নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

Believe It or Not…….

০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১৫

Believe It or Not…….

জরুরী প্রয়োজনে বাসায় ফোন করবো কিন্তু সাথে সেলফোন নিতে ভুলে গিয়েছি তাই কাছের একটা পরিচিত দোকানে যাই ফোন করতে। অনেক চেষ্টা করেও বাসার কোনো ফোন নম্বর মনে করতে পারলামনা!এতদিনে আবিষ্কার করলাম-আমি আমার নিজের সেলফোন নম্বর কত না নাদেখে বলতে পারিনা, এমনকি আমার স্ত্রী, সন্তানদের ফোন নম্বর, বাসার ল্যান্ড ফোন, অফিস, ফ্যাক্টরীর কোনো ফোন নম্বরই মুখস্ত বলতে পারিনা!

অথচ, আমার জন্মের আগে থেকেই আমাদের বাড়ীতে যে ৪ ডিজিটের ফোন নম্বর ছিল-সেই নম্বরটা আমার এখনও মনে আছে! আবার ২৫ বছর আগে আমার নিজের বাড়ীতে প্রথম যে ফোনটা লাগিয়েছিলাম সেই নম্বরটাও মনে আছে!

আমাদের দেশে সেলফোন আসার আগে আমি কমপক্ষে ৭০/৭৫টা ল্যান্ড ফোন নম্বর মনে রাখতে পারতাম-সেই আমি এখন নিজের একটা ফোন নম্বরও মনে রাখতে পারছিনা! হয়ত বার্ধক্য ভড় করেছে শরিরে ও মনে-তাই যদি হয় তাহলে ছেলে ৫০ বছর কিম্বা ২৫ বছর আগের ফোন নম্বর ভুলে গেলামনা কেন!

বলা হয়-“বিজ্ঞান দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ”-এখন দেখছি বিজ্ঞান প্রযুক্তি মানুষের মনণশীলতার সাথে সাথে শরণ শক্তিকেও কেড়ে নিয়েছে!

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২২

saamok বলেছেন: আমার মনেহয় আমরা প্রযুক্তি নির্ভর হয়েছি। সেল ফোন থাকাতে ফোন নাম্বার মনেরাখার প্রয়োজন হয়না। তাই এই অবস্থা। তবে আমি কিছু প্রয়োজনীয় নাম্বার সবসময়ই মুখস্ত রাখি

২| ০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪২

ঢাকাবাসী বলেছেন: আজকাল মুখস্হ রাখার দরকার হয় না তাই মনে করতে পারেননা। এটা দোষের নয়। আর হ্যাঁ পন্চাশ/ ষাট পেরোলে অবশ্য ডিমেনশিয়া হতে পারে।

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৩

সাল্লু খান বলেছেন: ভাবীর মোবাইল নং মনে নেই? এতো ঘোর কলিযুগ ভাই

হা হা হা

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৬

অমপুরের পোলা বলেছেন: এমন তো হওয়ার কথা ছিলো না

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৮

অমপুরের পোলা বলেছেন: ভাবী যদি এটা শুনতে পারে যে তার নং আপনার মনে নাই তাহলে আপনার কপালে অনেক দুঃখ আছে,

৬| ০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাবীর নাম্বার মুখস্ত না থাকার বিষয়টা ভাবী ক্ষমার দৃষ্টিতে দেখবেন , এই দুরাশা আমি করিনা B-)

তবে আমার গোটা পঞ্চাশেক মোবাইল নাম্বার মুখস্ত আছে :)

৭| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভয়াবহ অবস্থা!!

আবার আগের মতো ডায়রী বা কোথঅও লিখে রাখাও হয় না- ফলে দেখা যায় সিম হারালে একেবারে জলে!
হালে অবশ্য কিছু দক্ষিনা দিলে কোম্পানী গুলো নাম্বার ফিরিয়ে দেয় ;)
কিন্তু স্মৃতির যেইকে সেই হাল!!!!!!

কিসসু মনে থাকে না!
থাকপে কেম্নে! নাম, ফোন, মেসেজ খুঝতে গেলেই....হয় মুপাইল দেখো নয়, যে কোন তথ্য গুগুল মামুতে গুগলি করো.. ব্যাস প্রবলেম সল্ভড!! কিন্তু স্মৃতি সমস্যার শুরু ওখান থেকেই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.