নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

সৃষ্টির সেরা জীব.....

২৫ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৫

সৃষ্টির সেরা জীব কুত্তা বিলাইরও সমকক্ষ নয়....

"জীবজন্তুরা প্রাকৃতিক দুর্যোগ, দুর্বিপাকের আগাম সংকেত পায়, যা মানুষ পায়না"- বিজ্ঞানীরাই এই স্বীকৃতি দিয়েছে। তারপরও "মানুষ সৃষ্টির সেরা জীব" এটা আসলে আমরাই আমাদেরকে মহিমান্বিত করার জন্য বলি।

পাখির সন্তান পাখিই হয়, ককুকুরের বাচ্চা কুকুর হয় কিন্তু মানুষের বাচ্চা হিন্দু, মুসলমান, খৃষ্টান আরও ডিটেলে ব্রাহ্মণ, কায়স্ত, শিয়া, সুন্নি, প্রোটেষ্টাইন, ক্যাথলিক হয়! কারণ মানুষের সন্তান শুধুই মানুষের মতো হলে সে প্রকৃতিতে তার শ্রেষ্ঠত্ব বজায় রাখবে কি করে! বিশ্ব-চরাচরের স্রষ্টা যখন তাঁর সৃষ্টি কর্ম করেছিলেন তখন প্রকৃতির প্রতিটি বিষয়ের মধ্যে এক সুন্দর ভারসাম্য স্থাপন করেই দিয়েছিলেন। সেই ভারসাম্য ধ্বংস করেছে 'সৃষ্টির সেরা জীব মানুষ'!

মানুষ ছাড়া অন্যান্য প্রাণীকুল প্রকৃতির বেঁধে দেওয়া নিয়মের মধ্যেই থাকে। তাই তাদের কোন অসুবিধে নেই। তাদের ব্যাংক একাউন্ট নাই, মোবাইল নাই, গাড়ি নাই, ক্যাসিনো ব্যাবসা নাই। তারা বিন্দাস।
প্রাণী জগতে একমাত্র মানুষই দাঁত মাজে, ডেন্টিষ্টের কাছে যায়। তবুও শেষ বেলায় মানুষকে দাঁত বাঁধাতে হয়। বাকিদের দাঁতের রোগ তেমন একটা হয় না, প্রেশার, সুগার, কোলেষ্টেরল ইত্যাদি সমস্যাই নেই। যখন তাদের কোন কারণে শরীর বিগড়ায় প্রকৃতিতে স্বয়ংক্রিয় বা সেই বেঁধে দেওয়া সিস্টেমেই তার সমাধানও হয়ে যায়। প্রকৃতির বেঁধে দেওয়া সিস্টেমের ফলে স্বয়ংক্রিয় ব্যবস্থার দ্বারা এটা হয়। জীবজন্তুরা প্রকৃতিতে এভাবেই টিকে থাকে। আমরা তাদের উপায়টাকে বুঝতে পারিনা, কারণ "আমরা শ্রেষ্ঠ জীব"! স্তন্যপায়ী প্রাণীকুলে সন্তান জন্ম নিলে মানুষ ছাড়া অন্য প্রাণী-মা কিন্তু হাতে করে নিজের স্তন সন্তানের মুখে পুড়ে দেয়না। মায়ের গোটা শরীরটার মধ্যে কোনটা স্তন সদ্যজাতকে কেউ কিন্তু শিখিয়ে দেয়না। সে কি করে মুহূর্তের মধ্যে সেটা চিনে নিয়ে মুখ দেয়! ব্যবস্থাটা সেই স্বয়ংক্রিয়!!

