নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
যারে ঘর দিলা সংসার দিলারে-তারে বৈরাগী মন কেনো দিলারে……
যাবতীয় সংগীতের মধ্যে আমার ১ নম্বর প্রিয় বাউল সংগীত। বাইরে আমি যেমন তেমন হলেও অন্তরে, গোপণে, নিভৃতে নিজেকে লালন করি একজন বাউল হিসেবে।
সাভার গিয়েছিলাম......সেখানেই পরিচয় হলো বয়োবৃদ্ধ একজন বাউল শিল্পীর সাথে। নিজ হাতে বানানো একটি দো-তারা বাজিয়ে উনি কয়েকটি গান পরিবেশন করলেন-
“মানুষ ধর মানুষ ভজ
শোন বলি রে পাগল মন
মানুষের ভিতরে মানুষ
করিতেছে বিরাজন”(এটা সম্ভবত লালনের গান)
২য় গানটি ছিলো-
“দয়াল নানা রংগের মানুষ বানাইয়া কাউরে দিলা ধন-মান
কারো জীবনের সব কাইরা করিলা গোলাম……
দয়াল তুমি দেখো নারী পুরুষ, আমি দেখি শুধুই মানুষ-দয়াল সবই তোমার অবদান……” (এই গানটা শিল্পী নিজেই লিখে সুর দিয়েছেন)
এবং তিন নম্বর গান-
“যারে ঘর দিলা সংসার দিলারে-তারে বৈরাগী মন কেনো দিলারে……”
এই বাউল শিল্পীর সাথে অনেক্ষণ আলাপ চারিতা হলো-লেখা পড়া শেখেননি। কয়েক দিন মাত্র স্কুলে গিয়েছিলেন-কিন্তু "ছারে মারে"-তাই আর স্কুলে যাওয়া হয়নাই। তবে তিনি অশিক্ষিত নন-জীবন বোধে স্বশিক্ষিত, সুশিক্ষিত একজন মানুষ তিনি। লোভ লালসা নাই, পাওয়া নাপাওয়ার বেদনা নাই! কী সুন্দর সাদামাটা জীবন! মুখের স্মীত হাসিটা কখনো ভুলবোনা......
কোনো দিন ভুলবোনা- "দয়াল তুমি দেখো নারী পুরুষ, আমি দেখি শুধুই মানুষ"-এই উপলব্ধি!!!
১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৩০
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ভৃগু।
সামু'র উপর অনেক অভিমান আছে সত্য-তাই বলে সামু'কে সামু বন্ধুদের ভুলিনি। সামু'কে ধারন করি বুকের গহীণে
২| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৯
সুমন কর বলেছেন: তবে তিনি অশিক্ষিত নন-জীবন বোধে স্বশিক্ষিত, সুশিক্ষিত একজন মানুষ তিনি। লোভ লালসা নাই, পাওয়া নাপাওয়ার বেদনা নাই! কী সুন্দর সাদামাটা জীবন! মুখের স্মীত হাসিটা কখনো ভুলবোনা...... -- এটাই বড় কথা।
১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৩১
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন: ইউটিউবে এইটা পাইয়া মুনতে আছি
https://www.youtube.com/watch?v=hXnEelK6wbc
৪| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: মুনতে হবে শুনতে
বারী সিদ্দিকীর এইটাও বেশ লাগতেছে
https://www.youtube.com/watch?v=dCu0lRbuymwমানুষ ধর মানুষ ভজ
৫| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৮
কল্লোল পথিক বলেছেন: আমারও গানটি খুবেই প্রিয়।
ধন্যবাদ।ভাল থাকবেন।
১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৩২
জুল ভার্ন বলেছেন: পনাকেও ধন্যবাদ।
৬| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩১
এস কাজী বলেছেন: আহ প্রিয় কিছু গান মনে পড়ে গেল
৭| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭
জনম দাসী বলেছেন: মি দেখি শুধুই মানুষ...
