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১০
জুল ভার্ন বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
সম্ভবত সামু আমার প্রতি এখনও বিমুখ হয়ে আছে-তাই প্লাস দিতে দিচ্ছেনা
আচ্ছা, বাঁশ-কচুওয়ালা নয় মাস মানে সময়ের আগেই জন্ম নিয়েছে-তাই ইচেড়ে পাকনামো করছে। আর যাতে মাল্টি নামে পাকনামো করতে নাপারে-সেজন্য ব্লক করে দিয়েছি।
১৪| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: আরও দুর্লভ রেকর্ড অন্তর্ভূক্তির বাকী আছে !
৫% ভোটে সরকার গঠন
সরকারই সরকার, সরকারই বিরোধী দল!
রাষ্ট্রীয় সর্বোচ্চ পদে থেকে মিথ্যা, চোগলখুড়ি, বালখিল্যতা, যা খুশি তাই বলায় বিশ্ব রেকর্ড আর কেউ কুনদিন ভাংতে পারবে বলে মনে হয় না।
সে সকল রেকর্ডের জন্য চেতনার বেপারীদের অগ্রিম শুভেচ্ছা
২৭ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬
জুল ভার্ন বলেছেন: সহমত। গিনেস বুকে যেধরনের রেকর্ডের প্রধান্য দেয়-সেই ধরনের রেকর্ড একমাত্র আওয়ামী লীগই করবে-সেটাও হবে একটা রেকর্ড।
১৫| ২৬ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২২
নীলিমায় নীল রোদ বলেছেন: বাংলাদেশেরই একজন খিস্তি, খেউড়, দাঁত খিচানীর রেকর্ডও একদিন গিনেসে স্থান পাবে।
২৭ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭
জুল ভার্ন বলেছেন: ইহা অবশ্যই রেকর্ডভুক্ত হওয়া উচিত। কারন, এই চীজ দুনিয়াতে ২য় পিস আর নাই
১৬| ২৬ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৪
নীলিমায় নীল রোদ বলেছেন: ভাই প্লাস বাটন কাজ করছেনা।
২৭ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭
জুল ভার্ন বলেছেন: সব ভগবানের লীলা
১৭| ২৬ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২২
পঞ্চপাণ্ডব বলেছেন: এতো দেখছি নোংরা রেকর্ডের রেকর্ড বুক।
২৭ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮
জুল ভার্ন বলেছেন: সেকথা আর বলতে!
১৮| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০১
মুনতাশীর বলেছেন: এমনসব আজগুবি লজ্জার রেকর্ড এর পাশে নাম নাথাকলেই ভাল হতো!!!
২৭ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯
জুল ভার্ন বলেছেন: আহাহা! এই খুশীতেইতো আমরা বগল বাজানো থামাচ্ছিনা!
১৯| ২৭ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৯
দুরন্ত-পথিক বলেছেন: বাংলাদেশের পতাকা র সম্মান এতই কি কম যে- যে বইয়ে কে কতঘন্টা এক নাগারে টিভি দেখে সময় পার করেছে বা কে কতক্ষন পুকুরের পানির মধ্যে একনাগাড়ে থাকতে পেরেছে এই সকল আজাইরা সাফল্যের মাঝে এই রকম একটা বিষয় কে প্রাধান্য দিয়ে আমাদের দেশের পতাকার সম্মান কমাতে হবে ? একটা দেশের পতাকা সেই দেশের স্বাধীনতা আর সার্বভৌমত্বের প্রতীক , এটা কোন হাবিজাবি জিনিস না । তাই মানব পতাকার গিনেস বুকে নাম লেখানোর জন্য যারা খুশীতে গদগদ অবস্থা তাদের সেন্স অফ প্যাট্রিওটিজম নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে । অথবা তারা বোঝেনা যে পতকার মূল্যায়ন কি ভাবে হওয়া উচিৎ । আমি আমার পতকার সম্মান কে এভাবে একটা ফালতু বইয়ের মাঝে লিপিবদ্ধ করতে সম্পূর্ণ বিরোধী ।
২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:০০
জুল ভার্ন বলেছেন: চমতকার মন্তব্য!!!
২০| ২৭ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪১
দুরন্ত-পথিক বলেছেন: পোষ্টে ++++++++++++++++++++++++++++
২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:০০
জুল ভার্ন বলেছেন:
২১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৯
ব্লাক উড বলেছেন: সর্বনাশ!!! আপনিতো গিনেস বাবুর আব্রু ধরে টান দিছেন
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১৪
জুল ভার্ন বলেছেন:
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১৪
জুল ভার্ন বলেছেন:
২২| ২৫ শে জুন, ২০১৪ রাত ১:১৮
আয়রন ম্যান বলেছেন: ভাই সত্য মিথ্যা জানি না- তবে আমি শুনেছি গিনেজ বুকে নাকি "সব চাইতে জোরে শব্দ সহযোগে দিয়ে বায়ু ত্যাগ করে " রেকর্ড গড়েছে এমন একটি রেকর্ডও অন্তর্ভূক্ত আছে।
২৩| ২৩ শে আগস্ট, ২০১৪ রাত ১:১০
রাজীব বলেছেন: অনেক দিন পরে আপনাকে আবার ব্লগে দেখে খুব ভালো লাগছে।
©somewhere in net ltd.
১| ২৫ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৬
একজন আরমান বলেছেন:
দারুণ পোষ্ট।
আসলে আবেগের ব্যপারটা চলে আসে তো, তাই অনেক কথাই শোনা যায় ! তবে কথা বলার সময় একটু চিন্তা করে বলাটাই বুদ্ধিমানের কাজ !