মানুষ নিজেই ঘোষণা করলো তাদের অতিরিক্ত ইন্দ্রিয় আছে, বুদ্ধি আছে। তাই মানুষ প্রাণীকুলের শ্রেষ্ঠ জীব। নিজেদের শ্রেষ্ঠতার পরিমাপে নিজেদের মধ্যে ‘পণ্ডিত’ আর ‘মূর্খ’ দুটো ক্যাটাগরিও তৈরি করেছে। সেই নিরিখে নিজের সৃষ্ট সমাজ ব্যবস্থায় নানান বিভাজনের শুরু। মানুষের এই বুদ্ধি প্রকৃতি অন্যান্যদের নিরিখে আসলে ‘দুর্বুদ্ধি’ ছাড়া কিছুই নয়। মানুষ নিজের বুদ্ধিকে বিজ্ঞান নাম দিয়েছে। সেই বিজ্ঞান মানুষের নানান ‘কাজে’ লাগছে, কিন্তু কতটা ‘কল্যাণে’ লেগেছে সেটা তর্কের বিষয়। আধুনিক, উচ্চ-শিক্ষিত, বিজ্ঞান নির্ভর মানুষ এখনও ভেবে অবাক হয় কি করে শত শত বছর আগে মানুষ জ্যোতির্বিদ্যার মাধ্যমে গ্রহণ, অমাবস্যা, পূর্ণিমা নিরূপণ করতো! কি করে পাথরের ওপর পাথর বসিয়ে কারুকার্য মণ্ডিত সুউচ্চ পিরামিডের মতো স্থাপত্য নির্মাণ করতো! কিভাবে তৈরী করেছিল ব্যাবিলনের শুন্য উদ্যান!

সমুদ্র গর্ভের প্রাণীকূল কিংবা গাছের ডালে, কোটরে পাখি আপনিই ঘুমোয়। ঘোড়াতো দাড়িয়ে দাঁড়িয়েই ঘুমায়। শুনেছেন কেউ মানুষ ছাড়া অন্যকোনো প্রাণীদের ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়? বিজ্ঞান মানুষকে অনেক কিছু দিয়েছে, তবুও তাকে ঘুম কিনতে হয়!

সৃষ্টির সেরা জীব তকমায় মানুষ যতটা ভালো কাজ করেছে তার চাইতে বহুগুণ বেশী অপকর্ম করেছে তাবৎ সৃষ্টি কূলের জন্য।।

মন্তব্য ৪০ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মানুষ সৃষ্টির সেরা জীব কারণ মানুষ জন্মালেই মানুষ হয়ে ওঠে না , তাকে মানুষ হতে হয়।কিন্তু অন্যদের ক্ষেত্রে তা নয় , কুকুর কুকুর ই হবে। মানুষ যখন মানুষ হয়ে ওঠে না তখন তাকে কুকুরের বাচ্চা বলে গালি দেয়া হয়।

আপনার লেখা ভালো লেগেছে।

২৫ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৮

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

২| ২৫ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৪

শের শায়রী বলেছেন: ভাই জীবনের ওপর এত বিতৃষ্ণা কেন?

২৫ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০১

জুল ভার্ন বলেছেন: এখনও কি আমাদের জীবন বলে কিছু আছে!

৩| ২৫ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২১

কামরুননাহার কলি বলেছেন: মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব কি না আমি জানিনা। তবে আল্লাহ তার কোরআনে একটা আয়াত বলেছেন তবে কোন সুরা বা কোন আয়াত সেটা আমার মনে নেই। আমি সেই আয়াতে পরেছি-“সেই সৃষ্টির শ্রেষ্ঠ জীবন যার মধ্যে ঈমান আছে”।
আপনার লেখাটি ভালো লেগেছে।

২৫ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০২

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৪| ২৫ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫০

পদাতিক চৌধুরি বলেছেন: এইরে! আপনি এখানেই আসল পোস্টটি দিয়েছেন!আজ ধরা খেয়ে গেলাম। ব্লগে কমেন্ট করার মজাই আলাদা। কিন্তু এখন আর নুতন করে কমেন্ট করার মতো অবস্থানে নেই। ভীষণ ভালো লিখেছেন।
শুভেচ্ছা নিয়েন ভাইজান।

২৫ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৪

জুল ভার্ন বলেছেন: লাভ য়্যু সো মাচ ভাইয়া।

৫| ২৫ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৩

নুরহোসেন নুর বলেছেন: মানুষ জগতের শ্রেষ্ট জীব
কারন, মানুষ গোটা সৃষ্টি কুলকে উড়িয়ে দেওয়ার জন্য পারমাণবিক বোমা তৈরী করে রেখেছে।
যুক্তিযুক্ত পোস্ট ভাল লেগেছে।