প্রানের কথা, মনের কথা, ভাল থাকুন সব সময়
মানুষের চেয়ে বড় ধর্ম এ জগতে নাই,
আমি জনম দাসী একই কথা বারে বারে কয়ে যাই।
১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৩
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ দাসী
৮| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৪
অন্ধবিন্দু বলেছেন:
আপনি ১ নম্বর প্রিয় বলেছেন। আমি নম্বর-টম্বরে নাই, এ সংগীত আমার আত্মায় উপলব্ধিত সুর। বাউল সংগীত মানেই ভাবগান। এ ভাবে আবার অদৃশ্য/খোদাভক্তি, দেহতত্ব, আত্মতত্বের মহামিলন ঘটে। বাউলদের পাণ্ডিত্য অনেকটা রোগে আক্রান্ত রোগীর ব্যথার মতো। বানী সহজ-উদাসী কিন্তু এর তরঙ্গ ব্যাপকতর। লালন বলেন-
বাহ্য আলাপ নাহি তাতে
চলে শুদ্ধ সহজ পথে।
সুন্দর সাদামাটা জীবন পেতে যে ত্যাগ করতে হয়। তা কী আর করার মত কলিজা আছে আমাদের! নাই।
১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৫
জুল ভার্ন বলেছেন: বাউল গান ও বাউল জীবন সম্পর্কে সাধারন উপলব্ধি! শুভ কামনা।
৯| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০২
আরণ্যক রাখাল বলেছেন: বাউল গান ঠিক শোনা হয় না, খুব একটা ভাল লাগে না বলে| কিন্তু কিছুকিছু গান ছুঁয়ে যায় খুব
১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৬
জুল ভার্ন বলেছেন: বাউল গান শুধু 'নাশুণে' অন্তর দিয়ে উপলব্ধি করতে পারলেই ভাল লাগবে।
১০| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫২
প্রোফেসর শঙ্কু বলেছেন: উপলব্ধি শিক্ষা বা অভিজ্ঞতা- যে কোনটার মাধ্যমেই আসতে পারে। ভাল লাগল।
১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৭
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
১১| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৭
আরজু পনি বলেছেন:
গানগুলো বাজছে মনের মধ্যে ।
ভালো লাগা রইল ।
১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৭
জুল ভার্ন বলেছেন:
১২| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৯
রুদ্র জাহেদ বলেছেন:
বাউল গান অবশ্যই প্রিয়, বিশুদ্ধ মননের প্রতীক
১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৯
জুল ভার্ন বলেছেন: "বাউল গান বিশুদ্ধ মননের প্রতীক"-চমতকার বলেছেন
১৩| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৩
মনিরা সুলতানা বলেছেন: কোনো দিন ভুলবোনা- "দয়াল তুমি দেখো নারী পুরুষ, আমি দেখি শুধুই মানুষ"-এই উপলব্ধি!!!
লেখায় ভাললাগা
১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৯
জুল ভার্ন বলেছেন:
১৪| ১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪১
জুল ভার্ন বলেছেন: প্রিয় বন্ধুরা; আমার শারিরিক অসুস্থ্যতার জন্য যথা সময়ে আপনাদের মন্তব্যের জবাব নাদিতে পারার অক্ষমতা মার্যনা করবেন।
১৫| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৯
রাজীব বলেছেন: এই গানটি আমার অসম্ভব প্রিয় গান। এমনকি আমার ব্লগের পরিচিতিতে এই লাইনটি লিখা আছে।
আরেকটি প্রিয় গান হলো:
"মানুষ আমি আমার কেন পাখির মত মন...
তাইরে নাইরে নাইরে গেল সারাটি জীবন।"
২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:১৬
জুল ভার্ন বলেছেন: হ্যা, সুন্দর গান।
©somewhere in net ltd.
১| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক দিন পর পেলাম- তাও ভাববাদের উচ্চানুভবে
খুব ভাল লাগলো!
মানুষ ধর মানুষ ভজ শোন বলিরে পাগল মন.. লালনেরই গান।