২৫ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৪

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৬| ২৫ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০১

আরোগ্য বলেছেন: বেশ কয়েকজন পুরনো ব্লগার আবার সক্রিয় হয়েছেন। এতে করে আমরা আপনাদের নিকট হতে অনেক কিছু শিখতে পারবো। আপনাদের সান্নিধ্যে নিজেকে ভাগ্যবান মনে করছি।

প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মানবগর্ভে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না, মানুষ অনেক চেষ্টা সাধনায় মানুষ হয় আর সর্বশ্রেষ্ঠ জীব হতে হলে আমৃত্যু সাধনা করতে হয়।

২৫ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৬

জুল ভার্ন বলেছেন: সত্যি, মানুষ একটা সাইনবোর্ড হতে পারেনা, মানুষ হতে হবে ভালো কর্মে।

৭| ২৫ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৩

রাজীব নুর বলেছেন: এই পোষ্টের জন্য একটা হাদীস-

‘যখন আল্লাহ পৃথিবী সৃষ্টি করেন, তখন তা দুলতে থাকে। অতঃপর তিনি পর্বতমালা সৃষ্টি করে তার ওপর তা স্থাপন করেন। ফলে পৃথিবী স্থির হয়ে যায়। ফেরেশতারা পর্বতমালা দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করেন, হে আমাদের প্রতিপালক! আপনার সৃষ্টির মধ্যে পর্বত থেকে মজবুত কি কিছু আছে? আল্লাহ বলেন, হ্যাঁ, তা হলো লোহা। ফেরেশতারা আবার প্রশ্ন করল, হে আমাদের প্রতিপালক! আপনার সৃষ্টির মধ্যে লোহা থেকে মজবুত কি কিছু আছে? আল্লাহ বলেন, হ্যাঁ আছে, তা হলো আগুন। ফেরশতারা আবার প্রশ্ন করে, হে আমাদের প্রতিপালক! আপনার সৃষ্টির মধ্যে আগুনের চেয়ে অধিকতর শক্তিশালী কি কোনো কিছু আছে? আল্লাহ বলেন, হ্যাঁ আছে, তা হলো বাতাস। ফেরেশতা প্রশ্ন করে, হে আমাদের রব! আপনার সৃষ্টির মধ্যে বাতাসের চেয়ে অধিক প্রবল কি কিছু আছে? আল্লাহ বলেন, ‘হ্যাঁ আছে, তা হলো আদম সন্তান।

২৫ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১২

জুল ভার্ন বলেছেন: প্রিয় রাজীব নুর, ব্যক্তিগত ভাবে আমি যেকোনো ধর্মীয় বিষয় এড়িয়ে চলি নিজ ধর্ম বিশ্বাসে। এই পোস্ট পরাজিত জীবনের একান্তই অন্তর দহন.... এর বহিঃপ্রকাশ!

ধর্মীয় দৃষ্টিতে না দেখে মানষিক বিক্ষুব্ধ বিবেচনায় ক্ষমা করবেন।

৮| ২৫ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৬

রাজীব নুর বলেছেন: মানুষের সুচিন্তা আর ভালো কর্মকান্ডের নাম 'ধর্ম'
আর
এসবের জন্য ভিন্ন ভিন্ন ধড়াচূড়ার নাম 'ভন্ডামী'!

২৫ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৪

জুল ভার্ন বলেছেন: একমত। বর্তমানে আমরা শ্রেষ্ঠত্বের অহংকারে দুর্বৃত্তায়ন করছি।

৯| ২৫ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪০

কিরমানী লিটন বলেছেন: আশরাফুল মাখলুকাত- এই ধর্ম বিশ্বাসে ঈমান আছে। তবে এই সেরা যেমন উদ্ভাসিত আলোয় সমৃদ্ধ তেমনই দুর্গন্ধময় নোংরার। তাই উৎকৃষ্ট - নিকৃষ্ট দুই দিক দিয়েই মানুষই সেরা। মানে ইয়া কানা বদু- ওয়া কানা :P

আপনার চমৎকার পোষ্টের জন্য অভিবাদন। শুভকামনা.....

২৫ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৭

জুল ভার্ন বলেছেন: বাহ কী সুন্দর করে বলেছেন!
ধন্যবাদ।

১০| ২৫ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০০

রূপম রিজওয়ান বলেছেন: খোদার খেয়ালেই হোক কিংবা বিবর্তনিক ধারায়-মোটা দাগে মানুষ জীবকূলে সর্বোন্নত-এতে কোন সন্দেহ নেই। কিন্তু এ ঐশী সৌভাগ্যের কতটুকু সদ্ব্যবহার আমরা করতে পেরেছি,তা সত্যিই প্রশ্নবিদ্ধ। সর্বোন্নত হওয়া আর সর্বশ্রেষ্ঠ হওয়া মোটেও এক নয়। খোদা আমাদের সর্বন্নোত জীব হিসেবেই সৃষ্টি করেছেন,কিন্তু স্বঘোষিত সর্বশ্রেষ্ঠত্বের আসনে আমরা নিজেরাই নিজেদের বসিয়েছি।কর্মই যে মানুষের শ্রেষ্ঠত্বের অপেক্ষক,পাপ-পংকিলতা যে আশরাফুল মাখলুকাতকেও পশুত্বের স্তরে পৌঁছে দেয় তা সূরা আত-তীনে স্পষ্টতই বলা আছে।কাজেই ঐশীবাণীতে ভুল নেই আবার কর্মে প্রতিফলন ব্যতিরেকে শ্রেষ্ঠত্বের বড়াই করাও অর্থহীন।
দারুণ লাগে আপনার লেখা!যৌক্তিক ক্ষোভটাকে উগড়ে দিয়েছেন।আমার সালাম নিবেন।

২৫ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২০

জুল ভার্ন বলেছেন: অর্থাৎ উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত শ্রেষ্ঠত্বের বলে বলিয়ান হয়ে মানুষ যত্তসব অপকর্ম করছে!

১১| ২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:১৩

সাইন বোর্ড বলেছেন: সৃষ্টি হয়ত ঠিকই দিয়েছিল মানুষের শ্রেষ্ঠত্ত, কিন্তু মানুষ তা ধরে রাখতে পারেনি, নিজেকে নষ্ট করেছে, পচিয়েছে । পোষ্টে অসাধরন ভাল লাগা রইল ।

২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৬

জুল ভার্ন বলেছেন: আপনার সাথে একমত।

১২| ২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:২৪

সেলিম আনোয়ার বলেছেন: মানুষ সবচেয়ে সুন্দর সৃষ্টি তার অঙ্গ সৌষ্ঠব অবয়ব বিচারে। আল্লাহ তায়ালা বলে দিয়েছেন ঈমান আর নেক আমলের বিনিময়ে মানুষ শ্রে ষ্ঠ ত্ব লাভ করে আর খারাপ অর্থাৎ মন্দ কর্মের কারণে মানুষ সর্বোনিকৃষ্ট ঘৃণিত প্রাণিতে পরিণত । পরিপূর্ণ ভাবে বললে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আবার মানুষ সৃষ্টির নিকৃষ্টতম জীব । এত বিশাল শ্রেষ্ঠত্ব আর মন্দ বিচারে এতো ব্যবধান অন্য প্রাণীকূলে দেখা যায় না ।

২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৩৯

জুল ভার্ন বলেছেন: অল্প কথায় কী অসাধারণ সুন্দর ব্যাখ্যা!!!
ধন্যবাদ প্রিয় কবি।

১৩| ২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২৮

অপু তানভীর বলেছেন: মানুষের কাজ কর্ম দেখে আমার কেবলই মনে হয় সৃ্ষ্টির সব থেকে নিকৃষ্ট জীব হচ্ছে এই মানুষ !

২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৪০

জুল ভার্ন বলেছেন: নিঃসন্দেহে।

১৪| ২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ইচ্ছাশক্তির স্বাধীনতার সু-ব্যবহারে মানুষ অপব্যবহারে অমানুষ!

সু-পথে সৃষ্টির শ্রেষ্ঠ! কু পথে পশুরও অধম।
কু'য়ের জোয়ারে সু কোনঠাসা!
সু'য়ের শুভ প্রত্যাবর্তনে মানুষ ফিরে পাক তার হৃত শ্রেষ্ঠত্ব :)

২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৪১

জুল ভার্ন বলেছেন: চমৎকার!
সারমর্মঃঃ সু বচন নির্বাসনে।

১৫| ২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পশু পাখি সহজেই পশু পাখি
প্রাণ পন চেষ্টায় তবেই মানুষ মানুষ হয়ে উঠে।

২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৪৩

জুল ভার্ন বলেছেন: পশু পাখি মানুষ হয়না কিন্তু মানুষ সহসাই পশুর স্বভাব ধারণ করে।

১৬| ২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪১

সোনালী ডানার চিল বলেছেন:

আপনার উপলব্ধি খুব তীর্যক সত্যি-
যে মানুষ সৃষ্টির সেরা সেই মানুষই সৃষ্টির সবচে অধম কখনও কর্ম-দোষে
আর সেই কর্মদোষে কেউ ঘুমের ঔষুধ খায়, কেউ আত্মহ্ত্যা করে।
তবুও সবার বিবেক জাগ্রত হোক- মানুষের এই অপমান যে মানুষরুপী প্রাণীসকল
করে চলেছে, তাদের বোধদয় হোক!
পোষ্টে ভালো লাগা-

২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৪৬

জুল ভার্ন বলেছেন: আসলেই কর্মেই প্রমাণ করে মানুষ আর পশুর ব্যবধান।
ধন্যবাদ ভাই।

১৭| ২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪২

রাজীব নুর বলেছেন: আমার মন্তব্য দু'টির সুন্দর উত্তর দিয়েছেন।
আপনাকে আন্তরিক ধন্যবাদ।

২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৪৬

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

১৮| ২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৭

এডওয়ার্ড মায়া বলেছেন: মানুষ সৃষ্টির সেরা জীব তখনি যার মধ্যে ভাল গুণাবলী বিধ্যমান।বাংলাদেশ প্রেক্ষাপটে আমরা মানুষ নই

২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৪৭

জুল ভার্ন বলেছেন: এটাই আমার বক্তব্য।
ধন্যবাদ।

১৯| ২৬ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৭

নগরসাধু বলেছেন: মানুষ ভজ মানুষ খোঁজ
ওরে পাগল মন
মানুষ মাঝেই সাঁই বিরাজে
নাও খুঁজে সে ধন!

মানুষ বলে কাে নাও আগে জেনে
দু'পেয়ে জীব সবে ইনসান বলে
জ্ঞানে বিশ্বাস এলে পরে হয় ঈমানদার
শুরু হয় মানুষে প্রত্যাবর্তন।

বিশ্বাসী থেকে হতে হয় মুসলমান
মানুষের খাতায় ওঠে নাম
কঠোর সাধন রিয়াজতে
হতে হয় জানি মুমিন!

ক্বুলুবিনা মুমিনিনা আরশে আল্লাহ
বান্দা তখন মানুষ শ্রেষ্ঠ
যাত্রা হলো শুরু মহা মানুষের পথে
আঠার মোকাম সুমুখে সাধন।

কারে ভাব মানুষ তুমি কারে বলো মন্দ
মানুষ কখনো হয়না মন্দ
মানুষ পূজ্য মানুষ ভজ্য
রুপধারী কভু পায়না সে আসন!

২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৪৮

জুল ভার্ন বলেছেন: অসাধারণ!
অপুর্ব!!

২০| ২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:৪২

মেহরাব হাসান খান বলেছেন: মানুষ সেরা জীব কারণ তারা কথা বলতে পারে।
বাকিরা কথা বলতে পারলে এটা নিয়ে একটা টকশো বা বিতর্ক হতো, পরে সিদ্ধান্ত নেয়া হত কে সেরা জীব।
তাতেও সমস্যা হত, পরে হাইকোর্ট বা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হত।
যাইহোক লেখা ভয়ানক ভালো হয়েছে।

২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১২

জুল ভার্ন বলেছেন: আপনার মন্তব্যটা মজার!
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.